K M Abdur Rauf

K M Abdur Rauf সিচুয়েশন যখন অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখন তাকে প্রকৃতির উপরই ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ।

19/09/2022

প্রকৃতির স্রোত
এ.আর.খান

নিশীথের কাব্যগ্রহে তুমি এসেছিলে,
যানি নিশীথে চলে যাবে,
এটাই বাস্তবতা।
বাস্তবতার সম্মুখীন প্রতিনিয়ত হতে হতে
এখন আর বাস্তবতাকে ভয় করিনা!
মানিয়ে নেয়া শিখে গেছি
এখন মানিয়ে নিতে পারি
খুব সহজেই,
জানো এখন আর কষ্ট হয় না
কোন কিছুতে।

সব কিছুতেই মনে হয়
এটাই বোধহয় হবার ছিল
যা হয়েছে ভালোই হয়েছে।

তাই হয়ত সবকিছুই
প্রকৃতির উপরেই ছেড়ে দেই,
পরিস্থিতি যখন সাধ্যাতীত হয়ে যায়
ঠিক নদীর স্রোতে গাঁ ভাসিয়ে দেবার মত।

কখনো নদীর স্রোতে গাঁ ভাসিয়েছো?
মনে পরে,,,
সেই ছোট্ট বেলার কথা
স্কুল ফাঁকি (২ টাকা ফাইন) দিয়ে
পদ্মার স্রোতে ঝাপিয়ে পরার সৃতি,
যখন স্রোতের সাথে পেরে উঠছি না
তখন স্রোতের অনুকূলে গাঁ ভাসিয়ে
বালিয়াড়ির স্তম্ভের প্রতিক্ষা করা।

জানো তখন খেলার ছলে হলেও
সেই অভিজ্ঞতা এখন জীবন চলতে পাশে থাকে।
অনেকটা ছায়ার মতো...!!!

💚❤💚

09/09/2022

অজ্বানা দূর
এ.আর খাঁন

আমি চলিতেছি অনন্ত পথ
তবুও ক্লান্ত হইনা
ছুটে চলেছি দূর অনন্ত পথ
কোথায় এই পথের কিনারা
শেষটা দেখার প্রোয়াস জাগে
ক্লান্তহীন বিরতি ছাড়া
এই অরণ্য ঘেরা মেঠো পথ বেয়ে
ছুটে চলেছে মন,,,,

ছুটে চলেছি আমি,,,,,
অনন্ত অসীম দূর অজানায়।
কেন জানি মনে হয়
এই অসীম অজানা পথটাই
হয়তো আমার আপন ঠিকানা।

তা'না হলে কেনবা সে
বারে বারে আমাকে
এমনি করে টানে
কেনই বা সব সম্পর্কের বাঁধন
মায়া! মমতা! পিছুটান ভুলে
তারি কাছে ফিরে যাওয়ার প্রয়াস জাগে...!!!

08/09/2022

অতুষ্ট
এ.আর.খাঁন

এ জাতি
অল্পতে তুষ্ট হতে নাহি পারিল
তুমি তাতে কিসের তুষ্ট করিবে হে মানব?

এ জাতিকে স্বয়ং
বিধাতা তুষ্ট করিতে পারি নে হে!
তুমি সামান্য এক মানব পুত হয়ে

কিভাবে সে জাতিকে তুষ্ট করিবে?

আদৌ কখনো এ জাতিকে
তুষ্ট করিতে কেহ নাহি পারিলো
নাহি পারিবে আর কভু কেহ

তোমার তুষ্টি চেতনা মুছে ফেলো
হে মানব বাছা
এ জাতি হবার নহে তুষ্ট
ভুলে যাও স্বপ্ন
এটা ব্যর্থ চেষ্টা মাত্র
দূরে থাকো
এ চেষ্টা সর্বদা ব্যর্থই হইবে...!!!

 িরোনামঃ পদ্মা সেতুর মৃত্যুর ঘটনায় দায়ী    াংবাদিক_মহল।পদ্মা সেতু নিয়ে এ যাবত পর্যন্ত কোনো পোস্ট আমি করিনি। কিন্তু আজ ...
26/06/2022

িরোনামঃ পদ্মা সেতুর মৃত্যুর ঘটনায় দায়ী াংবাদিক_মহল।

পদ্মা সেতু নিয়ে এ যাবত পর্যন্ত কোনো পোস্ট আমি করিনি।
কিন্তু আজ একটা পোস্ট করা খুবই জরুরী মনে করছি...!!!

