The Daily Shatakantha দৈনিক স্বতঃকন্ঠ

The Daily Shatakantha  দৈনিক স্বতঃকন্ঠ Daily Shatakantha is a national newspaper. In addition to all type news it has been careful efforts to uphold history, tradition, and culture of Bangladesh.
(3)

We also pay top priority to news for the underprivileged community, women and children abuse.

05/08/2025

একজন নাগরিক হিসাবে "জুলাই ঘোষণাপত্র"
বিষয়ে আপনার মতামত

05/08/2025

জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় মিছিল
#নাটোর #লালপুর #জুলাই #গণঅভ্যুত্থান

লালপুর (নাটোর) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট-২০২৫) উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল হাই স্কুল মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি'র নেতাকর্মী সমর্থকরা সমবেত হয়।

ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও নাটোর জেলা বিএনপি'র সদস্য ডাক্তার ইয়াসিন আরশাদ রাজন ও বিএনপি'র মিডিয়া সেলের অন্যতম সদস্য ও নাটোর জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিমোহিনী চত্বরে পথসভায় মিলিত হয়। পথসভাটি জন সমাবেশে পরিণত হয়। এ সময় জুলাই বিপ্লবে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য রাখেন নাটোরের ইতিহাসের প্রথম মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের পুত্র ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
বক্তব্যে তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত দিনের বাংলাদেশে ফিরতে চান না, তিনি নতুন একটি বাংলাদেশ গড়তে চান।
এ সময় তারা আরো বলেন,
দল করতে হলে তারেক রহমানের নির্দেশে সকলকে দলের শৃঙ্খলা ও নেতৃত্ব মেনে দল করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন আর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি'র সাবেক আহবায়ক ও গোপালপুর পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম মুলাম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান,
উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক বৃন্দ।
এছাড়াও বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

ভেড়ামারায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের বর্ষপুর্তি উদযাপন  #কুষ্টিয়া  #ভেড়ামারাভেড়ামারা (কুষ্টিয়া) ঃ জুলা...
05/08/2025

ভেড়ামারায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের বর্ষপুর্তি উদযাপন
#কুষ্টিয়া #ভেড়ামারা
ভেড়ামারা (কুষ্টিয়া) ঃ জুলাই অভ্যুত্থানের বর্ষপুর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত গনমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার জয়েন্ট সেক্রেটারি মুফতী ফরিদ উদ্দিন আবরার।

শাখা সভাপতি আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতী হাবিবুল্লাহ বেলালী ও জয়েন্ট সেক্রেটারি মুফতী বায়েজিদ হুসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ উসমান গনী,শাখা সহ সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দীন বাবু, আলহাজ্ব রহমতুল্লাহ রিপন, দপ্তর সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম বাবলু, আইন ও মানবাধিকার সম্পাদক আলহাজ্ব জিয়াউল হক সঞ্চয়,সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাইমিন, পৌর সভাপতি মোঃ আতাউর রহমান নায়েব, শ্রমিক আন্দোলন উপজেলা সভাপতি মুফতী খায়রুল ইসলাম, যুব আন্দোলন সভাপতি ক্বারী মুমিনুল ইসলাম লালচাঁদ,ছাত্রনেতা মোঃ ইয়ামিন প্রমুখ। পরে বাংলাদেশ মুজাহিদ কমিটি ভেড়ামারা উপজেলা সদর মুফতী আব্দুল্লাহ আল মামুনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয়।

নাটোরের বড়াইগ্রামে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত    #নাটোর  #বড়াইগ্রাম; #বিএনপিবড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরে...
05/08/2025

