অনাবিল সংবাদ

অনাবিল সংবাদ onabil Newspaper is a Bangladeshi online news magazine that publishes various types of news every day

চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ,আহত-৩০ পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্...
05/10/2025

চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ,আহত-৩০

পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ ৩০ জন আহত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটেছে। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা বাজারে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, প্রায় দুইশত বছরের পুরাতন আটলংকা-বন্যাগাড়ী ঈদগাহ ময়দান এলাকার মুসল্লীরা নামাজ আদায় করে আসছিল। গত কয়েক মাস ধরে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে স্থানীয়ভাবে এবং থানায় একাধিকবার বৈঠক হলেও কোন সমাধান হয়নি। বৃহস্পতিবার এলাকায় মাইকিং করে শুক্রবার সকালে আটলংকা গ্রামবাসী ‘বন্যাগাড়ী’ নাম বাদ দিয়ে ‘আটলংকা ঈদগাহ ময়দান’ লেখা টাইলস্ধসঢ়; লাগাতে যায়। এসসময় বন্যাগাড়ী গ্রামবাসী বাধা দিলে তাদের সাথে বচসা শুরু হয়। এক সময় আটলংকা গ্রামবাসী ঈদগাহ মাঠে জড়ো হলে সেখানে বচসা সংঘর্ষে রুপ নেয়। উভয় গ্রামবাসী লাঠি- সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় নারীসহ অন্ততঃ ৩০ জন আহত হয়।
চাটমোহর, আটঘরিয়া ও পাবনা সদর হাসপাতালে ভর্তি আহত ২৬ জন হলেন আটলংকা গ্রামের রফিকুল ইসলাম, আব্দুল কাদের, জয়নাল আবেদীন, ইকরাম, জুয়েল, রাসেল, রাজ্জাক, সিরাজুল, বেলায়েত সেলিম, বন্যাগাড়ী গ্রামের সাব্বির, সাইফুল, ইসমাইল, আফজাল হোসেন, সেলিম, রোজিনা, শেফালী, গোলজার, চাঁদ আলী, আজিম উদ্দিন, সুরমান আলী, আরমান, আবুল হোসেন, শাহেদ আলী, মজ্জেল, মোজাম্মেল হক।
এ ব্যপারে ঈদগাহ মাঠের প্রধান ও মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো. হারেজ আলী জানান, বন্যাগাড়ীর লোকজন এক প্রতিবন্ধী
ভ্যানচালককে মারপিট করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতরা জানান, আমরা গত ৪০ বছর ধরে ওই ঈদগাহ মাঠে নামাজ পড়ি। আমরা ঈদগাহ মাঠের উন্নয়নে টাকাও দেই। এখন হারেজ আলী, মাহমুদ গং দুপুরে বন্যাগাড়ী গ্রামের নাম বাদ দিয়ে টাইল্স লাগাচ্ছিল। আমরা বাধা দিতে গেলে আমাদের গ্রামের নারী-পুরুষ সবাইকে মারধর করে।
এ ব্যপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। কোন পক্ষ এ বিষয়ে অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো

চাটমোহরে বিদেশি রিভলবারসহ যুবক আটকপাবনার চাটমোহরে অভিযান পরিচালনা করে বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যা...
05/10/2025

চাটমোহরে বিদেশি রিভলবারসহ যুবক আটক

পাবনার চাটমোহরে অভিযান পরিচালনা করে বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করা হয়।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, র‍্যাবের একটি আভিযানিক দল শনিবার (৫ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটের দিকে চাটমোহর উপজেলার কুয়াবাসি উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুয়াবাসি বাজার থেকে কদমতলী বাজারগামী রাস্তার পাশে আশরাফুলের বাড়ির পেছন থেকে রিপন মণ্ডল (২৬) নামের এক ব্যক্তিকে রিভলবার সহ আটক করা হয়।

তিনি ওই এলাকার আদম মণ্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়। র‍্যাব আরো জানায়, আটক রিপন মণ্ডল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও ব্যবহার করে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জব্দ আগ্নেয়াস্ত্র ও আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

নাটোরে নিজ বাড়ি থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাটোর শহরের লালবাজারের নিজ বাসার সিঁড়িঘর থেকে ভাস্কর বাগচী (৪৬) নামের ...
05/10/2025

