Ishwardir Khabor

Ishwardir Khabor All time News of Ishwardi

ঈদুল আযহার সরকারি ছুটি ১০ দিন!শনিবার ১৭ ও ২৪ মে  খোলা থাকবে সরকারি অফিস....আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করে...
06/05/2025

ঈদুল আযহার সরকারি ছুটি ১০ দিন!

শনিবার ১৭ ও ২৪ মে খোলা থাকবে সরকারি অফিস....

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

শ্রমিক দিবস পালন আজ ১ মে মহান মে (শ্রমিক)  দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঈশ্বরদী উপজেলা শাখার বিভিন্ন ট্র...
01/05/2025

শ্রমিক দিবস পালন
আজ ১ মে মহান মে (শ্রমিক) দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঈশ্বরদী উপজেলা শাখার বিভিন্ন ট্রেড ইউনিয়নের উদ্যোগে ঈশ্বরদী শহরে বিশাল বর্নাঢ্য র‍্যালি প্রদর্শন ও শ্রমিক সমাবেশের আয়োজন করে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি ঢাকতে পঙ্গু করা হচ্ছে পরমাণু শক্তি কমিশনকে!* আটকে দেয়া হচ্ছে স্কলারশিপ* বিজ্ঞানীদের ওয়া...
28/04/2025

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি ঢাকতে পঙ্গু করা হচ্ছে পরমাণু শক্তি কমিশনকে!

* আটকে দেয়া হচ্ছে স্কলারশিপ
* বিজ্ঞানীদের ওয়ার্কশপে যাচ্ছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা
* এখনো বেতন বন্ধ ৬০০ বিজ্ঞানীসহ ২৫০০ জনের

আমেরিকান সরকারের গুরুত্বপূর্ণ স্কলারশিপ পেয়েছিলেন পরমাণু শক্তি কমিশনের প্রিন্সিপাল জিওলজিস্ট ড. মনিরুজ্জামান সুমন। ছয় মাসের ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম ছিল পরমাণু শক্তির তেজস্ক্রিয়া নিয়ে। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তার যাওয়ার অনুমতি দেয়নি। শুধু তা-ই নয়, সর্বোচ্চ আদালতের মাধ্যমে তার জিও বাতিল করে মন্ত্রণালয়। একই কায়দায় সাইফুর রহমানের জাপান থেকে পাওয়া মর্যাদাপূর্ণ স্কলারশিপও বন্ধ করে দেয় মন্ত্রণালয়। শুধু তা-ই নয়, বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিজ্ঞানীদের সম্মেলন, কর্মশালায় বিজ্ঞানীদের না পাঠিয়ে পাঠানো হয় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। প্রশ্ন উঠেছে কেন এমন আচরণ করা হচ্ছে দেশের অত্যন্ত স্পর্শকাতর প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও তার বিজ্ঞানীদের সাথে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের অত্যন্ত সংবেদনশীল পরমাণু শক্তি কমিশন ও বিজ্ঞানীদের পঙ্গু করে রাখতে সুকৌশলে ষড়যন্ত্র করছে মন্ত্রণালয়ে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা। তারা কোনোভাবেই চাইছেন না দেশের বিজ্ঞানীরা আরো জ্ঞান অর্জন করে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করুক। তাহলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি প্রকাশ পেয়ে যাবে।

তারা বলেন, এই বিদ্যুৎকেন্দ্রের মালিক বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। অথচ মালিককে বাদ দিয়ে রাশিয়ান বিজ্ঞানীদের সাথে ভারতীয়দের দিয়ে কাজ করানো হচ্ছে। চুক্তি করা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে, যা বড় ধরনের ঝামেলার ইঙ্গিত বহন করে। এই ঝামেলা কাউকে বুঝতে না দিতেই কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়ের দোসররা, যার কারণে কৌশলে এই সেক্টরকে শেষ করতে নানামুখী পদক্ষেপ নেয়া হচ্ছে। তা না হলে একটি গুরুত্বপূর্ণ সেক্টরের বিজ্ঞ বিজ্ঞানীসহ কর্মকর্তা-কর্মচারীদের বেতন আটকে রাখার মতো অসম্মানজনক কাজ করা হতো না। বিজ্ঞানীদের সেমিনার ওয়ার্কশপে তাদের না পাঠিয়ে সচিবালয়ের কর্মকর্তাদের পাঠানো হতো না। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র কাজ করছে।

সূত্র মতে, সম্প্রতি আমেরিকা, অস্ট্রিয়া, কোরিয়াসহ কয়েকটি দেশে বিজ্ঞানীদের ১৪টি সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণের জন্য ১৪ জনকে মনোনীত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যার মধ্যে একজন বিজ্ঞানীর নামও নেই। তাদের সবাই মন্ত্রণালয়ের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা।

