
24/09/2023
ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং
ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যে সেক্টরে ক্যারিয়ার গড়তে চান না কেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো নলেজ আপনাকে সব দিকেই এগিয়ে রাখবে। কারণ এ বিষয়ে স্পষ্ট ধারণা ডিজিটাল প্ল্যাটফর্মের সার্বিক চিত্র টি বুঝতে সাহায্য করবে।
কিন্তু স্বল্প মেয়াদী কোর্স করে কখনোই ডিজিটাল মার্কেটিং এর এত বড় একটি ক্ষেত্র কে জানা বা বোঝা সম্ভব না। প্রয়োজন দীর্ঘমেয়াদি অনুশীলন। একারণেই সার্বিক দিক বিবেচনায়
IT Institute নিয়ে এসেছে ৫মাস মেয়াদী ডিজিটাল মার্কেটিং এর প্রফেশনাল কোর্স।
যেখানে থাকছে -
👉বিশ্বমানের ডিজিটাল মার্কেটিং রিলেটেড ক্লাস মডিউল
👉দক্ষ প্রশিক্ষক/ টপ রেটেড
কোর্স চলাকালীন যে সকল সুবিধা থাকছে-
☑অসংখ্য লাইভ প্রজক্টে ক্লাস করার সুযোগ
☑২৪ ঘন্টা অনলাইন সাপোর্ট+
১২ ঘন্টা অফিসিয়ালি ফিজিক্যাল সাপোর্ট
☑অসাধারণ কাজের কৌশল
শুধু তাই নয় কোর্স শেষে থাকছে -
☑ভার্চুয়াল ইন্টার্নশিপের সুযোগ
☑আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ
☑লাইফটাইম সাপোর্ট
☑যোগ্যতার ভিত্তিতে জব প্লেসমেন্টের সুবিধা।
আমাদের ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল কোর্সটি সাজানো হয়েছে ডিজিটাল মার্কেটিং এর সাম্প্রতিক ট্রেন্ডকে মাথায় রেখে। পাশাপাশি মার্কেট চাহিদাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে কোর্স মডিউল, আপনাদের পাশে থাকবেন আমাদের দক্ষ মেন্টর । ফলে কোর্স শেষে আপনার ক্যারিয়ারের যাত্রা অনেকটাই সহজ হবে।
শত শত ফ্রিল্যান্সার গড়ার সাপোটিং কমিউনিটি ফ্রিল্যান্সিং সোসাইটি সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ।