DestiŇation

DestiŇation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DestiŇation, Digital creator, Pabna.

09/08/2025

আমাদের বাড়ির পেছনে আগে প্রচুর ঝোপঝাড় ছিলো, একদম পুরোই জঙ্গল টাইপ ব্যাপার স্যাপার। এখন যে একদম পরিষ্কার তাও নয়, তবে তুলনামূলক কম এই আরকি। তো ছোট বেলায় যখন খেলনা হাঁড়ি পাতিল নিয়ে খেলা করতাম। আমাদের খেলাঘরের রান্নাপাতির বাজার করার জন্য সেই জঙ্গলে যেতাম বাজার করতে। হরেকরকমের ঘাস, পাতা, বুনো ফুল আরো বিভিন্ন গাছ গাছালি দিয়ে বাজারের ব্যাগ ভর্তি করে ফেলতাম।😆 সে অনেক টাকাপয়সার কারবার।
যাইহোক একদিন বাজার করতে গিয়ে বাজারে এক অদ্ভুত প্রাণী আবিষ্কার করি। নাম তার শামুক। শামুকের ভেতর যে প্রাণও থাকে তা আমার জানা ছিলো না। অবাক চোখে দেখলাম দুইটা শুর ধীরগতিতে নাড়িয়ে নাড়িয়ে এগিয়ে চলেছে। কি অদ্ভুত। ভালোমতো দেখার জন্য যেইমাত্র পা দিয়ে একটু টোকা দিলাম। ওমাহ একি অবাককান্ড! লেজ মাথা সব গুটিয়ে খোলসের ভিতর ঢুকে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর চারপাশ যখন পুরোপুরি শান্ত হয়ে গেল তখন দেখি ধীরে ধীরে তার মাথা বের করে পুনরায় চলা শুরু করলো। আমিও চলতে দেখে লাফ দিয়ে আবার যেই সামনে গেলাম আবারও খোলসের মধ্যে ঢুকে গেল। বড়ই আজব!

তো আজ হঠাৎ আমার মনে হলো সেই শামুকের সাথে বর্তমানে আমার বৈশিষ্ট্য মিলে যায়। আমিও এখন শামুক হয়ে গেছি আশেপাশে কারো কোনো উপস্থিতি টের পেলেই আমার আমিটাকে যেন এক অদৃশ্য খোলসের মধ্যে আটকে ফেলি। তারপর যখন আবার নিজেকে একাকি নিরিবিলিতে আবিষ্কার করি তখন আবার নিজেকে সেই নিরবিলি পরিবেশে মেলে ধরি।

সুতরাং কিছু কিছু মানুষ মূলত শামুক।😅

21/07/2025

ইন্না-লিল্লাহ!
উত্তরায় এক স্কুলের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ।
আল্লাহ সকলকে হেফাজত করুন।

13/07/2025



সে যে আমার হবে এই ব্যাপারটা অসম্ভব

সে যে আমার না, এটা মানতে পারাও অসম্ভব।

27/05/2025

With Islamic Online Madrasah - IOM – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉

25/05/2025

জন্মের পর থেকে একরকম জীবনধারা মেনে বড় হইছি। জীবন! চলছিলো জীবনের মতোই। কিন্তু অনেক বড় একটা সময় পার করার পর মনে হলো, আরে- আমি কে? আমি কোন পথে চলছি, কেনই বা চলছি, আমার উদ্দেশ্য কি?
মাঝের একাডেমিক ডাউনফল আর সেই অপরাধবোধে নিজেই নিজেকে একাকিত্বের চাদরে জড়িয়ে নিয়েছিলাম। নিঃসঙ্গতা আর অবাস্তব কল্পনায় ডুবে থাকতে থাকতেই হয়তো কোনো এক সময় এমন হাজারো হিজিবিজি প্রশ্ন মাথার মধ্যে আসা শুরু হয়েছিল। আল্লাহ ভালো জানেন।
সেই সময় আমি দিশাহারা-উদভ্রান্ত পথিকের মতো যেন শুধু আমার কল্পনার এক গলি থেকে অন্য গলিতে ঘুরে বেড়াতাম আর কানের কাছে কেউ যেন অনবরত এলার্ম বাজাতো; যে এলার্মের রিংটোন ছিলো—উদ্দেশ্যহীন আর কতদিন? 😄

From the River to the Sea Palestine Will be Free...🇯🇴
12/04/2025

From the River to the Sea
Palestine Will be Free...
🇯🇴

01/04/2025

Ma sha Allah

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when DestiŇation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share