09/08/2025
আমাদের বাড়ির পেছনে আগে প্রচুর ঝোপঝাড় ছিলো, একদম পুরোই জঙ্গল টাইপ ব্যাপার স্যাপার। এখন যে একদম পরিষ্কার তাও নয়, তবে তুলনামূলক কম এই আরকি। তো ছোট বেলায় যখন খেলনা হাঁড়ি পাতিল নিয়ে খেলা করতাম। আমাদের খেলাঘরের রান্নাপাতির বাজার করার জন্য সেই জঙ্গলে যেতাম বাজার করতে। হরেকরকমের ঘাস, পাতা, বুনো ফুল আরো বিভিন্ন গাছ গাছালি দিয়ে বাজারের ব্যাগ ভর্তি করে ফেলতাম।😆 সে অনেক টাকাপয়সার কারবার।
যাইহোক একদিন বাজার করতে গিয়ে বাজারে এক অদ্ভুত প্রাণী আবিষ্কার করি। নাম তার শামুক। শামুকের ভেতর যে প্রাণও থাকে তা আমার জানা ছিলো না। অবাক চোখে দেখলাম দুইটা শুর ধীরগতিতে নাড়িয়ে নাড়িয়ে এগিয়ে চলেছে। কি অদ্ভুত। ভালোমতো দেখার জন্য যেইমাত্র পা দিয়ে একটু টোকা দিলাম। ওমাহ একি অবাককান্ড! লেজ মাথা সব গুটিয়ে খোলসের ভিতর ঢুকে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর চারপাশ যখন পুরোপুরি শান্ত হয়ে গেল তখন দেখি ধীরে ধীরে তার মাথা বের করে পুনরায় চলা শুরু করলো। আমিও চলতে দেখে লাফ দিয়ে আবার যেই সামনে গেলাম আবারও খোলসের মধ্যে ঢুকে গেল। বড়ই আজব!
তো আজ হঠাৎ আমার মনে হলো সেই শামুকের সাথে বর্তমানে আমার বৈশিষ্ট্য মিলে যায়। আমিও এখন শামুক হয়ে গেছি আশেপাশে কারো কোনো উপস্থিতি টের পেলেই আমার আমিটাকে যেন এক অদৃশ্য খোলসের মধ্যে আটকে ফেলি। তারপর যখন আবার নিজেকে একাকি নিরিবিলিতে আবিষ্কার করি তখন আবার নিজেকে সেই নিরবিলি পরিবেশে মেলে ধরি।
সুতরাং কিছু কিছু মানুষ মূলত শামুক।😅