গৌরীগ্রাম ,সাঁথিয়া,পাবনা

গৌরীগ্রাম ,সাঁথিয়া,পাবনা A beautiful village of Pabna district in Bangladesh. সোনার বাংলার, সোনার একটি গ্রাম।
(1)

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মা একটি চিঠি লিখে তার বাচ্চাকে রেখে পালিয়েছে।!!! বাচ্চাটিকে দত্তক দেয়ার প্রস্তুতি চ...
07/11/2025

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মা একটি চিঠি লিখে তার বাচ্চাকে রেখে পালিয়েছে।!!! বাচ্চাটিকে দত্তক দেয়ার প্রস্তুতি চলছে...
©

আবেগে নেয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় কস্টের কারণ হয়।খুলনা থেকে বান্দরবান ৬০০কিলোমিটার রাস্তা বাইক নিয়ে তাও আবার স্ত্রী,সন্ত...
05/11/2025

আবেগে নেয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় কস্টের কারণ হয়।খুলনা থেকে বান্দরবান ৬০০কিলোমিটার রাস্তা বাইক নিয়ে তাও আবার স্ত্রী,সন্তান পিলিওন 🥲মুহূর্তেই শেষ একটা ফ্যামিলি।।
বাসের সাথে সংঘর্ষ স্ত্রী স্পট ডেড🥲

সবচেয়ে কস্ট লাগছে মা হারা সন্তানকে দেখে সে ভালো করে বুঝতেই শিখেনি মা এর আদর এর মধ্যে হারিয়ে ফেললো জীবনের দামী সম্পদ🥲

আশা করা যাচ্ছে এই বছর পেঁয়াজ চাষিরা একটু হলেও ন্যায্য মূল্য পাবে। আপনাদের এলাকায় আজকে পেঁয়াজের বাজার কেমন?
05/11/2025

আশা করা যাচ্ছে এই বছর পেঁয়াজ চাষিরা একটু হলেও ন্যায্য মূল্য পাবে। আপনাদের এলাকায় আজকে পেঁয়াজের বাজার কেমন?

মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফরের সময়সূচি।
04/11/2025

মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফরের সময়সূচি।

লালশ শাহ মাজারে বৃদ্ধার মৃ'ত্যু,পরিচয় পাওয়া যায়নি......কুষ্টিয়া লালশ শাহ মাজারে অজ্ঞাত এক বৃদ্ধ অসুস্থ্য হয়ে পড়লে তাকে ...
20/10/2025

লালশ শাহ মাজারে বৃদ্ধার মৃ'ত্যু,পরিচয় পাওয়া যায়নি......

কুষ্টিয়া লালশ শাহ মাজারে অজ্ঞাত এক বৃদ্ধ অসুস্থ্য হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি মৃ/ত্যু বরন করেন। তার ম/র/দে/হ বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালের ম*র্গে আছে। যদি কোন ব্যক্তি তাকে চিনতে পারেন বা পরিচয় জানেন তাহলে কুষ্টিয়া সদর থানায় যোগাযোগ করবেন ।

11/10/2025

গৌরীগ্রাম পশ্চিম পাড়া আব্দুল আজিজ খান (হেলাল মাস্টারের বাবা) আজ ভোর ৫.৪০ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাযা আজ বাদ আসর গৌরীগ্রাম ফাতেহিয়া ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত হইবে।

ইফফাত রাতে ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় চোখে মোবাইলের টর্চের আলো অনুভব করায় ঘুম ভেঙ্গে যায়। কেউ একজন মোবাইলের ফ্ল্যাশ দিয়...
05/10/2025

ইফফাত রাতে ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় চোখে মোবাইলের টর্চের আলো অনুভব করায় ঘুম ভেঙ্গে যায়। কেউ একজন মোবাইলের ফ্ল্যাশ দিয়ে গোপনে উনার ভিডিও ধারণ করছিলেন। উনি চিৎকার করে উঠেন। লোকটিকে ধরে ফেলেন।

ইফফাত একজন সরকারি শিক্ষিকা। ঢাকায় স্বামী সন্তানসহ থাকেন। একদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন পাবনায়। বান্ধুবীর বাসায়। সারাদিন বান্ধুবীর সাথে পাবনা ঘুরে বেড়ান। হাসিখুশি মাখা ছবি তুলেন।

কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি রাতে উনার জন্য কী অপেক্ষা করছেন।

পাবনায় সেই বান্ধুবীর বাসায় ঘুমাচ্ছিলেন। উনার রুমে ঢুকে পড়েন বান্ধুবীর ভাই মামুন। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করতে থাকে। চোখে ফ্লাশের আলো অনুভব করায় উনার ঘুম ভেঙ্গে যায়।

ঘুম ভেঙ্গে উনি দেখতে পান মামুনকে। ইফফাত চিৎকার করতে থাকেন। উনার চিৎকার শুনে বান্ধুবী পাশের রুম থেকে চলে আসে।

বান্ধুবী সব শোনার পর ভাইকে বাঁচাতে বলে, 'যা হয়েছে হয়েছে। এখানেই দ্য ইন্ড কর। ঝামেলা বাড়াইও না।'

ইফফাত বারবার বলতে থাকে, 'আমি দেখতে চাই কী ভিডিও করেছে।'

কারণ সে জানে একটি মেয়ের জীবন ধ্বংস করার জন্য পর্ণগ্রাফি কতটা ভয়ঙ্কর হতে পারে। মানুষ কখনও দেখতে যাবে না। সেটি জোরপূর্বক নাকি গোপণে ধারণকৃত।

ইফফাত প্রমাণ রাখার জন্য এবং ঐ ভিডিও ডিলিট করার জন্য বারবার দেখতে চায় ভিডিওগুলো।

কিন্তু ওরা কিছুতেই দেখতে দিবে না। কারণ ফোন চেক করতে দিলে তো ভাই অপরাধী প্রমাণিত হয়ে যাবে।

এমন অবস্থায় আইনের আশ্রয় নেওয়ার হুমকি দিয়ে ইফফাত ঢাকায় চলে আসে। ইফফাতকে বারবার তারা ফোন করে হুমকি দিতে থাকে। তুমি যদি আইনের আশ্রয় নাও। তাহলে আমরা তোমার নামে চুরির মামলা দিবো।

ইফফাত ঢাকায় জিডি করে। অন্যদিকে পাবনায় তাঁর বান্ধুবী মামলা করে। যেখানে উল্লেখ করা হয়, 'ইফফাত আমাদের বাসায় এসে কফির মধ্যে ঘুমের মেডিসিন খাইয়ে। সবাইকে অজ্ঞান করে আমার ২০ ভরি স্বর্ণ চুরি করে ঢাকায় পালিয়ে গিয়েছে।'

আমাদের দেশের মহামান্য আদালতও মামলা আমলে নিয়ে পাবনায় ইফফাতকে তলব করে।

ইফফাতের উকিল আদালতকে জানায়, একজন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষিকা। দুই বাচ্চার মা। সে ঢাকা থেকে বান্ধুবীর বাসায় গিয়ে সবাইকে অজ্ঞান করে ২০ ভরি স্বর্ণ চুরি করবে। জেনে শুনে এই ঝুঁকি কেউ নিবে? এটা তো কমনসেন্স নাকি? একজন অবিবাহিত মেয়ের কাছে ২০ ভরি স্বর্ণ কী আদৌ থাকা সম্ভব?

বান্ধুবী আদালতে চুরির পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি।

পাবনা জেলার সাথিয়া উপজেলার পাইকরহাটি হাইস্কুলের নিকট (~২০০ গজ দূরে), এক বয়স্কআনুমানিক ৭০-৭৫ বছর বয়সী বৃদ্ধ  ব্যক্তি হঠাৎ...
29/09/2025

পাবনা জেলার সাথিয়া উপজেলার পাইকরহাটি হাইস্কুলের নিকট (~২০০ গজ দূরে), এক বয়স্ক
আনুমানিক ৭০-৭৫ বছর বয়সী বৃদ্ধ ব্যক্তি হঠাৎ করে রাস্তায় পড়ে যান এবং সাথে সাথেই মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি একা ছিলেন এবং তার সঙ্গে কোনো পরিচয়পত্র বা আত্মীয়-স্বজন ছিল না।

এই মুহূর্তে স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন উক্ত ব্যক্তির পরিচয় জানার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আপনার সাহায্য প্রয়োজন যদি কেউ এই বৃদ্ধ ব্যক্তিকে চিনে থাকেন, বা তার ছবি দেখে পরিচয় শনাক্ত করতে পারেন, তাহলে অতি দ্রুত নিকটস্থ প্রশাসনিক দপ্তর (পুলিশ/ইউপি অফিস) বা স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করুন।

