12/10/2025
সোমবার থেকে কর্ম বিরতিতে যাচ্ছেন সুজানগর উপজেলার এমপিও ভুক্ত সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা।
এম এ আলিম রিপন,সুজানগর: মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনার সুজানগর উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল,কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও সোমবার ১৩ই অক্টোবর থেকে শুরু করতে যাচ্ছেন কর্ম বিরতি ।
সুজানগর উপজেলায় কর্মসূচি সফল করতে এ উপলক্ষে রবিবার রাতে সুজানগর মহিলা ডিগ্রী কলেজে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’–এর ব্যানারে এক সভা অনুষ্ঠিত হয় । এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সুজানগর উপজেলা শাখার আহবায়ক নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সুজানগর উপজেলা শাখার সদস্য সচিব সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জহুর আহমেদ সরকার নিক্সন, সহকারী অধ্যাপক রেজাউল করিম, সহকারী অধ্যাপক এবিএম মতিয়ার রহমান, সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাহাব উদ্দিন, সেলিম আহমেদ, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আরশেদ আলম, বোনকোলা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক অলিউর রহমান ঝন্টু , সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের প্রভাষক রাশেদ খান, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের প্রভাষক মামুনুর রশিদ, অন্যান্য শিক্ষক কর্মচারীর মধ্যে প্রভাষক জাহাঙ্গীর হোসেন, মোশাররফ হোসেন, তাজমল হক, জামিলুর রহমান, ইস্কান্দার আলী প্রমূখ। সভায় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থামাবেন না। তাঁদের অন্য দুটি দাবি হলো শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।