12/09/2025
হাজার হাজার দর্শক সারি বেঁধে দাঁড়িয়ে ছিলেন বিলের দুই ধারে, অনেকে ছোট নৌকা নিয়ে হাজির হয়েছিলেন বিলের মাঝে। সবার চোখে মুখে একই আনন্দ আর উত্তেজনা! 🤩 যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি, আর তার মাঝে বাইচের নৌকাগুলোর তীব্র গতিময় লড়াই।
'নিউ উড়ন্ত বলাকা', 'কৈবর্তগাতী এক্সপ্রেস', 'আল মদিনা' সহ দেশের আনাচে-কানাচে থেকে আসা নামীদামী সব নৌকা অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। তাদের প্রতিটি বৈঠায় লেগেছিল বিজয়ের নেশা, আর দর্শকের হর্ষধ্বনিতে মুখরিত ছিল পুরো এলাকা। এই জনসমাগমই বলে দেয়, আমাদের সংস্কৃতিতে নৌকা বাইচের গুরুত্ব কত অপরিসীম।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের এই গর্বিত ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দিন! আমাদের ফেসবুক পেজ/ইউটিউব চ্যানেল ফলো/সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও দুর্দান্ত ভিডিও দেখতে।
#বৃআঙ্গারুনৌকাবাইচ #শাহজাদপুর #সিরাজগঞ্জ #নৌকাবাইচ