RadioFriend.net

RadioFriend.net RadioFriend.net is now the most popular online media. It's bringing news events from Bangladesh to the world, events that mainstream media wont let you know.
(340)

It is working for justice, freedom & dignity. You are invited to join us.

16/06/2025

ইশরাক হোসেনের মেয়র পদে জোর করে বসা নিয়ে এত নিন্দা জানানোর কী আছে, আমি জানি না।

বাবরও তো কোন নির্বাচন ছাড়াই ভারতের সিংহাসনে বসেছিলেন।

আমরা কি বাবরকে নিয়ে নিন্দা করি?

এরপর শের শাহ বলেন, ইসলাম খান বলেন বা বারো ভুইয়া বলেন, কেউই আসলে নির্বাচন টির্বাচনের ধার ধারেননি।

অথচ আমরা এদের নিয়ে পড়াশোনা করি।।গর্ব করি।

আর ইশরাক সেইম কাজ করতে গেলে তাকে মব বলি।

এই সব দ্বিচারিতা ছেড়ে দেন।

বরং ইশরাকের নাম চেঞ্জ করে ডালিম কুমার রাখা হোক।

বইতে উনার গল্প এড করা হোক, যে কিভাবে একজন রাজকুমার পাইক পেয়াদা নিয়ে নগর ভবন দখলে নিয়ে নিজেই নিজেকে মেয়র ঘোষনা করেছিলেন।

এসব আমরা ইতিহাস আর রুপকথায় পড়েছি।

সেই মধ্যযুগের ইতিহাস আর রূপকথা ফিরিয়ে আনায় আমি প্রিন্স ইশরাক হোসেনকে ধন্যবাদ জানাই।

আজ হাসাহাসি করতেছেন, করেন।

বাট একদিন লালবাগ কেল্লার মত ওই ইশারাক কেল্লাও আপনারা ঘুরতে যাবেন, দেখতে যাবেন, আর গর্ব করে বলবেন, আমাদেরও একটা ডালিম কুমার ছিল।।

© sadiqur Rahman khan

16/06/2025

আজ সংবাদপত্রের কালো দিন!
১৯৭৫ সালের এই দিনে অনুগত ৪টি রেখে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল তৎকালীন শেখ মুজিবের বাকশাল সরকার!

ঢাকায় এসেছে জাতিসংঘের গু'ম বিষয়কম কমিটি ডব্লিউজিইআইডি। এর আগে খু'নি হাসিনার নিকট একাধিকবার ঢাকার আসার আবেদন করলে প্রতিবা...
16/06/2025

ঢাকায় এসেছে জাতিসংঘের গু'ম বিষয়কম কমিটি ডব্লিউজিইআইডি।
এর আগে খু'নি হাসিনার নিকট একাধিকবার ঢাকার আসার আবেদন করলে প্রতিবারই প্রত্যাখ্যাত হতে হয়েছে তাদের। এবারই প্রথম ঢাকায় আসার সুযোগ পেলো তারা।

14/06/2025

১৪ বছরের বাচ্চা মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় এক বিএনপি নেতা মেয়েটার বাবাকে তুলে নিয়ে খুন করে ফেলেছে।

মাথায় রাইখেন, ক্ষমতায় এখনও যায়নি। ইলেকশনের ডেট দিয়েছে মাত্র।

নিজেদের মধ্যে খুনাখুনি করতে করতে এখন মেয়ে আর মেয়ের বাপের গায়েও হাত দিতে শুরু করেছে।

ঘটনা ঘটেছে বেশ কিছুক্ষণ আগে।

নির্বাচন, গনতন্ত্র, নিয়ে বড় বড় বয়ান দেওয়া বিএনপির একজন এক্টিভিস্টকে এটা নিয়ে কথা বলতে দেখেছেন?

