MD Omar faruk

MD Omar faruk I am a digital marketer

ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিংডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যে সেক্টরে ক্যারিয়ার গড়তে চান না কেন, ডিজিটাল মার্কেটিং স...
24/09/2023

ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং
ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যে সেক্টরে ক্যারিয়ার গড়তে চান না কেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো নলেজ আপনাকে সব দিকেই এগিয়ে রাখবে। কারণ এ বিষয়ে স্পষ্ট ধারণা ডিজিটাল প্ল্যাটফর্মের সার্বিক চিত্র টি বুঝতে সাহায্য করবে।
কিন্তু স্বল্প মেয়াদী কোর্স করে কখনোই ডিজিটাল মার্কেটিং এর এত বড় একটি ক্ষেত্র কে জানা বা বোঝা সম্ভব না। প্রয়োজন দীর্ঘমেয়াদি অনুশীলন। একারণেই সার্বিক দিক বিবেচনায়
IT Institute নিয়ে এসেছে ৫মাস মেয়াদী ডিজিটাল মার্কেটিং এর প্রফেশনাল কোর্স।
যেখানে থাকছে -
👉বিশ্বমানের ডিজিটাল মার্কেটিং রিলেটেড ক্লাস মডিউল
👉দক্ষ প্রশিক্ষক/ টপ রেটেড
কোর্স চলাকালীন যে সকল সুবিধা থাকছে-
☑অসংখ্য লাইভ প্রজক্টে ক্লাস করার সুযোগ
☑২৪ ঘন্টা অনলাইন সাপোর্ট+
১২ ঘন্টা অফিসিয়ালি ফিজিক্যাল সাপোর্ট
☑অসাধারণ কাজের কৌশল
শুধু তাই নয় কোর্স শেষে থাকছে -
☑ভার্চুয়াল ইন্টার্নশিপের সুযোগ
☑আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ
☑লাইফটাইম সাপোর্ট
☑যোগ্যতার ভিত্তিতে জব প্লেসমেন্টের সুবিধা।
আমাদের ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল কোর্সটি সাজানো হয়েছে ডিজিটাল মার্কেটিং এর সাম্প্রতিক ট্রেন্ডকে মাথায় রেখে। পাশাপাশি মার্কেট চাহিদাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে কোর্স মডিউল, আপনাদের পাশে থাকবেন আমাদের দক্ষ মেন্টর । ফলে কোর্স শেষে আপনার ক্যারিয়ারের যাত্রা অনেকটাই সহজ হবে।
শত শত ফ্রিল্যান্সার গড়ার সাপোটিং কমিউনিটি ফ্রিল্যান্সিং সোসাইটি সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

স্কুল পালাতো রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারলেন নাই। লালন বুঝলোই না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গব...
21/09/2023

স্কুল পালাতো রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারলেন নাই। লালন বুঝলোই না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।

সংগৃহীতঃ

🌿🌿ফ্রিল্যান্সারদের কিছু বৈষম্য তুলে ধরলাম🌿🌿বর্তমান প্রেক্ষাপটে দেশে ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনবলের ক্ষেত্রে মারাত্মক সংক...
21/09/2023

🌿🌿ফ্রিল্যান্সারদের কিছু বৈষম্য তুলে ধরলাম🌿🌿

বর্তমান প্রেক্ষাপটে দেশে ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনবলের ক্ষেত্রে মারাত্মক সংকট রয়েছে। ফ্রিল্যান্সিংয়ের খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও রয়েছে। বাংলাদেশে গত ২০০০ সাল থেকে ফ্রিল্যান্সিং কার্যক্রম শুরু হয়েছে। জনবলে অদক্ষতার কারণে প্রায় দুই যুগের কাছাকাছি হয়ে গেলেও ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ এখনো অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারেনি। বৈশ্বিক ব্যবসা করার জন্য যে ধরনের ইন্টারনেট সার্ভিসে স্পিড দরকার, সেটা আমাদের নেই। যদিও গত ১০ বছরে আইটি সেক্টরের সার্ভিস অনেকটা উন্নত হয়েছে, কিন্তু এ কাজের পারিশ্রমিক বা অর্থ বিদেশ থেকে বাংলাদেশে আনার ভালো কোনো পথ তৈরি হয়নি। পেপল সিস্টেম এখনো বাংলাদেশে চালু হয়নি, যার দরুন ফ্রিল্যান্সাররা কষ্টে আছেন।

