মৃগনাভি

মৃগনাভি সফলতার পথে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চাহে তো একদিন না একদিন সফল হবো ইনশাআল্লাহ ( 🤲 দোয়া করবেন)
(4)

কিছু বলার নাই 😑
15/07/2025

কিছু বলার নাই 😑

মিডফোর্ড হ*ত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত মহিনকে যেভাবে রাজনৈতিক দলের প্রতিবাদ সভা থেকে পুলিশ গ্রেফতার করেছে সেটি অত্যন্ত প...
14/07/2025

মিডফোর্ড হ*ত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত মহিনকে যেভাবে রাজনৈতিক দলের প্রতিবাদ সভা থেকে পুলিশ গ্রেফতার করেছে সেটি অত্যন্ত প্রশংসনীয়, সেই অফিসারকে সাধুবাদ জানাই! বর্বরোচিত এই হ*ত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে সনাক্ত করে পুলিশ।

একটু খেয়াল করে দেখলেই বুঝবেন, ঐ প্রতিবাদ সমাবেশের অনেকেই মহিনকে চিনতো, সংঘঠিত সেই মধ্যযুগীয় কায়দায় হ*ত্যা*কাণ্ডের কথাও জানতো, অথচ পুলিশ আসার আগ পর্যন্ত একটা লোকও তাকে চ্যালেঞ্জ করেনি, যেভাবে হ*ত্যাকাণ্ডের সময়ও উপস্থিত থাকা কেউই এগিয়ে আসেনি! ভয়ে এবং ঝামেলা এড়াতে! বরং চাঁ*দাবাজির বিরুদ্ধে মহিনের শ্লোগানেই গলা মেলাচ্ছিলো! ৯৯৯ এ একটা ফোন দেয়নি কেউ! এমনকি পুলিশ যখন তাকে গ্রেফতার করলো তখনও উপস্থিত লোকজনের তেমন কোন সহযোগিতা লক্ষ্য করবেন না, বরং এক পর্যায়ে ঐ পুলিশ অফিসারকেই হুংকার দিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হয়!

যেহেতু পুলিশ ছাড়া আপনারা অপরাধ প্রতিরোধে এগিয়ে আসবেন না (মনে করিয়ে দেই এটি আপনারও নাগরিক দায়িত্ব), মধ্যযুগীয় কায়দায় খুনের আসামী শনাক্তেও পুলিশকে সহায়তা করবেন না তাহলে অন্তত পুলিশকে তার কাজে সহায়তা করেন! ফোর্স এর জন্য মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, গণহারে সোশ্যাল মিডিয়াতে পুলিশ ব্যাশিং বন্ধ করেন। দেশ ও জনগণের জন্য পুলিশের অগুনিত ভালো কাজ আছে সেগুলো হাইলাইট করেন। শতভাগ মনোবল নিয়ে পুলিশ ঘুরে দাঁড়াতে না পারলে শান্তিতে নিজের বাড়িতেও ঘুমাতে পারবেন না!

আপনি বিপদে পড়লে "উপরে আল্লাহ, নিচে ওসি কাশেম মোল্লা" ই সবার আগে আপনার পাশে দাঁড়ায়! অনেক পুলিশ সদস্যদেরই ব্যক্তিগত/পেশাগত স্খলন কিংবা অপরাধের লম্বা ফিরিস্তি আছে, ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তি করার ইতিহাস আছে কিন্তু যুগ যুগ ধরে প্রতিষ্ঠান হিসেবে পুলিশ এভাবেই আপনার পাশে ছিল, এখনো আছে, এটাই পুলিশের পেশাদারিত্ব!

নতুন এই সময়ে সকলের উচিত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সহায়তা করা, তা না হলে দুর্বল হবে রাষ্ট্র, অসহায় হয়ে পড়বে জনগণ।

Jahed Parvez Chowdhury
পুলিশ সুপার(এসপি)
বাংলাদেশ পুলিশ।

ভারি বর্ষণ এর সতর্কতা!আজ রাত ১২ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার ভেতরে, ফেণী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, কক...
14/07/2025

ভারি বর্ষণ এর সতর্কতা!
আজ রাত ১২ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার ভেতরে, ফেণী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, মাদারীপুর, শরিয়তপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, কলকাতা, ২৪ পরগণা, দীঘা, বহরমপুর, বারাসত, কৃষ্ণনগর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, রাজশাহী, ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর,
ও এএর পার্শ্ববর্তী এলাকায় ভারিবর্ষণ এর সম্ভাবনা আছে, ( ৫০ টু ১২০ মিলিমিটার)
ইতোমধ্যে এইসকল এলাকায় বৃষ্টি হয়েছে বেশ।