সূত্রে জানা গেছে, আমেরিকায় অনুষ্ঠিত নিউক্লিয়ার সিকিউরিটির ওপর একটি ইন্টারন্যাশনাল ট্রেনিং কোর্সে কোনো বিজ্ঞানীকে না পাঠিয়ে পাঠানো হয় মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি মো: মইনুল ইসলাম তিতাসকে। ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর নিউক্লিয়ার সিকিউরিটির ওপর ভিয়েনায় অনুষ্ঠিত প্রোগ্রামে পাঠানো হয়েছে ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল আফসারকে। অস্ট্রিয়ায় ইনসাইডার থ্রেট ইউজিং দি শাপারস থ্রিডি মডেলের ওপর কর্মশালায় পাঠানো হয় সিনিয়র অ্যাসিসটেন্ট সেক্রেটারি ফারজানাকে। সিডনিতে অনুষ্ঠিত সেইফ ট্রান্সপোর্ট অব রেডিওকেটিভ মেটেরিয়াল প্রোগ্রামে সিনিয়র অ্যাসিসটেন্ট সেক্রেটারি মো: সানোয়ার হোসেনকে পাঠানো হয়। একইভাবে বিজ্ঞানীদের ১৪টি কর্মশালায় পাঠানোর জন্য মনোনীত করা হয় সচিবালয়ের কর্মকর্তাদের। কিন্তু কেন? বিজ্ঞানীদের প্রশ্ন তাহলে কি কারো স্বার্থরক্ষায় বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনকে ধ্বংস করা হচ্ছে। তারা বলেন, পৃথিবীর অন্যান্য দেশে পরমাণু শক্তি কমিশনকে ঢেলে সাজিয়ে আরো শক্তিশালী করা হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে এই কমিশনে বাংলাদেশী টাকার এক হাজার এক শ’ কোটি টাকা বাজেট। ভারতে ৩৫ হাজার কোটি টাকা বাজেট রয়েছে। সেখানে আমাদের দেশে বাজেট রয়েছে ৩৬০ কোটি টাকা, যার মধ্যে ২৮০ কোটি টাকা সরকারের পক্ষ থেকে দেয়া হয়। বাকি ৮০ কোটি টাকা কমিশনের নিজস্ব আয় থেকে বহন করা হয়। গত দুই মাস সরকারের দেয়া সেই টাকার অংশও বন্ধ করে দেয়া হয়েছে, যার কারণে আটকে গেছে ৬০০ বিজ্ঞানীসহ ২৫০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন। বিজ্ঞানীদের সাথে এমন আচরণ গত ৫০ বছরেও ঘটেনি। ভুক্তভোগীরা বলছেন, সরকারের যদি এই ভাগ না রাখতে ইচ্ছে করে তাহলে, আইনগতভাবে বন্ধ করে দিক। কিন্তু বিজ্ঞানী-কর্মকর্তা-কর্মচারীদের এভাবে অপমান করা ঠিক নয়। এতে দেশের বাইরে রাষ্ট্রেও বিরূপ প্রভাব পড়ে।

ভুক্তভোগী মনিরুজ্জামান জানান, অবিশ্বাস্য হলেও সত্য যে আমেরিকার একটি সম্মানজনক স্কলারশিপের জিও আটকাতে মন্ত্রণালয় সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়েছে। এতেই প্রমাণিত হয় যে, মন্ত্রণালয়ে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীরা ইচ্ছাকৃতভাবে পরমাণু শক্তি কমিশন ও বিজ্ঞানীদের পঙ্গু করে রাখার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আমেরিকায় আমার স্কলারশিপের খবর ড. সালেহ উদ্দিন আহমেদকে জানানো হলে তিনি অত্যন্ত খুশি হয়ে জিও দেয়ার নির্দেশনা দেন। অথচ বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় সেটি আটকে দেয়। এ ব্যাপারে আরো দুইজন উপদেষ্টা সচিবকে ফোন করেছিলেন। কিন্তু তাদের কথা রাখা হয়নি। মনিরুজ্জামান বলেন, এ ধরনের ঘটনা শুধু আমার সাথেই ঘটেছে তা নয়, সাইফুর রহমানের জাপানের স্কলারশিপও আটকে দেয়া হয়।

তিনি বলেন, মন্ত্রণালয় অভিযোগ করেছে, আমরা বিদেশ গিয়ে আর ফিরে আসব না। অথচ এই স্কলারশিপ এতটা সম্মানীয় যে এই স্কলারশিপে অংশ নিয়ে চোরের মতো সে দেশে থেকে যাওয়ার কোনো সুযোগই ছিল না। ভুক্তিভোগীরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে সরকারকে পরমাণু শক্তি কমিশন নিয়ে ভাবতে হবে। তা না হলে ফ্যাসিবাদীরা এই কমিশনকে ধ্বংস করে ফেলতে পারে।

জানতে চাইলে বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সঙ্ঘের সভাপতি ড. এ এস এম সাইফুল্লাহ নয়া দিগন্তকে বলেন, এটি সরকার তথা দেশের একটি সংবেদনশীল সেক্টর। এখানে কাজ করা বিজ্ঞানী কর্মকর্তা-কর্মচারীরা সম্মান নিয়ে কাজ করে থাকেন। দাবি আদায়ের জন্য তাদের নিয়ে আমরা রাস্তায় নামতে পারব না। তবে শিগগিরই নিয়ম মেনে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পেশ করব।

এ ব্যাপারে জানতে মোবাইলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঈশ্বরদীর আলহাজ্ব মোড় থেকে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে মুন্নি (২৫) নামে ভূয়া ম্যাজিস্ট্রেট  আটক!
24/04/2025

ঈশ্বরদীর আলহাজ্ব মোড় থেকে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে মুন্নি (২৫) নামে ভূয়া ম্যাজিস্ট্রেট আটক!