নাটোরে নিজ বাড়ি থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোর শহরের লালবাজারের নিজ বাসার সিঁড়িঘর থেকে ভাস্কর বাগচী (৪৬) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভাস্কর বাগচী একই এলাকার চান্দু বাগচীর ছেলে। আইন পেশার পাশাপাশি তিনি জেলা হিন্দু মহাজোটের সভাপতি হিসেবে দায়িত্বপালন করতেন এবং নাটোরের সাংস্কৃতিক সংগঠন ‘ঈঙ্গিত থিয়েটার’-এ অভিনয় করতেন। নাটোর সদর থানা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে ভাস্কর বাগচীর স্ত্রী, ছেলে ও মেয়ে বাইরে থেকে বাসায় ফিরে সিঁড়িঘরের রডের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও তার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ছুটে আসেন। গভীর রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নাটোরের কাশিমপুর মহাশ্মশানে বিকেলেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভাস্কর বাগচীর প্রতিবেশীরা জানিয়েছেন, নিজেদের জমিজমা নিয়ো পরিবারের মধ্যেই বিরোধ ও শারিরীক সমস্যার কারণে দীর্ঘদিন থেকেই তিনি মানসিক ভাবে বেশ ভেঙ্গে পড়েছিলেন। এদিকে রোববার দুপুরে নাটোর জজ আদালতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ভাস্কর বাগচীর স্মরণে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেছেন, প্রাথমিকভাবে ভাস্কর বাগচী আত্মহত্যা করেছেন বলে মনে হলেও বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে ভাস্কর বাগচীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশী স্বজনরা শেষবারের মতো সীমান্তে ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের লাশ দেখল  সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতে ব...
04/10/2025

বাংলাদেশী স্বজনরা শেষবারের মতো সীমান্তে ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের লাশ দেখল সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতে বসবাসরত জব্বার মন্ডল (৭৫) নামের এক ব্যাক্তির লাশ তার আত্মীয়-স্বজনদের দেখার সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বুধবার (০১ অক্টোবর) দুপুর ২ টার দিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর ধান্যখোলা কোম্পানি সদরের দ্বায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-২৫/৬-এস এর নিকটবর্তী ধান্যখোলা সীমান্ত এলাকায় লাশ তার আত্মীয়-স্বজনদের দেখানো হয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ভারতের বাগদা থানার বাশঘাটা এলাকায় বসবাসরত জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে গত ৩০সেপ্টম্বর মঙ্গলবার মারা যান। মৃত্যুর খবর পেয়ে স্বজনরা লাশ দেখতে বিএসএফ এর কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিএসএফ
সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন। তাদের সাড়া পেয়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। পরে লাশ দাফনের উদ্দেশে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যান।

এ সময় উপস্থিত ছিলেন, ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম মিয়া এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়ন মোস্তফাপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায়। # #

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলআরোহী দুই বন্ধু নিহত, আহত ১বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় মোট...
04/10/2025

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল
আরোহী দুই বন্ধু নিহত, আহত ১

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল বামনীগ্রামের নয়ন হোসেনের ছেলে তৌফিক হোসেন (১৮) ও হেলাল হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮)। আহত একই গ্রামের রহিম উদ্দিন ছেলে আকাশ হোসেন (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক ছাতিয়ানগ্রাম বাজার থেকে আদমদীঘির দিকে যাচ্ছিলেন। ছাতিয়ানগ্রাম রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ তিন আরোহী ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি আনোয়ারুল ইসলামের পূজার শুভেচ্ছা বিনিময়শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পাবনা-৩ আসনের সাবেক ...
04/10/2025

বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি আনোয়ারুল ইসলামের
পূজার শুভেচ্ছা বিনিময়

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পাবনা-৩ আসনের সাবেক এমপি, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত তিনি চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি একাধিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং শুভেচ্ছা
বিনিময় করেন। তাঁর সাথে বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৮ দিনে গেল ১০২মেট্রিকটন ইলিশশারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৮ দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ১০...
30/09/2025

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৮ দিনে গেল ১০২মেট্রিকটন ইলিশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৮ দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ১০২ দশমিক ২১৪ মেট্রিকটন ইলিশ মাছ রপ্তানি হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর-২৫) এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা।

বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক
প্রতিষ্ঠান-ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল
ও আর জে ইন্টারন্যাশনাল এ ইলিশ মাছ আমদানি করেছে। অপরদিকে বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ভারতে সর্বমোট এক হাজার
২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ১৬ সেপ্টেম্বর ৬টি চালানে ৩৭.৪৬ মেট্রিকটন, ১৮ সেপ্টেম্বর ৬টি চালানে ২৪.২৫৮ মেট্রিকটন, ২০ সেপ্টেম্বর ২টি চালানে ৬ মেট্রিকটন, ২৩ সেপ্টেম্বর ৩টি চালানে ১১.৭২ মেট্রিকটন, ২৪ সেপ্টেম্বর ১টি চালানে ২ মেট্রিকটন, ২৫ সেপ্টেম্বর ৩টি চালানে ৬.৩৬ মেট্রিকটন, ২৭ সেপ্টেম্বর ৪টি চালানে ১২.৮৯৬ মেট্রিকটন ও ২৯ সেপ্টেম্বর ১টি চালানে ১.৫২ মেট্রিকটন। ১৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দিনে মোট ২৭টি চালানে ১০২ দশমিক ২১৪ মেট্রিকটন ইলিশ রপ্তানি করা হয়।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা বলেন, বাণিজ্য
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ
রপ্তানি শেষ করতে হবে। ইতোমধ্যে ইলিশের গুণগত মান পরীক্ষণ করে ১০২ দশমিক ২১৪ মেট্রিকটন রপ্তানি হয়েছে। আরও দু’একটি চালান রপ্তানি হতে পারে।

বগুড়ায় ২ সিভিল সার্জনের পদায়ন নিয়েবিভ্রান্তি: একজন কাগজে আরেকজন নামফলকেউত্তরের প্রাণকেন্দ্র বগুড়া সরকারি কর্মকর্তা- কর্...
30/09/2025

বগুড়ায় ২ সিভিল সার্জনের পদায়ন নিয়ে
বিভ্রান্তি: একজন কাগজে আরেকজন নামফলকে

উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া সরকারি কর্মকর্তা- কর্মচারীদের কাছে বরাবরই পছন্দের একটি স্থান। আর তা যদি হয় সিভিল সার্জন এর পদ তাহলে তো কথায় নেই। তবে এবার ভিন্ন এক জটিলতার মুখোমুখি হয়েছে বগুড়ার স্বাস্থ্য বিভাগ। নতুন পদায়ন পেয়ে সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্ব পালন করছেন ডা. খুরশীদ আলম অথচ কক্ষের বাইরে এখনও ঝুলছে ডা. এ কে এম মোফাখখারুল ইসলামের নামফলক। একসঙ্গে দুজন কর্মকর্তার পদায়ন নিয়ে শুরু হয়েছে যেন একপ্রকার ‘কাগুজে যুদ্ধ’, যার নেতিবাচক প্রভাব পড়ছে স্বাস্থ্যসেবায়।
জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৪ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে বগুড়ার সিভিল সার্জন ডা. মোফাখখারুল ইসলামকে মানিকগঞ্জে এবং মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. খুরশীদ আলমকে বগুড়ায় বদলি করা হয়। উভয়কে ১৭ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়।নির্ধারিত সময়ে বগুড়ায় যোগদান করেন ডা. খুরশীদ আলম। কিন্তু তিনি এসে দেখতে পান ডা. মোফাখখারুল ইসলাম ছুটিতে রয়েছেন। ফলে পূর্ববর্তী সিভিল সার্জনের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেওয়ার প্রক্রিয়া আটকে যায়। এ অবস্থায় অফিসে চলছে এক ধরনের প্রশাসনিক অচলাবস্থা। সরকারি কাগজে নতুন সিভিল সার্জনের নাম থাকলেও বাস্তবে পুরোনো কর্মকর্তার নামেই চলছে বিভিন্ন কার্যক্রম।
এদিকে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুদের ১ ডোজ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কর্মসূচির দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বগুড়ায় সদ্য বদলী হয়ে আসা সিভিল সার্জন খুরশীদ আলম জানান, তিনি ১৬ সেপ্টেম্বর মানিকগঞ্জ থেকে রিলিজ নিয়ে ১৭ সেপ্টেম্বর বগুড়ায় সিভিল সার্জন হিসেবে যোগদান করতে আসলেও অনাকাঙ্ক্ষিত কারণে যোগদান করা সম্ভব হয়নি। প্রজ্ঞাপন অনুযায়ী পূর্বের সিভিল সার্জন এর ১৮ই সেপ্টেম্বর রিলিজ নেওয়ার কথা থাকলেও তিনি জানতে পারেন তিনি ছুটিতে আছেন। পরে তিনি তাদের বিভাগীয় পরিচালক ডা: হাবিবুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি তার বরাবর আবারও একটি যোগদান পত্র দাখিল করতে বলেন। সেই যোগদানের পত্রের প্রেক্ষিতেই তিনি তাকে যোগদান করে নেন। ১৮ই সেপ্টেম্বর থেকে তিনি নিয়মিত বগুড়ার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানান ডা: খুরশিদ।
এদিকে টাইফয়েড টিকার কর্মসূচির ব্যাহত হবে কিনা জানতে চাইলে তিনি জানান, টাইফয়েড টিকা নিয়ে তাদের প্রচারণা, মিটিং, প্রশিক্ষণ চলমান রয়েছে। সামনে বাকি কয়েকদিনের মধ্যে খুব দ্রুত তারা মাঠ পর্যায়ে উক্ত কর্মসূচি সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অপরদিকে বগুড়ার সদ্য সাবেক সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম জানান, বগুড়ায় নতুন সিভিল সার্জন যোগদান করেছেন। বগুড়ায় তার যোগদানের সময় মাত্র ছয় মাস। তিনি বগুড়াতে থাকতে চেয়েছিলেন। যার কারণে মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এখন যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ না করেন তাহলে তিনি মানিকগঞ্জে যোগদান করবেন। আর দাপ্তরিক কাজ বুঝিয়ে দেয়ার বিষয় জানতে চাইলে তিনি জানান, যেহেতু তিনি বগুড়াতে থাকার জন্য মন্ত্রণালয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেজন্য তিনি এখনও নতুন পদায়ন পাওয়া ডা: খুরশিদকে দাপ্তরিক কাজ বুঝিয়ে দেননি।

