গৌরীগ্রাম ,সাঁথিয়া,পাবনা

গৌরীগ্রাম ,সাঁথিয়া,পাবনা A beautiful village of Pabna district in Bangladesh. সোনার বাংলার, সোনার একটি গ্রাম।
(1)

অভিনন্দন!  আব্দুর রহমান আলিফ। সাঁথিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলতাফ স্যারের বড় ছেলে আব্দুর রহমান আলিফ সিঙ্গাপুরে অন...
20/06/2025

অভিনন্দন! আব্দুর রহমান আলিফ।
সাঁথিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলতাফ স্যারের বড় ছেলে আব্দুর রহমান আলিফ সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারের ফাইনালে জাপানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, যা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক খেলায় ২য় স্বর্ণপদক।

ঐতিহ্যবাহী গৌরীগ্রাম ফাতেহিয়া ফাজিল মাদরাসা, সাঁথিয়া,পাবনা।
19/06/2025

ঐতিহ্যবাহী গৌরীগ্রাম ফাতেহিয়া ফাজিল মাদরাসা, সাঁথিয়া,পাবনা।

দিলপাশার বিল,ভাঙ্গুড়া, পাবনা।
18/06/2025

দিলপাশার বিল,ভাঙ্গুড়া, পাবনা।

08/06/2025

মাটির হাড়ি, কলস, পাতিল ইত্যাদি ভাঙলেই দ্রুত গিয়ে মাথাটা সংগ্রহ করি। আমাদের পাবনার স্থানীয় ভাষায় এগুলোকে "কাঁদা" বলে। সযত্নে রেখে দেই কোন এক স্থানে। কোরবানি ঈদে এগুলো হবে পরম মহার্ঘ্য!
---
অবশেষে কোরবানি ঈদ আসে। আমাদের পোলাপানদের মুরুব্বীরা যদি গরুর পা ধরতে আদেশ করেন, তাহলে নিজেকে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু মনে হয়! দ্রুতবেগে দুই হাত দিয়ে গরুর পা ধরে নিজের ক্ষমতা তুলে ধরি!
গরুর ভুরি যখন বের হয়, তখন আর উপরে পাতলা এক ধরনের আবরণ পাওয়া যায়। অনেকে একে পর্দা ডাকে। তখন এই পর্দা নেওয়ার জন্য শুরু হয় আমাদের সংগ্রাম।

এতদিন ধরে সংগ্রহ করা হাড়ি পাতিলের মাথার উপর মুরুব্বীরা সযত্নে পর্দা লেপে দেয়। আমরা দ্রুত ওটার রোদে দিয়ে আসি। ঘন্টা তিনের পর পর্দা শুকিয়ে টনটন হয়ে যায়। এই ভাবেই তৈরি হয় আমাদের বাল্যকালের 'ঢোল'। এরপর পাটকাঠি দিয়ে শুরু হয় আমাদের ঢোল বাজানো।

কারটা কত জোরে বাজে এ নিয়ে আমাদের চলে তীব্র প্রতিযোগিতা। বেশি জোরে বাজাতে গিয়ে কোন একজনেরটা হঠাৎ ফেটে যায়। তারপর আমাদের শুরু হয় একে অপরেরটা ফাটিয়ে দেওয়ার প্রতিযোগিতা। এবং অনিবার্যবশত মারামারিও!
-----
এই কথাগুলো যখন লিখব ভাবছিলাম, তখন ইচ্ছে হলো শিশু মেয়েটাকে এইরকম একটা 'ঢোল' বানিয়ে দেই। অনেক খোঁজাখুঁজি করেও মাটির হাড়ি পাতিল পেলাম না। প্লাস্টিকের উপর পর্দা শুকাবে না। বর্তমান প্রজন্মের শিশুদের হয়তো এগুলো কমপ্লিটলি অজানা।
---
আহা সময়ের সাথে সাথে শুধু রুচি মন মানসিকতা এগুলোই পাল্টায় না পাল্টায় দৃশ্যমান বস্তু সামগ্রীও!
লেখা: Hadi Ul Islam

07/06/2025

ঈদ মোবারক সবাইকে।

বেড়া পোর্ট,বেড়া,পাবনা।
05/06/2025

বেড়া পোর্ট,বেড়া,পাবনা।

সরকারি এডওয়ার্ড কলেজ গেট।
04/06/2025

সরকারি এডওয়ার্ড কলেজ গেট।

গ্রাম বাংলার ঐতিহ্য গরু/মহিষের গাড়ি।
01/06/2025

গ্রাম বাংলার ঐতিহ্য
গরু/মহিষের গাড়ি।

সাঁথিয়া উপজেলার বিভিন্ন পশুর হাটের অনুমোদনকৃত টোল আদায়ের নির্ধারিত হার (হাসিল)।ক্রঃ নং বিবরণ                 টোল১. বড় গর...
27/05/2025

সাঁথিয়া উপজেলার বিভিন্ন পশুর হাটের অনুমোদনকৃত টোল আদায়ের নির্ধারিত হার (হাসিল)।

ক্রঃ নং বিবরণ টোল
১. বড় গরু প্রতিটি ৬৫০.০০
২. ছোট গরু প্রতিটি ৪৫০.০০
৩. মহিষ প্রতিটি . . ৬৫০.০০
৪. ছাগল বড় প্রতিটি ৩০০.০০
৫. ছাগল ছোট প্রতিটি ২০০.০০
৬. ভেড়া প্রতিটি ১৫০.০০

তথ্যঃ Uno Santhia Pabna

দেশের বিভিন্ন অঞ্চলে লিচু পাঠানোর জন্য ডালা প্রস্তুত করছেন পাবনার ঈশ্বরদীর আওতাপাড়া এলাকার লিচু ব্যাবসায়ীরা।
27/05/2025

দেশের বিভিন্ন অঞ্চলে লিচু পাঠানোর জন্য ডালা প্রস্তুত করছেন পাবনার ঈশ্বরদীর আওতাপাড়া এলাকার লিচু ব্যাবসায়ীরা।

নাজিরগঞ্জ ফেরিঘাট
24/05/2025

নাজিরগঞ্জ ফেরিঘাট

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় একটি বিশেষ অভিযানে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের প্রাচীন কষ্টিপাথরের ম...
21/05/2025

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় একটি বিশেষ অভিযানে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১২ পাবনা। #সংগৃহীত

Address

Gourigram, Santhia
Pabna
6017

Telephone

+8801828674543

Website

Alerts

Be the first to know and let us send you an email when গৌরীগ্রাম ,সাঁথিয়া,পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গৌরীগ্রাম ,সাঁথিয়া,পাবনা:

Share