
26/05/2025
Confession No: 004
From : পরিচিত কেউ একজন
To: অয়ন
মায়াবী,
আমার মেঘ হবে তুমি?
একান্তই আমার?
কেবল আমার জীবনেই লুকিয়ে রবে!
তোমার ওই স্নিগ্ধ জলে;
আমার হৃদয় ভিজিয়ে যাবে।
কখনো কখনো চোখ ভিজিয়ে দিও
আপত্তি নেই তাতে।
এ হৃদয় যে তোমাতে সতেজ রবে!
কি?
হবে আমার জীবন মেঘ?
কোমল স্নিগ্ধ শীতল জলের পরশ?
ভালোবাসি,
বড় বেশি ভালোবাসি।