পাবনা নিউজ পোর্টাল - Pabna News Portal

পাবনা নিউজ পোর্টাল - Pabna News Portal পাবনা নিউজ পোর্টাল
সর্বদা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ পাবনা নিউজ - সর্বদা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।
আপনার আসে পাশের ঘটে যাওয়া খবর আমাদের জানান !

09/07/2025

পাবনা সুজানগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সং ঘ র্ষ ও গো লাগু/লি ! উপজেলা বিএনপির সদস্য সচিবসহ আহত ১০। গুরুত্বর একজনকে রাজশাহী (রামেক) হাসপাতে স্থানান্তর।

৬ জুলাই ২০২৪, কোটা সংস্কারের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও সড়...
09/07/2025

৬ জুলাই ২০২৪, কোটা সংস্কারের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ

08/07/2025

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করলো যুক্তরাষ্ট্র। আগামী এক আগস্ট থেকে যা কার্যকর হবে। আগের ১৫% শুল্ক এবং নতুন ৩৫% মোট শুল্ক ৫০% হবে।

এক সপ্তাহের ব্যবধানে পাবনা-কাশিপুর রোডের বেহাল অবস্থা! ঈদুল আজহার পর পাবনার চাঁদমারির মোড় থেকে কাশিপুর এবং কাশিপুর থেকে...
28/06/2025

এক সপ্তাহের ব্যবধানে পাবনা-কাশিপুর রোডের বেহাল অবস্থা! ঈদুল আজহার পর পাবনার চাঁদমারির মোড় থেকে কাশিপুর এবং কাশিপুর থেকে বাঁশেরবাদা সড়কের সংস্কার করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে সড়কের সংস্কার করা সব পাথর উঠে গেছে, সড়ক ফিরেছে আগের অবস্থায়!

পূর্নাঙ্গ কমিটি পাবনা জেলা যুবদল।
27/06/2025

পূর্নাঙ্গ কমিটি পাবনা জেলা যুবদল।

নিভৃতেই কেটে গেল পাবনার শ্রেষ্ঠসন্তান কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকী!আজ ২৭ জুন ছিল পাবনার শ্রেষ্ঠসন্তান স্বনামধন্য ক...
27/06/2025

নিভৃতেই কেটে গেল পাবনার শ্রেষ্ঠসন্তান কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকী!

আজ ২৭ জুন ছিল পাবনার শ্রেষ্ঠসন্তান স্বনামধন্য কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকী। প্রতিবছরের ন্যায় এবারও নিভৃতেই কেটে গেল তার মৃত্যুবার্ষিকী। পাবনার প্রশাসনের কোনো আয়োজন থাকেন না এই কবিকে নিয়ে। অথচ দেশত্যাগ করা ভারতীয় নায়িকা সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী ও জন্মবার্ষিকী নিয়ে পাবনার প্রশাসনসহ নানা মহলের নানা আয়োজন থাকে, সরকারি বরাদ্দ নিয়ে চলে হরিলুটও।

অথচ পাবনার শ্রেষ্ঠসন্তান নিয়ে পাবনা প্রশাসনের কোনো বরাদ্দ থাকে না। নতুন প্রজন্মের কাছে শিশু সাহিত্যের নান্দনিক কবি ও বিখ্যাত ময়নামতি চরের এই কবি যেন অচেনায় থাকছে। প্রতি বছরই অনেকটা নীরবে-নিভৃতে চলে যায় বাংলা সাহিত্যের এ অমর পুরুষের মৃত্যুবার্ষিকী ও জন্মবার্ষিকী।

একটি হারানো বিজ্ঞপ্তি : পাওয়া গিয়েছেছেলেটির নাম সিয়াম, পাবনা জিলা স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র।  আজ(২১ জুন, শনিবার)  বিকা...
22/06/2025

একটি হারানো বিজ্ঞপ্তি : পাওয়া গিয়েছে

ছেলেটির নাম সিয়াম, পাবনা জিলা স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। আজ(২১ জুন, শনিবার) বিকাল তিনটার সময় মনসুরাবাদ থেকে জেলা স্কুলের পাশে গোলাম মোস্তফা স্যারের কাছে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়।কিন্তু এর পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, প্রাইভেট টিচারের কাছেও সে যায়নি। কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে অনুগ্রহ করে নীচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো -০১৭১৯৫৩৩৪০৬।

