Ayna Bibi-আয়না বিবি

Ayna Bibi-আয়না বিবি Man is to err.

Our cultural foods
08/04/2025

Our cultural foods

27/03/2025
26/03/2025
হেলিকপ্টার রেডি ছিল কিন্তু হেলিকপ্টারে ওঠার মতো পরিস্থিতিই ছিল না তামিম ইকবালের। ডাক্তাররা শেষ সময়ে এসে বলেছিলেন, ‘এয়ার ...
24/03/2025

হেলিকপ্টার রেডি ছিল কিন্তু হেলিকপ্টারে ওঠার মতো পরিস্থিতিই ছিল না তামিম ইকবালের। ডাক্তাররা শেষ সময়ে এসে বলেছিলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হলে হয়ত তামিমকে আর ফিরে পাওয়া সম্ভব হবে না।’

- পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল
- তামিমের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল
- ২২ মিনিট ধরে সিপিআর দেওয়া লেগেছে
- পালস ছিল না, ৩ বার ডিসি শক দিতে হয়েছে
- ডাক্তাররা বলছিল, খুব ক্রিটিকাল
- তামিম কার্যত ছিলেন না, হার্ট কয়েকবার পুরোপুরি ভাবে কাজ করা বন্ধ করেছিল!

ঠিক এইখান থেকে ফিরলেন তামিম ইকবাল! মহান আল্লাহ তা'য়ালার অশেষ রহমতে জ্ঞান ফিরেছে এবং পরিবারের মা, স্ত্রী ও ভাইয়ের সঙ্গে কথা বলেছেন তিনি! এটা অবিশ্বাস্য এক কামব্যাক! সবই আল্লাহ তা'য়ালার রহমত এবং গোটা একটা দেশ যেভাবে আল্লাহর নিকট প্রার্থনা করছিল, সেটার ফল!

বর্তমানে তামিম ইকবাল কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, তাকে রাখা হয়েছে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে।

collected

24/03/2025

আজকে কাফি সাহেব যে টাকার অংক প্রকাশ করলেন উনার ফেসবুক ইনকামের, সেটা দেখে যদি তামাম বঙ্গীয় পড়াশোনা করতে থাকা মানুষজন ভাবেন, পড়ালেখা করে কী করলাম জীবনে, আমার মতে এ ধারণাটা ভুল হবে।

খেয়াল করবেন, এটা উনার ফেব্রুয়ারী মাসের ইনকাম, যে ফেব্রুয়ারী মাসে তিনি এত পরিমাণ ভাইরাল ছিলেন, সেটা ট্রল করে হোক আর যেভাবেই হোক, উনি ছিলেন বাংলাদেশের ফেসবুকের অন্যতম হট টপিক। বইমেলার মাস, তার বই আর গোলাপ নিয়ে কন্ট্রোভারসি, শেষে তার ঘর পুড়লো, আদালত-ঝড়-ঝাপটা কত কী। তার সাথে ফেসবুক তখন রিলসে অনেক বেশী টাকা দিতো, যেটা এখন অনেক কমিয়ে নিয়ে এসেছে। ফেব্রুয়ারী মাসের সমপরিমাণ ভিউতে কাফি সাহেবের মার্চ মাসের ইনকাম সম্ভবত ফেব্রুয়ারী মাসের চেয়ে অনেক কম আসবে। উনার তখনকার ফেইসবুক রিল প্রতিটাতে ৪, ৫ এমনকি ৮ মিলিয়নও গেছে এমন আছে, যেটা অনেক বেশী ভিউ, এই কারণেই এত টাকা।

যাই হোক, বাংলার ফেইসবুকীয় ইতিহাস বলে, টাকার অংক পাবলিকভাবে প্রকাশ করা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদ ডেকে নিয়ে আসে, তবুও কাফি সাহেবের নিজস্ব যুক্তি আছে এই টাকার অংক প্রকাশ করার পেছনে, যেটা তিনি তার পোস্টে ব্যাখ্যা করেছেন।

দ্বিতীয়ত, আমার প্রায় ৫ বছরের অভিজ্ঞতা বলে, বইমেলার লেখক হোক বা ভাইরাল তরমুজ বিক্রেতা হোক, পুরো বাংলাদেশের হট টপিক হওয়া, হাইপ পাওয়া, অনেক টাকা নিয়ে আসলেও, মানসিক শান্তির বারোটা বাজিয়ে দেয়। একটা না একটা কন্ট্রোভারসি থাকেই। আমি নিজে জীবনেও তাই এই ধরনের হাইপ পাওয়াকে সেলিব্রেট বা ডিজায়ার, কোনোটাই করি না।

এই পোস্ট টা ছিল তাদের জন্য যারা ফেসবুকের ইনকামকে অনেক ওভারহাইপড চোখে দেখে নিজের পড়াশোনা চাঙ্গে উঠানোর পরিকল্পনা করছিলেন।
collected

বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ।
24/03/2025

বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ।

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayna Bibi-আয়না বিবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share