আস্-সুন্নাহ্ শপ

আস্-সুন্নাহ্ শপ প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়!
আর প্রতিটা শিক্ষাই মানুষকে বদলে দেয়।

৪/৫ হাজার বেতনে ইমাম,মুয়াজ্জিন আর মাদরাসার হুজুরদের বরকত হয় !!!‎৫ হাজার টাকা বেতনের মসজিদের ইমাম সাহেবকে  আজও অবধি কোন ম...
04/11/2025

৪/৫ হাজার বেতনে ইমাম,মুয়াজ্জিন আর মাদরাসার হুজুরদের বরকত হয় !!!

‎৫ হাজার টাকা বেতনের মসজিদের ইমাম সাহেবকে আজও অবধি কোন মিডিয়ার সামনে মুখ বাড়িয়ে বললতে শুনিনি
‎"আমার চাকরি জীবনে কোনদিন ইলিশ মাছ কেনার তৌফিক হয়নি!

‎৩/৪ হাজার টাকা বেতনের মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে কোনদিন কোন সাংবাদিক জিজ্ঞেস করতে যায়নি -এই ঈদে আপনার ফ্যামিলি নিয়ে আপনি কোন সুপারশপে মার্কেট করলেন?!

‎৫/৬ হাজার টাকা বেতনের হাফেজ সাহেবের যখন বিয়ের বয়স পার হয়ে যায়, তখন কোন শিক্ষিত সমাজ বুঝার চেষ্টা করেনা যে এই টাকায় নিজে চলাই দুষ্কর,আরেকজনকে নিয়ে কীভাবে দিন গুজরান করবে?

‎আজকে যদি মসজিদের হুজুররা ঘোষণা দেয়-
‎আমাদের সর্বনিম্ন বেতন ১০ হাজার করতে হবে" তখন সবার আগে আপনাদেরই এলার্জি শুরু হয়ে যাবে।
‎যতটুকু জানি, যারা বাড়িভাড়া বাড়ানোর জন্য সাংবাদিকের সামনে কাঁদতেছেন, তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকার সমাজের গণ্যমান্য,সচেতন ব্যাক্তি।
‎যাদের অনেকেই হয়তো মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি নয়তো ক্যাসিয়ার।
‎আছে কি আপনার সেই সৎ সাহস,
‎ঘরে ফিরে ইমামের বেতন সর্বনিম্ন ১০ হাজার ঘোষণা দিবেন?
‎পারবেন কি মুয়াজ্জিন সাহেবের বাসা ভাড়া বাবদ ২ হাজার টাকা বাড়িয়ে দিতে?
‎নিরবে গুমরে কাঁদা হাফেজ সাহেবকে বলতে পারবেন কি আপনার বিয়ে বাবদ ১০ হাজার টাকা দিলাম?

‎জানি এখন সবাই বোবা সাজবেন!
‎কারোরই বিবেক জাগবেনা!!

‎বলবেন , ইমাম,মুয়াজ্জিন আর মাদরাসার হুজুরদের অল্পতেই বরকত হয় !!!

29/10/2025
19/10/2025

এই শীতে দিন নিজেকে কাশ্মীরি উলের চাদরের রাজকীয় উষ্ণ পরশ… ❄️

প্রিয় ভাই ও বোন,
শীত আসছে — আর শীতের আরাম, স্টাইল ও মর্যাদার জন্য কাশ্মীরি উলের চাদরের মতো আর কিছু নেই।

এই চাদর শুধু কাপড় নয়…
এটি আপনার মার্জিত রুচি, আর ইসলামী পোশাকের এক অনন্য পরিপূরক। 🌿
নামাজে, মসজিদে বা বাইরে — যেখানেই পরুন, চারপাশে ছড়িয়ে পড়বে প্রশংসা আর সৌন্দর্যের আবহ। ✨

🌸 বিশেষ বৈশিষ্ট্য:
✅ আসল কাশ্মীরি উল দিয়ে তৈরি
✅ নরম, উষ্ণ ও আরামদায়ক
✅ আকর্ষণীয় বর্ডার ডিজাইন
✅ টেকসই ও যত্নে সহজ
✅ ইসলামী পোশাকের সঙ্গে মানানসই

💝 বিশেষ অফার: সীমিত সময়ের জন্য সাশ্রয়ী দামে
🎨 বিভিন্ন রঙ ও ডিজাইনে এখনই সংগ্রহ করুন

📞 অর্ডার করুন: ০১৭১৩-২৩৮৮২৫
⚡ আগে আসলে আগে পাবেন — স্টক সীমিত!

