Nahar Husain

Nahar Husain Assalamu alaikum everyone.....

17/07/2025

আলহামদুলিল্লাহ শুভ সকাল

বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম,সবই একদিন ফিরে আসবে। শুধু বাচ্চার শৈশবটা আর ফিরে আসবে না, সকাল সকাল তার...
13/07/2025

বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম,সবই একদিন ফিরে আসবে। শুধু বাচ্চার শৈশবটা আর ফিরে আসবে না, সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড় গুলো আর সযত্নে ধুতে হবে না। তার জন্য শখ করে আর খেলনা কিনতে হবে না, জিদ করে দাঁত হীন মাড়ি দিয়ে কামড় দিতে চাইবে না, দুই হাত মুঠ করে আমার চুল ছিড়বে না, তার জন্য আলাদা খাবারের পেরেশানি টা আর থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুলো গোছানোর কাজ আর পাবো না। এই হাতে,তাকে আর গোসল করিয়ে দিতে হবে না, খালি বুকটায় তাকে জড়িয়ে ধরে আর ঘুম হবে না। কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যাথাটাও শেষ হয়ে যাবে। কাঁটা ছেড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে প্রথমবার তাকে জড়িয়ে ধরেছিলাম, সেই দিন ও গত হয়ে যাবে। এই ভাবে কত শত দিন, কাল,মাস, বছর পেরিয়ে যাবে। আমার কোল ছেড়ে দিয়ে নিজের সংগ্রাম করে বাঁচা শুরু করবে, এ মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না, সেই তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে। সেই শৈশব তার স্মৃতিতে থাকবে না, তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে৷......(নাহার হোসাইন) ゚ #

এমন যদি সম্ভব হতো যে এতসব ব্যস্ততা ঝামেলা ছেড়ে কিছুদিনের জন্য হারিয়ে যাবো কোথাও । যেখানে ফোনে কোনো নোটিফিকেশন আসবে না ...
08/07/2025

এমন যদি সম্ভব হতো যে এতসব ব্যস্ততা ঝামেলা ছেড়ে কিছুদিনের জন্য হারিয়ে যাবো কোথাও । যেখানে ফোনে কোনো নোটিফিকেশন আসবে না , কল আসবে না ,অ্যালার্মে ঘুম থেকে ওঠা লাগবে না , থাকবেনা এত ঝলমলে আলো, এত ট্রাফিক । থাকবো শুধু আমি , একটু আবছায়া আলো হোক তা চাঁদের বা পড়ন্ত সূর্যের, থাকবে খোলা বিস্তৃত আকাশ, সবুজ জমিন আর আকাশ ভাঙা বৃষ্টি মাঝে মাঝে ।এমন দুনিয়ায় কোনো এক ছোট্ট কুটিরে বিশাল জানালার পাশে নরম বিছানায় আধশোয়া হয়ে "আরণ্যক" এ চোখ বুলাবো । বাইরে তখন অন্ধকার জমে মেঘ করে বৃষ্টি হবো হবো করছে ।
゚ ゚ #শান্তি ゚viralシ

যখন ভাই বোন কথা বলে তখন কি হয় জানেন......  যখন ভাই বোন কথা বলে তখন ফেরেশতারা সময়কে থামিয়ে দেয়। কারণ দুনিয়ার পরে আর কখনো ...
08/07/2025

যখন ভাই বোন কথা বলে তখন কি হয় জানেন...... যখন ভাই বোন কথা বলে তখন ফেরেশতারা সময়কে থামিয়ে দেয়। কারণ দুনিয়ার পরে আর কখনো তারা মিলিত হবে না। কথা টা শুনার পর বুকটা কষ্টে ভরে যাচ্ছে।😥😥

❤️"বাবা " নামটা শুধু একটা শব্দ না, পুরো একটা পৃথিবী... ছোট বেলায় বুঝিনি... যে মানুষটা সারাদিন কষ্ট করে ফিরত ঘরে, তার হাস...
05/07/2025

