NAYON's STUDY ZONE

NAYON's STUDY ZONE This page provides the information about our goal, BCS preparation and others recent data.

20/11/2023

তুমি দূরে থেকেও জেনো— একদিন কোনো এক অতৃপ্ত আত্মা তোমাকে খুব আপনার ভেবেছিল। তোমার প্রাণের স্পর্শে তার আত্মাকে প্রশান্ত করতে চেয়েছিল। হৃদয়ের সবটুকু উষ্ণতা দিয়ে তোমার হৃদয় জড়াতে চেয়েছিল। সে কিছুই পেল না, তবুও তোমাকে ভুলতে পারল না।

#দূরেরতুমি

প্রাইমারিতে ঘুরেফিরে এই ১০৪টি ট্রান্সলেশন আসে🔥তাই এগুলো একদম মুখস্থ করে ফেলুন
23/10/2023

প্রাইমারিতে ঘুরেফিরে এই ১০৪টি ট্রান্সলেশন আসে🔥
তাই এগুলো একদম মুখস্থ করে ফেলুন

বিজ্ঞানের একাংশ, প্রতিবছরই এই পেইজ থেকে ১,২ টা প্রশ্ন থাকেই।(BCS)
21/10/2023

বিজ্ঞানের একাংশ, প্রতিবছরই এই পেইজ থেকে ১,২ টা প্রশ্ন থাকেই।(BCS)

গতকালকের বিবি এডিঃগত দুটো এডি থেকে এই প্রশ্নের মান অনেক কঠিন ছিল। যারা এনালাইসিস করেছেন তারা ভাল বলতে পারবেন। এখানে পোস্...
21/10/2023

গতকালকের বিবি এডিঃ
গত দুটো এডি থেকে এই প্রশ্নের মান অনেক কঠিন ছিল। যারা এনালাইসিস করেছেন তারা ভাল বলতে পারবেন। এখানে পোস্ট আর এপ্লিকেন্ট বড় একটা ফ্যাক্ট। এত এপ্লিক্যান্ট ছিল না গত এডিতেও।
বাংলাঃ BIBM বাংলাকে সীমার বাইরে নিয়ে যাচ্ছে। একজন সাধারণ পরীক্ষার্থীর পক্ষে এটা খুব কঠিন।
তবে আমার ব্যক্তিগত বিশ্বাস এই কাঠিন্যের মান নির্ভর করবে পোস্ট আর পরীক্ষার্থীদের সংখ্যার উপর।

ইংরেজিঃ ইংরেজিকে খুব দোষ দিব না। এতগুলো কঠিনের মাঝে ইংরেজির সাথে সাক্ষাতকার সবার বেশ ভাল হয়েছে আশা করি।

গণিতঃ ভাই কথা অই একটাই, সময় কম ক্যালকুলেশন বেশি। বাসায় আপনাদের করতে দিলে আপনারা মিনিমাম ১৭/১৮ টা করে ফেলবেন। কিন্তু এখানে সংখ্যা আরো অনেক কম। বাকীটা নাইই বললাম।

সাঃ জ্ঞাণ+ আইসিটিঃ বিজ্ঞান পার্টকে গুরুত্ব দিতে হবে। আলাদা করে কিছুটা নোট করতে হবে বা প্রিভিয়াস বিসিএস এর দিকে চোখ দিতে হবে, সাধারণ জ্ঞান ব্যাংকের মতই হয়েছে। খুব একটা দোষ দিব না। আর আইসিটি কঠিনই বলা চলে।

কাটমার্কঃ ভাই এই সিদ্ধান্ত নেয়া খুব কঠিন। প্রশ্ন সত্যিই কঠিন লেগেছে। সো কনফিডেন্ড নিয়ে বলা যাচ্ছে না। শেষ SO ১৮ যারা দিয়েছিলেন তারা বলতে পারবেন, কাটমার্ক প্রয়োজনে কত নীচে নামতে পারে।

তবে আশা করছি সামনের পরীক্ষাগুলোতে এতটা বিপদে ফেলবে না তারা। কারন SO আর RC তে এত পোস্ট কম না। তবে দিনশেষে এটা আপনাকে বিশ্বাস করতেই হবে,, বাংলার জব সল্যুশন এর দিন শেষ। কিছুটা স্ট্র‍্যাটেজিক্যালি পড়ার বিকল্প নাই। তবে সেটা অনেক কষ্টসাধ্য আর ধৈর্যের বিষয়।

20/10/2023

শুভ সকাল
এবার তবে কঠিন গদ্যে আঘাত আসুক:

সামনে যাদের ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, কাব্যিক জীবনের ছন্দোপতন ঘটিয়ে কঠোর গদ্যে আঘাত হানার সময় তাদের। দ্রোহের আগুনে নিজেকে পুড়িয়ে ভবিষ্যতের জন্য যোগ্যতম হয়ে ওঠাই হোক সামনের দিনগুলোর একমাত্র লক্ষ্য। বেকারত্বের শৃঙ্খল ভেঙ্গে একটু স্বস্তির সুবাতাস আপনার জীবনেও আসুক।