আলহামদুলিল্লাহ।  রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর ইউনিট ১ এর কন্টেইনমেন্ট টেস্ট সফলভাবে সম্পন্ন করা হয়েছে। ইউরোনিয়াম লোড...
13/07/2025

আলহামদুলিল্লাহ। রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর ইউনিট ১ এর কন্টেইনমেন্ট টেস্ট সফলভাবে সম্পন্ন করা হয়েছে। ইউরোনিয়াম লোড করার আগে রিয়েক্টরের শেষ প্রটেকটিভ ব্যারিয়ার এই কন্টেইনমেন্ট স্ট্রাকচার দূর্ঘটনা বা এবনরমাল সিনারিওতে চাপ সহ্য করে টিকে থাকবে কিনা সেটা পরীক্ষা করা হয়৷

এই পরীক্ষার সময় ০.৪৫ MPa চাপ সৃষ্টি করা হয় অর্থাৎ প্রতি ইঞ্চিতে ৬৫ পাউন্ডের বেশি প্রেশার সৃষ্টির পরেও কন্টেইনমেন্ট সেই প্রেশার লোড সাচ্ছন্দে নিতে পেরেছে।

তথ্যসূত্র : রোসাটম

চাঁদপুরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন জামে মসজিদে খুতবা চলাকালীন সময় মসজিদের ইমাম ও খতীব মাওলানা নুরুল আমিন মা...
12/07/2025

চাঁদপুরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন জামে মসজিদে খুতবা চলাকালীন সময় মসজিদের ইমাম ও খতীব মাওলানা নুরুল আমিন মাদানী (৪৫) উপর অতর্কিতভাবে চাপাতি হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকায় স্থানান্তর করা হয়।

মাওলানা নুরুল আমিন মাদানী ছিলেন চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকার মোল্লাবাড়ি বাইতুল আমিন মসজিদের ইমাম ও খতীব।
তিনি সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষালাভ করেন। সুদীর্ঘ সময় ধরে তিনি এই মসজিদে ইমামতি করে আসছিলেন এবং এলাকার মধ্যে একজন শ্রদ্ধেয় আলেম হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় খুতবা চলাকালীন হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতর চাপাতি নিয়ে ঢুকে মাওলানা মাদানীর উপর অতর্কিতে আক্রমণ চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী ব্যক্তি খুতবার কিছু বক্তব্য নিয়ে ক্ষুব্ধ ছিল।
ইমাম সাহেব খুতবায় বলেছিলেন:

“রাসুল (সাঃ)-কে আমাদের ভালোবাসতে হবে সবচেয়ে বেশি, তবে চাওয়া-পাওয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে। আমাদের আদর্শ একমাত্র রাসুল( সাঃ)। রাষ্ট্র চলবে সেই আদর্শেই।
এই বক্তব্যে হামলাকারী আপত্তি তোলে। চওড়া হয় ইমামের উপর

এই ভয়াবহ ঘটনা সত্ত্বেও স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়নি।
সামাজিক মাধ্যমে কিছু ক্ষীণ প্রতিবাদ ছাড়া মূলধারার মিডিয়ায় এই ঘটনা খুব বেশি গুরুত্ব পায়নি, যা নিয়ে ধর্মপ্রাণ মানুষদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

মাওলানা নুরুল আমিন মাদানীর পরিবার ও মসজিদের মুসল্লিরা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
তারা বলেন,

“একজন আলেম, যিনি কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে দ্বীনের পথে ডাকার চেষ্টা করছিলেন তাকে আহত করা মানে পুরো ইসলামি সমাজকে আতঙ্কের বার্তা দেওয়া।

আরও একটি নির্মম ধর্মীয় সহিংসতার ঘটনা বাংলাদেশের ইতিহাসে যুক্ত হলো
এবার আহত হলেন একজন দ্বীনদার, শিক্ষিত, মার্জিত ইমাম।

এই হামলার বিচার হবে কি না, নাকি এটিও হারিয়ে যাবে আরও অনেক ঘটনার ভিড়ে সেটাই এখন সময়ের প্রশ্ন।

