Pabnaiya Abir

Pabnaiya Abir "আমি গল্প বলি, অনুভূতি ছুঁয়ে যাই—শব্দে, ছবিতে, মুহূর্তে। যদি নতুন কিছু খুঁজে থাকো, তবে ঠিক জায়গায় এসেছো!"

19/09/2025

🛑 সতর্কবার্তা – দালাল থেকে সাবধান 🛑📌 সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, পাবনা ব্লাড ব্যাংক ট্রান্সফিউশন সেন্টারের মার্কেটিং...
06/09/2025

🛑 সতর্কবার্তা – দালাল থেকে সাবধান 🛑

📌 সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, পাবনা ব্লাড ব্যাংক ট্রান্সফিউশন সেন্টারের মার্কেটিং বিভাগে কর্মরত Redyon Rahat (দালাল) রক্তদাতাদের সঙ্গে অসৎ লেনদেনের অভিযোগে জড়িত।

💰 তার কাজের ধরন :

প্রত্যেকবার রক্তদানের সময় রোগীর পরিবারের কাছ থেকে ৬০০–৭০০ টাকা নেওয়া।

ডোনারের জন্য মাত্র ২০০–৩০০ টাকা দিয়ে বাকি টাকা নিজের পকেটে রাখা।

একাধিক রোগীর পরিবারের কাছ থেকে এভাবে টাকা হাতিয়ে নেওয়া।

কেউ যদি বিষয়টি জানতে চায়, তিনি হুমকি ও ভয় দেখান।

ডোনারের জন্য গাড়িভাড়া, পানি, খাবার, স্যালাইন বা ডাব কেনার খরচ রোগীর পরিবারের উপর চাপিয়ে দেন এবং বলেন এগুলো নাকি ডিমান্ড করা হয়েছে।

⚠️ প্রায় এক বছর আগে Redyon Rahat-এর বিরুদ্ধে একই ধরনের অসৎ কার্যকলাপের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কোনো পরিবর্তন আনেননি। সম্প্রতি আবারও একই আচরণ করেছেন এবং সিনিয়রদের সঙ্গে আলোচনায় অসহযোগী আচরণ করেছেন।

গতকালকে(৫/৯/২০২৫) সিনিয়ররা বিষয়টি নিয়ে আলোচনার জন্য তাকে অনলাইন ডাকেন। সে প্রথমে কিছু সময় কথা বলে পড়ে নানা অজুহাত দেখায়, পরে গ্রুপ থেকে বের হয়ে যায়, যারা প্রশ্ন করেছে তাদের ব্লক করে দেয়, আবার গ্রুপে যোগ দেওয়া হলে কোনো উত্তর দেয়নি। রাত ৯:৩০ থেকে রাত ১২ টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হয় সে কোনো জবাব দেয়নি। গ্রুপে যোগ দেওয়ার পর থেকে আজকের (৬/৯/২০২৫) সারাদিন ও রাত ১০টা পর্যন্ত তার কাছে সময় চাওয়া হয় সামনা সামনি বসে কথা বলার জন্য বলা হয়।কিন্তু সে কোনও জবাব দেন নাই। এতে সুস্পষ্ট ভাবে বলা যায় তার কোনো যোগ্যতা নেই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সে একজন দালাল ।

🔎 বাস্তব ঘটনা (০৫/১১/২০২৫)

থ্যালাসেমিয়া রোগী একটি ছোট শিশুর জন্য রক্তদাতা করার জন্য ঈশ্বরদী রুপপুর থেকে ডোনার নিয়ে আসেন শামীম ভাই।

শামীম ভাই ও ডোনার সকালের নাস্তা না করার কারণে নাস্তা করেন (শামীম ভাইএর টাকা দিয়ে)এবং খারাপ রাস্তার কারণে গাড়ি ভাড়া বাড়তি লাগে । মোট খরচ হয় ৩৩০ টাকা।

রোগীর বাবার সঙ্গে সরাসরি মনিরুলের মাধ্যমে কথা হয়েছিল, কিন্তু ব্লাড ব্যাংকে গিয়ে Rahat রোগীর লোকদের বলেন যে ডোনার তিনি নিজে ম্যানেজ করেছেন।

রোগীর লোকের কাছ থেকে গাড়ি ভাড়া বাবদ Rahat ৫০০ টাকা নেন।

পরে শামীম ভাইকে ২০০ টাকা দেন, যখন বলা হয় খরচ ৩৩০ টাকা, তখন আর ১০০ টাকা বাড়িয়ে মোট ৩০০ টাকা দেন।

বাকি ২০০ টাকা নিজের কাছে রাখেন প্রশ্ন হচ্ছে, বাকি ২০০ টাকা কেন সে রাখবে?

