বাংলাদেশ ডিফেন্স

বাংলাদেশ ডিফেন্স Assalamualaikum.Welcome to my Page.Either do it from your heart or don't do it.That's Bangladesh defense called-"Do or Die"

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস,,,✅🥰
20/07/2025

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস,,,✅🥰

পিচ্চি আর্মিটাকে কেমন লাগছে,,, 🥰❤️
20/07/2025

পিচ্চি আর্মিটাকে কেমন লাগছে,,, 🥰❤️

সিঙ্গাপুরে একমাত্র পাবনা,,,😳✅
19/07/2025

সিঙ্গাপুরে একমাত্র পাবনা,,,😳✅

রিক্রুট থেকে আজ নবীন সৈনিক,,,🥰❤️
19/07/2025

রিক্রুট থেকে আজ নবীন সৈনিক,,,🥰❤️

❤️🗡️বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন❤️🗡️ ৪২ তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস)আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস - মহিলাসেব...
18/07/2025

❤️🗡️বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন❤️🗡️

৪২ তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস)

আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস - মহিলা
সেবায় ও ত্যাগে রহিব সমুজ্জ্বল

আবেদনের শেষ তারিখ ২ আগস্ট ২০২৫

#বাংলাদেশডিফেন্স

কোন এক ভাই স্বপ্ন পূরণের লক্ষ্যে,, সবার কাছে দোয়া প্রার্থী,,,🥰🤲
18/07/2025

কোন এক ভাই স্বপ্ন পূরণের লক্ষ্যে,, সবার কাছে দোয়া প্রার্থী,,,🥰🤲

✅সেনাবাহিনী নার্স পদে যোগদান:✅👇👇বাংলাদেশ সেনাবাহিনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেনাবাহিনীর ৪২তম সরাসরি স্বল্পমে...
18/07/2025

✅সেনাবাহিনী নার্স পদে যোগদান:✅👇👇
বাংলাদেশ সেনাবাহিনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেনাবাহিনীর ৪২তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে নার্স পদে শুধু নারীদের নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। অনলাইনে আবেদন চলছে।

পদের নাম: নার্স (নারী)

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৩.৫০ (ন্যূনতম) নিয়ে সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সম্পন্নকারী প্রার্থী হতে হবে।

আবেদনে বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত/বিধবা/তালাকপ্রাপ্ত

উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি

ওজন: ৪৬ কেজি (১০০ পাউন্ড)

আবেদন ফি: অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ১০০০/-(এক হাজার) টাকা (অফেরতযোগ্য)।

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

প্রাপ্ত সুযোগ–সুবিধা

বেতন ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী এএফএনএস অফিসাররা বেতন ভাতা প্রাপ্ত হবেন।

অন্যান্য সুযোগ–সুবিধা

বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থানপ্রাপ্তির সুযোগ পাবেন।

চিকিৎসা: সামরিক হাসপাতালগুলোয় উন্নতমানের চিকিৎসাপ্রাপ্ত হবেন। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধিমোতাবেক দেশে ও দেশের বাইরে সুচিকিৎসার সুযোগ পাবেন।

সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ ও প্রতিষ্ঠানগুলোয় যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

আবেদনের শেষ সময়: ২ আগস্ট, ২০২৫।

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান,,,🥰❤️১৭ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার)...
17/07/2025

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান,,,🥰❤️

১৭ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার):কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মাতৃসদন কেন্দ্রে অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, চশমা বিতরণ ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মেডিসিন, চক্ষু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম কর্তৃক প্রায় ৬ শতাধিক রোগীকে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। পাশাপাশি ৯০ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়।

আর্ত মানবতার সেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এরূপ জনকল্যাণমূলক কার্যক্রম সেনাবাহিনী কর্তৃক অব্যাহত থাকবে।

17/07/2025

এই রিক্রুটি ৩ঃ২‌ কিঃমি দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছে 🥹🗡️ #বাংলাদেশডিফেন্স

মায়ের ২ রাজপুত্র,,🥰❤️,,
17/07/2025

মায়ের ২ রাজপুত্র,,🥰❤️,,

16/07/2025

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ডিফেন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share