কথা দিয়ে শান্ত করা যায়। কথা দিয়ে ক্লান্ত ও করা যায়। কথাতেই প্রেম কথাতেই জ্যাম। কথার মাঝেই বাঁধে, আবার কথার মাঝেই ফাঁদে। ...
11/07/2025

কথা দিয়ে শান্ত করা যায়। কথা দিয়ে ক্লান্ত ও করা যায়। কথাতেই প্রেম কথাতেই জ্যাম। কথার মাঝেই বাঁধে, আবার কথার মাঝেই ফাঁদে। কঠিন কথায় মানুষ যেমন রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে। তেমনি নরম কোমল কিছু কথার জন্য দরিদ্র ভাঙাচোরা বাড়িও মানুষের মন কারে।

লাইফ ইউজ ফুল অফ চয়েসস। শব্দটি দিয়ে কারো বিষন্ন সন্ধ্যাকে উজ্জ্বল করে দেয়, না কি শব্দের বজ্রপাতে কাউকে মাটির সাথে গেধে ফেলবে... সেই চয়েসটাও কেবল আমাদের!

সময়টা থেমে থাকে না। ব্যর্থতা আর অপ্রাপ্তির ভিড়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ একদিন বুঝে যাই—সবকিছু আমাদের জন্য নয়। প্রতিটি না-পাও...
03/07/2025

সময়টা থেমে থাকে না। ব্যর্থতা আর অপ্রাপ্তির ভিড়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ একদিন বুঝে যাই—সবকিছু আমাদের জন্য নয়। প্রতিটি না-পাওয়া, প্রতিটি হোঁচ'ট যেন আমাদের একটু একটু করে মানুষ করে তোলে। আনন্দ, দুঃখ, হার-জিত—সব মিলিয়েই জীবন। আর এই জীবনটাই শেখায়, বুঝিয়ে দেয়, কখনো না চাইলেও আমরা বদলে যাই, পরিণত হয়ে উঠি। এভাবেই বয়স বাড়ে, কিন্তু তার চেয়েও বেশি বাড়ে উপলব্ধি।
👍

24/06/2025

তাকে এত দিন বলে বলে নিকাহ নামাতে সই করাতে পারি নাই আজ জোর করে ধরে সই টা করেই ফেললাম। আমার অনেক শখ ছিলো তাই সে অর্ডার দিয়ে এনেছিলো কিন্তু অনেক ব্যস্ত থাকায় আর বিয়ের সময় নিয়ে যাওয়া হয় নাই।আমার হাসবেন্ড সব একা হাতে সামলিয়েছে এই জন্য এই টা নিয়ে যেতে ভুলে গেছিলো । আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার শখটা পূরণ করেছি। ধন্যবাদ আমার প্রিয় হাসবেন্ডকে🌸

🧠 তারা তোমার সাথে যেভাবে আচরণ করে, তাদের সাথেও তেমন আচরণ করো!*: রাসূল (সা.) বলেছেন: সকলের সাথে সদয় ও সম্মানের সাথে আচরণ...
24/06/2025

🧠 তারা তোমার সাথে যেভাবে আচরণ
করে, তাদের সাথেও তেমন আচরণ করো!

*: রাসূল (সা.) বলেছেন: সকলের
সাথে সদয় ও সম্মানের সাথে আচরণ
করো, এমনকি যদি তারা অসম্মান দেখায়...

ভাগ্যবান তারা-ই, যারা নিখুঁত ভালোবাসা পায়…এ যুগে নিখুঁত ভালোবাসা পাইতে ভাগ্য লাগে।🌸🖤
22/06/2025

ভাগ্যবান তারা-ই, যারা নিখুঁত ভালোবাসা পায়…
এ যুগে নিখুঁত ভালোবাসা পাইতে ভাগ্য লাগে।🌸🖤

19/06/2025

তোমরা খাবা

আমার বর যতবার আমার কাছে আসে মনে করে আসার সময় ফুল আর চকলেট আনে,  কারণ সে জানে ফুল আর চকলেট আমি ভালোবাসি🫶 প্রিয়  বর তুমি ক...
21/05/2025

আমার বর যতবার আমার কাছে আসে মনে করে আসার সময় ফুল আর চকলেট আনে, কারণ সে জানে ফুল আর চকলেট আমি ভালোবাসি🫶 প্রিয় বর তুমি কি জানো ফুলের চেয়েও তোমাকে ভীষণ ভালোবাসি❣️😘

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when মৃগনাভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share