সঞ্চালন লাইনের কাজের ধীরগতিতে বারবার পেছাচ্ছে রূপপুর প্রকল্পের বিদ্যুৎ উৎপাদননদী দিয়ে গ্রিড লাইন পারাপারের কাজ শেষ না হও...
19/04/2025

সঞ্চালন লাইনের কাজের ধীরগতিতে বারবার পেছাচ্ছে রূপপুর প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন

নদী দিয়ে গ্রিড লাইন পারাপারের কাজ শেষ না হওয়ায় ঈশ্বরদীর রূপপুরে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন শুরু হতে আরও দেরি হওয়ার আশঙ্কাতৈরি হয়েছে।

সম্প্রতি, আন্তর্জাতিক পারমানবিক শক্তি সংস্থার (আইএইএ) সদস্যরা পদ্মা নদীর পাড়ের এই প্রকল্প এলাকায় কাজের আগ্রগতি পরিদর্শনে আসেন। তাদের সঙ্গে আলোচনায়ও গ্রিড লাইন কাজের বিলম্বের বিষয়টি বারবার উঠে আসে।

প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে আইএইএ প্রতিনিধি দল ২৪ ক্যাটাগরিতে ভালোভাবে কাজ সম্পন্ন করার জন্য সন্তুষ্টি প্রকাশ করলেও সুনির্দিষ্ট ১৭টি বিষয়ে আরও উন্নতি করার সুপারিশ এসেছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রকল্পের উৎপাদন শুরু করতে যেসব প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে, তার মধ্যে অসম্পন্ন গ্রিড লাইনের কাজের বিষয়টি উঠে এসেছে।

আইএইএর ১৭টি পরামর্শের মধ্যে অন্যতম হলো—প্রকল্পের অভ্যন্তরীণ অগ্নি-নির্বাপণ ব্যবস্থার উন্নয়ন, প্রকল্প এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ প্রকল্পের কাজের বিভিন্ন খুঁটিনাটি দিক।

আইএইএর প্রতিনিধিদলের পরিদর্শনের মধ্য দিয়ে প্রকল্পের উৎপাদন শুরুর আগে সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাওয়া গেছে বলে মনেকরছেন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

'আইএইএর নির্দেশনা মেনে রূপপুর প্রকল্পের প্রতিটি কাজের অগ্রগতি হচ্ছে,' দ্য ডেইলি স্টারকে বলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ড. জাহিদুল হাসান।

প্রকল্পের উৎপাদন শুরু করার আগে আইএইএর নিরাপত্তা পর্যবেক্ষণ দল প্রকল্পের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পরেই উৎপাদন শুরুর দিকে যেতে পারবে দেশের সর্বোচ্চ ব্যয়বহুল এ বিদ্যুৎ প্রকল্পটি। এ লক্ষ্যে আইএইএর প্রতিটি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেই কাজের অগ্রগতি হচ্ছে বলে জানান প্রকল্প কর্মকর্তা।

সম্প্রতি মার্চে আইএইএর প্রতিনিধি দল প্রকল্প পরিদর্শনের পরে ২৪টি দিক তুলে ধরেছে, যা প্রকল্পের এ পর্যায়ে একটি বড় অর্জন বলে মনে করেন প্রকল্প কর্মকর্তা ড. জাহিদুল।

তিনি বলেন, 'প্রকল্পের প্রথম ইউনিটের কাজ ৯৪ শতাংশ শেষ হয়েছে। প্রথম ইউনিটের উৎপাদন শুরু করার জন্য পদ্মা নদীর উপর নির্মিতব্য গ্রিড লাইনের কাজ সম্পন্ন হওয়ার পরে উৎপাদনে যাওয়ার প্রস্তুতি শুরু হবে।'

সঞ্চালন লাইনের কাজ শেষ হওয়ার পরে উৎপাদনে যেতে ৩-৪ মাস পর্যন্ত সময় লাগবে বলে জানান তিনি।

প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর প্রকল্পের জন্য ১৬ কিলোমিটার নদী পারাপার লাইনসহ ৬৬৯ কিলোমিটার সঞ্চালন লাইন প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে, পদ্মা নদীর উপর ২ কিলোমিটার নদী পারাপার লাইন প্রথম ইউনিটের উৎপাদন শুরুর আগেই শেষ করতে হবে।

যমুনা নদীর উপর ১৪ কিলোমিটার সঞ্চালন লাইন দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরুর আগে প্রয়োজন হবে বলে জানান প্রকল্প কর্মকর্তারা।

পদ্মা নদীর উপর সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়ায় রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের উৎপাদন শুরুর আগে প্রয়োজনীয় অনেক পরীক্ষা এখনো শুরু করা যায়নি বলে জানান তারা।

