আবাবিল

আবাবিল সুস্থ সংস্কৃতি বিকাশে আমরা আপনাদের সাথে আছি।।
(3)

সিজনের সব থেকে সেরা মিষ্টি আম হচ্ছে সাতক্ষীরার হিমসাগর আম।সুস্বাদু এবং আকর্ষণীয়  হওয়াই দেশে এবং বিদেশে জনপ্রিয়তার শীর...
14/05/2025

সিজনের সব থেকে সেরা মিষ্টি আম হচ্ছে সাতক্ষীরার হিমসাগর আম।

সুস্বাদু এবং আকর্ষণীয় হওয়াই দেশে এবং বিদেশে জনপ্রিয়তার শীর্ষে সাতক্ষীরার হিমসাগর আম।
রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের তুলনায় সাতক্ষীরার হিমসাগর আমের টেস্ট বেটার।

আপনি কি কার্বাইড, ফরমালিন মুক্ত আম খুজছেন?

স্বাদে, ঘ্রাণে, সাইজে অনন্য -সাতক্ষীরার হিমসাগর আম।
সাতক্ষীরার সুমিষ্ট আম খেতে ঝটপট অর্ডার করে ফেলুন।

ডেলিভারি এবং প্যাকেজিং চার্জ সমপূর্ণ ফ্রি।

28/04/2025

╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▆▇█▓🚪▓█▇
ঘরটি কপি করতে পারলে বুঝবো আপনি মেধাবী

বেস্ট ফটো।
28/04/2025

বেস্ট ফটো।

21/04/2025

হাটুরিয়া বেড়া পাবনা

আল জামি"আতুল ইসলামিয়া দারুল গফুর হাটুরিয়া মাদ্রাসার.প্রথম শ্রেণির ছাত্রদের স্লেটের লেখা.আল্লাহ এদেরকে দ্বীনের জন্য কবুল ...
05/10/2024

আল জামি"আতুল ইসলামিয়া দারুল গফুর হাটুরিয়া মাদ্রাসার.প্রথম শ্রেণির ছাত্রদের স্লেটের লেখা.আল্লাহ এদেরকে দ্বীনের জন্য কবুল করুন।আমিন🥀🥀


এটাই পুরুষের জিবন
03/10/2024

এটাই পুরুষের জিবন

এটাই আপার দেশের প্রতি ভালোবাসা ছিলো।
08/09/2024

এটাই আপার দেশের প্রতি ভালোবাসা ছিলো।

স্বাধীনতার নামে আজও চলছে জুলুম (রেমিট্যান্স/হুন্ডি) ইংরেজদের জুলুম, নির্যাতন, করের হতে অপামর জনতা প্রতিবাদী হয়। ইংরেজরা ...
30/07/2024

স্বাধীনতার নামে আজও চলছে জুলুম (রেমিট্যান্স/হুন্ডি)

ইংরেজদের জুলুম, নির্যাতন, করের হতে অপামর জনতা প্রতিবাদী হয়। ইংরেজরা ছিল অল্পকিছু লোক আর ভারতবর্ষে তাদের বিরোধী অসংখ্য। তারা আমাদের কিছু লোককে শিক্ষিত করে চাকরি দিল। বাবু, সাহেব নাম দিল আর কিছু লোককে ওদের সুরক্ষা ও আমাদের আন্দোলন প্রতিরোধে ব্যবহার করতো। ফলে কখনও সংঘর্ষ হলে শুধু ইংরেজদের সাথে হতো তা নয় বরং স্বজাতীর লোকদের সাথে সংঘর্ষে জড়াতে হতো। রক্তাক্ত অনেক সংগ্রাম হতো, এসব কর্মকর্তা, দেহরক্ষী বাহিনী দালাল ও স্বাধীনতার শত্রু বলে অভিহিত করা হতো।

ইংরেজরা বিদায় নিল, এরপর অন্যায়, জুলুম, নির্যাতনের জন্য আবার বিভক্তি। তাদের রেখে যাওয়া বহু আইন আজও ভারতবর্ষে বিদ্যমান।

আজ দেখুন- আমাদের দেশে একই ফেতনা বিদ্যমান- আমাদের করের টাকায় যাদের বেতন চলে, সরকারের বিরুদ্ধে কোন বক্তব্য, প্রতিবাদ করলে সেসব প্রশাসনের লোকগুলোকে ব্যবহার করা হয় আমাদের বিরুদ্ধে।