ডোনারকে ব্লাড দেওয়ার পর কেবল একটি গ্লুকোজ পানি খাওয়ানো হয়।

শামীম ভাইএর পকেট থেকে ডোনারকে ৮০ টাকা দেওয়া হয়।

মনিরুলেরও রাহাত ডোনার কে জানাই ৩৫০ ml রক্ত লাগবে, কিন্তু পরে রাহাত ৪৫০ ml নিয়েছে ।

অনেক সময় সে পাবনা সদর হসপিটাল থেকে ব্লাড দিবে বলে রোগীকে আসতে বলে আসার পরে রোগীকে মিথ্যা বলে পাবনা ব্লাড ব্যাংক ট্রান্সফিউশন সেন্টারে নিয়ে যায়।

👉 এসব ঘটনায় প্রমাণিত হয় যে Redyon Rahat (দালাল) নিয়মিতভাবে রোগীর পরিবারকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে।

🚫 চোরের মায়ের বড় গলা স্বেচ্ছাসেবী কার্যক্রমে কোনো বাটপার, দালাল বা প্রতারকের জায়গা নেই।

🩸 সচেতনতা হাসপাতাল ও ব্লাড ব্যাংক নিয়ে:

কিছু হাসপাতালে রক্তের দালাল থাকে যারা টাকা নিয়ে রক্ত জোগাড় করে দেয়ার চেষ্টা করে।

অনেক সময় ব্লাড ব্যাংক থেকেও টাকার বিনিময়ে রক্ত দেওয়ার প্রলোভন দেওয়া হয়।

কিন্তু প্রকৃত স্বেচ্ছাসেবী সবসময় বিনামূল্যে রক্তদাতা খুঁজে দেন।

✅ রক্তদান হোক স্বেচ্ছায়, বিনামূল্যে এবং নিরাপদে।
✅ সতর্ক থাকুন, মানবিকতার মান রক্ষা করুন।একজন সত্যিকারের রক্তদাতা বা স্বেচ্ছাসেবী কখনো টাকার বিনিময়ে রক্ত দেয় না।
যারা টাকা নেয়, তারা নিঃসন্দেহে দালাল।

📢 এই পোস্টটি শেয়ার করুন, যাতে সবাই সতর্ক থাকে এবং রক্তদানের মানবিক মান বজায় থাকে।

পাবনার ঈশ্বরদীতে প্রাকৃতিক বিনোদন কেন্দ্র হিসেবে জনপ্রিয় পদ্মার সাড়াঘাট। সেখানে উদ্বোধন করা হয়েছে (I LOVE ISHWARDI) লেখা...
01/09/2025

পাবনার ঈশ্বরদীতে প্রাকৃতিক বিনোদন কেন্দ্র হিসেবে জনপ্রিয় পদ্মার সাড়াঘাট। সেখানে উদ্বোধন করা হয়েছে (I LOVE ISHWARDI) লেখা সম্বলিত "সাঝের মায়া" নামে একটি ফটোস্পট।

বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নির্বাচিত- এডলফ খান।এই লোক সম্পর্কে ১-২টা কথা কষ্ট করে বলে যান।এ যদি বাংলাদেশের ‘সুদর্শন...
28/07/2025

বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নির্বাচিত- এডলফ খান।
এই লোক সম্পর্কে ১-২টা কথা কষ্ট করে বলে যান।
এ যদি বাংলাদেশের ‘সুদর্শন’ নির্বাচিত হয়, তাহলে হিজরা আসলে কারা?

আয়নার সামনে দাঁড়িয়ে আয়নাও হকচকিয়ে যায়!
দেশের মানুষ যখন ধরে নিয়েছিল সুদর্শনের সংজ্ঞা এখনও চোখ, চেহারা আর ক্যারিশমা দিয়ে নির্ধারিত হয় ঠিক তখনই আকাশ থেকে নেমে এল এক বজ্রঘাত!

এডলফ খান, যিনি এখন “বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ” তার সৌন্দর্য দেখে অনেকে নাকি চশমা খুলে মাটিতে ছুঁড়ে ফেলেছে, বলছে "ভাই, চোখ থাকতেও অন্ধ ছিলাম এতদিন!"

পুরষ্কারটা দেখে মোবাইলের ফ্রন্ট ক্যামেরাও এখন আত্মহত্যার কথা ভাবছে।

বাংলাদেশের সৌন্দর্যের মানদণ্ড বুঝি এখন ৩ টাকা দামের ফিল্টার আর ২ কেজি মেকআপ

বিশেষজ্ঞদের ধারণা, বিচারক প্যানেলের কেউ হয়তো ভুল করে চশমার পাওয়ার বদলে ঘুমের ওষুধ খেয়ে এসেছিলেন। অন্যদের কেউ কেউ হয়তো ওই সময় নিজের মোবাইলে PUBG খেলছিলেন।

🚫 জরুরী খবর 🚫আজ সাতবাড়ীয়া, সুজানগর – পদ্মা নদীর পার ঘেঁষে দুইটি কুমির ভাসতে দেখা গেছে। স্থানীয়দের মতে, কুমিরগুলো নদীর স্...
28/07/2025