না।

এভাবেই আমার আপনার বোন, আমার আপনার বাবার গায়ে হাত দেবে। কেউ কিচ্ছু বলবে না। কারন, কলম তো ৫ আগস্টের পরদিনই বিক্রি করে বসে আছে।

এই যে আমরা যারা কথা বলি, প্রতিবাদ করি,আমাদের বলে জামাত বা এনসিপির বট।

বলে, ইলেকশনটা হোক, তোর ব্যবস্থা আমরা করতেছি।

তবুও দলের খুনের বিরুদ্ধে একটা কথা বলবে না।

১৪ বছরের মেয়েকে বিয়ে না দেওয়াতে বাবাকে নিয়ে খুন করে ফেলবে। কারন, তাদের ভোট আছে, পোষা সন্ত্রাসী আছে।

আওয়ামী লীগ গেছে। তবে বাংলাদেশের মেয়েদের উপর আরো একটা আওয়ামী জাহেলিয়াত খুব সম্ভবত ওয়েটই করতেসে সামনে।

আমার স্ত্রী মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের ছোট বোন। সে হজ্জে গমন করে সম্পূর্ণ নিজস্ব খরচে। আমি তার সাথে যেতে ...
14/06/2025

আমার স্ত্রী মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের ছোট বোন। সে হজ্জে গমন করে সম্পূর্ণ নিজস্ব খরচে। আমি তার সাথে যেতে পারছি না বলে উপদেষ্টা মহোদয়কে মাহরাম হবার কারণে তাঁকে সাথে নেওয়ার জন্য একান্ত অনুরোধ করি। উপদেষ্টা মহোদয়ের অপর বোনও একই কারণে তাঁর সাথে সম্পূর্ণ নিজস্ব খরচে হজ্জে যান। তাঁর অপর আরেক বোনও যাওয়ার কথা ছিল; কিন্তু টাকা যোগাড় করতে না পারায় যেতে পারেননি।

উল্লেখ্য, সৌদি আরবে আমার স্ত্রীর আরেক বড়ো ভাই ড. সাদিক হোসেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে কর্মরত আছেন। এ ছাড়া তাদের আরও অনেক ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন সেখানে আছেন। তারা সর্বক্ষণ তাদের সেবায় ও দেখাশোনায় নিয়োজিত রয়েছেন।

আমার স্ত্রী ও আপা তাঁরা যদিও মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে গমন করেছেন; কিন্তু তারা দুজনেই ফিরবেন তাঁর ফেরার আরও প্রায় দশ/বারো দিন পরে, ইন্ শাআল্লাহ। তারা যদি উপদেষ্টা মহোদয়ের একান্ত সফরসঙ্গী হতো, তাহলে তো তারা ফিরতোও তাঁর সাথে।

কালের কণ্ঠ পত্রিকা যেভাবে ফটোকার্ড প্রকাশ করেছে তাতে যে কারো ধারণা হতে পারে, আমার স্ত্রী, আপা ও ভাবি- সকলেই বুঝি সরকারি টাকায় এবারে হজ্জে গেছেন। অথচ নিউজের বিবরণে এ কথা বলা হয়েছে, তারা নিজস্ব খরচে হজ্জে গেছেন। পত্রিকাটির এভাবে ফটোকার্ড প্রকাশ করা ‍উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়!!

এটা ঠিক যে, তারা উপদেষ্টা মহোদয়ের সাথে যে কয়দিন থাকবেন, এ সুবাদে হয়তো তারা বাড়তি কিছু আদর-আপ্যায়ন পেতে পারে; কিন্তু এর পাশাপাশি তার সাথে যাবার কারণে তাদের খরচের মাত্রাও অনেক বেড়ে গেছে।
যেমন- মক্কা থেকে মদীনা, মক্কা থেকে রিয়াদ সফর- যা উপদেষ্টা মহোদয় সাথে না থাকলে তারা হয়তো সাধারণ গাড়িতে অল্প খরচে যাতায়াত করতে পারতো, এখন তাদেরকেও বুলেটট্রেন ও বিমানযোগে উচ্চ ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে। এসব খরচ তাদের নিজেদের বহন করতে হচ্ছে।

যে ভাই এই সুন্দর উদ্যোগটি নিয়েছে, তাকে আমি চিনিনা তবে আমাদের ভালোবাসা এবং সম্মান তার প্রতি। অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে...
14/06/2025

