গৌরীগ্রাম ,সাঁথিয়া,পাবনা

গৌরীগ্রাম ,সাঁথিয়া,পাবনা A beautiful village of Pabna district in Bangladesh. সোনার বাংলার, সোনার একটি গ্রাম।
(1)

11/09/2025

পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার স্কুল পরিদর্শনে গিয়ে দেখেন এভাবেই ঘুমিয়ে আছেন কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান। বিদ্যালয়ে নেই কোন শিক্ষার্থী আর প্রধান শিক্ষক এভাবেই প্রায়ই ঘুমিয়ে থাকেন।

 #হেল্প_প্লিজআজ পাবনা রাধানগর তেল পাম্পের সামনে এক ব্যক্তিকে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি মলম পার্টি বা প্রতারণার শি...
09/09/2025

#হেল্প_প্লিজ
আজ পাবনা রাধানগর তেল পাম্পের সামনে এক ব্যক্তিকে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি মলম পার্টি বা প্রতারণার শিকার হতে পারেন।

বর্তমানে তিনি পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।

তার নাম বা ঠিকানা সম্পর্কে কিছুই জানা যায়নি।
কেউ যদি তাকে চিনে থাকেন বা পরিচিত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে পাবনা সদর হাসপাতালে যোগাযোগ করুন।

দয়া করে এই বার্তাটি শেয়ার করুন,
যাতে তার পরিবার বা স্বজনরা তার সন্ধান পায়।😪
©

আমরা গর্ব করি যে আমাদের সাঁথিয়ায় এমন একজন ইউএনও আছেন, যিনি সবসময় মানুষের পাশে থেকে দায়িত্ব, দক্ষতা এবং মানবিকতার এক অনন্...
09/09/2025

আমরা গর্ব করি যে আমাদের সাঁথিয়ায় এমন একজন ইউএনও আছেন, যিনি সবসময় মানুষের পাশে থেকে দায়িত্ব, দক্ষতা এবং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। আপনার জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এবং মানুষের কল্যাণে কাজ করার আরও শক্তি দান করুন।

আসলে অনেকবার মানষিক হাসপাতালের ডিরেক্টর স্যারকে বলছি যে এই ধরনের স্পেশাল রোগীগুলো আসলে শাপলা হোটেল থেকে বাংলা খাবার, বনল...
06/09/2025

আসলে অনেকবার মানষিক হাসপাতালের ডিরেক্টর স্যারকে বলছি যে এই ধরনের স্পেশাল রোগীগুলো আসলে শাপলা হোটেল থেকে বাংলা খাবার, বনলতার চাইনিজ, প্যারাডাইসের মিষ্টি, লক্ষীর দই খাওয়াবেন কিন্তু স্যার সেই কথা শুনেনই না, ঠিকাদারের মাধ্যমে খাবার নেন সেইজন্যই তো এই রোগীগুলো ওই খাবার খেয়ে সুস্থ হয়ে এমন পোস্ট করে।

আরে ভাই আপনি পাবনার কোন গ্রামে গেছেন নাকি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন? গ্রামে সাধারণত হোটেল বা রেস্টুরেন্ট থাকে না আর ওই হাসপাতালে তো চিকিৎসক আর অন্যান্য স্টাফ ছাড়া কিছুই নাই,পাবনা সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে তারপর এমন পোস্ট দিয়েন।

05/09/2025

সাঁথিয়া একক আসন হওয়ায় দেখতেছি পূর্বাঞ্চলের অনেকেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে😄

আলহামদুলিল্লাহ! সাঁথিয়া বাসীর  প্রাণের দাবি সাঁথিয়া উপজেলাকে  সংসদীয় একক আসন ঘোষণা।
04/09/2025

আলহামদুলিল্লাহ!
সাঁথিয়া বাসীর প্রাণের দাবি
সাঁথিয়া উপজেলাকে সংসদীয় একক আসন ঘোষণা।

পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলামের নির্দেশনায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ইছামতি নদীর অবৈধ দখল মুক্ত করা...
02/09/2025

পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলামের নির্দেশনায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ইছামতি নদীর অবৈধ দখল মুক্ত করার অভিযান শুরু করেছেন।

30/08/2025

পাবনা সাঁথিয়া উপজেলার হাঁপানিয়া ( রামচন্দ্রপুর) গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র নজরুল ইসলাম ও তার স্ত্রী মিলে নজরুল ইসলামের নিজের গর্ভধারিনী মাকে অমানবিক ভাবে মারধর ও নির্যাতন করে একাধিকবার।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই কুলা*ঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে পাবনা পৌরসভাকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করলো সাঁথিয়া ...
24/08/2025

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে পাবনা পৌরসভাকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করলো সাঁথিয়া উপজেলা। অভিনন্দন সাঁথিয়া উপজেলা ফুটবল টিমকে ✌️

অভিনন্দন প্রিয় সাঁথিয়া ফুটবল একাদশকে।জেলা প্রশাসক ফুটবল গোল্ডকাপে ফরিদপুর উপজেলাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো প্রিয় ...
22/08/2025

অভিনন্দন প্রিয় সাঁথিয়া ফুটবল একাদশকে।
জেলা প্রশাসক ফুটবল গোল্ডকাপে

ফরিদপুর উপজেলাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো প্রিয় সাঁথিয়া ফুটবল একাদশ।

সোর্সঃ Uno Santhia Pabna.

বেড়ায় বাল্যবিবাহ করতে গিয়ে বর হাজতে  বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের বেংগালিয়া  গ্রামে জন্মসনদে উল্লিখিত অপ্রাপ্ত বয়স্ক মে...
22/08/2025

বেড়ায় বাল্যবিবাহ করতে গিয়ে বর হাজতে

বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের বেংগালিয়া গ্রামে জন্মসনদে উল্লিখিত অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করতে আসলে বিয়ের অনুষ্ঠান থেকে বেড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় বর কে আটক করে। নাম মোঃ শরিফুল ইসলাম (২৫) আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের সিংহাসন গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। বরের আগের দুটি বিবাহ করেছে মর্মে জানা যায়।
©

Address

Gourigram, Santhia
Pabna
6017

Telephone

+8801828674543

Website

Alerts

Be the first to know and let us send you an email when গৌরীগ্রাম ,সাঁথিয়া,পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গৌরীগ্রাম ,সাঁথিয়া,পাবনা:

Share