সরেজমিনে পদ্মা নদীর পাকশি ও ভেড়ামারা এলাকা ঘুরে দেখা গেছে, নদী পার করার সঞ্চালন লাইনের টাওয়ার নির্মাণ কাজ শেষ দিকে। এখন নদীর মাঝের টাওয়ার নির্মাণের কাজ চলমান।

এ প্রসঙ্গে জানতে চাইলে সঞ্চালন লাইনের নদী পারাপার প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. দেলওয়ার হোসেন বলেন, 'ইতোমধ্যে পদ্মা নদীর উপর সঞ্চালন লাইনের কাজের ৯০ শতাংশ শেষ হয়েছে। আশা করা হচ্ছে মে মাসের মধ্যে এই সঞ্চালন লাইনের কাজ পুরোপুরি শেষ হবে।'

পিজিসিবির এই কর্মকর্তা জানান, ইতোমধ্যে রূপপুর-বগুড়া ৪০০ কেভি সিঙ্গেল সার্কিট লাইন ও রূপপুর বাঘাবাড়ি ২৩০ কেভি ডাবল সার্কিট লাইন সচল রয়েছে। এ লাইনগুলো দিয়ে ৪ হাজার মেগওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব।
ফলে প্রকল্পের যন্ত্রপাতি পরীক্ষার জন্য এসব লাইন দিয়ে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে জানান তিনি।

রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. জাহিদুল হাসান বলেন, 'পারমাণবিক প্রকল্প অন্য সব প্রকল্পের মতো নয়। এখানে প্রতিটি কাজ শতভাগ নিশ্চিত করেই পরবর্তী ধাপে যাওয়া হয়।'

প্রকল্পের মুল ডিজাইনের বাইরে কোনো কাজ গ্রহণযোগ্য হবে না বলে উল্লেখ করেন তিনি। ফলে নিশ্চিতভাবেই পদ্মার উপর লাইন নির্মাণের কাজ শেষ করার পরেই প্রকল্পের উৎপাদন শুরুর প্রস্তুতির জন্য পরবর্তী ধাপে যেতে হবে।
তবে প্রকল্প সুত্র জানিয়েছে, ইতোমধ্যে প্রকল্পের চলমান লাইন দিয়ে প্রথম ইউনিটের প্রাইমারি সার্কিটের ২৪ দশমিক ৫ মেগাপিক্সেল প্রেসার দিয়ে পরীক্ষা চালানো হয়েছে।

রূপপুর প্রকল্পের উৎপাদন শুরুর আগে অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে প্রকল্পের মুল উৎপাদনে যাওয়ার প্রস্তুতি চালাতে হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

এদিকে নানা জটিলতায় কয়েক দফায় সঞ্চালন লাইনের নির্মাণ কাজ পিছিয়েছে। স্থল পথে সঞ্চালন লাইন নির্মাণের চেয়ে নদী পথে সঞ্চালন লাইনের কাজ অনেক কঠিন।

সার্বিকভাবে সঞ্চালন লাইনের কাজ পেছানোর কারণে উৎপাদন বিলম্বিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের নির্মাণ কাজ করছে রাশিয়া। প্রকল্পের ৯০ শতাংশ অর্থ ঋণ হিসেবে দিয়েছে রাশিয়া।

রাশিয়ার ভিভিইআর ১২০০ মেগওয়াট মডেলের দুটি চুল্লি রূপপুর প্রকল্পে বসানো হয়েছে। প্রথম ইউনিটের নির্মাণ কাজ ২০১৭ সালের ৩০ নভেম্বর শুরু হয় এবং দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ ২০১৮ সালের ১৪ জুলাই শুরু হয়।

প্রকল্পের শিডিউল অনুযায়ী প্রথম ইউনিটের উৎপাদন শুরু হওয়ার কথা ছিল ২০২২ সালের ২৩ ডিসেম্বর আর দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হওয়ার কথা ছিল ২০২৩ সালের ৮ অক্টোবর। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর।

কিন্তু নান জটিলতায় নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ইতোমধ্যে প্রকল্পের মেয়াদ ২ বছর বাড়ানো হয়েছে। এতে ২০২৪ সালের শেষের দিকে প্রকল্পের প্রথম ইউনিটের উৎপাদনে যাওয়ার কথা ছিল। কিন্তু সঞ্চালন লাইনের কাজ পিছিয়ে থাকায় নির্ধারিত সময়ে উৎপাদন শুরু করা যায়নি।

প্রকল্প পরিচালক বলেন, 'সব ঠিক থাকলে এ বছরের শেষ দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু করা যাবে। এ সময় আইএইএর সেফটি রিভিউ টিম উৎপাদন পূর্ব পর্যবেক্ষণে এসে চুড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরেই উৎপাদনে যাওয়া যাবে।'

'তবে সঞ্চালন লাইনের কাজ শেষ হওয়ার পরেই উৎপাদনে যাওয়ার পরবর্তী সময় নিশ্চিত করে বলা যাবে,' যোগ করেন তিনি।

