20/10/2023
শুভ সকাল
এবার তবে কঠিন গদ্যে আঘাত আসুক:
সামনে যাদের ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, কাব্যিক জীবনের ছন্দোপতন ঘটিয়ে কঠোর গদ্যে আঘাত হানার সময় তাদের। দ্রোহের আগুনে নিজেকে পুড়িয়ে ভবিষ্যতের জন্য যোগ্যতম হয়ে ওঠাই হোক সামনের দিনগুলোর একমাত্র লক্ষ্য। বেকারত্বের শৃঙ্খল ভেঙ্গে একটু স্বস্তির সুবাতাস আপনার জীবনেও আসুক।
আর কত অশ্রুর বরষায় নিজের একাকীত্বকে সিক্ত করবেন? এবার ভিন্ন কিছু হোক। কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব দিন। হতেও পারে এই বিসিএসেই আপনার চির আরাধ্য স্বপ্ন আপনার হয়ে ধরা দেবে। হতেও পারে আপনার ভেতরে লুকিয়ে থাকা হার না-মানা এক বীর যোদ্ধা এই দীর্ঘ-সংগ্রাম শেষে আত্মপ্রকাশ ঘটাবে।
জীবনে ব্যর্থ হয়ে আফসোস করা বোকা লোকদের কাজ, যোগ্য হয়ে জিতে যায় বুদ্ধিমানরাই। নিজের যোগ্যতা আর সামর্থ্য প্রমাণের সুযোগই আপনার সামনে। প্রকৃতি জিতে যাওয়ার সুযোগ সবাইকেই দেয় অকৃপণ হাতে। কিন্তু ভীতু মানুষেরা বিজয়কে দেখতে পায় কঠোর পরিশ্রমের চাদরে ঢাকা কিংবা তার অস্তিত্ব দেখে এক কণ্ঠকাকীর্ণ পথের শেষ প্রান্তে। এই পথে হেঁটে যেতে হয় একাই। আপনার সফলতা উদযাপনের দিনে সঙ্গী অনেক পাবেন কিন্তু সফল হওয়ার কাজটি আপনাকে করতে হবে একাই।
এই লেখাটি যদিও আপনি ফেইসবুকে পড়ছেন তবুও বলি, যদি অকারণে ফেইসবুক ব্রাউজ করা শুধু আপনার সময়ই নষ্ট করে তবে অফলাইনেই থাকুন কিছুদিন। সফল মানুষদের যাপিত জীবন দেখে ভাববেন না তারা ঘুম থেকে ওঠেই হঠাৎ সফলতা পেয়ে গেছেন। আপনার মতই তাদের জীবনেও ছিল হতাশা, অভিমান, অনিশ্চয়তা। তাদের সামর্থ্যও ছিল আপনারই মতই। কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটি করার কারণেই আজ তারা সফল।
আপনিও এই সুযোগ নিন। কী ভাবছেন? আপনার সমস্যা অনেক কঠিন? আপনার হতাশা অন্য সবার চাইতে গভীর? আপনার বোঝা উচিত আপনার চাইতেও হতাশায় থেকেও কেউ কেউ ক্যাডার হয়েছেন। আপনার কষ্টের চাইতেও অধিক বেদনা সহ্য করে কেউ কেউ শেষ হাসি হেসেছেন।
আপনি হয়তো প্রেমিক/প্রেমিকা হারানোর বেদনায় কাতর, কেউ হয়তো বিনা চিকিৎসায় নিজের বাবা/মাকে মরতে দেখেছে। একটা চাকরি থাকলে হয়তো মায়ের চিকিৎসা ঠিক মতো করা যেতো এমন আক্ষেপ নিয়েও চাকরি পাচ্ছেন তো কেউ কেউ। দুঃখ নিয়ে দুঃখ বিলাস করে কবি হতে পারবেন হয়তো, চাকরি পেতে গেলে যোগ্যতাটাই লাগবে। বারবার নিজেকে বোঝানে ৪৬ তম প্রিলিই হতে যাচ্ছে আপনার জীবন বদলে দেয়ার অন্যতম সারথি।©