MHR It is Preach and Spread of Islamic site

আসসালামু আলাইকুম, MHR = MD HAFIZUR RAHMAN, LECTURER AT BMFM বেড়া,পাবনা। 🇧🇩 এটা আমার ফেসবুক অফিসিয়াল পেজ। নিত্য-নতুন কন্টেন পেতে করুন, উৎসাহের জন্য লাইক কমেন্ট ও অন্যদেরকে দেখার জন্য শেয়ার করুন। ধন্যবাদ

30/10/2025

হয় আমাদের ইবতেদায়ি মুক্তি দিতে হবে না হয় আমাদেরকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে। বাঘিনী কন্যা করছে পন ইবতেদায়ীর জাতীয়করণ
মেয়ে পছন্দ হয়েছে মেয়ে ১০০ তে ১০০ কিন্তু বিয়ে করবে না। যদি মরতে হয় মরবো ইবতেদায়িকে মুক্ত করবো। বাঘিনী কন্যা করেছে পন, দিতে হবে ইবতেদায়ি প্রজ্ঞাপন।
আলিয়া মাদ্রাসার ভিত্তি হল ইবতেদায়ি মাদ্রাসা তাই এই আন্দোলনের সাথে আমাদের থাকা উচিত।
দীর্ঘদিন ধরে ইবতেদায়ী মাদ্রাসার আন্দো/লন চলছে কেউ দেখার নেই। স্লোগানের স্লোগানে মুখরিত করে তুলছে মাদ্রাসার শিক্ষকরা।
#অধ্যক্ষ_দেলোয়ার_হোসেন_আজিজি #হাইলাইটসシ゚ ゚ #বাড়ি_ভাড়া #এমপিওভুক্ত #স্কুল #কলেজ #স্বতন্ত্র_ইবতেদায়ি_মাদ্রাসা #ইবতেদায়ী_মাদ্রাসা #রিল #রিলসভিডিওシ
#অধ্যক্ষ_দেলোয়ার_হোসেন_আজিজি #পনের_শতাংশ_বাড়ি_ভাড়া ৌধুরী_রফিকুল_আবরার #২০শতাংশ_বাড়ি_ভাড়া ে_কমিশন ゚ #হাইলাইটসシ゚ ে_স্কেল

এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিও ভুক্ত শিক্ষক/কমর্চারি ও সরকারি শিক্ষক/কর্মচারীদের জন্য সুযোগ সুবিধা প্রদ...
30/10/2025

এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিও ভুক্ত শিক্ষক/কমর্চারি ও সরকারি শিক্ষক/কর্মচারীদের জন্য সুযোগ সুবিধা প্রদানসহ প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেলে স্বতন্ত্র বেতন কাঠামো প্রদান প্রসঙ্গেঃ
পে কমিশনের মাননীয় চেয়ারম্যান এর সাথে মিটিং এ জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে প্রস্তাবিত বিষয়গুলোর সারসংক্ষেপ।
প্রস্তাবিত অন্যান্য সুবিধাসমূহঃ
১। এমপিও ভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন প্রস্তাবিত ৯ম গ্রেডে দিতে হবে।
২। বাড়ি ভাড়া সরকারি চাকুরীজীবিদের ন্যায় মূল বেতনের ৪০-৭০% অনুযায়ী দিতে হবে।
৩। উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।
৪। বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।
৫। বিএড আইন বাতিল করতে হবে।
৬। কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে।
৭। অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ৬ মাসের মধ্যে দিতে হবে।
৮। শিক্ষক/কর্মচারিদের রেশন সুবিধায় অন্তর্ভুক্ত করতে হবে।
৯। শ্রান্তি বিনোদন ভাতা ও সুবিধা দিতে হবে।
১০। এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে।

#এমপিও ゚ #হাইলাইটসシ゚ #মাদ্রাসা #অধ্যক্ষ_দেলোয়ার_হোসেন_আজিজি #পনের_শতাংশ_বাড়ি_ভাড়া ৌধুরী_রফিকুল_আবরার

প্রভাষক নিয়োগ সপ্তম গ্রেডে, বেতন ৮৭ হাজার টাকা। মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন ঢাবি।মূল্যস্ফীতি ও আগের পে-স...
29/10/2025

