Omor Faruk official group

Omor Faruk official group আসসালামু আলাইকুম

22/09/2025
দাপুনিয়া ইউনিয়ন পরিষদে VWB এর কার্ড বিতারণ
02/09/2025

দাপুনিয়া ইউনিয়ন পরিষদে VWB এর কার্ড বিতারণ

শিক্ষার মান উন্ননে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা-২০২৫স্থান: শহীদ রফিজ উদ্দীন উচ্চ বিদ্যালয় তারিখ-২৮ আগস্ট, ২...
28/08/2025

শিক্ষার মান উন্ননে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা-২০২৫
স্থান: শহীদ রফিজ উদ্দীন উচ্চ বিদ্যালয়
তারিখ-২৮ আগস্ট, ২০২৫ খ্রিঃ
প্রধান অতিথি:জনাব মোঃ ওমর ফারুক চেয়ারম্যান দাপুনিয়া ইউনিয়ন পরিষদ।
সভাপতিত্ব করবেন: জনাব মোঃ সাইফুল ইসলাম শুভ সভাপতিপরিচালনায়: জনাব মোঃ আব্দুল মাসুদ লাল সিনিয়র শিক্ষক, অত্র বিদ্যালয়।
সার্বিক পরিচালনায় -জনাব মোঃ রকিব উদ্দিন সহকারী প্রধান শিক্ষক।
★ ★শিক্ষাই জাতির মেরুদণ্ড★ শিক্ষা একটি মূল্যবান সম্পদ, যা কেউ কখনো কেড়ে নিতে পারে না সফলতা চাবিকাঠি হলো ধৈর্য ও কঠোর পরিশ্রম। প্রতিটি ছোট প্রচেষ্টাই একদিন বড় ফল নিয়ে আসে। তাই আজকের কষ্টকে হালকাভাবে নিও না, এটি তোমার ভবিষ্যতের ভিত্তি।জ্ঞান একমাত্র শিক্ষা যা কখনও শেষ হয় না, বরং বাড়ে"★
★"একটি ভালো বই এক নতুন জীবনের দরজা খুলে দেয়"।
★"আজকের ছাত্ররাই আগামীকালের ভবিষ্যৎ, তাই জ্ঞান অর্জনে মনোযোগী হও"।
★"কঠোর পরিশ্রমই সাফল্যের মূলমন্ত্র, তাই অধ্যাবসায় চালিয়ে যাও"।
★"শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যা মনকে আলোকিত ও সতেজ রাখে"।শিক্ষাজীবন হলো একটি সমৃদ্ধ যাত্রা, যা আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে",
★"কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, কারণ এটিই সাফল্যের চাবিকাঠি", এবং
★"প্রতিটি নতুন দিনই নতুন কিছু শেখার সুযোগ নিয়ে আসে

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দাপুনিয়া ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়ন ঘোষনা করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।
14/07/2025

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দাপুনিয়া ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়ন ঘোষনা করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।

🙏💖 সকলের দোয়া ও সহযোগিতায় আলহামদুলিল্লাহ! আমার ভাগিনা  আলী হাসানকে খুঁজে পেয়েছি|আমরা পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্...
10/07/2025

🙏💖 সকলের দোয়া ও সহযোগিতায় আলহামদুলিল্লাহ! আমার ভাগিনা আলী হাসানকে খুঁজে পেয়েছি|

আমরা পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে ছিলাম, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসা ও সহানুভূতির কারণে এখন আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি।

সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিন এবং আমাদের ভাগিনাকে সুস্থ রাখুন। আমিন 🤲💕

হারানো বিজ্ঞপ্তিআমার আপন বড় বোনের ছেলে মোঃ আলী হাসান গত  ০৮/০৭/২০২৫ ইং তারিখে ঢাকা মিরপুর শেওড়াপাড়া হাফিজুল্লাহ ফোরকানিয়...
09/07/2025

হারানো বিজ্ঞপ্তি
আমার আপন বড় বোনের ছেলে মোঃ আলী হাসান গত ০৮/০৭/২০২৫ ইং তারিখে ঢাকা মিরপুর শেওড়াপাড়া হাফিজুল্লাহ ফোরকানিয়া মাদ্রাসা থেকে হারিয়ে গেছে। কেউ খোজ পেলে জানাবেন।
দয়া করে সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি।
01711736375

রামেশ্বরপুর জামে মসজিদ হতে এসকেন এর বাড়ি অভিমুখে রাস্তা HBB এর কাজ উদ্বোধন করা হলো।
03/07/2025

রামেশ্বরপুর জামে মসজিদ হতে এসকেন এর বাড়ি অভিমুখে রাস্তা HBB এর কাজ উদ্বোধন করা হলো।

দাপুনিয়া ইউনিয়নের তিনগাছা রাজাপুর  মাদ্রাসার H.B.B রাস্তার কাজ উদ্বোধন করলেন জনাব মোঃ ওমর ফারুক চেয়ারম্যান দাপুনিয়া ই...
26/06/2025

দাপুনিয়া ইউনিয়নের তিনগাছা রাজাপুর মাদ্রাসার H.B.B রাস্তার কাজ উদ্বোধন করলেন জনাব মোঃ ওমর ফারুক চেয়ারম্যান দাপুনিয়া ইউনিয়ন পরিষদ।

আগামী ২০/০১/২০২৫ ইং থেকে ৩/২/২৫ পর্যন্ত বাড়ি, বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।যাদের জন্ম ০১/০১/২০০৮ সালের পূর...
18/01/2025

আগামী ২০/০১/২০২৫ ইং থেকে ৩/২/২৫ পর্যন্ত
বাড়ি, বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
যাদের জন্ম ০১/০১/২০০৮ সালের পূর্বে তারা ভোটার হতে পারবেন।
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে......

০১। অনলাইন জন্ম নিবন্ধন সনদ (আবশ্যক)
০২। শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)
০৩। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ (আবশ্যক)
০৪। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার প্রত্যয়নপত্র (আবশ্যক)
০৫। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ওয়ারিশ/পারিবারিক সনদ (আবশ্যক)
০৬। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (মৃত হলে মৃত্যু সনদ) (আবশ্যক)
০৭। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও কাবিন নামা (যদি বিবাহিত হয়),
০৮। ভাই/বোন/চাচা/ফুফু যেকোন ৩ জনের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার। (আবশ্যক)
০৯। দাদা-দাদীর জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
১০। বৈধ পাসপোর্ট কপি (প্রবাসী হলে আবশ্যক)
১১। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল) (আবশ্যক)
১২। খাজনা/পৌরকর/চৌকিদারী রশিদ (আবশ্যক)
১৩। রক্তের গ্রুপের রিপোর্ট
১৪। জমির খতিয়ান (ভূমিহীন হলে চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ) (আবশ্যক)

অফিসের ডকুমেন্টস সমূহ আগে সংগ্রহ করে রাখুন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না।

১০। বৈধ পাসপোর্ট কপি (প্রবাসী হলে আবশ্যক)
১১। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল) (আবশ্যক)
১২। খাজনা/পৌরকর/চৌকিদারী রশিদ (আবশ্যক)
১৩। রক্তের গ্রুপের রিপোর্ট
১৪। জমির খতিয়ান (ভূমিহীন হলে চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ) (আবশ্যক)

অফিসের ডকুমেন্টস সমূহ আগে সংগ্রহ করে রাখুন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। (নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ভোটার প্রত্যয়ন) সনদ, ওয়ারিশ সনদ, ভোটার প্রত্যয়ন)

Address

Pabna Sadar
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omor Faruk official group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share