
15/12/2024
০১
ফুলের মতো ভালোবাসা🥀🌺
ফুলকে ভালোবাসো ফুলের মতো করে,
শুঁকে নিয়ে ফেলে দিও না ভরে।
যেমন সে তার সৌন্দর্য বিলায়,
তেমনি তাকে ভালোবাসার গল্পে লেখা যায়।
মানুষও তেমনি, ভালোবাসা চায়,
শর্তের গণ্ডি ছাড়িয়ে যায়।
তার হাসি-কান্নায় রাখো অধিকার,
বিনিময়ে চেয়ো না কোনো উপহার।
ভালোবাসা হোক শুদ্ধ, নিঃস্বার্থ,
জীবনের পথটা হোক তাতে স্বচ্ছ।
ফুল যেমন তার সৌরভে বাঁচে,
তেমনি মানুষও ভালোবাসায় ঘেঁষে।
তাই বলি, ফুলের মতো করে ভালোবাসো,
মুছে ফেলো না তার অস্তিত্বের আলো।
বিনিময়ের আশায় ভালোবাসা নয়,
শর্তহীন ভালোবাসাই আনে সত্যের জয়।
ফুল যেমন আপন সৌন্দর্যে খুশি,
তেমনি মানুষ হোক ভালোবাসায় দিশি।
তোমার ভালোবাসা হোক নীরব আলো,
অন্যের জীবন হোক তাতে প্রশান্তির পালো।
তাই বলি, ভালোবাসো ফুলের মতো,
মনে রেখো, সবাই জীবন খোঁজে শান্ত।
লেখক: অজ্ঞাত লেখক