05/10/2025
রাত ৩টা বাজে।
সবাই ঘুমাচ্ছে। কিন্তু একটা ঘরে আলো জ্বলছে।
একজন মা বা বাবা – হাতে ছোট্ট একটা বাচ্চা, ঘুম পাড়াচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা।
শরীর ক্লান্ত, চোখে ঘুম, কিন্তু হাত থেমে নেই… বুকের সঙ্গে ধরে দোল খাওয়াচ্ছেন।
কেউ দেখছে না, কেউ বাহবা দিচ্ছে না।
এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা রোজকার বাস্তব।
অনেকে বলে –
“ঘরে বসে কি আর কষ্ট?”
“শুধু তো ঘুম পাড়াচ্ছো…”
কিন্তু তারা জানে না—
এই ‘শুধু ঘুম পাড়ানো’র ভেতরে লুকিয়ে থাকে:
সারাদিনের না বলা কষ্ট
সন্তানকে সুস্থ রাখার চেষ্টা
নিজের ঘুম বিসর্জন দিয়ে ছোট মানুষটার নিরাপত্তা নিশ্চিত করা
ভবিষ্যতের এক সম্ভাবনাকে বুক দিয়ে আগলে রাখা
আর সবচেয়ে বড় কথা –
এই ঘুম পাড়ানো মানে হচ্ছে,
একজন মানুষকে পৃথিবীর জন্য প্রস্তুত করে তোলা। ゚viralシfypシ゚viralシalシ