সার্বিক প্রসঙ্গে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বগুড়ার সিভিল সার্জন মানিকগঞ্জে এবং মানিকগঞ্জের সিভিল সার্জন বগুড়ায় পদায়নের প্রজ্ঞাপন দেখে তিনি মোফাখকারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দ্রুত চলে যাওয়ার কথা জানান। একই সাথে নতুন সিভিল সার্জন হিসেবে মানিকগঞ্জ থেকে খুরশীদ আলম যোগদানের পরই তার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। আর এখনো দাপ্তরিক দায়িত্ব কেন বুঝিয়ে দেয়া হলো না মন্ত্রণালয়ে কথা বলে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

জুসে বিষ মিশিয়ে দুই বছরের শিশুহত্যার অভিযোগে এলাকায় চাঞ্চল্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইকরী গ্রামে দুই বছরের শিশু নুর ইস...
28/09/2025

জুসে বিষ মিশিয়ে দুই বছরের শিশুহত্যার অভিযোগে এলাকায় চাঞ্চল্য

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইকরী গ্রামে দুই বছরের শিশু নুর ইসলামকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে দাদি সকেনা বেগমের (৪০) বিরুদ্ধে। তিনি গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
শিশু নুর ইসলামের মা জান্নাতুল (১৭) অভিযোগ করে বলেন, সাড়ে তিন বছর আগে শাকিল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় ২ লাখ টাকা যৌতুক দেন তারা। বিয়ের পর থেকেই শাশুড়ি সকেনা বেগম বিভিন্নভাবে নির্যাতন করতেন। বিয়ের দেড় বছর পর সন্তান জন্ম নেওয়ার পর নির্যাতন আরও বেড়ে যায়। নিরুপায় হয়ে স্বামী ও সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়ি বড়াইগ্রামের রোলফা গ্রামে বসবাস শুরু করেন। শনিবার ইকরী গ্রামে এক আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন তারা। দুপুরে তার অনুপস্থিতির সুযোগে শাশুড়ি সকেনা বেগম শিশুকে জুস খাওয়ান। এরপর শিশুটি হঠাৎ বমি করতে শুরু করে। দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি কীটনাশক জাতীয় বিষ পান করেছে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় শাশুড়ির কঠোর শাস্তি দাবি করেছেন মা জান্নাতুল।
শিশুর বাবা শাকিল হোসেন জানান, সকালে তিনটি জুস স্থানীয় দোকান থেকে তিনি কিনেছিলেন। এর মধ্যে দুটি অন্য শিশুরা খেয়েও সুস্থ রয়েছে। তবে তার মা সকেনা বেগম নিজ হাতে নুর ইসলামকে যে জুস খাইয়েছিলেন, তার পরেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তিনি বলেন, তার মা জুসে বিষ মিশিয়েছিলেন কিনা নিশ্চিত নন, তবে তার সামনেই শিশুকে জুস খাইয়েছেন সকেনা বেগম।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা সকেনা বেগমকে মারধর করেন। তবে অভিযোগ অস্বীকার করে সকেনা বেগম বলেন, তিনি নিজেও একই জুস খেয়েছেন এবং তার মেয়ের কন্যা সন্তানকেও খাইয়েছেন। নাতির মৃত্যু তাকে মর্মাহত করেছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে তিনি বিষ মেশাননি।
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুস সালাম বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার সময়ই কীটনাশক জাতীয় বিষ পানের আলামত পাওয়া যায়। শিশুটির মুখ থেকে বিষের গন্ধও আসছিলো। দ্রুত রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হলেও পথেই তার মৃত্যু হয়।”
বড়াইগ্রাম থানার ওসি মো. গোলাম সারওয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। #