আর কত অশ্রুর বরষায় নিজের একাকীত্বকে সিক্ত করবেন? এবার ভিন্ন কিছু হোক। কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব দিন। হতেও পারে এই বিসিএসেই আপনার চির আরাধ্য স্বপ্ন আপনার হয়ে ধরা দেবে। হতেও পারে আপনার ভেতরে লুকিয়ে থাকা হার না-মানা এক বীর যোদ্ধা এই দীর্ঘ-সংগ্রাম শেষে আত্মপ্রকাশ ঘটাবে।

জীবনে ব্যর্থ হয়ে আফসোস করা বোকা লোকদের কাজ, যোগ্য হয়ে জিতে যায় বুদ্ধিমানরাই। নিজের যোগ্যতা আর সামর্থ্য প্রমাণের সুযোগই আপনার সামনে। প্রকৃতি জিতে যাওয়ার সুযোগ সবাইকেই দেয় অকৃপণ হাতে। কিন্তু ভীতু মানুষেরা বিজয়কে দেখতে পায় কঠোর পরিশ্রমের চাদরে ঢাকা কিংবা তার অস্তিত্ব দেখে এক কণ্ঠকাকীর্ণ পথের শেষ প্রান্তে। এই পথে হেঁটে যেতে হয় একাই। আপনার সফলতা উদযাপনের দিনে সঙ্গী অনেক পাবেন কিন্তু সফল হওয়ার কাজটি আপনাকে করতে হবে একাই।

এই লেখাটি যদিও আপনি ফেইসবুকে পড়ছেন তবুও বলি, যদি অকারণে ফেইসবুক ব্রাউজ করা শুধু আপনার সময়ই নষ্ট করে তবে অফলাইনেই থাকুন কিছুদিন। সফল মানুষদের যাপিত জীবন দেখে ভাববেন না তারা ঘুম থেকে ওঠেই হঠাৎ সফলতা পেয়ে গেছেন। আপনার মতই তাদের জীবনেও ছিল হতাশা, অভিমান, অনিশ্চয়তা। তাদের সামর্থ্যও ছিল আপনারই মতই। কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটি করার কারণেই আজ তারা সফল।

আপনিও এই সুযোগ নিন। কী ভাবছেন? আপনার সমস্যা অনেক কঠিন? আপনার হতাশা অন্য সবার চাইতে গভীর? আপনার বোঝা উচিত আপনার চাইতেও হতাশায় থেকেও কেউ কেউ ক্যাডার হয়েছেন। আপনার কষ্টের চাইতেও অধিক বেদনা সহ্য করে কেউ কেউ শেষ হাসি হেসেছেন।
আপনি হয়তো প্রেমিক/প্রেমিকা হারানোর বেদনায় কাতর, কেউ হয়তো বিনা চিকিৎসায় নিজের বাবা/মাকে মরতে দেখেছে। একটা চাকরি থাকলে হয়তো মায়ের চিকিৎসা ঠিক মতো করা যেতো এমন আক্ষেপ নিয়েও চাকরি পাচ্ছেন তো কেউ কেউ। দুঃখ নিয়ে দুঃখ বিলাস করে কবি হতে পারবেন হয়তো, চাকরি পেতে গেলে যোগ্যতাটাই লাগবে। বারবার নিজেকে বোঝানে ৪৬ তম প্রিলিই হতে যাচ্ছে আপনার জীবন বদলে দেয়ার অন্যতম সারথি।©

19/10/2023

পরিশ্রমই পারবে আপনার শেষ চ্যাপ্টার পরিবর্তন করতে।পরিশ্রম করুন এবং ধৈর্য ধারন করুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের পাশে আছেন।
Sabbir Ahmed Jeshan
BCS Customs and Excise, 1at Place,41th BCS ( Recommended)

শুভ সকাল। বাংলাদেশের ১৭টি ভৌগলিক নির্দেশক (GI) পণ্য।
18/10/2023

শুভ সকাল।
বাংলাদেশের ১৭টি ভৌগলিক নির্দেশক (GI) পণ্য।


18/10/2023

Confuse them with your silence,
Shock them with your result ©

সাধারণ বিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সমূহ :
18/10/2023

সাধারণ বিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সমূহ :

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস!!!! (বিশাল সার্কুলার আসবে শীঘ্রই)🔴কলেজ পর্যায়🔴স্কুল পর্যায়
18/10/2023

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস!!!! (বিশাল সার্কুলার আসবে শীঘ্রই)

🔴কলেজ পর্যায়
🔴স্কুল পর্যায়

Address

Ariadangi, Ataikula
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when NAYON's STUDY ZONE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share