দৈনিক ইছামতি

দৈনিক ইছামতি Dainik Ichhamoti is the first Daily Newspaper of Pabna. Founder Publisher & Editor was Shafiur Rahman Founder Publisher & Editor was Mr. Shafiur Rahman Khan.

Dainik Ichhamoti is the first Newspaper of Pabna, Bangladesh. In the year 1991 month of July it published its first copy. Since then it served news for its readers.

26/10/2025

পাবনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

জিয়াউল হক রিপন : পাবনা-ঢাকা মহাসড়কের বাঙ্গাবাড়ীয়া এলাকায় বাঁশবাহী একটি ট্রাক উল্টে গিয়ে একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত হন।

#দৈনিক_ইছামতি #পাবনা ূর্ঘটনা

26/10/2025

‎পাবনায় ট্রাকচাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ নিহত ৩


‎পাবনার সদরের মালবাহী ট্রাকের চাপায় বিদ্যালয়ের তিনজন ছাত্র-ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে।

‎রোববার (২৬ অক্টোবর ) সকাল সাড়ে ৭ টার দিকে সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- পাবনা কলেজিয়েট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানের ড্রাইভার আকরাম হোসেন।

‎জানা গেছে, সকাল সাড়ে ৭ টার দিকে ৮/১০ জন শিক্ষার্থী পাবনা জালালপুর এলাকার ক্যাডেট কলেজিয়েট স্কুল এন্ড কলেজে ভ্যানগাড়ীতে করে যাওয়ার পথে ঢাকা থেকে পাবনাগামী একটি মালবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ভ্যানের ড্রাইভার সহ তিনজন ছাত্র-ছাত্রী নিহত হয়। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুজন পথচারী। স্থানীয়রা মাধপুর হাইওয়ে থানা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

‎মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভ্যানের ড্রাইভার সহ তিনজন নিহত ও দুজন চায়ের দোকানে থাকা ব্যক্তি আহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

26/10/2025

ঢাকা-পাবনা মহাসড়কে ট্রাকের চাপায় স্কুল ছাত্র-ছাত্রীসহ নিহত ৩

জমে উঠেছে উদ্যোক্তা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ দর্শকস্টাফ রিপোর্টার : অনলাইন প্লাটফর্ম অল ইন ওয়ানের আয়োজনে শহরের বী...
26/10/2025

