Inspire of Ummat

Inspire of Ummat যে ব্যাক্তি মানুষকে নেক কাজের দাওয়াত দেবে
সে আমলকারীদের সমান নেকী পাবে
[ সহীহ মুসলিম -৬৯৮০ ]
Sejan Mahmud owner of this page

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো...
04/04/2025

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো ??

মেয়ে : আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি।

পিতা : এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে ?

মেয়ে : না কেউ করেনি।

পিতা : তোমার এমন লাগে না, যে তুমি আইফোন নির্মাতা কে অপমান করছো ?

মেয়ে : না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে।

পিতা : ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ ?

মেয়ে : না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।

পিতা : কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না ?

মেয়ে : না.. কভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে ।

পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি, তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া।

নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে।

লেখা : সংগৃহীত

17/11/2024

পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে গুনা হবে কি না?

07/07/2024

তোমাদের আগেও বহু মানবগোষ্ঠীকে আমি ধ্বংশ
করে দিয়েছি,যখন তারা সিমা অতিক্রম করেছিল।
(সূরা ইউনুস;আয়াত ১৩)

06/07/2024

কিয়ামতের দিন সাত শ্রেণির লোক আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। এদের মধ্যে একশ্রেণি হলো সেসব ব্যাক্তি যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছেন।

তথ্য : ইসলাম ও নৈতিক শিক্ষা
নবম-দশম শ্রেনি, পৃষ্ঠা-৩২।

রাসুলুল্লাহ ( স.) বলেছেন :                                   ❝ তোমাদের এ পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ...
02/05/2024

রাসুলুল্লাহ ( স.) বলেছেন :
❝ তোমাদের এ পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র। ❞

সর্বোত্তম দান হলো পানি পান করানো। ইবনে মাজাহ : ৩৬৮৪
01/05/2024

সর্বোত্তম দান হলো পানি পান করানো।
ইবনে মাজাহ : ৩৬৮৪

Address

Faridpur
Pabna
6650

Alerts

Be the first to know and let us send you an email when Inspire of Ummat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inspire of Ummat:

Share