তবে সঞ্চালন লাইন ছাড়াও উৎপাদনের আগে অনেকগুলো গুরুত্বপূর্ণ ধাপ আছে বলে জানান বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, 'রূপপুর প্রকল্পের উৎপাদন শুরুর আগে প্রয়োজনীয় সব নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করতে হবে। এছাড়া প্রকল্পের মুল ব্যয় নির্ধারণ করে বিদ্যুতের মুল্য নির্ধারণ করে পাওয়ার পারচেজ (বিদ্যুৎ ক্রয়) চুক্তি করতে হবে, দক্ষ প্রকল্প কর্মী নিয়োগ করতে হবে, ইমারজেন্সি প্রিপেয়ার্ডনেস ও রেসপন্স সেন্টার নির্মাণ করাসহ নিরাপত্তার সকল স্তর নিশ্চিত করেই রূপপুর প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন শুরু করতে হবে।'

ঈশ্বরদীতে লক্ষিকুন্ডায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হতে ছোট ভাই খুন! #ঈশ্বরদীতে বড় ভাইয়ের লোহার রডের (হাতবারি) আঘাতে ছোট ভা...
17/04/2025

ঈশ্বরদীতে লক্ষিকুন্ডায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হতে ছোট ভাই খুন!

#ঈশ্বরদীতে বড় ভাইয়ের লোহার রডের (হাতবারি) আঘাতে ছোট ভাই জিপু সরদার (২৯) খুন হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার লক্ষ্মিকুন্ডা ইউনিয়নের লক্ষ্মিকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রামের রিকাত সরদারের বড় ছেলে মনিরুল সরদার (৩৮) ও ছোট ছেলে জিপু সরদার (২৯) এর মধ্যে বাড়ি ও জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ, হাতাহাতি হতো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড বাকবিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে বড় ভাই মনিরুল লোহার রড দিয়ে ছোট ভাই দিপুর মাথায় আঘাত করে। দিপুও এসময় তার হাতে থাকা হাসুয়া দিয়ে বড় ভাইকে কোপ দিলে বড় ভাই মনিরুলের দুই হাত কেটে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকেই পরিবারের লোকজন এ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাঘার সন্নিকটে পৌঁছালে ছোট ভাই দিপু মৃত্যু বরণ করে। এসময় উল্লেখিত স্থান থেকে আহত বড় ভাই মনিরুলকে সিএনজি ভাড়া করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং নিহত ছোট ভাই দিপুর লাশ এ্যাম্বুলেন্সে করে লক্ষ্মিকুন্ডা নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ অফিসার ও ফোর্স পাঠিয়েছি এবং যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

15/04/2025

#এইমাত্র
ঈশ্বরদীর পাকশীতে বিদ্যুৎস্পর্শে নারীসহ ২ জন নিহত!

ঈশ্বরদীতে আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ডিপ্লোমা শিক্ষার্থীরা! #কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্...
15/04/2025

ঈশ্বরদীতে আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ডিপ্লোমা শিক্ষার্থীরা!

#কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরী করন, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি এ ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণরূপে কৃষি মন্ত্রনালয়ের আলাদা প্রতিষ্ঠান করাসহ মোট ৮ দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করছেন কৃষিপ্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় এ আন্দেলন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ঈশ্বরদীর আলহাজ্ব মোড়স্থ বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্রস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিজেস্ব ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ধরে পোষ্ট অফিস মোড় প্রদক্ষিন শেষে আবারো ক্যাম্পাসে এসে তাদের অবস্থান কর্মসূচীতে যোগদান করেন।

৮ দফা দাবি গুলোর মধ্যে রয়েছে-
১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে।

২. উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কৃষি কর্মকর্তা হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরী করণ করতে হবে।

৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি এ ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণরূপে কৃষি মন্ত্রনালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।

৫. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষি বিদদের জন্য সংরক্ষিত করতে হবে।

৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারী চাকুরির ক্ষেত্রে ন্যূন্যতম ১০ গ্রেডের পে-স্কেল বেতন দিতে হবে।

৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠে সংযুক্তির ভাতা প্রদান করতে হবে।

৮. উপ সহকারী কৃষি কর্ম কর্তাদের চাকুরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।

এসময় শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর‌্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। তারা দাবি আদায় না করে এক জনও ক্লাসে ফিরতে চাননা । তাতে তাদের যেকোন ধরনের প্রতিকূলতাকে পরাভূত করতে তারা সদা প্রস্তুত।

ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক! #ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আ...
15/04/2025

ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক!

#ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে তাদের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ২২ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঈশ্বরদী থানাধীন কোবা মসজিদের পাশে মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যান রাজু আহমেদ (২৯), পিতা মো. নজরুল ইসলাম, সাং মধ্য অরণকোলা, নবাব আলীবর্দি রোড, ঈশ্বরদী। নামাজ শেষে বাইরে এসে তিনি দেখতে পান, তার লাল-কালো রঙের হোন্ডা সিবি হরনেট ১৫০ সিসি মোটরসাইকেলটি সেখানে নেই।

ঘটনার পর ঈশ্বরদী থানায় একটি মামলা (নম্বর-৩১, তারিখ-১৩/০৪/২০২৫, ধারা-৩৭৯ পেনাল কোড) দায়ের করা হয়। মামলাটির তদন্তে নেমে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক প্রযুক্তির সহায়তায় দাশুরিয়া সোনালী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চোর চক্রের সদস্য ইমন আলী (১৫), পিতা-মো. হাতেম আলী, সাং অনন্ত (দক্ষিণ রামচন্দ্রপুর), থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেপ্তার করে।

তার দেওয়া তথ্যে রাতভর অভিযান চালিয়ে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের দেবিপুর গ্রামের সারপুকুর বাউরি এলাকায় একটি ঝোপের ভেতর থেকে চুরি যাওয়া হোন্ডা হরনেট মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় একটি লাল রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল।

পরে ইমনের স্বীকারোক্তির ভিত্তিতে ভাঙ্গুরা থানার বেতবাড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় চোর চক্রের আরেক সদস্য সামীম (২৮), পিতা মো. চাঁদ আলী। তার দেওয়া তথ্যে ঈশ্বরদীর দাশুরিয়া ইউনিয়নের তেতুলতলা এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয় নীল রঙের আরও একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল।

পরবর্তী পর্যায়ে ধৃত আসামিদের দেওয়া তথ্যে আজমপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম (৪১), পিতা- জাবেদ আলী-কে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক চুরি মামলার তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গত এক মাসে ঈশ্বরদী থানা পুলিশ মোট ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।

ঈশ্বরদীতে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনে জড়িয়ে কিশোরের মৃত্যু! #ঈশ্বরদীতে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের পাশে অপর...
15/04/2025

ঈশ্বরদীতে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনে জড়িয়ে কিশোরের মৃত্যু!

#ঈশ্বরদীতে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের পাশে অপরিকল্পিত ভাবে নির্মানাধীন বহুতল ভবনের ছাদ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌরভ সরদার (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সৌরভ ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর মধ্যপাড়া আনসার মাঠ সংলগ্ন এলাকার শাহান সরদারের ছেলে।

জানা গেছে, ওই ইউনিয়নের জয়নগর বোর্ড অফিসের অদূরে বিশ্বরোড সংলগ্ন রাস্তার পাশে একটি অপরিকল্পিত বহুতল ভবন নির্মান করেছেন লক্ষীকুন্ডা ইউনিয়নের আসাদ হোসেন নামে এক ব্যাক্তি। ওই নির্মানাধীন মার্কেটের গরিবের নেওয়াজ হোন্ডা ওয়াশিং নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতো নিহত কিশোর সৌরভ। গত বৃহস্পতিবার বিকালে ওই ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত ৩৩ কেভি বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় সে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, বিদ্যুৎস্পৃষ্টের কারণে সৌরভের দেহের অধিকাংশই পুড়ে গিয়েছিলো।

এদিকে ওই ভবনটির মালিক আসাদ হোসেন অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মানের বিষয়টি অস্বীকার করে বলেন, দূর্ঘটনা তো দূর্ঘটনায়। অন্যকোনোভাবেও মৃত্যু হতে পারতো, তখনও কি আমার ভবনের দোষ হতো। আমার কোন দায়বদ্ধতা নেই তারপরও আমি নিহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে এসেছি।

মার্কেটের হোন্ডা ওয়াশিং এর পরিচালক পলাশ মাহমুদ জানান, সৌরভ অনেকদিন ধরে আমার এই প্রতিষ্ঠানে কাজ করতো। তার এমন মর্মান্তিক মৃত্যুতে আমি বাকরুদ্ধ। ঘটনার সময় আমি সেখানেই উপস্থিত ছিলাম এবং সাথে সাথেই তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের মাত্র দুই থেকে তিন ফিট দূরত্বে বহুতল বিশিষ্ট ওই ভবনটি নির্মাণ করা হচ্ছে। সৌরভের এমন মর্মান্তিক মৃত্যুতে অপরিকল্পিত নির্মানাধীন ওই ভবন মালিককে দুষছেন এলাকাবাসী। সৌরভের মতো আর কোন মানুষের জীবন যেন এই অপরিকল্পিত ভবন কেড়ে না নেয়, সেজন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

© jagrotosokal

পহেলা বৈশাখ আজঈশ্বরদীতে বর্ষবরণের ব্যাপক প্রস্তুতিআজ (১৪ এপ্রিল) বাংলা বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ । বাংলা বর্ষপঞ্জিতে ...
14/04/2025

পহেলা বৈশাখ আজ
ঈশ্বরদীতে বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি

আজ (১৪ এপ্রিল) বাংলা বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ । বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩২। অতিতের সকল দুঃখ-বেদনা আর জরাজীর্ণতা পেছনে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশায় পুরো জাতি আজ বর্ষ ধরণের অনুষ্ঠানে ব্যস্ত। পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব। উৎসব। এদিন আনন্দমন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। জল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ।
অতীতের ভুল-ত্রুটি ও ব্যার্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ।

স্বীয় সংস্কৃতির আপন ঐতিহ্যের বৈশাণকে বরণ করে নিতে সারা দেশের ন্যায় ঈশ্বরদীতে চলছে নানা উৎসব-অনুষ্ঠান। নতুনের আগমনে প্রকৃতির মতই সেজেছে জনজীবন।