নাটোরের বড়াইগ্রামে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
#নাটোর #বড়াইগ্রাম; #বিএনপি
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর সভায় পৌরগেট এর সামনে বিএনপি'র পথসভা, গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ ৫ই আগস্ট বেলা ১১ ঘটিকায় বনপাড়া পৌর গেটের সামনে থেকে বিএনপি বিক্ষোভ মিছিলটি বের হয়ে বনপাড়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণপূর্বক পুনরায় পৌর গেটে এসে পথসভায় মিলিত হয়। উক্ত পথসভায় সভাপতিত্ব করেন এ্যাডঃ মোঃ আব্দুল কাদের মিয়া, ভারপ্রাপ্ত সভাপতি বড়াইগ্রাম,সঞ্চালনা করেন যৌথভাবে আব্দুস সালাম ও রফিকুল ইসলাম সরদার, প্রধান অতিথি আসাদুজ্জামান আসাদ সদস্য সচিব নাটোর জেলা বিএন পি।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব অধ্যাপক মোঃ লুৎফর রহমান, সাবেক সদস্য সচিব মোঃআকবর আলী চেয়ারম্যান জোয়াড়িয়া ইউনিয়ন, সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম সাবেক চেয়ারম্যান জুনাইল রাশেদুল ইসলাম রাশেদ, হাবিবুর রহমান চান্দাই, এবিএম ইকবাল হোসেন রাজু সাবেক পৌর বি এন পির যুগ্ন আহবায়, মহুয়া নূর কচি, আতিকুর রহমান মৃধা,হাবিবুর রহমান পাঠান প্রমুখ।

বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গণমিছিল ও সমাবেশ #নাটোর  #বড়াইগ্রাম  #জুলাই  #গণঅভ্যুত্থান বড়াইগ্রাম (নাটোর...
05/08/2025

বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গণমিছিল ও সমাবেশ
#নাটোর #বড়াইগ্রাম #জুলাই #গণঅভ্যুত্থান
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে বনপাড়া বাজারে গণমিছিল জনসমুদ্রে পরিণত হয়। পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও নাটোর-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম। উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল ও জিয়াউর রহমান জুয়েল, লালপুর উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মহসিন আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল আউয়াল মমিন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন। এর আগে একটি বিশাল গণমিছিল বনপাড়া পৌর গেট থেকে শুরু হয়ে বনপাড়া বাইপাস চত্ত্বর ঘুরে পুনরায় বাজারে এসে সমাবেশে মিলিত হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও শহীদ স্মরণে নওগাঁর রাণীনগরে বিএনপির র‌্যালি-সমাবেশ #নওগাঁ  #রাণীনগর  #গণঅভ্যুত্থান  #বিএনপিরাণ...
05/08/2025

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও শহীদ স্মরণে নওগাঁর রাণীনগরে বিএনপির র‌্যালি-সমাবেশ
#নওগাঁ #রাণীনগর #গণঅভ্যুত্থান #বিএনপি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস ও শহীদ স্মরণে নওগাঁর রাণীনগরে র‌্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। র‌্যালি শেষে সদর বাজারের বিএনপির মোড়ে সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

রাণীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মখলেছুর রহমান বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক ছনি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল আজম রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরে আলম মিঠু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রওশন উল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি শামীম হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফাহিমা প্রমুখ।

সলঙ্গায় গণঅভ্যুথান দিবস পালিত #সিরাজগঞ্জ  #সলঙ্গা  #গণঅভ্যুথানসলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :জুলাই গণঅভ্যুথানে নিহতদের কব...
05/08/2025

