16/05/2025
বর্তমানে ফেসবুকে আলোচিত বিষয়
পলাশ সাহা ও সুমিতা সাহা।
প্রথমেই বলি, আত্মহত্যা কোন সমাধান নয়।
পলা সাহা নিজের জীবন নিজে শেষ করে
অর্থাৎ আত্মহত্যা করে, কোন সমাধান তৈরি করেনি।
আমার মতে সে আরও বেশি সমস্যা তৈরি করে গেছে।
কারণ বর্তমান মিডিয়া, একেকবার একেক জনকে খারাপ ভাবে উপস্থাপন করছেন, একবার বলছে বউ খারাপ, আবার বলছে মা খারাপ। কিন্তু পলাশ সাহা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো যেকোনো একজন খারাপ হতো। যদি সে বেঁচে থাকতো, মিডিয়ার সামনে তার ফ্যামিলিকে এত হেনস্থ হতে হতো না। পলাশ সাহা আত্মহত্যা করে তার ফ্যামিলির সমস্যার সমাধান করতে চেয়েছিল। কিন্তু ঘটনা উল্টো হলো।
তাই আত্মহত্যা কোন সমাধান নয়।