Bonnar Pachmishali Vlog

Bonnar Pachmishali Vlog Assalamu alaikum
I am Bonna from Pabna.I am a homemaker and a mother of a three beautiful daughter.
(2)

31/08/2025

ভালবাসার মানুষগুলো ফেলে চলে আসলাম (চট্টগ্রাম-ঢাকা)..চট্টলা এক্সপ্রেসে ফালতু এক্সপেরিয়েন্স 😒 #চট্টগ্রাম #ঢাকা #যাত্রা

30/08/2025

আলহামদুলিল্লাহ হাজার বিপদের পরেও পরিবার নিয়ে একসঙ্গে ভালো আছি আর কি চাই #জমছেখাওয়াদাওয়া #বাংলাদেশ

28/08/2025

ভাই যদি বাবার মত যত্নশীল হয় তবে সেই মেয়েটা আসলেও অনেক সৌভাগ্যবান..আলহামদুলিল্লাহ আমি তাদের মধ্যে একজন #ভাইবোন #বন্ধন

27/08/2025

চট্টগ্রামে এসে প্রথম রূপচাঁদা মাছ রান্না করলাম.. #রূপচাঁদা #মাছ

31/07/2025

গ্রিল সস রেসিপি 🤤 #গ্রিলসস #রেসিপি #গ্রিলসসরেসিপি

আমার দাদা ও ছোটভাইজান.. আলহামদুলিল্লাহ আমার বড় দুটি ভাই আছে.. ভবিষ্যৎ এ আমাদের সম্পর্ক কেমন থাকবে জানিনা.. তবে আলহামদুল...
28/07/2025

আমার দাদা ও ছোটভাইজান.. আলহামদুলিল্লাহ আমার বড় দুটি ভাই আছে.. ভবিষ্যৎ এ আমাদের সম্পর্ক কেমন থাকবে জানিনা.. তবে আলহামদুলিল্লাহ আমার বড় দুই ভাই আমার অতীত এবং বর্তমানে আমাকে অনেক সুন্দর করে আগলে রেখেছে.. এটা আমার সৌভাগ্য যে আমি ওদের ছোট বোন.. সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ওদের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে ❤️

প্রত্যেকটা মেয়ের জীবনেই যদি এমন একটি বড় ভাই থাকে তাহলে সেই মেয়ের জীবনটা অনেকটাই সহজ হয়ে যায়.. যখনই কষ্ট এবং দুশ্চিন্...
27/07/2025

প্রত্যেকটা মেয়ের জীবনেই যদি এমন একটি বড় ভাই থাকে তাহলে সেই মেয়ের জীবনটা অনেকটাই সহজ হয়ে যায়.. যখনই কষ্ট এবং দুশ্চিন্তায় বুক ভারাক্রান্ত হয়ে আসে তখনই আমার ছোট ভাইজানের দেওয়া এই মেসেজটি পড়ি..
চোখে ছলছল পানি এবং মুখের এক কোণে মুচকি হাসি... নিজের মনকে সান্ত্বনা দেই আর নিজেই নিজেকে বলি " বন্যা তোমাকে ভালোবাসার অনেক মানুষ আছে".. তোমাকে নিয়ে চিন্তা করার অনেক মানুষ আছে.. তুমি বিপদে পড়লে তোমাকে হাত ধরে উপরে টেনে তোলার অনেক মানুষ আছে.. তুমি হার মেননা.. আর মাত্র কয়দিন.."

আমি চাইনা কারো সাহায্যে চলতে.. আমি চাইনা কারো দানে চলতে.. আমি চাই আমার পরিবার যেন স্বনির্ভরশীল হয়.. তবুও আমার ভাইয়ের এই মেসেজটি আমার অন্তরটা অনেক অনেক শিতল করে দেয়.. অন্যরকম একটা শক্তি অনুভব করি.. বাবা হারা মেয়েরা যদি একটুখানি ভাইয়ের এমন ভালোবাসা এবং সাপোর্ট পায় তখন সে মেয়েটি অনেক শক্তিশালী হয়ে ওঠে.. নিজেকে আর একা এবং অসহায় মনে হয় না.. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাথার উপর আমার স্বামী এবং ভাই আছে..

