24/03/2025
আজকে কাফি সাহেব যে টাকার অংক প্রকাশ করলেন উনার ফেসবুক ইনকামের, সেটা দেখে যদি তামাম বঙ্গীয় পড়াশোনা করতে থাকা মানুষজন ভাবেন, পড়ালেখা করে কী করলাম জীবনে, আমার মতে এ ধারণাটা ভুল হবে।
খেয়াল করবেন, এটা উনার ফেব্রুয়ারী মাসের ইনকাম, যে ফেব্রুয়ারী মাসে তিনি এত পরিমাণ ভাইরাল ছিলেন, সেটা ট্রল করে হোক আর যেভাবেই হোক, উনি ছিলেন বাংলাদেশের ফেসবুকের অন্যতম হট টপিক। বইমেলার মাস, তার বই আর গোলাপ নিয়ে কন্ট্রোভারসি, শেষে তার ঘর পুড়লো, আদালত-ঝড়-ঝাপটা কত কী। তার সাথে ফেসবুক তখন রিলসে অনেক বেশী টাকা দিতো, যেটা এখন অনেক কমিয়ে নিয়ে এসেছে। ফেব্রুয়ারী মাসের সমপরিমাণ ভিউতে কাফি সাহেবের মার্চ মাসের ইনকাম সম্ভবত ফেব্রুয়ারী মাসের চেয়ে অনেক কম আসবে। উনার তখনকার ফেইসবুক রিল প্রতিটাতে ৪, ৫ এমনকি ৮ মিলিয়নও গেছে এমন আছে, যেটা অনেক বেশী ভিউ, এই কারণেই এত টাকা।
যাই হোক, বাংলার ফেইসবুকীয় ইতিহাস বলে, টাকার অংক পাবলিকভাবে প্রকাশ করা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদ ডেকে নিয়ে আসে, তবুও কাফি সাহেবের নিজস্ব যুক্তি আছে এই টাকার অংক প্রকাশ করার পেছনে, যেটা তিনি তার পোস্টে ব্যাখ্যা করেছেন।
দ্বিতীয়ত, আমার প্রায় ৫ বছরের অভিজ্ঞতা বলে, বইমেলার লেখক হোক বা ভাইরাল তরমুজ বিক্রেতা হোক, পুরো বাংলাদেশের হট টপিক হওয়া, হাইপ পাওয়া, অনেক টাকা নিয়ে আসলেও, মানসিক শান্তির বারোটা বাজিয়ে দেয়। একটা না একটা কন্ট্রোভারসি থাকেই। আমি নিজে জীবনেও তাই এই ধরনের হাইপ পাওয়াকে সেলিব্রেট বা ডিজায়ার, কোনোটাই করি না।
এই পোস্ট টা ছিল তাদের জন্য যারা ফেসবুকের ইনকামকে অনেক ওভারহাইপড চোখে দেখে নিজের পড়াশোনা চাঙ্গে উঠানোর পরিকল্পনা করছিলেন।
collected