Prince Media

Prince Media Welcome to our page. Enjoy unlimited with Prince Media.

বৈশাখী মেলা শুধু আনন্দ আর বিনোদনের উৎস নয়, এটি আমাদের গ্রামীণ অর্থনীতি আর লোকজ সংস্কৃতির এক মিলনস্থল। প্রতিটি পণ্যেই জড়ি...
12/09/2025

বৈশাখী মেলা শুধু আনন্দ আর বিনোদনের উৎস নয়, এটি আমাদের গ্রামীণ অর্থনীতি আর লোকজ সংস্কৃতির এক মিলনস্থল। প্রতিটি পণ্যেই জড়িয়ে আছে গ্রামবাংলার সহজ সরল মানুষের ভালোবাসা।

#গ্রামীণঅর্থনীতি #লোকজসংস্কৃতি #বৈশাখী_বাজার #বাঙালির_গর্ব #মেলা_দর্শন

মাটির পুতুল, বাঁশের বাঁশি, আর রঙিন খেলনার মেলা। গ্রামীণ মেলা মানেই বাঙালির লোকশিল্পের এক বিশাল প্রদর্শনী। আসুন, এই ঐতিহ্...
12/09/2025

মাটির পুতুল, বাঁশের বাঁশি, আর রঙিন খেলনার মেলা। গ্রামীণ মেলা মানেই বাঙালির লোকশিল্পের এক বিশাল প্রদর্শনী। আসুন, এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি।

#লোকশিল্প #মাটিরপুতুল #ঐতিহ্যরক্ষা #বৈশাখী_উচ্ছ্বাস #বাংলার_মেলা

12/09/2025

হাজার হাজার দর্শক সারি বেঁধে দাঁড়িয়ে ছিলেন বিলের দুই ধারে, অনেকে ছোট নৌকা নিয়ে হাজির হয়েছিলেন বিলের মাঝে। সবার চোখে মুখে একই আনন্দ আর উত্তেজনা! 🤩 যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি, আর তার মাঝে বাইচের নৌকাগুলোর তীব্র গতিময় লড়াই।
'নিউ উড়ন্ত বলাকা', 'কৈবর্তগাতী এক্সপ্রেস', 'আল মদিনা' সহ দেশের আনাচে-কানাচে থেকে আসা নামীদামী সব নৌকা অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। তাদের প্রতিটি বৈঠায় লেগেছিল বিজয়ের নেশা, আর দর্শকের হর্ষধ্বনিতে মুখরিত ছিল পুরো এলাকা। এই জনসমাগমই বলে দেয়, আমাদের সংস্কৃতিতে নৌকা বাইচের গুরুত্ব কত অপরিসীম।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের এই গর্বিত ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দিন! আমাদের ফেসবুক পেজ/ইউটিউব চ্যানেল ফলো/সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও দুর্দান্ত ভিডিও দেখতে।

#বৃআঙ্গারুনৌকাবাইচ #শাহজাদপুর #সিরাজগঞ্জ #নৌকাবাইচ

12/09/2025

শহরের কোলাহল থেকে দূরে, এক টুকরো প্রশান্তির খোঁজে আজ আমরা এসেছি পাবনার বিখ্যাত টেবুনিয়া কৃষি ফার্মে। সারি সারি নারিকেল গাছের মাঝ দিয়ে চলে যাওয়া এই রাস্তাটি দেখলেই মন ভালো হয়ে যায়।
তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের কৃষি গবেষণা আর অগ্রগতির এক বিশাল গল্প। এটি সৌন্দর্য, বিজ্ঞান আর ভালোবাসার এক অসাধারণ মেলবন্ধন।
পাবনার এই সবুজ স্বর্গটি আপনার কেমন লাগলো? কমেন্টে আপনার অনুভূতি জানান।
ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আমাদের পাবনাতেও এমন অসাধারণ একটি মন ভালো করার জায়গা আছে। চলুন, এই সৌন্দর্য আর গর্বের গল্প আমরাই সবার মাঝে ছড়িয়ে দিই।
#পাবনা #টেবুনিয়াকৃষিফার্ম #সুন্দররাস্তা #প্রকৃতি #বাংলাদেশ

বৈশাখী মেলায় শিশুদের কোলাহল, বড়দের জটলা আর কিশোর-কিশোরীদের উচ্ছ্বাস। প্রতিটি মেলাই যেন এক টুকরো সুখ আর ভালোবাসার গল্প বু...
11/09/2025

বৈশাখী মেলায় শিশুদের কোলাহল, বড়দের জটলা আর কিশোর-কিশোরীদের উচ্ছ্বাস। প্রতিটি মেলাই যেন এক টুকরো সুখ আর ভালোবাসার গল্প বুনে যায়।

#শিশুদেরআনন্দ #মেলা #বাঙালিপর্ব #গ্রামীণপরিবেশ #উৎসবেররঙ

11/09/2025

চোখ জুড়ানো দৃশ্য! 😍 সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক বৃ-আঙ্গারু বিলে অনুষ্ঠিত হলো এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা! গ্রাম বাংলার ঐতিহ্য আর হাজার বছরের সংস্কৃতির ধারক এই উৎসব যেন পুরো বিলকে এক আনন্দ উৎসবে পরিণত করেছে।

#বৃআঙ্গারুনৌকাবাইচ #শাহজাদপুর #সিরাজগঞ্জ #নৌকাবাইচ

11/09/2025

সিরাজগঞ্জের গ্রামীন মিষ্টির দোকান বালসা বাড়ি বাজার

আলতা-শাড়ির রঙে রাঙা, আর চুড়ি-ফিতার ছন্দে ভরপুর গ্রামীণ মেলা। পান্তা-ইলিশের স্বাদ আর লোকগানের সুর, সব মিলিয়ে এক অন্যরকম ভ...
10/09/2025

