27/05/2025
সকাল শুধুই সময় নয়, এটি এক সম্ভাবনার বার্তা। প্রতিটি সকাল আমাদের জীবনে নিয়ে আসে নতুন সুযোগ—নিজেকে গড়ে তোলার, ভুলগুলো সংশোধনের, আর নতুন কিছু শেখার। সকালের সময়টাই সবচেয়ে উপযুক্ত মনকে একাগ্র করার, প্রার্থনা বা ধ্যান করার, এবং দিনটিকে পরিকল্পনা করে শুরু করার জন্য।
একটি সুন্দর সকাল যেমন সারাদিনকে সুন্দর করে তুলতে পারে, তেমনি সকালের ভালো অভ্যাস গড়ে তোলে সাফল্যের ভিত। তাই সকালের মূল্য বুঝে, একে কাজে লাগানোই আমাদের জীবনের পথকে করে তুলতে পারে আরও উজ্জ্বল।