ATV Sujanagar

ATV Sujanagar সত্য প্রকাশে অবিচল

23/10/2025

গণতন্ত্র পুনরুদ্ধার ও ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে পাবনার ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিম সাজ্জাদের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা।

সুজানগরের নাজিরগঞ্জ পদ্মা নদীর চর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।এম এ আলিম রিপন, সুজানগর : পাবনা জেলার সুজানগর উপজেলার ...
22/10/2025

সুজানগরের নাজিরগঞ্জ পদ্মা নদীর চর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।
এম এ আলিম রিপন, সুজানগর : পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের পদ্মা নদীর চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে পাংশা থানার সীমান্তবর্তী ও সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের পদ্মা নদীর চরে পড়ে থাকা অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে যে ওই ব্যক্তিকে হত্যার পর চরে নিয়ে গিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। । তবে এখনও নিহত ব্যক্তির পরিচয় মেলেনি।
এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তিটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় মেলেনি। অনুসন্ধানের জন্য বিভিন্ন থানায় এ মর্মে তথ্য পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার জেলা মর্গে পাঠানো হবে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

20/10/2025

পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের জান্নাতুল বাকী কবরস্থানের গাছ কাটার বিষয়ে সোমবার সংবাদ সম্মেলন করে যা বললেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও দুলাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান মাস্টার। সংবাদ সম্মেলনে সুজানগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এস এম রাসেল উপস্থিত ছিলেন।

20/10/2025

সুজানগর পৌর বাজারে চুরিসহ অন্যান্য অপরাধ রোধে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পাবনা পুলিশ সুপার।

18/10/2025

সুজানগরে এক প্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

18/10/2025

সুজানগরে বিএনপির প্রভাব খাটিয়ে কবরস্থানের গাছ বিক্রি করে সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ।

13/10/2025

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সুজানগর উপজেলা শাখার নতুন কমিটি গঠন।
এম এ আলিম রিপন,সুজানগর: এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সুজানগর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠন উপলক্ষে সোমবার সুজানগর মহিলা ডিগ্রী কলেজে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেনকে আহ্বায়ক করে এবং উপজেলার সকল এমপিও ভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপারকে সদস্য করে নতুন এ কমিটি গঠন করা হয়। সভায় সুজানগর উপজেলার বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনার সুজানগর উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল,কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও সোমবার ১৩ই অক্টোবর থেকে শুরু করেছেন কর্ম বিরতি ।
সভায় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থামাবেন না। তাঁদের অন্য দুটি দাবি হলো শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

13/10/2025

ধানের শেষে ভোট চেয়ে পাবনা-২ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আজম আলী বিশ্বাসের নির্বাচনী সভা অনুষ্ঠিত।

13/10/2025
সুজানগর পৌরসভায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন।এম.এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগর পৌরসভায় টাইফয়েড কনজুগেট ভ্যাকস...
12/10/2025

সুজানগর পৌরসভায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন।
এম.এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগর পৌরসভায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

সুজানগর পৌর এলাকায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ১২ অক্টোবর থেকে শুরু হয়ে এ টিকাদান কর্মসূচি আগামী চার সপ্তাহ অব্যাহত থাকবে।

রবিবার সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাইফুর আজিজ খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক, পৌর সচিব(ভারপ্রাপ্ত)হেদায়েতুল হক,পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়ালিউল্লাহ বিশ্বাস, পৌরসভার স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম, কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করার বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে যে, আজকের সুস্থ শিশু মানেই আগামীর সুস্থ প্রজন্ম ও ভবিষ্যতের দক্ষ নাগরিক। শিশুদের লেখাপড়া-খেলাধুলায় সফল হওয়ার জন্য সুস্থতার বিকল্প নেই। যে সকল শিশু ইতোমধ্যে টিকা পেতে রেজিস্ট্রেশন করেছে তাদের সঠিকভাবে টিকা দিতে হবে।

একইসাথে, রেজিস্ট্রেশন না করা শিশুদেরকেও রেজিস্ট্রেশন করিয়ে টিকার আওতায় আনতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টাইফয়েড টিকার উল্লেখযোগ্য কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই এবং টিকাটি হালাল সনদপ্রাপ্ত।
সুজানগর পৌরসভার স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম জানান, সুজানগর পৌর এলাকায় এক লাখ ১০ হাজার একশত ৯৯ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। টিকা ক্যাম্পেইনের আওতায় পৌর এলাকায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১৮ কমিউনিটি কেন্দ্রে টাইফয়েড টিকা দেয়া হবে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে নিয়মিত এবং স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে । পৌর এলাকার আওতায় টিকা ক্যাম্পেইনে ১৮ জন টিকাদানকারী, ২৭জন স্বেচ্ছাসেবী ও ৯ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

12/10/2025

সোমবার থেকে কর্ম বিরতিতে যাচ্ছেন সুজানগর উপজেলার এমপিও ভুক্ত সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা।
এম এ আলিম রিপন,সুজানগর: মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনার সুজানগর উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল,কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও সোমবার ১৩ই অক্টোবর থেকে শুরু করতে যাচ্ছেন কর্ম বিরতি ।
সুজানগর উপজেলায় কর্মসূচি সফল করতে এ উপলক্ষে রবিবার রাতে সুজানগর মহিলা ডিগ্রী কলেজে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’–এর ব্যানারে এক সভা অনুষ্ঠিত হয় । এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সুজানগর উপজেলা শাখার আহবায়ক নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সুজানগর উপজেলা শাখার সদস্য সচিব সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জহুর আহমেদ সরকার নিক্সন, সহকারী অধ্যাপক রেজাউল করিম, সহকারী অধ্যাপক এবিএম মতিয়ার রহমান, সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাহাব উদ্দিন, সেলিম আহমেদ, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আরশেদ আলম, বোনকোলা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক অলিউর রহমান ঝন্টু , সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের প্রভাষক রাশেদ খান, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের প্রভাষক মামুনুর রশিদ, অন্যান্য শিক্ষক কর্মচারীর মধ্যে প্রভাষক জাহাঙ্গীর হোসেন, মোশাররফ হোসেন, তাজমল হক, জামিলুর রহমান, ইস্কান্দার আলী প্রমূখ। সভায় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থামাবেন না। তাঁদের অন্য দুটি দাবি হলো শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

Address

Sujanagar
Pabna
6660

Alerts

Be the first to know and let us send you an email when ATV Sujanagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share