Crush & Confession Miapur Hazi Jasimuddin high school & College.

Crush & Confession Miapur Hazi Jasimuddin high school & College. Propose your Crush & stay connect with Us

Confession No: 004From : পরিচিত কেউ একজনTo: অয়নমায়াবী,আমার মেঘ হবে তুমি?একান্তই আমার?কেবল আমার জীবনেই লুকিয়ে রবে!তোমার ও...
26/05/2025

Confession No: 004
From : পরিচিত কেউ একজন
To: অয়ন

মায়াবী,
আমার মেঘ হবে তুমি?
একান্তই আমার?
কেবল আমার জীবনেই লুকিয়ে রবে!

তোমার ওই স্নিগ্ধ জলে;
আমার হৃদয় ভিজিয়ে যাবে।
কখনো কখনো চোখ ভিজিয়ে দিও
আপত্তি নেই তাতে।
এ হৃদয় যে তোমাতে সতেজ রবে!

কি?
হবে আমার জীবন মেঘ?
কোমল স্নিগ্ধ শীতল জলের পরশ?

ভালোবাসি,
বড় বেশি ভালোবাসি।

Confession No: 003From : পরিচিত কেউ একজনTo: আমার ভালোবাসার আরিফপ্রিয়, কিভাবে শুরু করবো কিছুই বুঝতে পারছি না! জীবনে প্রথ...
11/06/2024

Confession No: 003
From : পরিচিত কেউ একজন
To: আমার ভালোবাসার আরিফ

প্রিয়,

কিভাবে শুরু করবো কিছুই বুঝতে পারছি না! জীবনে প্রথম কাউকে নিয়ে লিখছি এভাবে!! তোমার ওই লাল রঙের বাইক নিয়ে জোরে টান দেওয়া আমাকে বার বার তোমার প্রতি অকৃষ্ট করে। পাঞ্জাবিতে যখন তোমাকে দেখি তখন আমি পাগল প্রায় হয়ে যাই। একটা মানুষ যে এতটা মায়াবী হতে পারে এটা তোমাকে না দেখলে বিশ্বাসের অতীত থেকে যেত। পৃথিবীর কোনো কিছু দিয়ে তোমার সৌন্দর্যকে সংজ্ঞায়িত করা যাবে না! তুমি‌ হলে অসংজ্ঞায়িত সৌন্দর্যের আঁধার। তোমাকে নিয়ে এভাবে লিখতে থাকলে মহাকাব্য লিখা যাবে। তুমি আমার কাছে পূর্ণিমার চাঁদের মতো, যাকে দূর সুন্দর লাগলেও ছুঁতে পারবোনা কখনোই। তোমাকে অনেক দিন ধরে দেখে আসতেছি কিন্তু নিজের অনুভূতি তুলে ধরতে পারিনি কখনোই আর সেই জন্যই confession টা লিখা!! মনের অজান্তেই তোমার প্রতি একটা অনুভূতি চলে এসেছে কিন্তু সেটা কখনো সেই ভাবে প্রকাশ করতে পারি নি! যাই হোক যেটা বলতে আসছিলাম তোমাকে আমার ভালো লাগে!! আজকে নিজের অনুভূতিগুলো প্রকাশ না আর থাকতে পারলাম না। শুধু এটাই বলতে চাই ভীষণ ভালো লাগে তোমাকে প্রিয় তোমার ওই হাসি আমাকে বার বার খুন করে 💖

Confession No: 002From:_______To: লাবন্যতোমার প্রতি সমুদ্রের স্রোতের মতো ভালোবাসা নিয়ে আজ এই চিঠিতে আমার ভালোবাসার কিছুট...
09/06/2024

Confession No: 002

From:_______
To: লাবন্য

তোমার প্রতি সমুদ্রের স্রোতের মতো ভালোবাসা নিয়ে আজ এই চিঠিতে আমার ভালোবাসার কিছুটা তুলে ধরলাম। আমার ভালোবাসা ও ঠিক সমুদ্রের স্রোতের মতো যার শুরু আছে কিন্তু শেষ নেই। আমি যেদিন তোমাকে প্রথম দেখি তখন একটা কথা কানে বাজ ছিলো " প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ।" পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? যখন আমি তোমার সাথে কথা বলতে চাই কিন্তু তুমি বলো না, যখন আমি চোখ বন্ধ করে অনুভব করি তুমি আমার আশেপাশেই আছো কিন্তু না চোখ খোলে দেখি তুমি কোথাও নেই। তোমার প্রতিটি লেখার মধ্যে নিজেকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। গল্পের একটা চরিত্রে তোমাকে আরেকটায় নিজেকে বসাই আর ভাবি আহা কি চমৎকার জুটি আমাদের। তোমার চোখে তাকিয়ে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই। সারা জীবন থাকবে কি আমার পাশে? না-কি খালি হাতে ফিরিয়ে দিবে নাকি ভালোবেসে হাতটা আঁকড়ে ধরবে?....

অপরিচিত প্রেমিক

04/06/2024

োস্ট

বিঃ দ্রঃ যারা Confession দিতে চান ইনবক্সে করবেন

🚦আমাদের পেইজের মাধ্যমে যারা ক্রাশকে জানিয়ে কনফেস লিখতে চান,তারা ক্রাশের নাম,বিভাগ,সেশন তারপর মনের কথাগুলো ইনবক্সে পাঠিয়ে দিন।
(বি.দ্র. পরিচয় গোপন রাখা হবে।) 💏

🚩 ফ্যানদের উদ্দেশ্যে কিছু #সতর্কবানীঃ

⚠আমাদের এডমিন'রা নিজেরা কনফেস বানিয়ে পোষ্ট করে না। ইনবক্সে যারা কনফেস পাঠায় তাদের মধ্যে থেকে বাছাই করে কনফেস হুবহু কপি করে পেইজে পোষ্ট করা হয়।

🚩যেসব কনফেস পোষ্ট অগ্রহনযোগ্যঃ

⚠ফেক আইডি বা ছেলে আইডি থেকে ছেলেকে,বা মেয়ে আইডি থেকে মেয়েকে নিয়ে কনফেস অগ্রহনযোগ্য হিসেবে গন্য হবে।
বেশি বেশি ক্রাশ খান,মন ফ্রেস রাখুন।

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confession Miapur Hazi Jasimuddin high school & College. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category