রসূল (সা) বলেছেন – ‘(হে কা’ব!) তুমি নির্বোধ আমীর (শাসক) থেকে আল্লাহ’র আশ্রয় চেও। তিনি জিজ্ঞেস করলেন: নির্বোধ আমীর কে?
রাসুলুল্লাহ ﷺ বললেন: (ওরা হল) এমন সব আমীর যারা আমার পরে আসবে। তারা না আমার দেখানো পথে চলবে, আর না আমার আদর্শ মাফিক রীতি-নীতি চালু করবে।

কাজেই যে ব্যাক্তি তাদের মিথ্যাকে সত্ত্বায়ন করবে এবং তাদের জুলুম-অন্যায়-অবিচার -এর সহায়তা করবে, ওরা আমার (কেউ) নয়, আমিও তাদের (কেউ) নই এবং তারা (কেয়ামতের দিন আমার) হাউজ (-ই-কাউসার)-এর নিকটে আসতে পারবে না।
আর যে ব্যাক্তি তাদের মিথ্যাকে সত্ত্বায়ন করবে না এবং তাদের জুলুম-অন্যায়-অবিচার এর সহায়তা করবে না, ওরা আমার, আমিও তার এবং (কেয়ামতের দিন) তারা আমার হাউজ (-ই-কাউসার)-এর নিকটে সহজে আসতে পারবে’ [মুসনাদে আহমদ, ৩/৩২১ ; ; মুসতাদরাকে হাকিম-)

আরও বর্ণিত আছে – হযরত আবু হুরায়রাহ (রা.)-এর সূত্রে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ ﷺ এরশাদ করেন- ‘শেষ জামানায় জালেম ও অন্যায়-অবিচারক শাসকদের আগমন ঘটবে। তাদের মন্ত্রীরা হবে ফাসেক (পাপিষ্ট, পঁচন ধরা), তাদের বিচারকরা হবে খেয়ানতকারী, তাদের (সাথে থাকা) আলেমরা হবে মিথ্যুক। তোমাদের মধ্যে যারা সেই জামানা পাবে, তারা ওদের কর-উসূলকারী, আরেফ এবং সৈন্য হতে যেও না। [ত্বাবরানী, হাদিস ৪১৯০;)

আমাদের করের টাকায় ইংরেজরা মূর্তি তৈরি করতো আজও বহু চেতনা, স্বাধীনতার নামে মূর্তিসহ শিরকের প্রসার আমাদের করের টাকায় হয়। আর প্রতিবাদ করলে আমাদের স্বদেশীয় প্রশাসনের লোককে ব্যবহার করা হচ্ছে। তবুও আমরা স্বাধীনতার দাবিদার, গর্বিত যদিও আমাদের মতবাদের কোন মূল্য তারা দেয় না।

এবার আসি ইসলাম ও কর নিয়ে আলোচনা করি!

ইসলামী রাষ্ট্র কার্যক্রম ও উন্নয়ন চালানোর খাত হল- যাকাত, গনিমত, উসুর, জিজিয়া ও বহিঃবিশ্বের লোকেরা ব্যবসা করতে এলে কর দিত। এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা হবে। ভোগ্যপন্যের করের নামে নির্যাতন, দাসত্ব ছিল না। যাকাত সমর্থ্যবানরা দিত সবাই নয়। ধরুন- একজন হতদরিদ্র রিকশাওয়ালা, ফকির বাজার হতে ৫০০ টাকার জামা, পন্য কিনতে যে পরিমান কর দেয়। সেই একই পরিমান কর মিলিনিয়ার ব্যবাসায়ী দেয় অথচ সেই বাধ্যতামূলক যাকাত তার হতে নেওয়া হয় না। (ইনকাম tax ভিন্ন হিসাব আর বেশিরভাগ লোকই প্রকৃত ইনকাম tax দেয় না)। একই এলাকায় বস্তিবাসী, ডুপ্লেক্সের বাসিন্দার বিদ্যুৎ, গ্যাস বিলের করের পরিমাণ একই। তাই গরিবের ছেলে অভুক্ত থাকে আর তাদের দেওয়া করের টাকায় আমলা, মন্ত্রীর ছেলে দামী গাড়ি, বাড়ীর বিলাসীতা করে। অথচ খেলাফায়ে রাশেদীনের যুগে- খলিফার পোষাক, আহার সাধারণ জনগণের মত বা অনেকক্ষেত্রে (তাকওয়ার কারনে) আরও নিম্ন পর্যায়ের ছিল। সামান্যই তারা ভাতা নিতেন।

