
10/11/2024
এই মার্জিয়া একসময় ২৫০ টাকার বিনিময়ে মুনতাহাকে প্রাইভেট পড়াতো এবং বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেত, একদিন মার্জিয়া মুনতাহার কিছু কাপড় চু-রি করতে গিয়ে ধরা পড়ছিলো মুনতাহার বাবার হাতে এরপর থেকে মুনতাহাকে প্রাইভেট পড়াতে বারণ করা হয় মার্জিয়া কে,
তখন থেকেই মার্জিয়া জেদেরবশত চক আঁকতে থাকে কিভাবে মুনতাহাকে opo*হ*র*ণ করা যায় এবং শেষ পর্যন্ত me-রে*ই ফেললো ,মুনতাহা গত ৭/৮ দিন থেকে নিখোঁজ এইটা সবাই জানেন, গতকাল রাতে sbd news এর সাংবাদিক ভাই এসে মুনতাহার পরিবার এবং মার্জিয়ার পরিবার সহ অনেককে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে মার্জিয়ার কথাবার্তা ও আচার ব্যবহারে স*ন্দে*হ হয় পরবর্তীতে কানাইঘাট থানা পুলিশ এসে মার্জিয়া কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়, মার্জিয়া এবং মার্জিয়ার মা মিলে কিন্তু আগেই মুনতাহাকে me*রে তাদের ঘরের পিছনে খালে pu*তে দেয় পরে রাত ৩ টার দিকে মার্জিয়ার মা ওই খাল থেকে মুনতাহার la*শ পুকুরে ফেলতে গিয়ে পাশের বাড়ির একজন চাচার কাছে ধরা পড়ে সাথে সাথে চাচা চিৎকার করে লোকজন জড়ো করেন এবং শেষ পর্যন্ত মুনতাহার দে----হ উদ্ধার করা হয়।
আমরা এদের সর্বোচ্চ শা*স্তির দাবী জানাচ্ছি।