চাটমোহর পাবনা

চাটমোহর পাবনা চাটমোহর পাবনা অঞ্চলের মানুষের খবর সব? চাটমোহর পাবনা অঞ্চলের মানুষের খবর সবার আগে সব সময়।
(8)

চাটমোহরে ‘মধুচক্রেরর অপর মূল হোতা সাগর গ্রেফতার || বিস্ফোরক মামলায় জেল হাজতে প্রেরণ °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°...
02/09/2025

চাটমোহরে ‘মধুচক্রেরর অপর মূল হোতা সাগর গ্রেফতার || বিস্ফোরক মামলায় জেল হাজতে প্রেরণ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
পাবনার চাটমোহরে আলোচিত মধুচক্রের মূল হোতা সাগর হোসেন (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে গুনাইগাছায় বিস্ফোরণের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে সাগরকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।

অবশেষে আ/টকসম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই তরুণী মধু চক্রের মুল হোতা রায়না ওরফে রাকা কে আ/টক করেছে চাট...
31/08/2025

অবশেষে আ/টক

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই তরুণী মধু চক্রের মুল হোতা রায়না ওরফে রাকা কে আ/টক করেছে চাটমোহর থানা পুলিশ। গতরাত তিনটার দিকে পাবনা সদরের হেমায়েতপুর এলাকা থেকে তাকে আ/টক করা হয়। তার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ, মা/দক সে/বন, তরুণ যুবকদের ফাঁ/দে ফেলার অভিযোগ রয়েছে। তার বাড়ি চাটমোহর পৌর সদরের নতুন বাজার খেয়াঘাট ।

25/08/2025
উপজেলা প্রশাসন, চাটমোহরের আয়োজনে "ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৫" চাটমোহরের যেকোনো শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন। ...
15/08/2025

উপজেলা প্রশাসন, চাটমোহরের আয়োজনে

"ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৫"

চাটমোহরের যেকোনো শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন।

ছবির লোকেশন: আবশ্যিকভাবে চাটমোহরের যেকোনো স্থান।

ছবির বিষয়বস্তু উন্মুক্ত, নিজের তোলা পুরাতন ছবি নিয়েও অংশগ্রহণ করা যাবে।

ছবির Raw Copy (এডিট করা যাবে না) চিত্রগ্রাহকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ছবির লোকেশন, বিষয়বস্তু, ছবি তোলার তারিখ উল্লেখ করে

[email protected] এই মেইলে পাঠিয়ে দিতে হবে।

যেকোন অংশগ্রহণকারী একাধিক ছবি পাঠাতে পারবেন তবে পুরস্কার একের অধিক পাওয়ার সুযোগ নেই।

বাছাইকৃত ছবি নিয়ে চিত্রগ্রাহকের নাম সম্বলিত ফটো এলবাম অথবা গ্যালারি তৈরি করা হবে।

সকলে আমন্ত্রিত।

Chatmohar Pabna স্যারে টাইমলাইন থেকে সংগৃহীত ।

এই ছেলের নাম রাফিদ। বয়স ১২ বছর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার তার না...
14/08/2025

এই ছেলের নাম রাফিদ। বয়স ১২ বছর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার তার নানা বিল্লাল হোসেনের বাসা থেকে বের হওয়ার পর খোঁজ পাওয়া যাচ্ছে না।
ছেলেটার গায়ের রং শ্যামলা। সুঠাম স্বাস্থ্য। কেউ তার কোনো খোঁজ পেলে এই নাম্বারে জানানোর অনুরোধ করছি। ০১৭৩৩-১১৮১৬৭

চাটমোহরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক📅 শুক্রবার |পাবনার চাটমোহর পৌরসদরের আফ্রাতপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ম...
01/08/2025

চাটমোহরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
📅 শুক্রবার |

পাবনার চাটমোহর পৌরসদরের আফ্রাতপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চাটমোহর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন—আফ্রাতপাড়া মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শাকিল বিশ্বাস (৩৪) এবং মজনু প্রামানিকের ছেলে নাজিম প্রামানিক (৩৫)।

চাটমোহর থানা সূত্রে জানা গেছে, রাত ১২টার পর শাকিল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে দু’জনকে আটক করে থানায় নেওয়া হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

🏷️ #মাদক #আটক #চাটমোহর_পাবনা

চাটমোহরে উদ্ধার প্রায় দেড় হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি🗓 শুক্রবার | ২৫ জুলাই ২০২৫📍 চাটমোহর, পাবনাপাবনা জেলার চাটমোহর উ...
25/07/2025