❤️"বাবা " নামটা শুধু একটা শব্দ না, পুরো একটা পৃথিবী... ছোট বেলায় বুঝিনি... যে মানুষটা সারাদিন কষ্ট করে ফিরত ঘরে, তার হাসির আড়ালে লুকিয়ে ছিল হাজারটা কষ্ট.... বুঝিনি নতুন জামা আমার হলে, পুরোনো জামাটা আবারও বাবার হতো। বুঝিনি..... পকেট খালি থাকলেও, সন্তানের খুশির জন্য হাসি মুখে টাকা জোগাড় করতেন বাবা। আজ যখন বড় হয়েছি, তখন বুঝি.... "বাবা " মানে নিজের সব চাওয়া বিসর্জন দিয়ে, সন্তানের জন্য বেঁচে থাকা একটা মানুষ। " বাবা" সে তো সবার চোখে কঠিন, তাই তাঁর কষ্ট গুলো কারোর চোখে পড়ে না। আজ যাদের বাবা আছে পাশে আছে, সময় দিন। আর যারা হাড়িয়ে ফেলছেন.... দোয়া করুন, আল্লাহ যেন তাঁকে জান্নাতের সবোর্চ্চ স্থান দান করেন। (আমিন) যদি কারোর বাবার কথা মনে পড়ে, তাহলে কমেন্টে " আলহামদুলিল্লাহ " লিখুন,,।

03/07/2025

কিডনি দিয়ে ও পুরুষ কে আটকানো যাচ্ছে না..?তাহলে পুরুষকে আটকাবো কেমন করে.....??

দুঃখ পেলে অনেক কিছু বলা যায় না- শুধু চুপ করে থাকতে হয়। ★–কারণ কষ্টের কথা সবাই বোঝে না....কেউ শুনতে চাই না,কেউ বুঝে-ও না ...
03/07/2025

দুঃখ পেলে অনেক কিছু বলা যায় না- শুধু চুপ করে থাকতে হয়। ★–কারণ কষ্টের কথা সবাই বোঝে না....কেউ শুনতে চাই না,কেউ বুঝে-ও না বুঝার ভান করে থাকে।★দুঃখ পেলে কেউ কান্না করে -আর কেউ হাসি মুখে কষ্ট টা লুকিয়ে রাখে।★দুঃখ পেলে চেনা মানুষই বেশি অচেনা হয়ে যায়....... ★আর অচেনা কিছু স্মৃতি, সবচেয়ে আপন হয়ে ওঠে। ★ সবকিছু ঠিক হয়ে যাবে, এই আশা নিয়েই মানুষ সব ভুলে এগিয়ে যায়....... ★কিন্তু মনে মনে একটা প্রশ্ন থেকে যায় –আমি কি ভুল ছিলাম, না বেশি বিশ্বাস করেছিলাম।

ননদ ও বোন-সম্পর্কের দুই রঙ,ভালোবাসায় একসঙ্গে গাঁথা। জন্ম সূত্রে পাওয়া বোন -জীবনের প্রথম বন্ধুটি।আর বিয়ের পর পাওয়া ননদ-সে...
01/07/2025

ননদ ও বোন-সম্পর্কের দুই রঙ,ভালোবাসায় একসঙ্গে গাঁথা। জন্ম সূত্রে পাওয়া বোন -জীবনের প্রথম বন্ধুটি।আর বিয়ের পর পাওয়া ননদ-সেই বন্ধুটার নতুন রঙ।★বোন সুখ -দুঃখের গল্পের সবচেয়ে নির্ভর যোগ্য শ্রোতা।★ননদ নতুন সংসারে আপন ছায়ার মতো আশ্রয়। ★ একজন শেখায় ভালোবাসা কীভাবে ভাগ করতে হয়!★আর অন্যজন শেখায় নতুন সম্পর্কের ভালোবাসা কীভাবে গড়ে তুলতে হয়,"রক্তের বন্ধন যেমন গভীর,সম্পর্কের বন্ধন তেমনই শক্তিশালী,যদি থাকে ভালোবাসা, সম্মান আর একটু বোঝা পড়া"★ননদ হোক বা বোন- তারা দুজনেই জীবন যাত্রার এক অনন্য উপহার, তাদের সঙ্গে কাটানো মুহূর্ত গুলোই হয়ে ওঠে জীবন শ্রেষ্ট স্মৃতি।

27/06/2025

এটাই কোন জায়গায় কেউ বলতে পারবেন....?

26/06/2025

একদিন সবাই দূর হয়ে যাবে... কেউ থাকবে না পাশে,কেউ আর মেসেজ করবে না,তবুও কিছু মুহূর্ত মনে পড়বে খুব! যারা সত্যি কারের ভালোবাসে,তারা ভুলে যায় না,তারা কেবল চুপ হয়ে যায় 💔

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahar Husain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share