🫶 ভালোবাসায় মোড়ানো এই চাদর হোক আপনার শীতের সঙ্গী…
🌙 আর আপনার পোশাকে আনুক রাজকীয় ছোঁয়া।

#কাশ্মীরি_উলের_চাদর #শীতকালীন_স্টাইল #ইসলামী_ফ্যাশন #উষ্ণতার_ছোঁয়া #শীতের_আরাম

18/10/2025

দ্বীন ও দুনিয়ার সকল প্রয়োজন পূরা হওয়ার মাধ্যম হলো *ইস্তিগফার, তথা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা।*

[মাআসিরে হাকীমুল উম্মত : ৫২১]

09/10/2025

সূরা আল-বাকারার শেষ দুই আয়াত (আয়াত 285-286) অত্যন্ত ফজিলতপূর্ণ। অনেক হাদীসে এসেছে, এই আয়াতগুলো রাতের শেষে বা ঘুমানোর আগে পড়লে আল্লাহ তায়ালা তাঁর বান্দাকে সুরক্ষা ও রহমত দান করেন।

তবে, ফজরের নামাজের পূর্বে পড়াও উত্তম — বিশেষত রাতের ইবাদতের অংশ হিসেবে, তাহাজ্জুদ বা ফজরের আগ মুহূর্তে।

আয়াতসমূহ (সূরা আল-বাকারা: 285-286):

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ
كُلٌّ آمَنَ بِاللّٰهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ، لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ ۚ
وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ
رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ۚ
رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ
وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ
أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

বাংলা অনুবাদ:

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিশ্বাস করেছেন তাঁর প্রতিপালকের পক্ষ থেকে তাঁর প্রতি যা নাযিল হয়েছে, আর মুমিনগণও।
তারা সবাই বিশ্বাস করেছে আল্লাহ, তাঁর ফেরেশতা, তাঁর কিতাব এবং তাঁর রাসূলগণের প্রতি।
তারা বলে, “আমরা শুনেছি ও মান্য করেছি। হে আমাদের প্রতিপালক! আমরা তোমার ক্ষমা চাই, আর তোমারই দিকে প্রত্যাবর্তন।”

আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না।
সে যা অর্জন করে তা তার জন্য, আর যা করে তা তার বিপক্ষে।
হে আমাদের প্রতিপালক! আমরা যদি ভুলে যাই বা ভুল করি, তুমি আমাদের ধরো না।
হে আমাদের প্রতিপালক! আমাদের ওপর সেই বোঝা দিও না, যা তুমি আমাদের পূর্ববর্তীদের ওপর দিয়েছিলে।
হে আমাদের প্রতিপালক! আমাদের এমন ভার দিও না, যা বহন করার ক্ষমতা আমাদের নেই।
আমাদেরকে ক্ষমা করো, মার্জনা করো, আর দয়া করো।
তুমিই আমাদের অভিভাবক, অতএব অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো।

ফজিলত (সহিহ হাদীস অনুযায়ী):

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি রাতে সূরা আল-বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে।”
(সহিহ বুখারি, মুসলিম)

অর্থাৎ, আল্লাহ তায়ালা তাকে রাতের বিপদ, শয়তানের কুমন্ত্রণা এবং অকল্যাণ থেকে রক্ষা করবেন।

সুন্নতভাবে পড়ার সময়:

রাতের শেষে বা ঘুমানোর আগে
ফজরের পূর্বে তাহাজ্জুদের পর
নামাজ শেষে দোয়ার আগে বা পরে

07/10/2025

কুরআনের অবমাননাকারীকে পাগল
বলে চালিয়ে দিলে চলবে না
সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড চাই

হে আল্লাহ! বরকতময় ফজরের ফজিলত দান করুন।
07/10/2025

হে আল্লাহ!
বরকতময় ফজরের ফজিলত দান করুন।

01/10/2025

অপেক্ষা কর ধৈর্য ধরো ভালো সময় আসবেই ইনশাআল্লাহ নিরাশ হইও না।

01/10/2025

সা'ব'ধা'ন!!
পূজা আসলে বৃষ্টি হয়
পূজার জন্য বৃষ্টি হচ্ছে
এমন ধারণা করা স্পষ্ট শিরক। নিজের অজান্তেই ঈমান হারাবেন না!

01/10/2025

খালি হাতে আসা,
আবার
খালি হাতে ফেরা।

Address

Sujanagar
Pabna
6662

Alerts

Be the first to know and let us send you an email when আস্-সুন্নাহ্ শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আস্-সুন্নাহ্ শপ:

Share