21/06/2024
পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার বিজয়ী বিজ্ঞানীদের উপর ধারাবাহিক সিরিজ:২
হেন্ড্রিক আন্টোন লোরেন্ৎস এবং পিটার জেমান ১৯০২ সালে যৌথভাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। তারা জেমান ক্রিয়া আবিষ্কার এবং এর বিস্তর ব্যাখ্যা প্রদানের জন্য এই পুরস্কার পেয়েছিলেন।
হেন্ড্রিক আন্টোন লোরেন্ৎস
জন্ম:
জুলাই ১৮, ১৮৫৩
আর্নহেম, নেদারল্যান্ড
মৃত্যু:
ফেব্রুয়ারি ৪, ১৯২৮
হারলেম, নেদারল্যান্ড
জাতীয়তা:
ডাচ
জিমান পিটারের
জন্ম:মে ২৫, ১৮৬৫
Zonnemaire, নেদারল্যান্ড
মৃত্যু:
অক্টোবর ৯, ১৯৪৩
আমস্টারডাম, নেদারল্যান্ড
জাতীয়তা
ডাচ
Prize motivation: “in recognition of the extraordinary service they rendered by their researches into the influence of magnetism upon radiation phenomena.
জিমান ইফেক্ট:
একটি পরমাণুতে বিদ্যমান ইলেকট্রন গুলো যখন তার শক্তি স্তরের পরিবর্তন ঘটায় তখন বিভিন্ন প্রকার বর্ণালীর সৃষ্টি করে থাকে। আর এ বর্ণালী সৃষ্টি করার মাঝে যে বিষয়টি আমাদের মাঝে প্রাধান্য পায় রসায়ন গবেষণা করার ক্ষেত্রে সেটি হচ্ছে জিম্যান প্রভাব এবং স্টার্ক প্রভাব।
শুধুমাত্র যখন চৌম্বক প্রভাবের দ্বারা প্রভাবিত হয় পরমাণুতে বর্ণালীর সৃষ্টি হয় তখন এই প্রভাবকে জিম্যান প্রভাব বলা হয়। বর্ণালী সৃষ্টি করার সময় অর্থাৎ ইলেকট্রন শক্তি স্তর পরিবর্তনের সময় যে বর্ণালী সৃষ্টি হয় শেষ সময় এটি অনেক সূক্ষ্ম ভাগে ভাগ হয়ে যায় চৌম্বক প্রভাবের জন্য।
বর্ণালীগুলো যখন সুক্ষ অবস্থায় রূপান্তরিত হতে থাকে চৌম্বক প্রভাবের কারণে তখন এই চৌম্বক প্রভাবককে রসায়নের ভাষায় জিম্যান প্রভাব বলে