প্রভাষক নিয়োগ সপ্তম গ্রেডে, বেতন ৮৭ হাজার টাকা। মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন ঢাবি।
মূল্যস্ফীতি ও আগের পে-স্কেল বিবেচনায় নিয়ে নবম জাতীয় পে-স্কেলে মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রস্তাবে নবমের পরিবর্তে সপ্তম গ্রেডে প্রভাষক নিয়োগ, ন্যূনতম দুই লাখ থেকে এক হাজার কোটি টাকার গবেষণা অনুদান এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এক হাজার কোটি টাকার ‘এন্ডোমেন্ট ফান্ড’ গঠনের কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনে বেতন প্রস্তাবনা কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী নবম পে-কমিশনের কাছে এগুলোসহ যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, তা তুলে ধরেন।

প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডের সর্বনিম্ন বেতন দুই লাখ ৩৪ হাজার টাকা, দ্বিতীয় গ্রেড এক লাখ ৮৮ হাজার থেকে দুই লাখ ৪০ হাজার ৬৭০, তৃতীয় গ্রেড এক লাখ ৮০ হাজার থেকে দুই লাখ ২৫ হাজার ৩৫০, চতুর্থ গ্রেডে কর্মচারীরা দেড় লাখ থেকে এক লাখ ৭১ হাজার ৩০০ ও পঞ্চম গ্রেডে এক লাখ ২৯ হাজার থেকে দুই লাখ ১১০ টাকা পাবেন।

সপ্তম গ্রেডে কর্মরতদের বেতন ৮৭ হাজার থেকে এক লাখ ১৫ হাজার ৩০ টাকা প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন, অর্থাৎ ২০তম গ্রেডে বেতন ধরা হয়েছে ২৫ হাজার থেকে ৬৮ হাজার ৯৭৫ টাকা।

শিক্ষকদের বেতন ও গ্রেড প্রস্তাব করা হয়েছে– প্রভাষক সপ্তম, সহকারী অধ্যাপক পঞ্চম, সহযোগী অধ্যাপক তৃতীয় ও অধ্যাপক দ্বিতীয় গ্রেড। মোট অধ্যাপকের ২৫ শতাংশ প্রথম গ্রেড পাবেন।

কোষাধ্যক্ষ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিবেশ আরও উন্নত হলে, ভালো শিক্ষক ধরে রাখা কঠিন হবে। তারা আমাদের তিন থেকে পাঁচ গুণ বেতন অফার করছে। বিশ্ব এখন এআইয়ের দিকে ঝুঁকছে। আমাদের প্রতিযোগিতায় টিকতে হলে উচ্চশিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি বলেন, ভারত ও পাকিস্তানে কলেজের শিক্ষকরা বছরে দুবার ফুল কনফারেন্স ফান্ডিং পান। আমরা সেটি করতে পারিনি। দক্ষিণ এশিয়ায় সাইটেশনযোগ্য একাডেমিক আর্টিকেল প্রকাশে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে।

ন্যূনতম দুই লাখ টাকা গবেষণা অনুদান
সংবাদ সম্মেলনে জানানো হয়, গবেষণার পরিসর বৃদ্ধিতে অধ্যাপককে ১০ লাখ, সহযোগী অধ্যাপককে পাঁচ লাখ, সহকারী অধ্যাপককে তিন লাখ ও প্রভাষককে দুই লাখ টাকা বার্ষিক গবেষণা অনুদানের প্রস্তাব করা হয়েছে।

গবেষণা কিউ১, কিউ২, কিউ৩ পর্যন্ত জার্নালে প্রকাশের জন্য যথাক্রমে– এক লাখ, ৭৫ হাজার ও ২৫ হাজার টাকা প্রণোদনা; বিদেশে সভা-সেমিনারে অংশগ্রহণ বাবদ প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

কোষাধ্যক্ষ বলেন, এসব টাকা ব্যক্তিগত কাজে ব্যয় করার সুযোগ নেই। গবেষণা না করলে টাকা ফেরত নেওয়া হবে।

মূল বেতনের সমপরিমাণ ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ভাতা; ২৫ শতাংশ ডিন, প্রভোস্ট এবং হাউস টিউটর (বর্তমানে ১৫০০ টাকা পান) ভাতা, ২০ শতাংশ চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও গবেষণা সেন্টারের পরিচালক ভাতা, ৫০ শতাংশ প্রক্টর ভাতা; অফিসপ্রধানদের দুই হাজার ৫০০ টাকা বিদ্যুৎ ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

