Tasnim's vlgo

Tasnim's vlgo আসসালামু আলাইকুম সবাই এই পেজটাকে ফলো দিবেন।

24/11/2023

😿😿প্রিয় জান.. 😿😿
পত্রের শুরুতে জানাই
সেভলন এর জীবাণুমুক্ত
ভালোবাসা.... 🤗🙄🙄

🤗🤗...আশা করি
শীতের
লোশন মেখে খুব
ভালোই আছো... 🤗☺🙄

🤗🤗...আমি তোমাকে
সেন্টারফ্রুট এর মত
পছন্দ করি ... 🤗

🤗.. তোমাকে ছাড়া আমার
জীবন
পঁচা সাবানের মত মূল্যহীন... 🤗☺🙄


🤗... আর কিছু লিখে তোমার

মূল্যবান
সময় নষ্ট করতে চাইনা ... 😒😒😒🤗☺

🤗.. আমি কোনদিন প্রেম পত্র
লিখি নি
তাই যদি কোন ভুল হয়ে
থাকে তাহলে
সার্ফ এক্সেল দিয়ে মুছে
ফেলো.............. 🤗☺

🤗.... আর যদি হাসি আসে
তাহলে
পেপসুডেন্ট দিয়ে দাঁত
ব্রাশ করে নিও ......... 🤗☺

🤗...আমার পত্র পড়ে যদি
তোমার মাথা গরম হয়
তাহলে
তিব্বত কদুর তেল দিয়ে
মাথা ঠান্ডা
করে নিও ......................... 🤗🤧🤧🤧

🤗........ইতি তোমার
🤗🤗...... 𝘙𝘍𝘓 এর মতো মজবুত ভালোবাসা ......😘😘🥰😍☺☺.............

চিঠির উত্তর চাই 🙈🐸
😂😂😂😂

22/09/2023

যাকে ভালোবাসা যায় তাকে সহজে ভোলা যায় না আর যাকে সহজে ভুলে যাওয়া যায় তার প্রতি হয়তো কখনো ভালোবাসা ছিলো না।
তোমাকে ভুলতে না পারা আমার সারাজীবনের ব্যর্থতা।🥀🥀🥀

15/09/2023

ইচ্ছে হলে দূরে যাওয়া যায়,
কিন্তু ইচ্ছে হলে দূরত্বে থাকা মানুষটার কাছে যাওয়া যায় না!🥀🥀🥀

10/09/2023

- যে রব গাছের ডালে ঘুমন্ত পাখিটিকেও পড়ে যেতে দেন না,
-আপনি কি করে ভাবলেন……?🤔

- সেই রব আপনাকে একা ছেড়ে দিবেন,
-সুতরাং ধৈর্য্য ধরুন শেষটা সুন্দর হবে...!
-ইনশাআল্লহ.।

03/09/2023

জীবনে একজন বেস্ট ফ্রেন্ড, বেস্ট সাপোর্টার, বেস্ট পার্টনার থাকা উচিত আসলে।
সু-সময়ে, দুঃসময়ে, উত্থান-পতনে সবসময় যাকে পাশে পাওয়া যায়।
সবার আগে চিন্তা করলে যার কথা মাথায় আসবে।
যাকে সব কথা নির্দ্বিধায় বলা যাবে, যে কখনো জাজ করবে না।
একবার জীবনে ভুল কেউ এসে অনেক দূর এগিয়ে যাওয়ার পর তাকে চিনতে পারার পর যাতে নিজেকে অসহায় বা একা মনে না হয়।
ভালো চেহারা আর সুন্দর কথা হওয়ার চেয়েও একজন ভালো মনের মানুষ জীবন থাকা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তাহলে অন্তত ১০বছর পর গিয়ে হলেও এটা নিশ্চিন্তে বলা যাবে "সেই কি তুমি"...🥀🥀🥀

মাঝে মাঝে কষ্টকরে হলেও একা একা চলা শিখতে হয়?কারণ, যাকে ছাড়া আপনি চলতে পারবেননা,বা বাঁচতে পারবেননা ভাবছেন,সে কিন্তু, আপ...
02/09/2023

মাঝে মাঝে কষ্টকরে হলেও একা একা চলা শিখতে হয়?
কারণ, যাকে ছাড়া আপনি চলতে পারবেননা,
বা বাঁচতে পারবেননা ভাবছেন,
সে কিন্তু, আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে.

একটা সময় খুব চেষ্টা করতাম সবার কাছে নিজের ইমেজ বাঁচানোর। সবসময় খেয়াল রাখতাম কেউ যাতে আমার নামে খারাপ না বলতে পারে।  স...
01/09/2023

একটা সময় খুব চেষ্টা করতাম সবার কাছে নিজের ইমেজ বাঁচানোর। সবসময় খেয়াল রাখতাম কেউ যাতে আমার নামে খারাপ না বলতে পারে। সবার সব কথা শুনতাম, যে যা বলতো করতাম,"So called ভালো" হয়ে থাকতাম।বড্ডো বোকা ছিলাম, তখন সবাই যে নিজের প্রয়োজনে, স্বার্থে কাজে লাগাতো এটাই বুঝতাম না। সবাইই taken for granted হিসেবে নিতো,কিন্তু এখন, যে যা খুশি বলুক, I don't care। যে আমার মানসিক শান্তির কারন হবে সেই আমার প্রিয়জন।বাকি কাউকে চাই না,কাউকে চিনি না!❤️

01/09/2023

কল্পনার রাজ্য যত রঙিন হয় বাস্তবতার রাজ্য ঠিক ততটাই কঠিন। তবুও মানুষ বাস্তবতার থেকে কল্পনায় নিজের রাজ্য সাজাতে ভালোবাসে।🥀🥀🥀

Address

Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Tasnim's vlgo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share