এর বিপরীতে বর্তমান অর্থনীতি সুদ ভিত্তিক ও জুলুমের। আমরা যা পুরাপুরি পরিত্যাগ করতে পারি না অনেক কিছু মানতে প্রায় বাধ্য। তাই সুদ ও জুলুমভিত্তিক অর্থনীতিতে রেমিট্যান্স দিয়ে জালেমকে মুসলিম মারায় সাহায্য করার চেয়ে অন্যভাবে টাকা পাঠানো উত্তম।

আধুনিক ব্যাংক ব্যবস্থার ধারনার মূল কারিগর হল নাইট টেম্পলাররা। নাইট টেম্পলাররা ছিল সন্ন্যাসী যোদ্ধা। যাদের মিশন ছিল ধর্মীয় আদেশ, নীতিমালা ও অন্যান্য কার্যাবলী সাধন করা এবং নিজ ধর্ম ও মানুষদের রক্ষার্থে জীবন দেওয়া।

টেম্পলাররা জেরুজালেমে খ্রিস্টান তীর্থযাত্রীদের প্রতিরক্ষার জন্য নিজেদের উৎসর্গ করেছিল। শহরটি ১০৯৯ সালে প্রথম ক্রুসেডের মাধ্যমে খ্রিস্টানদের দখলে চলে যায় এবং তীর্থযাত্রীরা ইউরোপ জুড়ে হাজার হাজার মাইল ভ্রমণ করে সেখানে যেতে শুরু করেছিল।

এই তীর্থযাত্রীদের কোনো না কোনোভাবে মাসের পর মাস খাদ্য, পরিবহন এবং বাসস্থানের জন্য তহবিল আবশ্যক ছিল যাতে বিপুল পরিমাণ নগদ টাকা বহন করা এড়াতে পারে। কারণ এটি তাদের ডাকাতদের লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

টেম্পলাররা সেই দায়িত্ব গ্রহণ করেছিল। একজন তীর্থযাত্রী লন্ডনের টেম্পল চার্চে তার নগদ অর্থ রেখে যেতে পারতেন এবং জেরুজালেমে গিয়ে তা তুলে নিতে পারতেন। টাকা বহনের পরিবর্তে তিনি ক্রেডিট চিঠি বহন করতেন। চিঠি বক্তব্য সোজা বাংলায় এই- ‘চাহিবা মাত্র প্রাপককে তার সম্পদ দিতে হবে’ অনেকটা আধুনিক চেকের মতো। নাইট টেম্পলারার ছিল বর্তমানের টাকা পাঠানোর কোম্পানিদের মত।

যদিও টেম্পলাররা এই ধরনের পরিসেবা প্রদানকারী বিশ্বের প্রথম সংস্থা ছিল না। কয়েক শতাব্দী আগে, চীনের ট্যাং রাজবংশ “ফেইকুয়ান” – উড়ন্ত অর্থ – ব্যাবহার করত। এটি ছিল দুই-অংশের একটি নথি যা ব্যবসায়ীরা আঞ্চলিক অফিসে জমা দিত এবং রাজধানীতে তাদের নগদ টাকা ফেরত পেত।

কিন্তু সে ব্যবস্থা সরকার পরিচালনা করত। টেম্পলাররা একটি প্রাইভেট ব্যাংকের অনেক কাছাকাছি ছিল – যদিও এটি পোপেদের মালিকানাধীন ছিল। ইউরোপ জুড়ে রাজা ও রাজকুমারদের সাথে মিত্রতা এবং দারিদ্র্যের শপথ নেওয়া সন্ন্যাসীদের অংশীদারিত্ব দ্বারা পরিচালিত হত এই সিস্টেম।

নাইটস টেম্পলাররা দীর্ঘ দূরত্বে অর্থ স্থানান্তরের চেয়েও অনেক বেশি কাজ করেছিল। ইউরোপ হতে জেরুজালেম পৌছতে দীর্ঘসময় লাগতো তীর্থযাত্রীদের। পক্ষান্তরে টেম্পলরা ঘোড়া দিয়ে পরস্পর যোগাযোগ করে সহজে পৌঁছে যেতে পারতো। তাই তারা এমন করত – তীর্থযাত্রীদের রেখে যাওয়া আমানত সম্পদ বা মুদ্রা সুদের বিনিময়ে নির্দিষ্ট সময় পর্যন্ত ধার দিত। এভাবে তারা সম্পদশালী হয়ে গিয়েছিল। আর জেরুজালেম পৌছে তীর্থযাত্রী সম্পদ নেওয়ার আগে তা পোছে দিত। অনেক সময় অনেক তীর্থযাত্রী নিরাপত্তার জন্য সম্পদ দেরিতে তুলতেন। এভাবে তারা অন্যের টাকা, সম্পদ দ্বারা নিজেরা সমৃদ্ধ হতো। আবার অনেক তীর্থযাত্রী মাঝপথে মারা যেত তাতেও তাদের লাভ হতো।