জীবন যেন এক অস্থায়ী যাত্রা কেউ আসে, কেউ চলে যায়।
কিন্তু কিছু মৃত্যু এমনভাবে ছুঁয়ে যায়, যা শুধু একজন মানুষের প্রস্থান নয়, বরং এক রহস্যের জন্ম।

না ছিল তার সাথে কোনো আত্মীয়, না কোনো পরিচয়
রাস্তার পাশে নিঃশব্দে, নির্জনে, এই মানুষটি পৃথিবীর বুক থেকে হারিয়ে গেলেন
কেউ জানল না, কে তিনি? কোথা থেকে এসেছিলেন? কার জন্য তার অপেক্ষা?

মৃত্যু তো অবধারিত, কিন্তু এমন নিঃসঙ্গ মৃত্যু যেন হৃদয়কে কাঁপিয়ে দেয়।
একজন সন্তানের বাবা হয়তো কারো স্বামী, কারো ভাই
তাঁর পরিবারের লোকেরা হয়তো এখনও জানেই না তাদের প্রিয়জন আর নেই।

একটি শেয়ার আপনার কাছের কারও চোখে এই পোস্ট পৌঁছে দিতে পারে।
দয়া করে এই বার্তাটি যতটা সম্ভব শেয়ার করুন, যেন তার পরিবার বা আত্মীয়-স্বজন খবর পেয়ে এসে প্রিয়জনকে শেষবারের মতো দেখতে পারেন।

আল্লাহ এই বৃদ্ধ মানুষটিকে জান্নাতবাসী করুন।
পরিবার-পরিজন যেন দ্রুত খোঁজ পায় এই কামনা আমাদের সকলের।

পাবনার অসহায় মানুষের পাশে দাড়ানো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শফিকুল ইসলাম শফিক অসুস্থ হয়ে পাবনার একটি বেসরকারি হাসপাতালে ভ...
21/09/2025

পাবনার অসহায় মানুষের পাশে দাড়ানো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শফিকুল ইসলাম শফিক অসুস্থ হয়ে পাবনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তিনি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
©

11/09/2025

পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার স্কুল পরিদর্শনে গিয়ে দেখেন এভাবেই ঘুমিয়ে আছেন কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান। বিদ্যালয়ে নেই কোন শিক্ষার্থী আর প্রধান শিক্ষক এভাবেই প্রায়ই ঘুমিয়ে থাকেন।

 #হেল্প_প্লিজআজ পাবনা রাধানগর তেল পাম্পের সামনে এক ব্যক্তিকে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি মলম পার্টি বা প্রতারণার শি...
09/09/2025

#হেল্প_প্লিজ
আজ পাবনা রাধানগর তেল পাম্পের সামনে এক ব্যক্তিকে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি মলম পার্টি বা প্রতারণার শিকার হতে পারেন।

বর্তমানে তিনি পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।

তার নাম বা ঠিকানা সম্পর্কে কিছুই জানা যায়নি।
কেউ যদি তাকে চিনে থাকেন বা পরিচিত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে পাবনা সদর হাসপাতালে যোগাযোগ করুন।

দয়া করে এই বার্তাটি শেয়ার করুন,
যাতে তার পরিবার বা স্বজনরা তার সন্ধান পায়।😪
©

আমরা গর্ব করি যে আমাদের সাঁথিয়ায় এমন একজন ইউএনও আছেন, যিনি সবসময় মানুষের পাশে থেকে দায়িত্ব, দক্ষতা এবং মানবিকতার এক অনন্...
09/09/2025

আমরা গর্ব করি যে আমাদের সাঁথিয়ায় এমন একজন ইউএনও আছেন, যিনি সবসময় মানুষের পাশে থেকে দায়িত্ব, দক্ষতা এবং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। আপনার জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এবং মানুষের কল্যাণে কাজ করার আরও শক্তি দান করুন।

Address

Gourigram, Santhia
Pabna
6017

Telephone

+8801828674543

Website

Alerts

Be the first to know and let us send you an email when গৌরীগ্রাম ,সাঁথিয়া,পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গৌরীগ্রাম ,সাঁথিয়া,পাবনা:

Share