পেপল সিস্টেম বাংলাদেশে এখনো চালু না হওয়ায় যারা এই খাতে কাজ করেন, তারা বড় অঙ্কের টাকা ব্যয় করে তাদের কাজের পারিশ্রমিক দেশে আনেন। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারলে ফ্রিল্যান্সিং আরো উন্নত হবে। দেশের ফ্রিল্যান্স খাত নিয়ে এক গবেষণায় বাংলাদেশি ফ্রিল্যান্সারদের দক্ষতাসংকটের পাশাপাশি বৈশ্বিক মানদণ্ডে দেশীয়দের আয়বৈষম্যের বিষয়টি উঠে এসেছে। তাছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ খাতে বৈশ্বিক মানদণ্ডে একজন পুরুষ ও নারীর ঘণ্টাপ্রতি গড় পারিশ্রমিক যথাক্রমে ৩৯ দশমিক ১ ও ৩০ মার্কিন ডলার। বিপরীতে এই খাতে বাংলাদেশি পুরুষ ও নারী গড়ে পান ১৪ ও ১০ ডলার। ডিজাইন খাতে একজন পুরুষ ও নারীর গড় পারিশ্রমিক যথাক্রমে ৩৮ দশমিক ১ ও ৬১ দশমিক ১ ডলার; বিপরীতে বাংলাদেশি পুরুষ ও নারী গড়ে পান ২০ ও ৭ ডলার। বিজনেস সার্ভিস খাতে পুরুষ ও নারীর গড় পারিশ্রমিক ৩৮ ও ৬২ দশমিক ৩ ডলার; বিপরীতে বাংলাদেশি পুরুষ ও নারীর গড় পারিশ্রমিক ২৩ ও ১৯ ডলার।

21/09/2023

- ভাইয়া আপনারা কি করেন?
- আমরা তো ট্রেন্ড ফলো করি।
- কিসের ট্রেন্ড ভাইয়া?
- ফ্রিল্যান্সিংয়ের ট্রেন্ড ভাইয়া।
- ভাইয়া আসলেই কি ফ্রিল্যান্সিংয়ে ইনকাম বা ক্যারিয়ার গড়া সম্ভব?
- ট্রেন্ড তো আমার আপনার না ভাইয়া। এটা সরকারের ট্রেন্ড। ইনকাম বা ক্যারিয়ার গড়া না গেলে সরকার তো ট্রেন্ড হিসেবে প্রচার করতো না।
- ফ্রিল্যান্সিং নিয়ে একটা নাটকও দেখলাম প্রচার হলো....
- ওই যে বললাম সরকারের ট্রেন্ড....
- তারপরেও ভাইয়া কেমন জানি চিন্তা হচ্ছে..
- আপনি দয়া করে দূরে থাকুন, অনার্সটা সুন্দরভাবে শেষ করে সকাল সন্ধ্যার একটি সুন্দর চাকরি করুন। আমি সরকারের ট্রেন্ড ফলো করে এগিয়ে যায়, পারলে দোয়া করিয়েন। ভালো থাকবেন।
#জাস্টট্রেন্ড😍

"পৃথিবীতে ফ্রি তে কোনো কিছু পাওয়া যায় না। আপনি কি কখনো কাউকে ফ্রিতে টিউশন-ই করাবেন? কখনোইকরাবেন না।📚"তাহলে সেই আপনিই য...
14/09/2023

"পৃথিবীতে ফ্রি তে কোনো কিছু পাওয়া যায় না। আপনি কি কখনো কাউকে ফ্রিতে টিউশন-ই করাবেন? কখনোই
করাবেন না।📚

"তাহলে সেই আপনিই যখন কোনো কিছু শিখতে যান তখন ফ্রীতে খুঁজেন। এটাই আমাদের প্রব্লেম। এই যুগে ২-৪-১০ হাজার টাকা ম্যানেজ করার মত অ্যাবিলিটি আমাদের সবার আছে। আমরা ২০-২৫ হাজার টাকা দিয়ে ফোন কিনতে পারি কিন্তু নিজেকে ডেভেলপ করার জন্য কিছু টাকা খরচ করতে পারিনা।

"ব্যর্থতা আমাদের নিজেদের।
নিজের ইচ্ছা, জেদ, সাহস, ধৈর্য্য দরকার। তাহলে সব কিছুই ম্যানেজ করা সম্ভব। আর আপনি যেদিন সফল হবেন সবাই আপনার প্রশংসা কুরবে। এটাই বাস্তবতা,,💸


Address

Pabna

Telephone

+8801761689888

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Omar faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Omar faruk:

Share