03/05/2025
🦁 সিংহ না হলে সমাজে তোমার মূল্য নেই! 🐴
গরু আমাদের দুধ দেয় না—আমরা তার কাছ থেকে দুধ কেড়ে নিই।
গাধা নিজে থেকে বোঝা টানে না—আমরা তাকে দিয়ে জোর করে কাজ করাই।
অন্যদিকে সিংহ—সে না দুধ দেয়, না কোনো বোঝা টানে। মানুষের কোনো কাজে আসে না। তবু তাকে আমরা “জঙ্গলের রাজা” বলি, সম্মান করি, ভয় করি।
গাধা—যে দিনের পর দিন কাজ করে যায় নিঃস্বার্থভাবে, তার নাম শুনলেই মানুষ হাসে!
আর সিংহ—যে কিছুই না করেও নিজের মর্যাদা রক্ষা করে চলে, সে পায় সবার শ্রদ্ধা।
এই সমাজেও ত্যাগী, নির্ভরযোগ্য, পরিশ্রমী মানুষদের অনেক সময় “গাধা” ভেবে ফেলা হয়। তারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, কারো উপকার করে—তবু সম্মান পায় না।
অন্যদিকে যারা নিজেকে তুলে ধরতে জানে, সীমারেখা আঁকে, দরকারে গর্জে ওঠে—তাদেরকেই সমাজ “লিডার”, “বুদ্ধিমান”, “দুর্দান্ত” বলে।
🔔 তাই মনে রেখো— 👉 শুধু ত্যাগ করে গেলে বা সহ্য করলেই মানুষ তোমার মূল্য দেবে না।
👉 কখনো কখনো গাধার মতো সহ্য না করে সিংহের মতো গর্জন করতেই হয়—নিজেকে রক্ষার জন্য, নিজের সম্মানের জন্য।
🌟 নিজেকে সম্মান করতে শেখো—কারণ তুমি যদি নিজেকে গাধা বানাও, সমাজ তোমাকে রাজা বানাবে না।