19/09/2022
প্রকৃতির স্রোত
এ.আর.খান
নিশীথের কাব্যগ্রহে তুমি এসেছিলে,
যানি নিশীথে চলে যাবে,
এটাই বাস্তবতা।
বাস্তবতার সম্মুখীন প্রতিনিয়ত হতে হতে
এখন আর বাস্তবতাকে ভয় করিনা!
মানিয়ে নেয়া শিখে গেছি
এখন মানিয়ে নিতে পারি
খুব সহজেই,
জানো এখন আর কষ্ট হয় না
কোন কিছুতে।
সব কিছুতেই মনে হয়
এটাই বোধহয় হবার ছিল
যা হয়েছে ভালোই হয়েছে।
তাই হয়ত সবকিছুই
প্রকৃতির উপরেই ছেড়ে দেই,
পরিস্থিতি যখন সাধ্যাতীত হয়ে যায়
ঠিক নদীর স্রোতে গাঁ ভাসিয়ে দেবার মত।
কখনো নদীর স্রোতে গাঁ ভাসিয়েছো?
মনে পরে,,,
সেই ছোট্ট বেলার কথা
স্কুল ফাঁকি (২ টাকা ফাইন) দিয়ে
পদ্মার স্রোতে ঝাপিয়ে পরার সৃতি,
যখন স্রোতের সাথে পেরে উঠছি না
তখন স্রোতের অনুকূলে গাঁ ভাসিয়ে
বালিয়াড়ির স্তম্ভের প্রতিক্ষা করা।
জানো তখন খেলার ছলে হলেও
সেই অভিজ্ঞতা এখন জীবন চলতে পাশে থাকে।
অনেকটা ছায়ার মতো...!!!
💚❤💚