পুষ্প

পুষ্প এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।
শুধু সুখ চলে যায়, এমনি মায়ার ছলনা।💔

ভালোবাসা এক অদ্ভুত জিনিস। বেশীর ভাগ মানুষ জীবনের বেশীর ভাগ সময়টাই ভালোবাসাহীন কিংবা ভালোবাসার খোঁজে কাটিয়ে দেয়। অথচ প্রত...
18/08/2024

ভালোবাসা এক অদ্ভুত জিনিস। বেশীর ভাগ মানুষ জীবনের বেশীর ভাগ সময়টাই ভালোবাসাহীন কিংবা ভালোবাসার খোঁজে কাটিয়ে দেয়। অথচ প্রতিমুহুর্তে এটাই ভাবে - ভালোবাসা ছাড়া বাঁচা অসম্ভব!!!

তোর চোখের মাপেরআকাশ আমি নইতাই উড়তে বলিনি তোকেতোর মনের মাপেরবাসাও নেই এ বুকেতাই বসতে বলিনি আরবারকিন্তু পাখিতবু বলি শোন-আ...
09/08/2024

তোর চোখের মাপের
আকাশ আমি নই
তাই উড়তে বলিনি তোকে

তোর মনের মাপের
বাসাও নেই এ বুকে
তাই বসতে বলিনি আরবার

কিন্তু পাখি
তবু বলি শোন-

আমার আকাশে সীমানা
রাখিনি আমি
খাঁচাও রেখেছি খুলে

ফিরে দেখিস তোর আকাশে
ঝড় এলে...

🌼🌼অপেক্ষা
-- রুদ্র গোস্বামী

আমাকে কেউ ভালোবাসুক কিংবা না বাসুক এতে আমার খুব বেশি কিছু আসে যায় না, আমি কিন্তু আমাকে ভীষণ ভাবে ভালোবাসি...কারণ! আমি জা...
09/07/2024

আমাকে কেউ ভালোবাসুক কিংবা না বাসুক এতে আমার খুব বেশি কিছু আসে যায় না, আমি কিন্তু আমাকে ভীষণ ভাবে ভালোবাসি...কারণ! আমি জানি আমাকে ভালো রাখার সর্বপ্রথম দায়িত্ব আমার, নিজেকে নিজে ভালো রাখতে না পারলে অন্য কেউ আমাকে ভালো রাখার দায়িত্ব নিবে না;

আমি যখন খুব বেশি কষ্টে ভুগেছি... কখনো কখনো অন্যের কাছে আমার মন খারাপের গল্প করে নিজেকে হালকা করার চেষ্টা করেছি তখন সেই মানুষগুলোর মধ্যে কেউ কেউ যেমন আমাকে পাত্তা দেয়নি ঠিক তেমনি কেউ কেউ আবার মনোযোগ সহকারে কষ্টের কথা শুনার পরে তারাই আবার সে কষ্ট নিজ দায়িত্বে বাড়িয়ে দিয়েছে;

আমিও খুব সহজ ভাবেই তাদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নিজের কষ্ট গুলো নিজের কাছেই রেখে দিয়ে নিজেকে বুঝিয়েছি তোমাকে কউ ভালোবাসতে বা ভালো রাখততে আসবে না নিজেই নিজেকে ভালো রাখতে শিখ,,,

--কপিপোষ্ট

ইচ্ছে হয়, দূরে কোথাও চলে যাই।নিজেকে প্রচন্ত ব্যর্থ মনে হয়, প্রচন্ড।'আপনি','তুমি'কিম্বা কোনো এক 'তুই' অভাব বোধহয়।💔
05/07/2024

ইচ্ছে হয়, দূরে কোথাও চলে যাই।
নিজেকে প্রচন্ত ব্যর্থ মনে হয়, প্রচন্ড।
'আপনি','তুমি'কিম্বা কোনো এক 'তুই' অভাব বোধহয়।💔

চিরকাল মানুষ বিশ্বাস করতে চেয়েছে সে পরিবারের মধ্যে, দলের মধ্যে, সমাজের মধ্যে বেঁচে থাকতে চায়, সঙ্গীহীন জীবন যেন বৃথা। অথ...
04/07/2024

চিরকাল মানুষ বিশ্বাস করতে চেয়েছে সে পরিবারের মধ্যে, দলের মধ্যে, সমাজের মধ্যে বেঁচে থাকতে চায়, সঙ্গীহীন জীবন যেন বৃথা। অথচ কী আশ্চর্য, প্রতিটি মানুষই কিন্তু মূলত একা। একাই। আজীবন। জীবনের প্রতিটি স্তরে তার ভিন্ন ভিন্ন নামের সহযাত্রী জোটে বটে, কিন্তু তাতে হৃদয়ের নির্জনতা ঘোচে না।

-----সুচিত্রা ভট্টাচার্য

মুখে আমাকে ভালোবাসি বললেওকেন মনে হয় আজকাল সে আমাকে ভালোবাসে না!উড়ে যাওয়া পাখির রেখে যাওয়া পালক দেখেবোকার মতো ভাবি, সে আছ...
30/06/2024

মুখে আমাকে ভালোবাসি বললেও
কেন মনে হয় আজকাল
সে আমাকে ভালোবাসে না!

উড়ে যাওয়া পাখির
রেখে যাওয়া পালক দেখে
বোকার মতো ভাবি, সে আছে!

— সবুজ আহম্মদ মুরসালিন

দেইখেন একদিন আমি আপনার অভাবেই মইরা যামু,চাইলেও ওইদিন আর আমি ফিরমু না অনেকটা অবহেলা কইরা চইলা যামু,মুখ তুলাও তাকামু না।দে...
27/06/2024

দেইখেন একদিন আমি আপনার অভাবেই মইরা যামু,চাইলেও ওইদিন আর আমি ফিরমু না অনেকটা অবহেলা কইরা চইলা যামু,মুখ তুলাও তাকামু না।
দেইখেন আপনি আমি ছাড়া এ জগতে আপনারে আমার মতো কইরা কেউ ভালোবাসবোনা😊

-- বাগানবিলাস।

Address

Pabna

Telephone

+8801721944431

Website

Alerts

Be the first to know and let us send you an email when পুষ্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পুষ্প:

Share