পদ্মা সেতু উদ্বোধনের আগের থেকে শুরু করে এ যাবত পর্যন্ত আমাদের ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা যে নিউজ গুলো করেছে তার বেশির ভাগই বাড়াবাড়ি।
বিশেষ করে উদ্ভোধনের পর থেকে...... কে সেতুতে আগে উঠেছে? কে আগে টোল দিয়েছে? কে আগে গাড়ি নিয়ে উঠেছে? কারা আগে স্কুটি নিয়ে অফিস ধরেছে? কোন মহিলা বাইকার আগে সেতু পারি দিয়েছে? কে আগে মটর সাইকেল নিয়ে উঠেছে...??? ইত্যাদি ইত্যাদি.........

এ জাতীয় কিছু ফালতু, ভিত্তিহীন এবং তৈলাক্ত নিউজ করার কারনে আমাদের মত নতুন প্রজন্মের অনেকের মধ্যেই নিউজে নাম উঠানোর সাধ জেগেছে!
না জাগারই কী আছে?
এটা যে স্বপ্নের পদ্মা সেতুর সাথে নিজের নামে নিউজ।

যার জন্য সবাই নতুন নতুন কিছু করতে গিয়ে কেউ কেউ নাট-বল্টু খুলে নিয়ে যাচ্ছে, কেউ কেউ মূত্র বিসর্জন দিচ্ছে 😞 প্রভৃতি।

আর এই দুই বেচারা হয়তো রেস করে ভিডিও মাধ্যমে প্রমাণ রাখে সাংবাদিকদের নিউজ এর পাতায় উঠতে চেয়েছিল। কিন্তু কে জানত এই চাওয়াতেই তাদের জীবনের পাতা শেষ হবে!

যাই হোক কোনো কিছুই অতিরঞ্জিত ভালো নয়। সবকিছুতেই শুরু আছে এবং সবকিছুরই শেষ আছে। আজকে দুইটা প্রাণ ঝরে যাওয়ার পেছনে আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকদেরই দায়ী করবো।
এটা কোন এক্সিডেন্ট ছিল না, তাদের মৃত্যুর দিকে মোটিভেটেড করা হয়েছিল, যেটা করেছে আমাদের সাংবাদিকগণ, তাদেরকে পরোক্ষভাবে নিউজ হবার লোভ দেখিয়ে...!!!

তারা কেমন ছিল জানিনা। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তাদের উত্তম জাজাহ্ দান করুক, আমিন!

K M Abdur Rauf _ - কে এম আঃরউফ

18/04/2022

ভালো নেতা খোঁজার আগে নিজেকে ভালো ভোটার হিসেবে তৈরী করুন I আপনি ভালো ভোটার হতে পারলে ভালো নেতার অভাব হবেনা I
sagor

15/04/2022
https://pressatoday.com/archives/2631
12/04/2022

https://pressatoday.com/archives/2631

অসুস্থ মায়ের যত্ন নিতে অবহেলা করায় ক্ষুব্ধ হয়ে নিজেদের স্ত্রীদের তালাক দিয়েছেন এক পরিবারের ৩ সহোদর। উত্তর আফ্রি....

10/04/2022

৬ষ্ঠ শ্রেণীতে আমার শিক্ষক একটা গল্প বলেছিলেনঃ

পাখিদের মধ্যে রাজা হল ফিঙ্গে (ফেস্কে)।
তো পাখিদের একটা সমাবেশ বসেছে।
রাজামশাই আসন গ্রহণের পর দেখল বিকট চেহারার একটা পাখি সামনের সারিতে বসে আছে। তখন রাজা মশাই বলল, যার সবচেয়ে বিকট চেহারা সে আমার সামনে থেকে পেছনে গিয়ে বসো...!!!
তখন হুতুম পেঁচা উঠে ডানা ঝাপটায় আর বলে যার সবচেয়ে বিকট চেহারা সে রাজামশাই-এর সামনে থেকে পিছনে গিয়ে বসো...!!!

আমাদের মধ্যে কিছু কিছু লোকো ঐ হুতুম পেঁচার অবস্থান নিয়েছে...!!!

Address

Sujanagar
Pabna

Telephone

+8801785256963

Website

Alerts

Be the first to know and let us send you an email when K M Abdur Rauf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category