আলতা-শাড়ির রঙে রাঙা, আর চুড়ি-ফিতার ছন্দে ভরপুর গ্রামীণ মেলা। পান্তা-ইলিশের স্বাদ আর লোকগানের সুর, সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা। বৈশাখী মেলা মানেই নির্মল আনন্দ।

#নববর্ষ #বৈশাখী #গ্রামেরমেলা #আনন্দ #বাঙালিআনা

10/09/2025

এই দৃশ্যটা যদি আপনার শৈশবের কথা এক মুহূর্তের জন্যও মনে করিয়ে দেয়, তাহলে ভিডিওটি আপনার জন্য। ❤️
স্মার্টফোন আর ভিডিও গেমের যুগে এখনকার প্রজন্ম হয়তো বুঝবে না, কাদা-পানিতে মাখামাখি হয়ে বন্ধুদের সাথে মাছ ধরার আনন্দ আসলে কী! বাংলাদেশের উত্তরাঞ্চলের এই বিশাল শুকনো মাঠের মাঝে একদল দুরন্ত কিশোর আমাদের ফিরিয়ে নিয়ে গেল সেই সোনালী দিনগুলোতে।
তাদের শরীরে লেগে থাকা এই কাদা শুধু মাটি নয়, এটা আমাদের হারিয়ে যাওয়া শৈশবের প্রতিচ্ছবি। এই ভিডিওটি শুধু মাছ ধরার দৃশ্য নয়, এটি আমাদের মতো অনেকেরই ফেলে আসা সুন্দর সময়ের একটি জীবন্ত দলিল।
আপনার শৈশবে কার সাথে এভাবে কাদা-পানিতে নেমে মাছ ধরেছেন? কমেন্টে সেই বন্ধুকে মেনশন করে অথবা তার নাম লিখে ফিরিয়ে আনুন হারিয়ে যাওয়া সেই সোনালী স্মৃতি।
ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে নতুন প্রজন্মকে জানিয়ে দিন, গ্যাজেট ছাড়াই আমাদের শৈশব কতটা সুন্দর, কতটা আনন্দময় আর কতটা জীবন্ত ছিল।
#শৈশবেরস্মৃতি #গ্রামবাংলা #মাছধরা #বাংলাদেশ #নস্টালজিয়া

মেঠো পথের ধারে বসেছে বৈশাখী মেলা, যেখানে খেলনা, বাঁশি আর মাটির জিনিসের গন্ধে ভরে উঠেছে চারপাশ। এই মেলাগুলোই আমাদের লোকসং...
09/09/2025

মেঠো পথের ধারে বসেছে বৈশাখী মেলা, যেখানে খেলনা, বাঁশি আর মাটির জিনিসের গন্ধে ভরে উঠেছে চারপাশ। এই মেলাগুলোই আমাদের লোকসংস্কৃতির প্রতিচ্ছবি।

#বৈশাখীউৎসব #লোকসংস্কৃতি #মাটিরখেলনা #বাংলারমেলা #গ্রামবাংলা

09/09/2025

겉ে শুধু সারি সারি গাছ, কিন্তু ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের অর্থনীতির এক বিশাল শক্তি! 💪
আজ আপনাদের নিয়ে এলাম টাঙ্গাইলের মধুপুরের বিখ্যাত রাবার বাগানে, যেখানে হাজার হাজার গাছের সারি এক সবুজ স্বর্গ তৈরি করেছে। কিন্তু এই সৌন্দর্যকে ছাপিয়ে যায় এর পেছনের বিজ্ঞান আর পরিশ্রমের গল্প।
এই ভিডিওতে দেখুন:
✅ কীভাবে গাছের দুধের মতো সাদা কষ (ল্যাটেক্স) সংগ্রহ করা হয়।
✅ ফ্যাক্টরির ভেতরে সেই তরল কষকে মাত্র কয়েক সেকেন্ডে কীভাবে পনিরের মতো শক্ত রাবারে পরিণত করা হয়!
গাড়ির টায়ার থেকে শুরু করে পায়ের জুতো—আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরির পেছনের এই অবিশ্বাস্য প্রক্রিয়াটি আপনার কেমন লাগলো? কমেন্টে আপনার বিস্ময় প্রকাশ করুন!
ভিডিওটি শেয়ার করে মধুপুরের এই 'সবুজ সোনা' এবং এর পেছনের hardworking মানুষগুলোর গল্প সবার মাঝে ছড়িয়ে দিন।

#মধুপুর #রাবারবাগান #টাঙ্গাইল #অবিশ্বাস্য #বাংলাদেশ
#ঘুরেদেখিবানглаদেশ

আধুনিকতার ভিড়েও গ্রামীণ মেলার ঐতিহ্য আজও অমলিন। নাগরদোলায় চড়া, রকমারি মিষ্টির স্বাদ নেওয়া আর লোকশিল্পীদের পরিবেশনা – এ য...
08/09/2025

আধুনিকতার ভিড়েও গ্রামীণ মেলার ঐতিহ্য আজও অমলিন। নাগরদোলায় চড়া, রকমারি মিষ্টির স্বাদ নেওয়া আর লোকশিল্পীদের পরিবেশনা – এ যেন শিকড়ের টানে ফেরা।

#ঐতিহ্যবাহীমেলা #নাগরদোলা #লোকশিল্প #গ্রামীণজীবন #বৈশাখীস্মৃতি

Address

Pabna
6640

Alerts

Be the first to know and let us send you an email when Prince Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prince Media:

Share