
17/09/2024
শিরোনাম : ক্ষণস্থায়ী
কলমে : রাবেয়া বুশরা মাদানী
কলম উঠেছে সত্যের পথে
অন্যায়কে রুখে দিতে ,
কুরআন বলে ; পড় তোমরা
জ্ঞানের করিমা হতে ।
পৃথিবী হলো পর্যটন কেন্দ্র
পরখ দিয়ে চলা ,
রবের আদেশ পালন কর
কিতাবে আছে বলা ।
জন্ম হয়েছে দায়িত্ব নিয়ে
দ্বীনের দাওয়াত দিয়ে ,
প্রভুর কথা মেনে চললে
আলো পরবে ছড়িয়ে ।
নির্ণীত সবার সময় রেখা
পাইবে না কেউ বেশি ,
আধৃত এই ধরণী থেকে
বেলা আজ পালি ।
পরপারে দিলে পারি
ভালো কাজে পরাবে মালা
যদি নাও ময়লার হাড়ি
তাইলে আছে অনেক জ্বালা
ইসলামী বিপ্লব হবে না শেষ
জীবন মৃত্যুর লেগেছে কেশ ,
এই ভাবে মোদের ভ্রমন বেশ
মায়ার মর্ত গমন শেষ । । ।