04/11/2025
৪/৫ হাজার বেতনে ইমাম,মুয়াজ্জিন আর মাদরাসার হুজুরদের বরকত হয় !!!
৫ হাজার টাকা বেতনের মসজিদের ইমাম সাহেবকে আজও অবধি কোন মিডিয়ার সামনে মুখ বাড়িয়ে বললতে শুনিনি
"আমার চাকরি জীবনে কোনদিন ইলিশ মাছ কেনার তৌফিক হয়নি!
৩/৪ হাজার টাকা বেতনের মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে কোনদিন কোন সাংবাদিক জিজ্ঞেস করতে যায়নি -এই ঈদে আপনার ফ্যামিলি নিয়ে আপনি কোন সুপারশপে মার্কেট করলেন?!
৫/৬ হাজার টাকা বেতনের হাফেজ সাহেবের যখন বিয়ের বয়স পার হয়ে যায়, তখন কোন শিক্ষিত সমাজ বুঝার চেষ্টা করেনা যে এই টাকায় নিজে চলাই দুষ্কর,আরেকজনকে নিয়ে কীভাবে দিন গুজরান করবে?
আজকে যদি মসজিদের হুজুররা ঘোষণা দেয়-
আমাদের সর্বনিম্ন বেতন ১০ হাজার করতে হবে" তখন সবার আগে আপনাদেরই এলার্জি শুরু হয়ে যাবে।
যতটুকু জানি, যারা বাড়িভাড়া বাড়ানোর জন্য সাংবাদিকের সামনে কাঁদতেছেন, তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকার সমাজের গণ্যমান্য,সচেতন ব্যাক্তি।
যাদের অনেকেই হয়তো মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি নয়তো ক্যাসিয়ার।
আছে কি আপনার সেই সৎ সাহস,
ঘরে ফিরে ইমামের বেতন সর্বনিম্ন ১০ হাজার ঘোষণা দিবেন?
পারবেন কি মুয়াজ্জিন সাহেবের বাসা ভাড়া বাবদ ২ হাজার টাকা বাড়িয়ে দিতে?
নিরবে গুমরে কাঁদা হাফেজ সাহেবকে বলতে পারবেন কি আপনার বিয়ে বাবদ ১০ হাজার টাকা দিলাম?
জানি এখন সবাই বোবা সাজবেন!
কারোরই বিবেক জাগবেনা!!
বলবেন , ইমাম,মুয়াজ্জিন আর মাদরাসার হুজুরদের অল্পতেই বরকত হয় !!!