সলঙ্গায় গণঅভ্যুথান দিবস পালিত
#সিরাজগঞ্জ #সলঙ্গা #গণঅভ্যুথান

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :জুলাই গণঅভ্যুথানে নিহতদের কবরে শ্রদ্ধাঞ্জলী,গণমিছিল,বিজয় মিছিল,আলোচনা সভা,দোয়াসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সলঙ্গায় গণঅভ্যুথান দিবস পালিত হয়।এ উপলক্ষ্যে সলঙ্গা থানা বিএনপি, জামায়াত,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে কর্মসুচী পালন করেন।সলঙ্গা থানা শাখা জামায়তের উদ্যোগে সলঙ্গা ডিগ্রী কলেজ জামে মসজিদ হতে বাদ আছর গণমিছিল বের করা হয়।সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীদের দোয়া,আলোচনা সভা ছাড়াও উৎসব মুখর পরিবেশে নানা কর্মসুচী পালিত হয়।অনুরুপ ভাবে সলঙ্গা ডিগ্রী কলেজ,সলঙ্গা ফাজিল মাদ্রাসা,সলঙ্গা মহিলা কলেজ,সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়,সলঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়,দাদপুর জি.আর ডিগ্রী কলেজ,ফুলজোড় ডিগ্রী কলেজসহ থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গণঅভ্যুথান দিবস পালন করেন।এ ছাড়াও জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সলঙ্গা থানা শাখার আয়োজনে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

রাজশাহীতে ‘বিশেষ ট্রেন’ নিয়ে অসন্তোষ, বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের রেল অবরোধ #রাজশাহী  #বৈষম্যবিরোধী  #রেল_অবরোধ রাজশাহী ...
05/08/2025

রাজশাহীতে ‘বিশেষ ট্রেন’ নিয়ে অসন্তোষ, বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের রেল অবরোধ
#রাজশাহী #বৈষম্যবিরোধী #রেল_অবরোধ

রাজশাহী ব্যুরো : ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাওয়ার জন্য বরাদ্দকৃত বিশেষ ট্রেনটি মানসম্মত না হওয়ার অভিযোগে রাজশাহীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। এর ফলে মঙ্গলবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনের যাত্রায় বিলম্ব ঘটে।

সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, সরকার কর্তৃক ভাড়া করা বিশেষ ট্রেনটি যাত্রার উপযোগী ছিল না এবং এতে লোকাল ট্রেনের বগি থাকায় দ্রুততম সময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হতো না। আন্দোলনকারীরা আন্তঃনগর বনলতা বা সিল্কসিটি এক্সপ্রেসের মতো ভালো মানের ট্রেনের দাবি জানান।

এই বিক্ষোভের কারণে সকাল ৭টা ২০ মিনিটে বিশেষ ট্রেনটির নির্ধারিত যাত্রা ব্যাহত হয়। একইসঙ্গে, আন্দোলনকারীরা সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ার অপেক্ষায় থাকা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটিও আটকে দেয়। এর ফলে প্রায় এক ঘণ্টা ধরে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগে বিঘ্ন ঘটে।

পরিস্থিতি মোকাবেলায় রেলওয়ে কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে। আলোচনার পর আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। এক পক্ষ রেলওয়ের বরাদ্দ করা বিশেষ ট্রেনেই ঢাকার উদ্দেশে রওনা দেয়। অপর দিকে, কর্তৃপক্ষ আন্দোলনকারী ৩৫ জন শিক্ষার্থীকে সিল্কসিটি এক্সপ্রেসে যাওয়ার ব্যবস্থা করে দিলে পরিস্থিতি শান্ত হয়।

এই ঘটনার জেরে বিশেষ ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর, সকাল ৮টা ১৩ মিনিটে এবং সিল্কসিটি এক্সপ্রেস ৪৫ মিনিট বিলম্বে সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল আলম জানান, সরকার যে পরিমাণ ভাড়া দিয়েছিল, সেই অনুযায়ী ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পর রেল চলাচল

রাজশাহীতে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত #রাজশাহী  #গণঅভ্যুত্থান  #জুলাই  রাজশাহী ব্যুরো : রাজশাহীতে যথাযোগ্য মর...
05/08/2025

রাজশাহীতে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
#রাজশাহী #গণঅভ্যুত্থান #জুলাই