উৎসবের আমেজে উত্তাল গোটা বাঙালী জাতিসত্তা। বাঙালীর ঐতিহ্যে লালিত বৈশাখকে বরণ করতে ঈশ্বরদীতে সরকারী ও ব্যাক্তিগত ভাবে পালিত হয়ে নানা কর্মসূচী। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান স্বীয় ঐতিহ্যের আলোয় বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।

গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা, পান্তা খাওয়া, উল্কি উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন ইত্যাদি। তবে এবারে ঈশ্বরদীতে বৈশাখের মূল ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত বৈশাখী মেলা আয়োজনের ব্যাপারে কোন খবর পাওয়া যায়নি। গত কয়েক বছর ধারাবাহিক ভাবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে একাবিক স্থানে বৈশাখী মেলা অনুষ্ঠানের আয়োজন থাকলেও এবার মেলার আয়োজন না থাকায় আনন্দ-প্রেমী উৎসুক জনতা হতাশা ব্যক্ত করেছেন।

অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরিই একটি অর্থনৈতিক বিষয়। গ্রামে-গঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরানো হিসাব নিকাশ সম্পন্ন করে নতুন খাতা খুলাতেন। এ উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতেন। চিরাচরিত এ অনুষ্ঠানটি আজও উদযাপন করা হয়।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা, পান্তা খাওয়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা সহ নানা আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুধীর কুমার দাশ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী পৌর বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ মকলেবুর রহমান বাবলু এবং সাবেক বহুরূপ বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইতি মধ্যেই উপজেলা পরিষদ চত্বর ও পৌরসভার সহ উপজেলার বিভিন্ন স্থানে আল্পনা আঁকানোসহ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহ বাঙালীর মিলন মেলা বৈশাখ বরণে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। সার্বজনিন বৈশাখ উপলক্ষে ঈশ্বরদী শপিং মল গুলোতে শেষ মূহুর্তে জমে উঠেছে বেচাকেনা। বিশেষ করে পোষাক বিপণী বিতান এবং গিফট আইটেমের দোকান গুলোতে ক্রেতাদের ভিড় অধিক হারে পরিলক্ষিত হচ্ছে। ব্যবসায়ীরা জানান, যে লক্ষ্য নিয়ে বৈশাখী পণ্য সামগ্রী আমদানী করেছিলেন তা প্রত্যাশিত ভাবেই বিক্রি হওয়ায় তারা খুশি।

অপর দিকে বৈশাখের দিনে খুব সুন্দর চিত্তে প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারেও ঈশ্বরদীর প্রাকৃতিক শোভা মন্ডিত পাকশীর জোড়া সেতুর পাদদেশে উৎসব প্রেমী দর্শনার্থীদের ভিড় জমবে বলেও জানা গেছে।

বৈশাখের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম শহীন জানান, উৎসব মুখোর পরিবেশে পহেলা বৈশাখ পালনের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নতুন গবেষণাপান্তা রক্তে শর্করার মাত্রা কমাতে পারে!‘পান্তাভাতের জল, তিন পুরুষের বল’—পান্তার গুণ নিয়ে প্রচলিত ছড়ার এটি একট...
14/04/2025

নতুন গবেষণা
পান্তা রক্তে শর্করার মাত্রা কমাতে পারে!

‘পান্তাভাতের জল, তিন পুরুষের বল’—পান্তার গুণ নিয়ে প্রচলিত ছড়ার এটি একটি। বাংলাদেশের প্রাচীন কৃষি সভ্যতা, মানুষের অর্থনৈতিক প্রজ্ঞা ও সামাজিক প্রথা জড়িত পান্তার সঙ্গে।

শহুরে মধ্যবিত্তের সংস্কৃতিতে পান্তা নতুন করে জায়গা পেয়েছে বাংলা নববর্ষ বৈশাখ উদ্‌যাপনকে ঘিরে। এবারও পয়লা বৈশাখে অনেক অনুষ্ঠানে ‘পান্তা খাওয়ার’ কর্মসূচি থাকছে, যা অনেকের কাছে একটি দিনের আনন্দ উদ্‌যাপনের অনুষঙ্গ মাত্র; যদিও সাধারণ খেটে খাওয়া মানুষের বড় অংশের প্রাত্যহিক খাবার পান্তা। গরিবের এ খাবারের নতুন গুণের সন্ধান পাওয়া গেছে। আর তা খুঁজে পেয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক।

শরীরের জন্য উপকারী নানা উপাদান খুঁজে পাওয়া গেছে পান্তা নিয়ে নতুন এ গবেষণায়। দেখা গেছে, পান্তাভাতে অনেক উপকারী অণুজীব আছে। আবার এখানে নতুন কিছু অণুপুষ্টি উপাদানও পাওয়া গেছে। গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পান্তা খেলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে কম হারে বাড়ে।

যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞান সাময়িকী ফুড অ্যান্ড হিউম্যানিটি–তে পান্তাভাত নিয়ে নতুন এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে গত বছরের ডিসেম্বরে। গবেষণা দলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির স্কুল অব ফার্মাসি অ্যান্ড বায়োমলিকুলার সায়েন্সেসের অধ্যাপক মোশাররফ হোসেন সরকার। গবেষণায় যুক্ত ছিলেন যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষক ও শিক্ষার্থী।

অধ্যাপক মোশাররফ হোসেন সরকার প্রথম আলোকে বলেন, এবারের গবেষণার উদ্দেশ্য ছিল অপুষ্টির সঙ্গে লড়াইয়ে আসলে এ খাবার কতটুকু উপযোগী, তা খুঁজে দেখা। গবেষণায় পান্তার অণুজৈবিক উপাদান, পুষ্টির উপাদান এবং কম শর্করার খাদ্য হিসেবে এর উপযোগিতা যাচাই করা হয়েছে। এসব একাধিক পুষ্টি উপাদান খুঁজতে পান্তাভাতে থাকা অণুজীবের জিনগত রহস্য উন্মোচন (জিনোম সিকোয়েন্সিং) করা হয়েছে।

সহজেই তৈরি করা যায় পান্তাভাত। কম খরচের এ খাবারের পুষ্টির মান নিয়ে আগেও একাধিক গবেষণা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক খালেদা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ গবেষণায় অভিনবত্ব আছে। আরও বিস্তৃত পরিসরে এটি করা হলে বাঙালির পান্তার গুণাগুণ নিয়ে বিশ্ববাসী জানতে পারবে। সে ক্ষেত্রে শুধু বাঙালি নয়, অন্য জাতিগোষ্ঠীর মানুষকেও গবেষণায় অন্তর্ভুক্ত করতে হবে।’

অণুজীব ও অণুপুষ্টির সমাহার পান্তায় :
যুক্তরাজ্যের মিডলসব্রো শহরে থাকা বাঙালি পরিবারে ১৩ সদস্যকে নিয়ে এ গবেষণা পরিচালনা করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে সাদা বাসমতী চাল। রাতে এ চালের ভাতে পানি দিয়ে প্রায় ১২ ঘণ্টার জন্য রেখে দেওয়া হতো দুটি ভিন্ন তাপমাত্রায়-২০ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসে। এ দুই ধরনের ভাতে ব্যাকটেরিয়ার পরিমাণ ও অণুপুষ্টির উপাদানের মাত্রা দেখা হয়। খেতে দেওয়া হয় গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের এবং খাওয়ার পর তাঁদের রক্তে শর্করা বৃদ্ধির মাত্রা দেখা হয়।

পান্তা যেভাবে তৈরি হয়, তাকে গাজন বা ফারমেন্টেশন বলা হয়। সাধারণত গাজনপ্রক্রিয়ায় খাবারে অণুজীবের জন্ম হয়। নতুন এ গবেষণায় পান্তায় প্রোবায়োটিক-সমৃদ্ধ ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যা আমাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে পারে।

অধ্যাপক মোশাররফ হোসেন সরকার বলেন, ‘আমরা সাধারণ ভাত এবং পান্তাভাতের তুলনামূলক পরীক্ষা করে দেখেছি, পান্তায় নানা ধরনের বিপুল সংখ্যায় উপকারী অণুজীবের সন্ধান পেতে থাকি। সাধারণ ভাতের চেয়ে পান্তায় ১০ গুণ বা তারও বেশি উপকারী অণুজীব তৈরি হতে দেখি।’

এ গবেষণার দ্বিতীয় বড় দিক হলো পান্তায় একাধিক অণুপুষ্টির সন্ধান। এর মধ্যে আছে লৌহ, জিংক, কপার, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, বোরন ও পটাশিয়াম, যা সাধারণ ভাতের তুলনায় অনেক বেশি ছিল।

যেখানে প্রতি আড়াই গ্রাম সাধারণ ভাতে শূন্য দশমিক ৫ মাইক্রোগ্রাম লৌহ থাকে, সেখানে একই পরিমাণ পান্তায় পাওয়া যায় প্রায় ১ মাইক্রোগ্রাম। ক্যালসিয়ামের মাত্রা সাধারণ ভাতে শূন্য দশমিক ১০ মাইক্রোগ্রাম পাওয়া গেলেও পান্তায় তা শূন্য দশমিক ৪০ মাইক্রোগ্রামের বেশি পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মিহির লাল সাহা বলেন, ‘ভাতে যে আঁশ থাকে, সেটা সাধারণ রান্না করা ভাতে অবমুক্ত হয় না। কিন্তু পানি দিয়ে রাখার ফলে যখন গাজনপ্রক্রিয়া সংঘটিত হয়, তখন অণুজীবের মাধ্যমে এসব আঁশ দ্রুত অবমুক্ত হয় এবং যার ফলে অণুপুষ্টির কণার বিপুল সমাহার হতে পারে। নতুন গবেষণা আমাদের এমন নতুন তথ্যের সন্ধান দিল। এটি খুব তাৎপর্যপূর্ণ।’

Address

Ishwardi
Pabna
6620

Alerts

Be the first to know and let us send you an email when Ishwardir Khabor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ishwardir Khabor:

Share