SF FORID

SF FORID সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে সাপোর্ট দেওয়ার জন্য Messenger

07/01/2025
06/10/2024

আনিসুর রহমান আশরাফী নতুন বয়ান। বাংলা ওয়াজ।
আহা এই দরদ মাখা কথাগুলি শুনলে কই যা ছিড়ে যাই। মাওলানা আনিসুর রহমান আশরাফী। Anisur Rahman Ashrafi
মাওলানা আনিসুর রহমান আশরাফী ওয়াজ।
কথাগুলো কলিজায় লাগে, হে যুবক! একবার শোনো , হেদায়েতের জন্য এই বয়ানটি যথেষ্ট।আনিসুর রহমান আশরাফী
আনিসুর রহমান আশরাফির কিছু নসিহত।
মাওঃ আনিসুর রহমান আশ্রাফী। #আনিসুর_রহমান_আশরাফী_ওয়াজ

25/08/2024

বিষয়টি ফেলে দেয়ার মতো নয় 🙂

ছেলের বয়স ৩০+। পরিবার শত চেষ্টা করেও বিয়েতে রাজী করাতে পারছে না। ছেলে প্রায় বছর তিনেক ধরে বিভিন্নভাবে পরিবারকে বোঝানোর চেষ্টা করেছিল যে চরিত্র রক্ষার্থে বিয়েটা তার প্রয়োজন। কিন্তু চাকুরী না থাকায় বিয়ের ব্যাপারে পরিবারের কোন সহযোগিতা পায়নি। অবশেষে গত বছর ছেলে প্রথম শ্রেণীর চাকুরী পাওয়ার পর পরিবার উঠে-পড়ে লাগে বিয়ের জন্য।

এবার ছেলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আর কোনদিনই সে এই ব্যাপারে বিবেচনা করবে না এবং বাড়াবাড়ি করলে গৃহ'ত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। যখন প্রয়োজন ছিল, তখন যেহেতু পায়নি, আর প্রয়োজন নেই। ঘনিষ্ঠদের জানিয়েছে, যৌবনের শ্রেষ্ঠ সময় পেরিয়ে আসার পর লোক-দেখানো বিয়ে করে এমন কোন মেয়েকে সে তার জীবনে আনতে রাজী নয়, যে মেয়ে লাখ লাখ টাকা কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে মূলত তার চাকুরী ও স্ট্যাটাস দেখে আসবে।

যার কাছে টাকা মুখ্য, তার কাছে মানুষের মূল্য গৌণ। অতএব, এই প্রহসনে সে অংশ নিবে না। টাকার অংকে মানুষকে বিবেচনা করা তার দৃষ্টিতে নোংরামী। কিভাবে একে বোঝানো যায়, জানাবেন দয়া করে।

লেখা : সংগৃহীত

24/08/2024

সবকিছু বাঁচাতে পারলে ও আমি আমার ছোট বোনকে বাঁচাতে পারলাম না! 😭 পানিতে ভেসে গেলো 😭

আমরা থাকি ফকিটছড়ি চট্টগ্রামে! আমার বাবা দেশে থাকেন না বিদেশ থাকেন। সাথে মা ছোট দুই ভাই 😭 ম

গতকাল রাতে হালদার নাজিরহাট নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় বাঁধ ভে'ঙ্গে ঢুকছে পানি তখন আমাদের ঘরে না হলে ও কোমর পযর্ন্ত পানি হয় আমার মা দুই ভাইকে দুই হাতে নিছে আর আমার কুলে ছিলো আমার তিন বছরের ছোট বোন😭

পানি যখন বাড়তেছে তখন আমরা বাড়ি থেকে বের হয় মাঝখানে যেতেই আমার ছোট বোন আমার হাত থেকে পানিতে ছুটে গেলো😭 পানির স্রোত এত বেশি ছিলো যে আমি আমার ছোট বোনকে আটকে রাখতে পারি নি 😭 আর এতটা ভয় ও আতঙ্কের মধ্যে ছিলাম আমার মাথা কিছুই কাজ করেনি 😭

আমি পারলাম না আমার বোনটাকে বাঁচাতে😭

আমার হাতে মৃ /ত্যু দিলাম আমার ছোট বোনকে?😭😭😭

হে আল্লাহ্ কেন আমার সাথে এমন হলো 😭

বাবা ক্ষমা করে দিও😭

সংগৃহীত

23/08/2024

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর
ঘর হারানো ৫ হাজার পরিবারকে টিন ও নগদ অর্থ
সহায়তা করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

23/08/2024

যে ছেলেটা উমরার টাকা বন্যার ফান্ডে দান করে দিয়েছিলো, তাকে একজন পাকিস্তানি মানুষ উমরাহ করানোর প্রস্তাব দিয়েছেন।

২৪ ঘন্টা না যেতেই আল্লাহ্‌র পক্ষ থেকে উপহার চলে আসলো। আলহামদুলিল্লাহ্।'❤️
সোর্স, কমেন্টে।

23/08/2024

"আব্বু-আম্মুকে ফেলে যাচ্ছেন কেন? আপনারা নৌকা থামান, আমি তাদের ছাড়া যাবো না..."

কান্নারত শিশুটিকে কিভাবে বুঝাই, শুধু তাকে আর দাদির জায়গা হবে নৌকাতে। ফেলে আসতে হচ্ছে মা-বাবাদের।

চিরতরে বিদায়ের মতো বিচ্চেদের কান্না আসে কানে, বিস্ময় কাটে না শিশুর চোখেমুখে। নৌকা ছেড়ে দেয়ার আগে সন্তানকে জড়িয়ে ধরে, চুমু খেয়ে মা বলেন, "পানির কাছে যেও না, দাদির আচল ছেড়ো না..."

এই যন্ত্রণা কেমনে ভুলে স্বেচ্ছাসেবীরা। নির্দয়ের মতো ইঞ্জিন চালিয়ে দেয় নৌকার, পিছনে ফেলে আসে ভালোবাসার মানুষগুলোকে।😓

আজ ফুলগাজীর ধরমপুর আর জগতপুরের মানুষদের
উদ্ধারের কাজ করছে স্বেচ্ছাসেবীরা।

-কালেক্ট

ইমোশনাল কথা বলে বড় ভাই থেকে ব্যাট নিয়ে নিলাম ।🥰🤩।😇 সাইফুদ্দিন পোস্ট করেছে😜😜
17/02/2024

ইমোশনাল কথা বলে বড় ভাই থেকে ব্যাট নিয়ে নিলাম ।🥰🤩।😇
সাইফুদ্দিন পোস্ট করেছে😜😜

25/01/2024

পদ্মা নদীর পারে

16/10/2022

সৌদি আরব থেকে বাংলাদেশি ও পাকিস্তানিদের ক্রিকেট ম্যাচ এর দ্বিতীয় ইনিংস

Address

Pabna Dhaka
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when SF FORID posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SF FORID:

Share