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নানা কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার দিনের সূচনা হয় নগরীর সিএন্ডবি মোড়ে নবনির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। প্রথমে শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এরপর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে ১০টার দিকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শহীদ সাকিব আনজুমের পিতা মাইনুল হক বিভাগীয় কমিশনারকে সাথে নিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল রাজশাহী শিল্পকলা একাডেমিতে স্মরণসভা। এই স্মরণসভায় জুলাই শহীদদের আত্মত্যাগ এবং সেই আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়। এছাড়াও, জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে, জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে একটি প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক এই দিবসটি মূলত বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধ এবং বিজয়ের প্রতীক। দেশব্যাপী এই দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হচ্ছে এবং বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ করা হচ্ছে।

বড়াইগ্রামে গোপন তথ্যের ভিত্তিতে সেনা অভিযান, গাঁজার গাছসহ নারী আটক। #নাটোর  #বড়াইগ্রাম  #সেনা_অভিযান  #গাছসহ বড়াইগ্রাম (...
05/08/2025

বড়াইগ্রামে গোপন তথ্যের ভিত্তিতে সেনা অভিযান, গাঁজার গাছসহ নারী আটক।
#নাটোর #বড়াইগ্রাম #সেনা_অভিযান #গাছসহ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া বাহিমালি পাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। সোমবার (৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে সুভাষ রোজারিও নামের এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ছয় ফিট উচ্চতার এবং ৬০০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় সুভাষ রোজারিও পলাতক থাকায় তার স্ত্রী লিনা রোজারিও কে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আব্রাহাম রোজারিওর ছেলে সুভাষ রোজারিও দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহভাজন মাদক কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন জানান, গাঁজা গাছ সহ একজন নারী কে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, এ ঘটনায় পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

পাবনায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত #পাবনা  #গণঅভ্যুত্থান  #জেলা_প্রশাসনপাবনা প্রতিনিধি...
05/08/2025

পাবনায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
#পাবনা #গণঅভ্যুত্থান #জেলা_প্রশাসন
পাবনা প্রতিনিধি : পাবনায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পাবনা সদর গোরস্থান সহ বিভিন্ন স্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত এবং ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই যোদ্ধা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। বক্তব্য দেন পুলিশ সুপার মোরতোজা আলী খান, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন সহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল। পরে জুলাই আন্দোলনে অসামান্য ভূমিকা রাখা শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের ক্রেস্ট প্রদান করা হয়।

ভূঞাপুরে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে উপজেলা বিএনপির র‌্যালি ও সমাবেশ  #টাঙ্গাইল  #ভূঞাপুর  #গণঅভ্যুত্থান  #বিএনপিটাঙ্গাইল ...
05/08/2025

ভূঞাপুরে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে উপজেলা বিএনপির র‌্যালি ও সমাবেশ
#টাঙ্গাইল #ভূঞাপুর #গণঅভ্যুত্থান #বিএনপি
টাঙ্গাইল প্রতিনিধি :জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির র‌্যালি ও সমাবেশ।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের বাসস্ট্যান্ডে চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এই র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিল্প উপমন্ত্রী মাটি ও মানুষের নেতা এডভোকেট আব্দুল সালাম পিন্টুর নেতৃত্বে বাসস্ট্যান্ড চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে থানার মোড়, পৌর বাজার, কলেজ মোড়, বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট দিনটি আমাদের বিজয়ের ইতিহাস। এদিন দেশের জনগণ একটি নতুন স্বাধীনতা অর্জন করে। বিএনপি জনগণের দল এবং সবসময় জনগণের পাশে ছিল ও থাকবে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থী, শ্রমিক, কৃষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেছে। শহীদদের স্মৃতি আমাদের গৌরবের অংশ। আমরা আহতদের পাশে থেকেছি, শহীদ পরিবারের খোঁজখবর রাখছি এবং সবরকম সহযোগিতা অব্যাহত থাকবে।’

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর সভাপতি/সম্পাদক সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ।

Address

Rana Shopping Complex, Level-2, Press Club Road
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Shatakantha দৈনিক স্বতঃকন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily Shatakantha দৈনিক স্বতঃকন্ঠ:

Share