পাবনা পিডিয়া। Pabna Pedia

পাবনা পিডিয়া। Pabna Pedia পাবনার তথ্য, সংবাদ ও ছবি সবার কাছে তুলে ধরতে পাবনা পিডিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিখোঁজ সংবাদঃ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ভগীরাথপুরের বাসিন্দা সাত্তার হাজী নামে এই মুরুব্বি প্রায় ১৫ দিন য...
02/08/2025

নিখোঁজ সংবাদঃ
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ভগীরাথপুরের বাসিন্দা সাত্তার হাজী নামে এই মুরুব্বি প্রায় ১৫ দিন যাবৎ নিখোঁজ। যদি কেউ এই মুরুব্বিকে দেখে থাকেন নিচের নাম্বারে যোগাযোগ করুন।
মোবাইল: 01720334286

02/08/2025

আমাদের পাবনার সাহসী তরুণ, জুলাই যোদ্ধা Tamim Tamzid Utso সম্প্রতি তার অভিজ্ঞতা বর্ণনা করেন গাজী টেলিভিশনের 'আমি কে? তুমি কে' শীর্ষক টক শো তে।

02/08/2025

রুচি চাটনির এই ভাষা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা...

আজ বিশিষ্ট শিক্ষানুরাগী এ.কে.এম হাবিবর রহমান  সাহেবের মৃত্যুবার্ষিকী। এ.কে.এম হাবিবর রহমান ১৯৬৯ সালের ২ আগষ্ট  হৃদরোগে আ...
02/08/2025

আজ বিশিষ্ট শিক্ষানুরাগী এ.কে.এম হাবিবর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী। এ.কে.এম হাবিবর রহমান ১৯৬৯ সালের ২ আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

তিনি বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর সহকারী পরিচালক থাকাকালীন ইন্তেকাল করেন। তিনি মালিফা হবিবর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি ছাত্র অবস্থাতেই অনেক সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুর পর, তাঁর সম্মানার্থে ওই স্কুলটি তার নামে নাম করন করা হয়। এই স্কুলের সামনেই তাঁর কবর দেয়া হয়।

উল্লেখ্য তিনি পাবনা-২ আসনের সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব এর পিতা।

আমরা পাবনা পিডিয়া। Pabna Pedia পরিবারের পক্ষ থেকে তার মাগফেরাত কামনা করছি।

01/08/2025

ট্রেন থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

#পাবনা

01/08/2025

আপনার আসনে আগামী সংসদ নির্বাচনে কাকে নির্বাচিত এমপি হিসেবে দেখতে চাইছেন?

01/08/2025

পাবনার মেটাল ব্যান্ড Inferiors এর হারিয়ে যাওয়াটা পাবনার মেটাল লাভার্সদের জন্য দুঃখজনক; টাউন হলে আবার তাদের শো দেখার প্রত্যাশায় ভক্তরা

পাবনার আটঘরিয়ায় বিকাশ ব্যবসায়ী আনিসুর রহমান আনিসকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে ছিন...
01/08/2025

পাবনার আটঘরিয়ায় বিকাশ ব্যবসায়ী আনিসুর রহমান আনিসকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার ৩১ শে জুলাই রাত সাড়ে আটটার দিকে টেবুনিয়া- চাটমোহর সড়কের দেবোত্তর বাজারের পাশে কৃষি ফার্ম গেটের সামনে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আটঘরিয়া এলাকার আবুল হাসেমের ছেলে আটঘরিয়া বাজারের এআরটি টেলিকম বিকাশ ব্যবসায়ী আনিসুর রহমান আনিস ঐদিন সন্ধ্যায় দোকান বন্ধ করে ভায়রা রাকিবুল হাসানের সাথে দেবোত্তর বাজারে আসেন এটিএম বুথ থেকে টাকা তুলতে।এ সময় এটিএম বুথ বন্ধ থাকায় আনিস ও রাকিবুল হাসান মোটরসাইকেল যোগে টেবুনিয়া বাজারে যাচ্ছিলেন। দেবোত্তর-টেবুনিয়া সড়কের ফার্মগেট নামক স্থানে তারা পৌঁছানো মাত্রই আগে থেকে ওৎ পেতে থাকা কালো মুখোশধারী এক ব্যাক্তি অস্ত্র হাতে তাদের চলার পথ প্রতিরোধ করে। এ সময় রাকিবকে সজোড়ে লাথি মেরে পাশের একটি খাদে ফেলে দেয়। পরে ফার্মগেট এর ভিতর থেকে কালো মুখোশ পরিহিত আর ৮/১০ জনের ছিনতাইকারী একটি দল ধারালো অস্ত্র ও লাঠি শোঠা নিয়ে এসে বিকাশ ব্যবসায়ী আনিসকে জিম্মি করে ফার্মগেটের ভিতরে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ব্যাগে থাকা নগদ কোন ৫৮ হাজার টাকার একটি বান্ডেল ও ১০ হাজার টাকার একটি বান্ডিল ছিনতাই করে এবং হাতে পিঠে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে আনিস ও রাকিবুল হাসানের চিৎকারে পথচারী স্থানীয়রা ছুটে আসলে আহত অবস্থায় আনিস কে উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

01/08/2025

পাবনা সাথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামে পরিবার থেকে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা।

01/08/2025

সরকারি এডওয়ার্ড কলেজের প্রবীন শিক্ষক তুলসী স্যারের বাসায় লুটপাট ও সন্ত্রাসী হামলার ঘটনায় আসামি গ্রেফতার নিয়ে পাবনা জেলা পুলিশ সুপার মোরতাজা আলী খানের সংবাদ সম্মেলন

01/08/2025

এক দফার ঘোষক ও মাষ্টারমাইন্ড ওবায়দুল কাদের, লাউড এন্ড ক্লিয়ার

এ আই ভিডিও ক্রিয়েটরঃ ছোট হারপিক

01/08/2025

ফার্মগেটে গত কিছুদিন আগে এই বিআরটিসি বাসটি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ধাক্কা দেন। জানা যায় বাসটির চালকের বেখেয়ালে এই দূর্ঘটনা ঘটে।

Address

Pabna
6600,

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাবনা পিডিয়া। Pabna Pedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share