উৎসব ভাতা মূল বেতনের ২০০ শতাংশ হারে বছরে দুটি, ৫০ শতাংশ নববর্ষ, ২০ শতাংশ হারে ঢাকা সিটি ভাতা, ১০ শতাংশ শিক্ষা উপকরণ ভাতা, ছয় হাজার টাকা চিকিৎসা ভাতা, সন্তানপ্রতি মাসিক দুই হাজার টাকা শিক্ষাসহায়ক ভাতা, শিক্ষকদের বই ভাতা ২০ হাজার টাকা, নবম গ্রেড পর্যন্ত টেলিফোন ভাতা ও কর্মকর্তাদের তৃতীয় গ্রেড পর্যন্ত পদোন্নতির প্রস্তাব করা হয়েছে।

অধ্যাপক এম জাহাঙ্গীর বলেন, উন্নত সব বিশ্ববিদ্যালয়ে ‘এন্ডোমেন্ট ফান্ড’ রয়েছে, যা আমাদের নেই। সরকার আজ টাকা দেওয়া বন্ধ করলে বিশ্ববিদ্যালয় চালানো যাবে না। যতদিন অর্থনৈতিক স্বাধীনতা অর্জিত না হবে, ততদিন প্রকৃত স্বায়ত্তশাসন আসবে না।

সংবাদ সম্মেলনে বেতন প্রস্তাবনা কমিটির সদস্য ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শহীদুল জাহিদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মনিনুর রশিদ, সদস্য সচিব বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শাফী মুস্তফা উপস্থিত ছিলেন
ে_কমিশন #২০শতাংশ_বাড়ি_ভাড়া #হাইলাইটসシ゚ #এমপিওভুক্ত ৌধুরী_রফিকুল_আবরার #পনের_শতাংশ_বাড়ি_ভাড়া ゚ #অধ্যক্ষ_দেলোয়ার_হোসেন_আজিজি

"ডিসেম্বরের মধ্যেই ঘোষণা হবে নতুন পে স্কেল? যা বলছে কমিশন"প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৮:১৭ PMসরকারি চাকরিজীবীদের নতুন বেতন...
28/10/2025

"ডিসেম্বরের মধ্যেই ঘোষণা হবে নতুন পে স্কেল? যা বলছে কমিশন"
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৮:১৭ PM

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে কাজ করছে পে কমিশন। অনলাইনে মতামত নেয়ার পর এখন বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করছে কমিশনের সদস্যরা। সংগঠন বেশি হওয়ায় পে কমিশনের সদস্যরা তিনভাগে ভাগ হয়ে মতবিনিময়ে অংশ নিচ্ছেন।

কমিশন সূত্রে খবর, অনলাইনে দুই হাজারের বেশি সংগঠন নতুন পে স্কেল নিয়ে তাদের মতামত জমা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে যাচাইবাছাই করে ২৫০-৩০০ সংগঠনকে মতবিনিময়ের জন্য ডেকেছে কমিশন। তবে এখনও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মতবিনিময়ে ডাক পেতে আবেদন করা হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবে পে কমিশন। এরপরেই সব মতামত পর্যালোচনা করে সুপারিশের খসড়া করা হবে। তখন সব সদস্যের সম্মতিতে চূড়ান্ত করে জমা দেয়া হবে সুপারিশ।

কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনলাইনে মতামত নেয়া শেষ হয়েছে গত ১৫ অক্টোবর, এখন সমিতিগুলোর সঙ্গে মতবিনিময় চলছে। আগামী ৩০ অক্টোবর এই মতবিনিময় শেষ হবে। তারপর আমরা বসে চূড়ান্ত সুপারিশের দিকে যাবো।

কর্মচারীরা ১৫ ডিসেম্বরের মধ্যে সুপারিশের দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কমিশন গঠনের সময়ই সময় বেধে দেয়া হয়েছে, সেখানে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে। তাই কোনো নির্দিষ্ট তারিখ নয়, আমরা দ্রুত সময়ের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণা করতে চাই। এই লক্ষ্যে সবাই কাজ করছি।

বর্তমানে বিদ্যমান গ্রেড ভেঙে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমাতে কমিশন আন্তরিক। কমিশনের একাধিক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, যে পেক্ষাপটে কমিশন গঠন করা হয়েছে এর অন্যতম উদ্দেশ্য বৈষম্য কমিয়ে আনা। এজন্য গ্রেড কমিয়ে বৈষম্য কমানো হবে এটা নিশ্চিত, তবে কতটি করা হবে এবং অনুপাত কেমন হবে তার জন্য অপেক্ষা করতে হবে।
ে_কমিশন #হাইলাইটসシ゚ ゚ #এমপিওভুক্ত #পনের_শতাংশ_বাড়ি_ভাড়া #অধ্যক্ষ_দেলোয়ার_হোসেন_আজিজি ৌধুরী_রফিকুল_আবরার #২০শতাংশ_বাড়ি_ভাড়া

