
28/06/2025
এরপর আর কথা হবে না, খুব ছোট একটা লাইন, একটা বড় দীর্ঘনিঃশ্বাস, অভ্যাসে পরিনত হয়ে যাওয়া মানুষ টার বিদায়, যার সাথে কথা বললে শান্তি লাগতো সেই মানুষ টার সাথে আর কথা হবেনা, শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখ টাই সেখানে আর থাকবে না, সুন্দর স্মৃতি হয়ে থাকা জায়গা গুলোতে আবারো যাওয়া হবে, কিন্তু সেই মানুষ টা থাকবে না!🖤