Md.Kawsar Khan

Md.Kawsar Khan গন্তব্য আমাদের মাটির নিচে জেনেও আমরা আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি 🤍🙂

29/04/2025

কেউ কারো জন্য; অপরিহার্য নাহ! দিনশেষে আপনার জন্য; শুধুই আপনি! তাই সবার আগে; নিজেকে ভালো রাখা'টা বেশি প্রয়োজন।🌸

26/04/2025

তোমাকে ভালোবাসতে গিয়ে বুঝলাম- নিজেকেও যে ভালোবাসতে হয়, তা যেনো ভুলেই গিয়েছি। তোমার অনুভূতির কদর করতে করতে নিজের অনুভূতি গুলোকে কোথায় যেনো হারিয়ে ফেলেছি।
তোমাকে আগলে রাখতে গিয়ে নিজেকেই অনাদরে ফেলে রেখেছি অবহেলায়। তোমার হাসিমাখা মুখে কান্নার ছাপ দেখতে চাইনা বলে নিজের ব্যথা গুলো তোমার চোখের আড়াল করেছি প্রতিবার।
তোমাকে চাইতে গিয়ে আমি প্রতিনিয়ত নিজেকে হারিয়েছি। একটা সময় যখন বুঝলাম এসকল কিছু বৃথা তখন এক বুক অভিমান আর শূন্যতা নিয়ে নির্জনতা নিস্তব্ধতা কে আপন করে নিয়েছি🙂🌸

25/04/2025

কয়েকটা জিনিস মাথায় রাখেন। 'জোর করে' কারো কাছ থেকে 'সময়' নিতে নেই, 'জোর করে' কাউকে মেসেজ দিতে 'বলতে' নেই, 'জোর করে' কারো 'প্রিয়' হবার চেষ্টা করতে নেই, 'জোর করে' কাউকে 'কল" দিতে বলতে নেই!
মানুষ কে 'জোর' করতে নেই আসলে। নিজেই বেহায়া হবেন। লাভ নাই! বাদ্দেন! ইচ্ছে হইলে দাম দিবে,নাহয় না! বাদ! ❤️🌸

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
25/04/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

24/04/2025

মনে ব্যথা থাকলে সেই ব্যথার ওষুধ দেওয়া যায়, মনটায় যখন ব্যথা তখন কী আর করা যায়?(মির্জা গালিব)

24/04/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব।

পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

Kawsar khan

15/02/2025

"যা করিস ভেবে চি'ন্তে করিস, তোর কিন্তু বাবা নেই", কি অসহায় একটা কথা।😔💔

14/02/2025

পিছনের সব গুনাহ মাফের দোয়া:-
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিঁউ ওয়াতুবু ইলাইহি
লা-হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম।
তওবা ইয়া আল্লাহ,তওবা ইয়া আল্লাহ ,তওবা ইয়া আল্লাহ
তওবা ইয়া রাব্বি। লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
আমিন..!🤲🏻❤️

13/02/2025

মানুষ ভুল মানুষের বেলায় খুব যত্নবান হয়, আর সঠিক মানুষের বেলায় খুব বেখেয়ালি হয়!'😅🌸

11/02/2025

মা একবার বলেছিলো,
শোন, কেউই এতটা ব্যস্ত নয় যে দুটো মুহূর্ত সময়ও কিনা বের করতে পারবে না তোর জন্য, আসলে তুইই তাদের কাছে ততটা important না, যতটা কিনা তুই তাদের ভাবিস।

I felt that hard.🌸

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Kawsar Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share