26/10/2025

EFT বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে বিল সাবমিট করবে।

আমরা কল্যাণ/অবসরের চেয়ার দখল করতে চাই না। কিন্তু সৎ, যোগ্য ও দক্ষ শিক্ষক যাতে নিয়োগ পায় মন্ত্রণালয়কে সেটা নিশ্চিত করতে হ...
26/10/2025

আমরা কল্যাণ/অবসরের চেয়ার দখল করতে চাই না। কিন্তু সৎ, যোগ্য ও দক্ষ শিক্ষক যাতে নিয়োগ পায় মন্ত্রণালয়কে সেটা নিশ্চিত করতে হবে। বলছেন আজিজি
জি প্রিয় নেতা আমরা আপনাকে জাতীয়করণ না হওয়ার আগ পর্যন্ত আপনাকে পাশে চাই। এমন কি পরেও সার্বক্ষণিক পাশে চাই।
ধন্যবাদ।
#অধ্যক্ষ_দেলোয়ার_হোসেন_আজিজি #পনের_শতাংশ_বাড়ি_ভাড়া #২০শতাংশ_বাড়ি_ভাড়া ে_কমিশন ゚ #এমপিওভুক্ত #হাইলাইটসシ゚ ৌধুরী_রফিকুল_আবরার

26/10/2025

দেড় শতাধিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছে কমিশনের সদস্যরা। যাদের অধিকাংশই সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকার বেশি করতে প্রস্তাবনা দিয়েছে।

25/10/2025

হাজিরা খাতায় শিক্ষক-কর্মচারীরা স্বাক্ষর করতে এবং শিক্ষার্থীদেরও হাজিরা নিতে বলেছেন। (আজিজি)

আলহামদুলিল্লাহ, নেতার কথা মেনে আমরা আজকে খোলা রেখেছি।  ক্লাস চলমান। যারা যারা আন্দোলনে যায় নাই, শনিবারে প্রতিষ্ঠানও খোল...
25/10/2025

আলহামদুলিল্লাহ, নেতার কথা মেনে আমরা আজকে খোলা রেখেছি। ক্লাস চলমান। যারা যারা আন্দোলনে যায় নাই, শনিবারে প্রতিষ্ঠানও খোলা রাখে নাই, নিজ এলাকা থেকেও বিক্ষোভ মিছিল করে নাই। তারা যখন বারতি এই সুবিধা বাড়ি বাড়া পাবে তখন কেমনে তারা তা গ্রহণ করবে?
তাদের কি লজ্জা করবে না?
কেউ কেউ তাদেরকে বলে জাতীয় বেইমান। আমি তা বলব না তবে বিবেক জাগ্রত হওয়া দরকার। ১০ দিনের আন্দোলনে যা ক্ষতি হয়েছে তা পুশিয়ে নিতে দেলোয়ার হোসেন আজিজী সাহেব চার শনিবার প্রতিষ্ঠান খোলা রাখকতে বলেছেন।
আলহামদুলিল্লাহ অনেকেই উনার ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবারে নোটিশ করেছেন।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী
সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
(বেশি বেয়াহি শেয়ার করে ছড়িয়ে দিন)

#অধ্যক্ষ_দেলোয়ার_হোসেন_আজিজি #পনের_শতাংশ_বাড়ি_ভাড়া ৌধুরী_রফিকুল_আবরার #২০শতাংশ_বাড়ি_ভাড়া ゚ #হাইলাইটসシ゚ #এমপিওভুক্ত ে_কমিশন

আলহামদুলিল্লাহ অনেকেই উনার ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবারে নোটিশ করেছেন।যে কারণে দেলোয়ার হোসেন আজিজী সাহেব চার শনিবার প্র...
23/10/2025