যে ভাই এই সুন্দর উদ্যোগটি নিয়েছে,
তাকে আমি চিনিনা তবে আমাদের ভালোবাসা এবং সম্মান তার প্রতি।
অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন তিনি।

13/06/2025

রুমিন ফারহানা উইথ ৬৯ ছাপড়িস ইন টকশো: ইউনুস সরকার অনির্বাচিত, এই সরকারের ম্যান্ডেট নাই।

ডাক্তার জাহেদ উইথ আদার ৬৯ ছাপড়ি এক্টিভিস্ট ইন ফেসবুক : ইউনূস ক্ষমতা লোভী, ডিসেম্বরের মধ্যে টেনে নামাতে হবে....

এদিকে ডক্টর ইউনূসকে তারেক রহমান: আম্মা আপনাকে সালাম দিয়েছেন।

এগেইন তারেক রহমান: রমজানের আগে ইলেকশন করা যেতে পারে।

কিরে ছাপড়ির দল? থাপ্পড়টা খাওয়ার পর কেমন ফিল হচ্ছে?

ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন আরও বলেন,“যারা এক সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের কথায় যদি সরক...
12/06/2025

ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন আরও বলেন,
“যারা এক সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের কথায় যদি সরকার পরিচালিত হয়, তবে সাধারণ মানুষ তা কখনও মেনে নেবে না। জামায়াত-শিবির বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। তাদের দিক-নির্দেশনায় সরকার পরিচালিত হলে জনগণের মনে ক্ষোভ জন্মাবে। আমরা যারা বিপ্লবী জনতা, আমরা তা কখনো মেনে নেব না।”

"বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না। দেশের ...
12/06/2025

"বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না। দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। এমন নির্বাচন কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য নয়।"

- জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

11/06/2025

একটা খবর দেখলাম। শাকিল চিত্রকর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আত্মহত্যা করেছে। বছরখানেক আগে তার এক কমেন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অবমাননা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তার এলাকার অনেকে সম্প্রতি সেই কমেন্টের স্ক্রিনশট সামনে আনে। তার শাস্তি দাবি করে পোস্ট দেয়।
এরপর শাকিল বেশ কয়েকটি পোস্টে নিজেকে ঈমানদার মুসলিম দাবি করে। উক্ত কমেন্টের জন্য তাওবাহ করে, তাকে ক্ষমা করে দেয়ার অনুরোধ জানায়।
শাকিল তার সর্বশেষ ফেইসবুক পোস্টে জানায় তার এবং তার পরিবারের যে অসম্মান হয়েছে তার কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
পুরো ব্যাপারটা অনাকাঙ্ক্ষিত। কিন্তু এ ঘটনাকে ব্যবহার করে মতাদর্শিক রাজনীতি শুরু হয়ে গেছে। অনেকেই এর জন্য ইসলামপন্থীদের দায়ী করছেন। এর মধ্যে দেখছেন ‘ফার-রাইট’-এর উত্থান। সুশীল হতে উন্মুখ প্রজাতি বরাবরের মতো ‘তাওহিদি জনতা’কে দোষ দেয়ার জন্য ঝাপিয়ে পড়েছেন।
অথচ পুরো সমস্যাটা সেক্যুলার শাসনব্যবস্থার সাথে জড়িত। ইস্যুকেন্দ্রিক আলাপের বাইরে গিয়ে গোঁড়ায় নজর দিলে স্পষ্ট হয়ে যায় যে এই পুরো ইস্যুটা বাংলাদেশের বর্তমান নিযামের সিস্টেমিক ব্যর্থতা।
এই ব্যবস্থা এমন এক শূন্যতা তৈরি করে রেখেছে যেখানে একদিকে ইসলাম অবমাননা ও আল্লাহ্ বা রাসূল (ﷺ)-কে নিয়ে কটূক্তি থামানোর কোনো কার্যকর ব্যবস্থা নেই, অন্যদিকে নির্দোষ ব্যক্তির ওপর মিথ্যা অভিযোগ আনা হলে তার সুরক্ষা নিশ্চিত করার উপায় নেই, আবার অনুতপ্ত ব্যক্তির ক্ষমারও কোনো স্বীকৃত পথ খোলা নেই।
ইসলামী শাসন থাকলে এ সবগুলো সমস্যার সমাধান করা যেতো।
ইসলামী শাসনব্যবস্থায় ইসলাম অবমাননা, আল্লাহ্ ও রাসূল (ﷺ)-কে নিয়ে কটূক্তির মতো ব্যাপারগুলো আইনত দণ্ডনীয় অপরাধ হতো। এটা এক ধরনের ডিটারেন্ট বা প্রতিবন্ধক হিসেবে কাজ করত।
দ্বিতীয়ত, অভিযোগ উঠলে তার আইনী তদন্ত হতো, অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ব্যক্তি সসম্মানে স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারতেন। মিথ্যা অভিযোগকারীর শাস্তির বিধান থাকতো। এগুলো নির্দোষ ব্যক্তিকে গণরোষ বা সামাজিক ভিলিফিকেশন থেকে সুরক্ষা দিতো।
অন্যদিকে কেউ যদি সত্যিই কটূক্তি করার পর আন্তরিকভাবে তাওবাহ করতো, তখন আলেমদের পরামর্শে শাসক তাকে ক্ষমাও করতে পারতেন (হানাফি মাযহাবের মত অনুযায়ী, অন্য মতটি হলো অন্য কটূক্তিকারীরা ক্ষমা পেলেও শাতেমে রাসূলের দুনিয়াতে কোনো ক্ষমা নেই)।
অর্থাৎ, একটি সুস্পষ্ট আইনী কাঠামো থাকলে এই দুঃখজনক পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল। বর্তমান ব্যবস্থা যেহেতু এই বিষয়ে একটি আইনী ও পদ্ধতিগত শূন্যতা তৈরি করে রেখেছে, তাই এধরনের ঘটনা ঘটছে, এবং ঘটতেই থাকবে।
অবমাননা, কটূক্তি ও শাতেমে রাসূল এর ইস্যুর কোন সমাধান এই রাষ্ট্র করেনি। পুরনো আর উঠতি সুশীলরা এ নিয়ে আলাপ করতে আগ্রহী না। তারা সাধারণ সময়ে বিষয়টাকে (ক্রিয়া) দেখেও না দেখার ভান করেন, আর কোন ‘অঘটন’ (প্রতিক্রিয়া) ঘটলে দোষারোপের খেলা খেলেন। অন্যদিকে রাজনৈতিক দলগুলোও; ইসলামী কিংবা সেক্যুলার, এ নিয়ে সিরিয়াস কোন পদক্ষেপ নেয়নি। নিতে চায়ও না।
সব ইসলামিস্ট আর ‘ফার-রাইট’ যদি আগামীকাল বাংলাদেশ থেকে গায়েব হয়ে যায়, তবু এই সংকট থেকে যাবে। এই ইস্যু কোনো দিন তামাদি হবে না। যতো দিন এই যমীনে ঈমান থাকবে ততোদিন অবমাননার প্রতিক্রিয়াও থাকবে। সমাধান চাইলে অবমাননা বন্ধ করতে হবে।
যারা আজকে হায় হায় করছেন তারা যদি আসলেই আন্তরিক হতেন তাহলে সমস্যার মূলে হাত দিতেন। তা না করে আজকের এই বিলাপ একটা সামাজিক-রাজনৈতিক পারফর্মেন্সের বেশি কিছু হয়ে উঠবে না।

শাহবাগী মবের মত করেই এই মবকেও দমন করা রাষ্ট্রের দায়িত্ব।বাংলাদেশের যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার অধিকার আমাদের আছে। যারা বা...
11/06/2025

শাহবাগী মবের মত করেই এই মবকেও দমন করা রাষ্ট্রের দায়িত্ব।

বাংলাদেশের যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার অধিকার আমাদের আছে। যারা বাঁধা দিবে, ওদের আইনের আওতায় আনতে হবে।

11/06/2025

A Fearless Lion (Rahimahullah) 🔥

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when RadioFriend.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RadioFriend.net:

Share