নলডাঙ্গায় মাদ্রাসার সহায়তা আদায় করতে গিয়ে,মাথার চুল কেটে তিন খাদেমকে গণপিটুনি!নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কাম...
28/09/2025

নলডাঙ্গায় মাদ্রাসার সহায়তা আদায় করতে গিয়ে,
মাথার চুল কেটে তিন খাদেমকে গণপিটুনি!

নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে মাদ্রাসার নামে অর্থ সংগ্রহ করতে গিয়ে তিনজন গণপিটুনির শিকার হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকাররা হলেনÑপাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩০), একই গ্রামের রফিকুল ইসলাম (৩৬) ও মামুন হোসেন (২৩)। স্থানীয়রা জানান, তারা সিংড়ার চলনবিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দেখিয়ে দোকান ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিলেন। এ সময় সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে একটি দোকানে আটকে রেখে মাথার চুল কেটে মারধর করেন। পরে তাদের কাছ থেকে প্রায় পাঁচ হাজার টাকা, রশিদ ও একটি ঘড়ি জব্দ করা হয়।
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গণপিটুনির শিকার ওই তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই তিন ব্যক্তি মূলত বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসার হয়ে রশিদের মাধ্যমে চাঁদা আদায় করেন এবং এর বিনিময়ে কিছু টাকা কমিশন হিসেবে পান। #

বিশ্ব নদী রক্ষা দিবস উপলক্ষ্যে রতনাই পাড়ে আলোচনা সভা ও মানববন্ধনবিশ্ব নদী রক্ষা দিবস উপলক্ষ্যে পাবনার রতনাই নদীর উপর আলো...
28/09/2025

বিশ্ব নদী রক্ষা দিবস উপলক্ষ্যে রতনাই পাড়ে আলোচনা সভা ও মানববন্ধন

বিশ্ব নদী রক্ষা দিবস উপলক্ষ্যে পাবনার রতনাই নদীর উপর আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাটমোহর ও আটঘড়িয়া
উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত রতনাই নদীর ভবানীপুর ব্রীজের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ব্রীজের উপর মানব বন্ধন করেন এলাকাবাসী।
আমাদের নদী আমাদের অস্তিত্ব এ শ্লোগানে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, চলনবিল রক্ষায় আমরা, চিকনাই নদী রক্ষায় আমরা ও রতনাই নদী
উদ্ধারে আমরা যৌথ ভাবে এ আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করে।
রতনাই নদী উদ্ধারে আমরা’র আহবায়ক আলহাজ্ব আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও মানব বন্ধনে চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও ধরা’র
কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম, চলনবিল রক্ষায় আমরা’র আহবায়ক ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, চিকনাই নদী রক্ষায় আমরা’র সদস্য
সচিব খলিলুর রহমান, আব্দুল হামিদ হামজু, আব্দুল মতিন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা রতনাইসহ চলনবিলের অন্যান্য নদ নদী দখল দূষণ মুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার এবং ডেমরার স্লুইচগেট অপসারণের জোড় দাবী জানান।

Address

Beside Chatmohar Upazila
Pabna
6630

Alerts

Be the first to know and let us send you an email when অনাবিল সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনাবিল সংবাদ:

Share

Category