আলহামদুলিল্লাহ অনেকেই উনার ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবারে নোটিশ করেছেন।
যে কারণে দেলোয়ার হোসেন আজিজী সাহেব চার শনিবার প্রতিষ্ঠান খোলা রাখকতে বলেছেন।
নমুনা দেখুন:
শনিবার প্রতিষ্ঠান খোলা রাখা প্রসঙ্গেঃ
আমি জীবনের ঝুঁকি নিয়ে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে অধিকার আদায়ের আন্দোলন করেছি।
গোটা জাতি আমাদেরকে সমর্থন যুগিয়েছে। জাতির ঋণ শোধ করার লক্ষ্যে বার্ষিক পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত আগামী চারটি শনিবার প্রতিষ্ঠান খোলা রাখার জন্য অনুরোধ করছি। আমরা জাতির জন্য এই ত্যাগ স্বীকার করলে আগামীদিনে জাতীয়করণের বৃহত্তর আন্দোলনে গোটা জাতি আমাদের পাশে থাকবে। আপনারা আমাদের এই অনুরোধটুকু রাখলে আগামী দিনে আপনাদের জন্য কাজ করার ক্ষেত্রে আমরা আরো বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত হবো।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী
সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
(বেশি বেয়াহি শেয়ার করে ছড়িয়ে দিন)

#অধ্যক্ষ_দেলোয়ার_হোসেন_আজিজি #পনের_শতাংশ_বাড়ি_ভাড়া ৌধুরী_রফিকুল_আবরার #২০শতাংশ_বাড়ি_ভাড়া ゚ #হাইলাইটসシ゚ #এমপিওভুক্ত ে_কমিশন

ইবতেদায়ি মাদ্রাসার দাবি নিয়ে আলোচনা চলমান। ৌধুরী_রফিকুল_আবরার  ゚    #হাইলাইটসシ゚  #ইবতেদায়ি_মাদ্রাসা  #সবত্রন্ত  #জাতীয়কর...
23/10/2025

ইবতেদায়ি মাদ্রাসার দাবি নিয়ে আলোচনা চলমান।
ৌধুরী_রফিকুল_আবরার ゚ #হাইলাইটসシ゚ #ইবতেদায়ি_মাদ্রাসা #সবত্রন্ত #জাতীয়করণ

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে  শনিবার ক্লাস চলবে কত দিন—জানালেন দেলোয়ার হোসেন আজিজীটানা ৮ দিনের আন্দোলনে শিক্ষার্থীদের ক্...
23/10/2025

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ক্লাস চলবে কত দিন—জানালেন দেলোয়ার হোসেন আজিজী
টানা ৮ দিনের আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহের শনিবার ক্লাস নেওয়ার আহ্বান জানান এমপিও শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, ২০ নভেম্বর থেকে স্কুল-মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শুরু হবে। এর আগে আমরা মাত্র ৪টি শনিবার পাব। তাই সবাইকে ৪ শনিবার ক্লাস নেওয়ার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে এক লাইভে তিনি এ মন্তব্য করেন তিনি।

দেলোয়ার হোসেন আজিজী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে এ দেশের জনগণ আমাদের সঙ্গে ছিলেন। তাদের ঋণ পরিশোধ করতে, তাদের সন্তানদের পাশে থাকা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

শনিবার ক্লাস খোলা রাখার বিষয়ে অনেকে আশংকা প্রকাশ করছেন যে, শনিবার খোলা রাখলে, পরে খোলা রাখতে হবে নাকি। এটা নিয়ে কোনো আশংকা নেই, কারণ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দেয়নি, আমরাই বিবেকের তারনায় শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

শিক্ষকদের অভয় দিয়ে আজিজী বলেন, আমাদের সিদ্ধান্তের পর সরকার এমন কোনো সিদ্ধান্ত নিলে আমরা ৬ লাখ শিক্ষক-কর্মচারী নিয়ে মন্ত্রণালয় ঘেরাও করব। আমাদের মাঝে যে ঐক্য তৈরি হয়েছে, সরকার আমাদে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এই ঐক্যকে কাজে লাগিয়ে শিক্ষকদের সকল অধিকার আদায় করবেন বলে জানান তিনি।
জানা গেছে, গত ১২ অক্টোবর থেকে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করার দাবিতে টানা কর্মসূচি চালিয়ে আসছিলেন শিক্ষকরা। পরে বাড়িভাড়া ভাতা আংশিক বৃদ্ধির বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার (২১ অক্টোবর) আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষক নেতারা। টানা ৮দিনের আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহের শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগৃহীত :

ৌধুরী_রফিকুল_আবরার #অধ্যক্ষ_দেলোয়ার_হোসেন_আজিজি #পনের_শতাংশ_বাড়ি_ভাড়া #২০শতাংশ_বাড়ি_ভাড়া ゚ ে_কমিশন #হাইলাইটসシ゚
#পনের_শতাংশ_বাড়ি_ভাড়া

Address

Md Hafizur Rahman, Santhia
Pabna
6670

Alerts

Be the first to know and let us send you an email when MHR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share