বর্তমানে ব্যাংকগুলো তাই করে অন্যের সম্পদ দ্বারা তারা ব্যবসা করে আমানত ভাঙ্গিয়ে। তারপর দেখা যায় চার্চের অনুমতিক্রমে অনেকে সম্পদ না তুলে চিরকুট/চিঠি চেক সদৃশ্য কাগজের মাধ্যমে জমি, পণ্য কেনাবেচা করত। প্রথমে সালাউদ্দিন আইয়ুবী ও পরে খ্রিস্টানরা ওদের অত্যাচার, ফেতনা ও জুলুমের জন্য উচ্ছেদ করে। ধারনা করা হয় তাদের বংশধররাই আধুনিক ব্যাংক ব্যবস্হা তৈরি করেছে।

নাইট টেম্পলাররা চিরকাল ইউরোপের ব্যাংক ছিল না। ১২৪৪ সালে ইউরোপীয় খ্রিস্টানরা জেরুজালেমের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হারিয়ে ফেলার পরে ১৩১২ সালে টেম্পলাররা শেষ পর্যন্ত ভেঙে যায় এবং পরে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়।

তখন সম্পদের বিনিময়ে চেক সদৃশ কাগজ দেওয়া হতো। যাতে যেকোন সময় চেক ভাঙ্গিয়ে সম্পদ নেওয়া যেত, তাই বর্তমান মুদ্রার মত তা উঠানামা করত না। কেউ চাইলে অবরোধ দিয়ে মুদ্রা বা কাগুজে চেককে সাধারণ কাগজে পরিণত করতে পারতো না।

দেশে দেশে মুদ্রার ভিন্নতা হ্রাসবৃদ্ধি করে জালেমরা ইয়েমেন, আফ্রিকার মত দেশগুলোকে দরিদ্র্য করে রাখছে
অথচ স্বর্নমুদ্রা ও রৌপ্য মুদ্রা থাকলে তারাই ধনী থাকতো।

তার উপর ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানোর জন্য আমরা অনেকটা তাদের উপর নির্ভরশীল। SWIFT এর পূর্ণরূপ Society for Worldwide Interbank Financial Telecommunications. ২০০ এর অধিক দেশ এই সিস্টেম ব্যবহার করে লেনদেন করে। প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক এই সিস্টেমের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ লেনদেনের এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকে এই সিস্টেমের মাধ্যমেই গিয়ে থাকে। প্রত্যেক ব্যাংকের ১১ ডিজিটের একটি SWIFT কোড থাকে। যার প্রথম চার ডিজিট ব্যাংকের নাম, পরের দুটি দেশের কোড, পরের দুটি লোকেশান কোড এবং পরের তিনটি শাখা কোড নির্দেশ করে। যখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো হয় SWIFT কোড ব্যাবহার করে পাঠানো হয়।

তাই যখন SWIFT সিস্টেম থেকে কোন দেশকে বের করে দেওয়া হয়, তাদের ব্যাংকিং ও লেনদেনে বিপর্যয় নেমে আসে। যেমন - SWIFT হতে বের করে দেওয়ায়
ইউরোপের কোন ব্যক্তি রাশিয়ায় আর রাশিয়ার কোন লোক ইউরোপে টাকা পাঠাতে পারবে না। তাই যেখানে অর্থনীতি আগ্রাসন বিদ্যমান সেখানে শুধু হুন্ডি হারাম ঘোষণা দিয়ে বাকী জুলুমের সত্যি লুকিয়ে রাখা বোকামি।

👉সাতক্ষীরার হিমসাগর 👈সংগ্রহের স্থানঃ সাতক্ষীরাসাতক্ষীরা অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় আম।কড়া মিষ্টি হয়ে থাকে।রসালো ও সুঘ্রানযুক...
19/05/2024