চাটমোহরে উদ্ধার প্রায় দেড় হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি

🗓 শুক্রবার | ২৫ জুলাই ২০২৫
📍 চাটমোহর, পাবনা

পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাজগ্রামে উদ্ধার হয়েছে একটি প্রাচীন বিষ্ণুমূর্তি, যা প্রায় দেড় হাজার বছর আগের বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় যুবক মিলনের বরাতে জানা যায়, মূর্তিটি পাওয়া গেছে নিমাইচড়া ইউনিয়নের মাজগ্রামের মৃত হবিবর মোল্লার পুকুরে, যা শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই অবস্থিত।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, বর্তমানে মূর্তিটি চাটমোহর থানা পুলিশের হেফাজতে রয়েছে। প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করার পর শীঘ্রই এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

এমন একটি মূল্যবান ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি চাটমোহরসহ গোটা এলাকার ইতিহাস-ঐতিহ্যের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

🔖
#চাটমোহর
#বিষ্ণুমূর্তি
#প্রাচীন_নিদর্শন


#বাংলারইতিহাস

টানা তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন, চাটমোহরের গর্ব আব্দুস সোয়াদ!চাটমোহর উপজেলার ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক খন্দকার আব্দুল...
19/07/2025

টানা তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন, চাটমোহরের গর্ব আব্দুস সোয়াদ!

চাটমোহর উপজেলার ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক খন্দকার আব্দুল বারীর কনিষ্ঠ পুত্র আব্দুস সোয়াদ জাতীয় ব্যাডমিন্টনে অসাধারণ সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি টানা তিনবার জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছেন, যা চাটমোহরের ইতিহাসে একটি গর্বের অধ্যায়।

এছাড়াও, তিনি বাংলাদেশ র‌্যাঙ্কিং-এ দুইবার শীর্ষস্থানে থেকে মোট পাঁচবার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনি বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের হয়ে অংশগ্রহণ করেন এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন।

চাটমোহরের এই কৃতি সন্তানকে চাটমোহরবাসী গর্বভরে শ্রদ্ধা ও ভালোবাসা জানায়। জাতীয় ব্যাডমিন্টন অঙ্গনে তিনি এখন দেশের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর এই অসামান্য অর্জনের জন্য সোয়াদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আমরা আশাবাদী, ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং চাটমোহর তথা দেশের মুখ উজ্জ্বল করবেন।

---

#ব্যাডমিন্টন
#জাতীয়_চ্যাম্পিয়ন
#আব্দুস_সোয়াদ
#চাটমোহরের_গর্ব
#চাটমোহরনিউজ

সবার সাহায্য চাই পোস্ট টা দ্রুত শেয়ার করে দিন। এই ব্যাক্তি চাটমোহর থেকে পাবনা সিএজি যোগে আসার সময় আটঘরিয়া তে রোড এক্সিড...
18/07/2025

সবার সাহায্য চাই পোস্ট টা দ্রুত শেয়ার করে দিন।
এই ব্যাক্তি চাটমোহর থেকে পাবনা সিএজি যোগে আসার সময় আটঘরিয়া তে রোড এক্সিডেন্ট করে মৃত্যু বরণ করেন, মৃত ব্যাক্তিকে এখন পাবনা সদর হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডের সামনে রাখা আছে।।

তার পরিবারের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না তাই সবাই তার পরিবারের খোঁজ পেতে সাহায্য করুন।।😪
#পাবনা
#চাটমোহর

চাটমোহরে নদীতে শিশুর ভাসমান লাশমঙ্গলবার বিকালে কাটেঙ্গা নদীপাড়া এলাকায় একটা লাশ ভেসে আসতে দেখে এলাকাবাসী। ধারণা করা হচ্ছ...
09/07/2025

চাটমোহরে নদীতে শিশুর ভাসমান লাশ

মঙ্গলবার বিকালে কাটেঙ্গা নদীপাড়া এলাকায় একটা লাশ ভেসে আসতে দেখে এলাকাবাসী। ধারণা করা হচ্ছে পার্শবর্তী গুরুদাসপুরের দিক থেকে গুমানী নদীতে ভেসে এসেছে ৫-৬ বছর বয়সী মেয়ে শিশুর লাশটি।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।

Address

Chatmohar
Pabna
6630

Alerts

Be the first to know and let us send you an email when চাটমোহর পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Chatmohar, Pabna

Wellcame to Chatmohar, Pabna