28/07/2025
ফেসবুক মনিটাইজেশনⓂ️ তো পাইছি, কিন্তু ইনকাম খুব কম, এর পেছনে এমন কিছু কারণ আছে ⬇️
➡️১. ফলোয়ার আছে অনেক, কিন্তু ভিউ আসছে কম মনিটাইজেশন পাওয়ার পর নিয়মিত ভিডিও না দিলে ভিউ কমে যায়।
আর ভিউ না থাকলে ইনকাম তো হবেই না।✅
➡️২. যেই দেশে বেশি ভিউ, সেখানেই ইনকামের হিসাব!
যদি আপনার ভিডিও ৮০-৯০% বাংলাদেশ ভারত বা পাকিস্তানে দেখা হয় তাহলে ইনকাম অনেক কম হবে।
আবার যদি ভিউ আসে ইউএস, ইউকে বা কানাডা থেকে তাহলে কম ভিউ হলেও ইনকাম বেশি হতে পারে।✅
➡️৩.রিলস ভালো চলে, কিন্তু ইনকাম কম দেয়! ১ মিনিটের নিচে রিলস ভাইরাল হয় ঠিকই, কিন্তু ইনকাম হয় কম।
৩ মিনিট বা তার বেশি দৈর্ঘ্যের ভিডিও হলে মাঝখানে অ্যাড বসে সেখান থেকেই বেশি আয় হয়।✅
➡️৪. ভিডিওতে কপিরাইট ইস্যু থাকলে ইনকাম বন্ধ হয়ে যায়! গান, সিনেমার ক্লিপ, বা অন্যের ভিডিও ব্যবহার করলে আপনার কনটেন্ট demonetized হয়ে যেতে পারে।মনিটাইজেশন থাকলেও ইনকাম হবে না।✅
➡️৫. ভিডিওর মান ঠিক নাই
খারাপ কোয়ালিটি, বাজে এডিটিং, বা boring কনটেন্ট হলে মানুষ দেখে না।
ফলাফল কম ভিউ, কম ইনকাম।✅
➡️৬. শুধু অ্যাড থেকে ইনকাম হয় না,স্পনসরও লাগে যারা ব্র্যান্ড স্পনসর নিতে পারে না, তারা বড় ইনকাম মিস করে।✅
➡️৭. নিয়মিত কাজ না করলে ফেসবুক রিচ কমিয়ে দেয় ফেসবুক চায় আপনি নিয়মিত ভিডিও দেন। না দিলে তাদের অ্যালগরিদম আপনার কনটেন্ট কম মানুষকে দেখায় ফলে ইনকাম কম !✅
➡️মনিটাইজেশন পাওয়া মানে ইনকাম নিশ্চিত না।
✅ নিয়মিত কনটেন্ট, ভালো কোয়ালিটি, রাইট অডিয়েন্স, আর একটু প্ল্যান করে কাজ করলে ইনকাম বাড়বে।
আপনার ইনকাম কেমন হচ্ছে? নিচে কমেন্ট করে জানাতে পারেন
কপিড ফ্রম: হাছনাইন সিকদার
#মনিটাইজেশন #রিলথেকেইনকাম #ফেসবুকথেকেইনকাম #কনটেন্টক্রিয়েটর