🚫 জরুরী খবর 🚫
আজ সাতবাড়ীয়া, সুজানগর – পদ্মা নদীর পার ঘেঁষে দুইটি কুমির ভাসতে দেখা গেছে। স্থানীয়দের মতে, কুমিরগুলো নদীর স্রোতে ভেসে এসেছে, এবং বর্তমানে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ঘোরাফেরা করছে।

সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে
নদীর পাশে বা পানিতে নামার সময় খুব সতর্ক থাকুন
ছোট বাচ্চাদের নদীর ধারে একা যেতে দেবেন না
কারও চোখে কুমির পড়লে দ্রুত স্থানীয় প্রশাসন বা মৎস্য দপ্তরে জানাবেন

এই পোস্টটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন।
প্রকৃতির সঙ্গে আমাদের সহাবস্থান দরকার, তবে নিরাপত্তা সবার আগে।
.

26/07/2025
চাটমোহরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মুখে গামছা বেঁধে ধর্ষণ পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেণীর শিশু ছাত্রী ধর্ষণের শিক...
23/07/2025

চাটমোহরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মুখে গামছা বেঁধে ধর্ষণ

পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেণীর শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে এবং চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম জানান, মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের ১৩ বছর বয়সী (স্থানীয় একটি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী) এক শিশুকে মুখে গামছা বেঁধে গুনাইগাছা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ শাহিন হোসেন (৩৫) তার ছোট ভাই সেলিম হোসেনের ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় চাটমোহর থানায় বুধবার ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধিত-০৩) ৯ এর (১) ধারায় একটি মামলা রেকর্ড (নং ১১) করা হয়েছে।

ধর্ষনের শিকার ওই শিশুকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,ধর্ষক শাহীনকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

ধর্ষকের ফাঁসি চাই।

কপিঃ দৈনিক চলনবিল

23/07/2025

📛ব্রেকিং নিউজ📛

এইচএসসির ও সমমানের ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেবে সরকার।

২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

© Polytechnic Notice

আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েছেন। তারা সচিবালয়ের ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাও...
22/07/2025

আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েছেন।

তারা সচিবালয়ের ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় সেখানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলে শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে চলে যান।

তখন সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।

এতে অনেক শিক্ষার্থী হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আজ দুপুর থেকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা।

সাইন্সল্যাবে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান।

এ সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

পরে সেখান থেকে সচিবালয়ের সামনে এসে বসে পড়েন।

তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এমন স্লোগান দিয়েছেন।

সূত্র: সমকাল

⛔ জরুরী খবর ⛔পাবনার বেড়া উপজেলার কাজিরহাট লঞ্চঘাটে স্বর্ণ চোরাচালান সন্দেহে এক নারী আটক!🔎 ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার!আজ...
14/07/2025

⛔ জরুরী খবর ⛔
পাবনার বেড়া উপজেলার কাজিরহাট লঞ্চঘাটে স্বর্ণ চোরাচালান সন্দেহে এক নারী আটক!
🔎 ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার!

আজ সকালে পাবনার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাটে ঘাট কর্তৃপক্ষের সন্দেহভাজন নজরে আসেন এক নারী, যিনি দীর্ঘদিন ধরে ওই ঘাট দিয়ে নিয়মিত চলাচল করছিলেন। আজ তার আচরণে বিশেষ অসঙ্গতি লক্ষ্য করা গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়।

পরে কাজিরহাট নৌ-পুলিশ এসে অভিযুক্ত নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে প্রায় ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণ বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে।

👮‍♂️ পুলিশের ধারণা, এটি কোনও বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে। অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

⛔ জরুরী খবর⛔পাবনা-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, অসংখ্যাক  পাবনা-ঢাকা মহাসড়কের চিনাখড়া ইটভাটা মোড়ে...
14/07/2025

⛔ জরুরী খবর⛔
পাবনা-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, অসংখ্যাক

পাবনা-ঢাকা মহাসড়কের চিনাখড়া ইটভাটা মোড়ে দুটি যাত্রীবাহী বাস। পাবনা এক্সপ্রেস ও অর্থি পরিবহন এর মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস দুটি অতিরিক্ত গতিতে চলছিল। ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে, ফলে ঘটনাস্থলেই রক্তাক্ত বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়। আহতদের মধ্যে পাবনা এক্সপ্রেসের চালক গুরুতর অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। আহতদের তাৎক্ষণিকভাবে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

সড়ক দুর্ঘটনার এমন মর্মান্তিক ঘটনা আবারো আমাদের সচেতন করে দেয় দ্রুতগামী যানবাহনের বিপজ্জনক পরিণতির কথা। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

সন্ধ্যার আগ মুহূর্তে টেবুনিয়া বিএডিসি ফ্রাম.......!🤍
12/07/2025

সন্ধ্যার আগ মুহূর্তে টেবুনিয়া বিএডিসি ফ্রাম.......!🤍

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabnaiya Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share