07/05/2024
অনাবৃষ্টির হতাশার পরে যখন রহমতের বৃষ্টি নাযিল হয় তখন এই নেয়ামতের প্রতি সত্যিকারের কৃতজ্ঞতা সৃষ্টি হয়, আলহামদুলিল্লাহ।
বর্তমান বাস্তবতার সাথে আল্লাহর এই বাণীটির কতইনা মিল! সুবহানআল্লাহ।
وَهُوَ الَّذِيْ يُنَزِّلُ الْغَيْثَ مِنْۢ بَعْدِ مَا قَنَطُوْا وَيَنْشُرُ رَحْمَتَهٗ ؕ وَهُوَ الْوَلِيُّ الْحَمِيْدُ
হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার পর তিনিই বৃষ্টি বর্ষণ করেন।
এবং তাঁর রহমত ছড়িয়ে দেন। তিনিই তো অভিভাবক, প্রশংসিত। (সুরা আশ-শূরা ২৮)