31/10/2024
কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় নিখোঁজ এএসআই মুকুল হোসেনের মরদেহ কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকা থেকে ও আরেক এএসআই সদরুল হাসানের মরদেহ পাবনার সুজানগর থেকে উদ্ধার করা হয়েছে। এএসআই সদরুল আলম পাবনার আতাইকুলা থানার কাজীপুর গ্রামের আবদুল ওহাবের ছেলে ও এএসআই মুকুল হোসেন মেহেরপুর সদর উপজেলার কালা চাঁদপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। পাবনার আতাইকুলা থানার কাজীপুর গ্রামের আবদুল ওহাবের ছেলে মরহুম এএসআই সদরুল আলমের জানাজা নামাজ শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি, বাংলাদেশ টেলিভিশন।
তাং-৩১-১০-২০২৪ ইং, মোবাইল- ০১৭৪৩-৭৪৭৩২৬।