জমে উঠেছে উদ্যোক্তা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ দর্শক

স্টাফ রিপোর্টার : অনলাইন প্লাটফর্ম অল ইন ওয়ানের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান তাদের চতুর্থ উদ্যোক্তা মেলা জমে উঠেছে। স্বাধীনতা চত্বরের কানায় কানায় জমজমাট উপস্থিতি নানা বয়সী নারী পুরুষের। বিশেষ করে তরুনী ও যুবতীদের ঢল যেনো মেলা মাঠ চত্বরে। প্রতিদিনের বিকাল এবং সন্ধ্যাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা তাদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে মুগ্ধ করছেন দর্শনার্থীদের। ইতোমধ্যেই নৃত্য পরিচালক ও প্রশিক্ষক আফরোজা সুলতানা ঝড়ার নেতৃত্বে নববেশের শিল্পীরা এবং নৃত্য পরিচালক নাঈম আহমেদের পরিচালনায় নৃত্যাঞ্চলের শিল্পীরা শৈল্পিক ভঙ্গিমায় নয়নাভিরাম মুগ্ধকর নৃত্য পরিবেশন করে মুগ্ধ করেন মেলায় আগত দর্শকদের। মেলার সার্বিক তত্বাবধায়ন করছেন অল ইন ওয়ানের চিফ এডমিন নাজনীন খান কেয়া, এডমিন সামারা ইহাম ও এডমিন সিরাজুল ইসলাম। প্লাটফর্মটির আয়োজনে এবারের চতুর্থবারের মেলাতে অংশ নিয়েছেন ৫৩ জন উদ্যোক্তা। এরা হলেন মিম কিচেন এন্ড পেষ্টিশপ (মুর্শিদা মিম), ইলা ফ্যাশান (মারুফা ইয়াসমিন), ক্রেফটিং কর্ণার (এনামুল হাসান), আর আর লেডিস ফ্যাশান (রুমন সুলতানা), সারপ্রাইজ আর্ট (পূজা দেব), এ্যাকুরিয়াম সিটি (মনিরুল ইসলাম পলাশ), নীলাস পেষ্টিশপ এন্ড কিচেন (নিলা ইয়াসমিন লিপি), পিওর ফুড (সুমাইয়া ফেরদৌসী সোনিয়া), ওয়াজিহাস কেক হ্যাভেন (রুহানী সিদ্দীকা), মেহেদী বাই রিমি (জাবিন তাসনিম রিমি), তৃণা পেষ্ট্রি হাউজ (তৃণা কুন্ডু), আকাশ ফুড ভ্যালী (ডা. গোলাম মওলা), টক ঝাল মিষ্টি মোছা. শাবানা পারভীন), পাবনা বেী টয়েজ ((জান্নাতুল পাপিয়া), আড্ডা মটকা চা ঘর (শারমিন আক্তার), বাসনা ফ্যাশান হাউজ (দীপা সরকার), অপর্ণা ট্রেডার্স (অপর্ণা রাণী ঘোষ), ফিহা ক্রাফট (শাপলা খাতুন), মিলি ফ্যাশান হাউজ (মিলি আক্তার), গেট অথেনটিক উইথ জারির জেরিন ইয়াসমিন তনু), মিলি বুটিকস এন্ড ফ্যাশান (শায়লা শবনম মিলি), স্নিগ্ধা কিডস এন্ড গিফচ সুন্নাতি শপ (রাসেল শিকদার), নকশি পিঠার সাজ (সজিব হোসেন), গিফট স্টোরি এন্ড এন্ড ফ্যাশান (ফাতেমা নুসরাত), ঐতিহ্যবাহী খাবার (মাহমুদা আক্তার যুথী), শিল্পাঙ্গন (আকাশুর রহমান নাজমুল), তিয়ানা (মুমতা হেনা), প্রিয়া ফ্যাশান (শারমিন আক্তার প্রিয়া), পূর্ণতা ফ্যাশান হাউজ (জাকিয়া তুল উমাইয়া), পারিজাস ক্রিয়েশন (শর্মিলা ইয়াসমিন রিনি), আমরা নারী আমরাই পারি (শারবান তহুরা), সারা ফুড কর্ণার (মাসুমা আক্তার), স্পার্সি হাউজ (ফাহিম আল মাহমুদ), ঘরোয়া ভোজন (সাবরিনা খাতুন নিশি), দুরন্ত কুরিয়ার (জাহিদুল ইসলাম), আয়াত কিচেন (নিশাত সুলতানা), সোয়াদ এন্টারপ্রাইজ ( অভি ইসলাম), আল্লাহর দান কসমেটিক্স (রিয়েল অভিকন আশিক), সিরাজগঞ্জ আচার ভান্ডার (ফারুক মন্ডল), আদিত্যাস কালেকশন (নাসরিন আক্তার), অপরূপা বিপা (বিপা), টি আর এস (শারমিন সীমা), গ্লোসিয়া (আয়েশা সিদ্দীকা), অলংকারের মায়া (উম্মে আব্দুল্লাহ), আল রেহান পারফিউম (আব্দুর রহমান সুমন), শিলা’স রকমারী রান্না ঘর (মাহবুবুন শীলা), শৈল্প সমীকরন (মোছা. হোসনে আরা)। আয়োজকেরা জানান, দেশের নানা প্রান্ত থেকে উদ্যোক্তারা এখানে অংশ নিয়েছেন। তাদের বিক্রিও হচ্ছে বেশ ভালো। সকলকে মেলা চত্বরে আসার আমন্ত্রণ জানিয়ে তারা জানান, ত্রিশ অক্টোবর এই মেলা শেষ হবে।

দেশের প্রয়োজনে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাসস্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও ...
26/10/2025

দেশের প্রয়োজনে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশের প্রয়োজনে দেশপ্রেমিক মানুষদের প্রয়োজনে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়কে সুুনিশ্চিত করতে হবে। দেশের মানুষ গেলো ১৭ বছরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, কথা বলতে পারেনি। জুলুম নির্যাতন গুম খুনের মধ্য দিয়ে তাদের কন্ঠরোধ করে রাখা হয়েছিলো। এবারে মানুষের ভোটের বিপ্লবের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশপ্রেমিক মানুষদের সরকার গঠন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের প্রান্তিক মানুষদের কাছে গিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌছে দিতে হবে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, কোনো তালবাহানা দেশের মানুষ সহ্য করবে না। কোনো অপশক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদের দমিয়ে রাখতে পারবে না। গতকাল বিকালে পুস্পপাড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সাবেক সভাপতি কে এম মুসা। প্রধান বক্তা ছিলেন সদর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেহানুল ইসলাম বুলাল। সম্মানিত অতিথি ছিলেন পাবনা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লালু, জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। বিশেষ বক্তা ছিলেন রুহুল আমিন মেম্বার। সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম মনা। সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আব্দুস সাত্তারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাঁথিয়া প্রেসক্লাবে সাঁথিয়া প্রতিনিধি : সাঁথিয়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পা...
26/10/2025

আব্দুস সাত্তারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাঁথিয়া প্রেসক্লাবে