20/06/2025

পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে।

বুধবার (১৮ জুন) পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের চর বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জুন) নিহতের চাচা খোয়াজ উদ্দিন চারজনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় একটি মামলা করেন।

নিহত ঝর্ণা খাতুন সদরের কদমতলা এলাকার মকশেদ আলী প্রামাণিকের মেয়ে। আর অভিযুক্তরা হলেন, নিহতের স্বামী হিরু প্রামাণিক, শ্বশুর শহীদ প্রামানিক, শাশুড়ি আম্বিয়া খাতুন এবং ভাবি সোগাগী খাতুন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চার বছর আগে পারিবারিকভাবে ঝর্ণা খাতুনের সঙ্গে চর বলরামপুর এলাকার হিরু প্রামাণিকের বিয়ে হয়। দাম্পত্য ও সংসার জীবন ভালো চলতে থাকলেও বড় ভাই শাহীনের স্ত্রী সোহাগীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর পর থেকে তাদের সম্পর্কের অবনতি হতে থাকে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ঝর্ণা খাতুনের ওপর শারীরিক নির্যাতন শুরু হয়। ঘটনার দিন সকালে ভাবির সঙ্গে পরকীয়ার বিষয় নিয়ে আবার কথা উঠলে ঝর্ণা খাতুনকে প্রহার করেন স্বামী হিরু। এতে যোগ দেন তার পরিবারের সদস্যরাও। একপর্যায়ে হত্যা শেষে ঝর্ণার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করেন হিরু ও তার পরিবার।

নিহত ঝর্ণা খাতুনের ভাই রুবেল হোসেন বলেন, ভাবির সঙ্গে হিরুর পরকীয়া সম্পর্ক নিয়ে আগেও ঝামেলা হয়েছে। সবশেষ পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করেছে। এরপর থেকে তারা লাপাত্তা। ঘটনায় সঠিক তদন্ত করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি।

19/06/2025

প্রতারণায় ভরপুর জুলাই শহীদ ও আহতদের তালিকা

19/06/2025

সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

(বিস্তারিত কমেন্টে)

19/06/2025

বিতর্কের মুখে পাবনার ফরিদপুরে উপজেলা বিএনপির কমিটি বাতিল!

পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরিপাবনা সদর উপজেলার টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জানাল...
19/06/2025

পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল কেটে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের ভোল্ট থেকে ১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এছাড়াও কম্পিউটারের হার্ডডিস্ক এবং সিসিটিভি ভাংচুর করে হার্ডডিস্কগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এজেন্ট শাখার ম্যাসেঞ্জার রাসেল প্রামাণিক জানান, সকালে অফিসে ঢুকে দেখি কম্পিউটার ভাঙা, চেয়ার এলোমেলা। পাশের জানালার গ্রিলও ভাঙা। এসব দেখে আমি আমার অফিসের স্যারদের জানাই।

শাখার ইনচার্জ নাঈম হাসান জানান, খবর পেয়ে এসে দেখি এই অবস্থা। ব্যাংকের ভোল্টে রাখা ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা ছিল সেটা ভেঙে চুরি করে নিয়ে গেছে। সম্ভবত জানালার গ্রিল কেটে ঢুকেছিল তারা। অফিসের সিসিটিভি ভাংচুর করে সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেছে। কম্পিউটারের ২টা হার্ডডিস্ক নিয়ে গেছে। চেয়ারে তাদের স্পষ্ট পায়ের ছাপও পাওয়া গেছে।

পাবনা সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আমরা একটা চুরির অভিযোগ পেয়েছি। ভোল্ট থেকে টাকা নিয়ে গেছে। কম্পিউটার ও সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। ভোল্টের চাবি দিয়ে খুলে টাকা নিয়ে গেছে। এখন চুরি নাকি অভ্যন্তরীণ বিষয় আমরা তদন্তের পর বলতে পারবো।

Address

Pabna Sadar
Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাবনা নিউজ পোর্টাল - Pabna News Portal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share