এখন যখন আমি দুঃসময়ে আছি কিছু মানুষ আমাকে উপকারের বদলে খোটায় বেশি দিয়ে থাকে..তারা ন্যূনতম সান্ত্বনা দেওয়ার জন্য মিষ্টি করে দুইটা কথাও বলতে পারে না অথচ কিছু কথা এতটা আঘাত দিয়ে বলে যে কোনভাবেই ভুলতে পারিনা..

তারা বলে আমার পেছনে চিকিৎসার জন্য অনেক টাকা খরচ করেছে তাই আমার স্বামী আজ নিঃস্ব.. আমার শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে অনেক টাকা নষ্ট করেছে তাই আমার স্বামী আজ নিঃস্ব.. ঘুরে ঘুরে টাকা পয়সা শেষ করেছি, ফুটানির জন্য পথে বসেছি ইত্যাদি ইত্যাদি.. অথচ আমার সেই ভালো দিনগুলোতে শুধু আমি একা ভালো ছিলাম না তাদেরকেও আমার পাশে রেখেছিলাম.. কিন্তু আমার দুঃসময় তাদেরকে কখনো কাছে পায়নি উল্টো তাদের কাটাযুক্ত কথাগুলো আমাকে আরো বিধ্বস্ত করে দিয়েছে.. আমার ভালো কাজগুলো তারা ভুলে গিয়েছে এজন্য তাদের করা ভালো কাজ গুলাও আমি মনে রাখতে চাই না..

আমি শুধুমাত্র তাদেরকেই মনে রাখতে চাই, যারা কিনা আমার জীবনের কঠিন সময় ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়ে থেকেছে..যারা কি না আমার কাটা ঘায়ে কখনো নুন ছিটাই নি.. আমার এবং আমার পরিবারের পেছনে সবকিছু উৎসর্গ করেছে একদম নিঃস্বার্থভাবে.. আমি কখনোই ভুলতে পারবো না কোনদিনও না ইনশাল্লাহ

জীবনের এই কঠিন সময় এত এটুকু বুঝতে পেরেছি যারা আপনার সত্যিকারের উপকার করবে তারা কখনোই খোটা বা তুচ্ছ তাচ্ছিল্য করবে না.. আপনার মনেবল হয়ে সব সময় আপনার পাশে থাকবে.. আর যারা উপকার করবে না, তারা সব থেকে বেশি তাচ্ছিল্য, অহেতুক উপদেশ এবং কষ্ট দিবে..আর আমি তাদের কেউ কখনো ভুলবো না ইনশাল্লাহ এবং এ সকল মানুষদের থেকে নিজের দূরত্ব একদম বাড়িয়ে নিচ্ছি.. #বড়ভাই #ভাইবোন

আজকের রাত বুঝি শেষ হবে নাহ্
21/07/2025

আজকের রাত বুঝি শেষ হবে নাহ্

21/07/2025

#যাদের মনে প্রশ্ন কেন ঘনবসতিতেই প্রশিক্ষণ নিতে হয় বিমানবিহীনির তাদের জন্য এটা

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট।

তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন।

কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান রক্ষার জন্য।

তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

লেখা- Shafin Rahman

#

21/07/2025

বাচ্চাগুলা এবং তাদের বাবা-মায়ের কষ্ট দেখে চোখের পানি আর ধরে রাখতে পারছি না.. আল্লাহ তুমি সহায় হও

ছোট্ট আমি...আম্মা আব্বু বলতো শেষ বয়সে আল্লাহ খেলার পুতুল দিয়েছে 🫣আলহামদুলিল্লাহ আসলেও তাদের শখের মেয়ে ছিলাম আমি
15/07/2025

ছোট্ট আমি...আম্মা আব্বু বলতো শেষ বয়সে আল্লাহ খেলার পুতুল দিয়েছে 🫣আলহামদুলিল্লাহ আসলেও তাদের শখের মেয়ে ছিলাম আমি

Address

Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bonnar Pachmishali Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share