সাঁথিয়া প্রতিনিধি : সাঁথিয়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুস সাত্তারের মৃত্যুতে গতকাল বিকালে ক্লাবের হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক উজ্জল হোসেন, জয়নুল আবেদিন রানা, আবুল কাশেম, মনসুর আলম খোকন, আবু ইসহাক, আলিউল ইসলাম ওলি, আবু সামা, এম.জে সুলভ, তোফাজ্জল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরন করেন।

26/10/2025

জমঈয়তের পাবনা শহর এলাকার সাংগঠনিক সভার কর্মসূচী

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস পাবনা শহর এলাকার আয়োজিত শুক্রবার বাদ মাগরিব আতাইকুলা রোডের জেলা শাখার কার্যালয়ে কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ প্রামাণিক বাচ্চুর সভাপতিত্বে সভা এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির সেক্রেটারী শাইখ মো. ছানাউল্লার পরিচালনায় বক্তব্য দেন জেলা কমিটির সহ সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম খান, জেলা কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা মকবুল হোসেন, শহর এলাকা কমিটির সহ সভাপতি শাহ আলম মুরাদ ও সাংগঠনিক সম্পাদক মির্জা জাকির প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা শাখোয়াত হোসেন। আলোচনা সভায় সকলের সর্ব সম্মতি ক্রমে শহর এলাকার ১৫ টি শাখার পুন: গঠন করার লক্ষে আগামী নভেম্বর- ডিসেম্বর এর মধ্যে তা গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রতিটি শাখায় সভায় উপস্থিত থাকার জন্য দায়িত্ব দেওয়া হয়- শহর এলাকার সভাপতি আলহাজ্ব সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, সেক্রেটারী শায়েখ মোঃ ছানাউল্লাহ হোসেন, জেলা কমিটির সহ সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম খান, জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা মকবুল হোসেন, শহর এলাকার সহ সভাপতি শাহ আলম মুরাদ, শহর এলাকার সাংগঠনিক সম্পাদক মির্জা জাকির, প্রচার সম্পাদক মো. ওয়াছেক, সহ সভাপতি মোফাজ্জল হোসেন, সদস্য মো. হিরোন, আব্দুর রহমান সূর্য্য ও মো. নাছিরকে। (প্রেসবিজ্ঞপ্তি)

কে জে এ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ১২ তম বর্ষপুতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণনিজস্ব প্রতিনিধি : পাবনা সদরের টেবুনিয়া ...
26/10/2025

কে জে এ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ১২ তম বর্ষপুতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : পাবনা সদরের টেবুনিয়া কে জে এ (কাজী জাহানারা আলতাফ) কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের ১২তম বর্ষপুর্র্তি, বৃত্তি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ উপলক্ষে শনিবার স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ। প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আটঘরিয়া সরকারি কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা ফ্যামিলি প্লানিং অফিসার ডাক্তার আব্দুল বাতেন। আমন্ত্রিত অতিথি ছিলেন ঈশ্বরদী মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহকারি অধ্যাপক পারভীন সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের কার্য নির্বাহী পরিষদের সাবেক সহ সভাপতি সাংবাদিক ও কলামিস্ট এবাদত আলীসহ ফারজানা আলম ও প্রথম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের কার্য নির্বাহী পরিষদের উপদেষ্টা সাংবাদিক ও নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিক, সাবেক সদস্য আলহাজ হাসান মল্লিক ও লতিফা আক্তার রিতা, বিশিষ্ট সমাজ সেবক ইউনুছ আলী, রেল বিভাগের সাবেক কর্মকর্তা ইসমাইল বিশ্বাস, টেবুনিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কাজী আবদুর রাজ্জাক, কাজী জাহাঙ্গীর আলম, হাসান আলীসহ তিন শতাধিক ছাত্র-ছাত্রী, সকল শিক্ষক বৃন্দ, অভিভাবক মন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী মিনারা সেলিম এবং পরিচালক ওসমান গণি সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল কাদের ও ইয়াসমিন আক্তার যুথি।

কোকো স্মৃতি ফুটবলে আটঘরিয়া ইয়াং স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়নক্রীড়া প্রতিবেদক : আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ...
26/10/2025

কোকো স্মৃতি ফুটবলে আটঘরিয়া ইয়াং স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও হয়েছে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা। গতকাল শনিবার মাজপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত উক্ত ফাইনাল খেলায় আটঘরিয়া ইয়াং স্পোর্টিং ক্লাব ১-০ গোলে ভরতপুর বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জণ করে। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন সরদার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। উদ্বোধক ছিলেন থানার অফিসার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আওরঙ্গজেব বাচ্চু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম।

ছুটির দিনেও ক্লাস নিলেন আটঘরিয়ার শিক্ষকরামাসুদ রানা : শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনে আট দিন শিক্ষা...
26/10/2025