👉সাতক্ষীরার হিমসাগর 👈
সংগ্রহের স্থানঃ সাতক্ষীরা
সাতক্ষীরা অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় আম।
কড়া মিষ্টি হয়ে থাকে।
রসালো ও সুঘ্রানযুক্ত।
আমের খোসা পাতলা হয়।
প্রতিটি আমের সাইজ প্রায় ২০০-২৫০ গ্রাম অর্থাৎ কেজিতে ৪-৫ টি আম।

সরাসরী বাগান থেকে প্যাকিং হয়ে চলে যাবে আপনার কাছে। বাছাইকৃত সেরা আমগুলো আপনাদের জন্য প্যাকিং করা হয়। আমরা সরাসরী বাগান থেকে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আম সংগ্রহ করে থাকি।। কোন রকম ফরমালিন, ইথিলিন বা অন্য কোন ধরনের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে সম্পূর্ণ মুক্ত। ⭐

👉পুরো বাংলাদেশে ডেলিভারি চলছে
🫰তাই অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন - 01746456376 ( What's app)

২১/২২ তারিখের পর পার্সেল বুকিং দেওয়া হবে।
২৫/২৬ তারিখের মধ্যে পার্সেল হাতে পাবেন ইনশা আল্লাহ।।

20/04/2024

২০/০৪/২০২৪

⚠️সতর্কবার্তা⚠️ লোন থাকলে রিচার্জ এর সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে👈

🌹রবি রবি রবি 🌹

👉১১৯৯ (৮০+১৮০০)....৯২০ টাকা (সবাই পাবে)

👉৯৯৯ (৬০+১৬০০)....৭৮০ টাকা (চট্রগ্রাম পাবেনা)

👉৯৯৯ (৫০+১৬০০)....৭৮০ টাকা (চট্রগ্রাম পাবে)

👉৭৯৯ (৪০+৮০০)....৬৮০ টাকা (চট্রগ্রাম পাবেনা)

👉৭৩৫ (৪০+৭০০)....৬৯০ টাকা (সবাই পাবে)

👉৭০৫ (৩০+৭০০)....৬৬০ টাকা (সবাই পাবে)

👉৬৩৫ (২০+৭০০)....৬০০ টাকা (সবাই পাবে)

👉৯৩০ (১০০+১০০০)....৮২০ টাকা (সবাই পাবে)

👉৮৮০ (৭৫+১০০০)....৭৭০ টাকা (সবাই পাবে)

👉৮৪০ (৫০+১০০০)....৭৪০ টাকা (সবাই পাবে)

👉৮৬০ (১০০+৫০০)....৭৬৫ টাকা (সবাই পাবে)

👉৮১০ (৭৫+৫০০)....৭১০ টাকা (সবাই পাবে)

👉৫৯৮ (৫০ জিবি)....৫৬০ টাকা (চট্রগ্রাম পাবেনা)

👉৬৯৮ (৬৫ জিবি)....৫৬৫ টাকা (সবাই পাবে)

👉৬৯৮ (৭০ জিবি)....৫৬৫ টাকা (চট্রগ্রাম পাবেনা)

👉৭৯৮ (১০০ জিবি)....৬৬৫ টাকা (সবাই পাবে)

👉৭৯৮ (১১০ জিবি)....৬৬৫ টাকা (চট্রগ্রাম পাবেনা)

🌹এয়ারটেল এয়ারটেল🌹

👉৯৯৯ (৬০+১৬০০)....৭৭০ টাকা (সবাই পাবে)

👉৮৯৯ (৬০+১০০০)....৭২০ টাকা (সবাই পাবে)

👉৪৯৯ (৩০+৪৫০)....৪৬৫ টাকা (সবাই পাবে)

👉৯৬০ (১০০+১০০০)....৮৩০ টাকা (সবাই পাবে)

👉৯০৫ (১০০+৫০০)....৭৮৫ টাকা (সবাই পাবে)

👉৮০৫ (৮০+৩০০)...৭১৫ টাকা (সবাই পাবে)

👉৫৯৮ (৫৫ জিবি)....৫১০ টাকা (সবাই পাবে)

👉৬৯৮ (৭০ জিবি)....৫৮৫ টাকা (সবাই পাবে)

👉৭৯৮ (১১০ জিবি)....৬৩০ টাকা (সবাই পাবে)

⚠️সতর্কবার্তা⚠️ প্রতিটি অফার নেওয়ার আগে লোন পরিশোধ করে নাম্বার দিবেন

25/02/2024

ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ কে আমি ভালবাসি।fuler subas cader hasi namajke mora valo basi..

Address

Pabna

Telephone

+8801774291045

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবাবিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share