26/10/2025
জমে উঠেছে উদ্যোক্তা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ দর্শক
স্টাফ রিপোর্টার : অনলাইন প্লাটফর্ম অল ইন ওয়ানের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান তাদের চতুর্থ উদ্যোক্তা মেলা জমে উঠেছে। স্বাধীনতা চত্বরের কানায় কানায় জমজমাট উপস্থিতি নানা বয়সী নারী পুরুষের। বিশেষ করে তরুনী ও যুবতীদের ঢল যেনো মেলা মাঠ চত্বরে। প্রতিদিনের বিকাল এবং সন্ধ্যাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা তাদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে মুগ্ধ করছেন দর্শনার্থীদের। ইতোমধ্যেই নৃত্য পরিচালক ও প্রশিক্ষক আফরোজা সুলতানা ঝড়ার নেতৃত্বে নববেশের শিল্পীরা এবং নৃত্য পরিচালক নাঈম আহমেদের পরিচালনায় নৃত্যাঞ্চলের শিল্পীরা শৈল্পিক ভঙ্গিমায় নয়নাভিরাম মুগ্ধকর নৃত্য পরিবেশন করে মুগ্ধ করেন মেলায় আগত দর্শকদের। মেলার সার্বিক তত্বাবধায়ন করছেন অল ইন ওয়ানের চিফ এডমিন নাজনীন খান কেয়া, এডমিন সামারা ইহাম ও এডমিন সিরাজুল ইসলাম। প্লাটফর্মটির আয়োজনে এবারের চতুর্থবারের মেলাতে অংশ নিয়েছেন ৫৩ জন উদ্যোক্তা। এরা হলেন মিম কিচেন এন্ড পেষ্টিশপ (মুর্শিদা মিম), ইলা ফ্যাশান (মারুফা ইয়াসমিন), ক্রেফটিং কর্ণার (এনামুল হাসান), আর আর লেডিস ফ্যাশান (রুমন সুলতানা), সারপ্রাইজ আর্ট (পূজা দেব), এ্যাকুরিয়াম সিটি (মনিরুল ইসলাম পলাশ), নীলাস পেষ্টিশপ এন্ড কিচেন (নিলা ইয়াসমিন লিপি), পিওর ফুড (সুমাইয়া ফেরদৌসী সোনিয়া), ওয়াজিহাস কেক হ্যাভেন (রুহানী সিদ্দীকা), মেহেদী বাই রিমি (জাবিন তাসনিম রিমি), তৃণা পেষ্ট্রি হাউজ (তৃণা কুন্ডু), আকাশ ফুড ভ্যালী (ডা. গোলাম মওলা), টক ঝাল মিষ্টি মোছা. শাবানা পারভীন), পাবনা বেী টয়েজ ((জান্নাতুল পাপিয়া), আড্ডা মটকা চা ঘর (শারমিন আক্তার), বাসনা ফ্যাশান হাউজ (দীপা সরকার), অপর্ণা ট্রেডার্স (অপর্ণা রাণী ঘোষ), ফিহা ক্রাফট (শাপলা খাতুন), মিলি ফ্যাশান হাউজ (মিলি আক্তার), গেট অথেনটিক উইথ জারির জেরিন ইয়াসমিন তনু), মিলি বুটিকস এন্ড ফ্যাশান (শায়লা শবনম মিলি), স্নিগ্ধা কিডস এন্ড গিফচ সুন্নাতি শপ (রাসেল শিকদার), নকশি পিঠার সাজ (সজিব হোসেন), গিফট স্টোরি এন্ড এন্ড ফ্যাশান (ফাতেমা নুসরাত), ঐতিহ্যবাহী খাবার (মাহমুদা আক্তার যুথী), শিল্পাঙ্গন (আকাশুর রহমান নাজমুল), তিয়ানা (মুমতা হেনা), প্রিয়া ফ্যাশান (শারমিন আক্তার প্রিয়া), পূর্ণতা ফ্যাশান হাউজ (জাকিয়া তুল উমাইয়া), পারিজাস ক্রিয়েশন (শর্মিলা ইয়াসমিন রিনি), আমরা নারী আমরাই পারি (শারবান তহুরা), সারা ফুড কর্ণার (মাসুমা আক্তার), স্পার্সি হাউজ (ফাহিম আল মাহমুদ), ঘরোয়া ভোজন (সাবরিনা খাতুন নিশি), দুরন্ত কুরিয়ার (জাহিদুল ইসলাম), আয়াত কিচেন (নিশাত সুলতানা), সোয়াদ এন্টারপ্রাইজ ( অভি ইসলাম), আল্লাহর দান কসমেটিক্স (রিয়েল অভিকন আশিক), সিরাজগঞ্জ আচার ভান্ডার (ফারুক মন্ডল), আদিত্যাস কালেকশন (নাসরিন আক্তার), অপরূপা বিপা (বিপা), টি আর এস (শারমিন সীমা), গ্লোসিয়া (আয়েশা সিদ্দীকা), অলংকারের মায়া (উম্মে আব্দুল্লাহ), আল রেহান পারফিউম (আব্দুর রহমান সুমন), শিলা’স রকমারী রান্না ঘর (মাহবুবুন শীলা), শৈল্প সমীকরন (মোছা. হোসনে আরা)। আয়োজকেরা জানান, দেশের নানা প্রান্ত থেকে উদ্যোক্তারা এখানে অংশ নিয়েছেন। তাদের বিক্রিও হচ্ছে বেশ ভালো। সকলকে মেলা চত্বরে আসার আমন্ত্রণ জানিয়ে তারা জানান, ত্রিশ অক্টোবর এই মেলা শেষ হবে।