ছুটির দিনেও ক্লাস নিলেন আটঘরিয়ার শিক্ষকরা

মাসুদ রানা : শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনে আট দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আটঘরিয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির দিন গতকাল শনিবার শিক্ষার্থীদের ক্লাশ নিয়েছেন শিক্ষকবৃন্দ। উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়, দেবোত্তর বালিকা বিদ্যালয়, খিদিরপুর ডিগ্রী কলেজ, মাজপাড়া সিনিয়র আলিম মাদ্রাসা, একদন্ত উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গতকাল ক্লাশ চালান শিক্ষকেরা। প্রধান শিক্ষক আফতাব হোসেন জানান বেশ কয়েকদিন শিক্ষকদের কর্মবিরতির কারনে শিক্ষার্থীরা যে ক্ষতির মধ্যে পড়েছিলো, তা কাটিয়ে উঠতে আমরা বার্ষিক পরীক্ষার আগের শনিবারগুলিতে ক্লাস নিয়ে তা পুষিয়ে দেবার সিদ্ধান্ত গ্রহন করেছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরো জানান আজকে শনিবার ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও শিক্ষকবৃন্দ পুরো ক্লাশ করিয়েছেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেইস্টাফ রিপোর্টার : বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস ...
26/10/2025

বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই। শনিবার সকাল ৬ টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইদ্রিস আলী বিশ্বাস পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ছিলেন৷ তিনি পৌর এলাকার গোপালপুর মহল্লার বাসিন্দা এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর পাবনা জিলা স্কুল মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং আরিফপুর সদর গোরস্তানে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানা গেছে। ইদ্রিস আলী বিশ্বাস ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পাবনা জিলা স্কুলে পড়ালেখা শেষে, ফৌজদারহাট ক্যাডেট কলেজে ভর্তি হন এবং সেখান থেকে এইচএসসি সমমান উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি কর্মজীবন শুরু করেন কৃষি ব্যাংকের অফিসার হিসেবে। পরবর্তীতে পারিবারিক ব্যাবসার দায়িত্ব গ্রহন করে সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার মাধ্যমে পাবনা জেলার স্বনামেখ্যাত ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সামর্থ্য হন। শিক্ষাক্ষেত্র ও মানবকল্যাণে তাঁর অবদান অনন্য। তিনি “সালেহা খাতুন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ” প্রতিষ্ঠা করেন, তিনি আজীবন সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবসেবায় নিবেদিত ছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, পাবনা রাইফেলস ক্লাবের সহ-সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সহ-সভাপতি, বিসিক শিল্প মালিক সমিতি পাবনার সাবেক সভাপতি, নাসিব পাবনা জেলা শাখার সভাপতি। চাউল কল মালিক সমিতি, পাবনা জেলার সভাপতি, আদর্শ মহিলা কলেজ, পাবনার প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ, রোটারি ক্লাব অব এভারগ্রিণ, পাবনার প্রেসিডেন্ট ছিলেন। তার মৃত্যুতে নানা মহলে শোকের ছায়া নেমে আসে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলকে নামাজে জানাজায় শরিক হতে অনুরোধসহ তার রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।

পাবিপ্রবিতে উচ্চশিক্ষায় আইইএলটিএস বিষয়ে সেমিনারপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের উদ্যোগে ...
26/10/2025

পাবিপ্রবিতে উচ্চশিক্ষায় আইইএলটিএস বিষয়ে সেমিনার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের উদ্যোগে ‘হায়ার এডুকেশন ইন অ্যাব্রোড অ্যান্ড আইইএলটিএস প্রিপারেশন’ বিষয়ে এক সেমিনার বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। সেমিনারে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা গুগল ফরম পূরণের মাধ্যমে অংশগ্রহণ করেন। এতে অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাশেদুল হক। রিসোর্স পারসন ছিলেন কানাডার টিচিং অ্যান্ড এডুকেশনাল লিঙ্গুইস্টিকের এমএড এবং কেমব্রিজ সিইএলটিএ সার্টিফায়েডপ্রাপ্ত সজিবুল ইসলাম। এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, ‘তোমাদের ডেডিকেশন থাকতে হবে এবং পারতে হবে। উচ্চশিক্ষা গ্রহণে বিদেশে যেতে হবে এবং দেশে এসে দেশ গড়ায় অবদান রাখতে হবে। আমরাও পারি; এটা তোমাদের প্রমাণ করতে হবে।’ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, বিদেশে যেতে হলে আমাদের ভাষার দক্ষতা দরকার। সারা দুনিয়াতে প্রতিযোগিতা বাড়ছে; সেখানে টিকে থাকতে হলে ইংরোজি ভাষা জানতে হবে। উন্নত দেশে যেতে হলে আইইএলটিএসে ভালো স্কোর পেতে হবে এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য দ্রুত প্রস্তুতি গ্রহণ করতে হবে। স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করবো। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)

Address

Abdul Hamid Road
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক ইছামতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক ইছামতি:

Share

Category