আমি আমার মত Islamic Life

আমি আমার মত  Islamic Life ��� #আসসালামু #আলাইকুম-
#ওয়ারহমাতুল্লা
(1)

আজ শুক্রবার — রহমত, বরকত ও মাগফিরাতের দিন।এই দিনে আল্লাহ তায়ালা বান্দাদের জন্য বিশেষ রহমতের দরজা খুলে দেন।রাসুলুল্লাহ ﷺ...
08/08/2025

আজ শুক্রবার — রহমত, বরকত ও মাগফিরাতের দিন।
এই দিনে আল্লাহ তায়ালা বান্দাদের জন্য বিশেষ রহমতের দরজা খুলে দেন।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন, "জুমার দিনে এমন একটি সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তা কবুল করবেন।" (সহিহ বুখারি, মুসলিম)

🕌 আজ বেশি বেশি দরুদ পড়ুন
📖 সূরা কাহফ তিলাওয়াত করুন
🤲 নিজের ও উম্মাহর জন্য দোয়া করুন

✨ জুমা মোবারক ✨

01/08/2025

🌙 আজ জুমার দিন — রহমতের বৃষ্টি নেমে আসে এই দিনে!

❝ জুমার দিনের প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে রহমত, মাফ আর কবুল দোয়ার দরজা।
যারা হৃদয় দিয়ে আল্লাহকে খোঁজে — তাদের জন্য আজকের দিনটা সবচেয়ে বড় সুযোগ। ❞

🔸 গুনাহ থেকে ফিরে এসো,
🔸 নামাজে মনোযোগ দাও,
🔸 আর এই দিনের বিশেষ সময়ে দোয়া করো — নিজের জন্য, প্রিয়জনদের জন্য।

আজ একটি ভালো সিদ্ধান্ত নাও —
আল্লাহর পথে ফিরে যাও!

জুম্মা মোবারক! 🌾

তোমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া মানেই শাস্তি নয়…এটা হতে পারে রক্ষা।আল্লাহ জানেন, তুমি জানো না। #তাওয়াক্কুল  #দুঃখ_শান...
28/07/2025

তোমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া মানেই শাস্তি নয়…
এটা হতে পারে রক্ষা।
আল্লাহ জানেন, তুমি জানো না।

#তাওয়াক্কুল #দুঃখ_শান্তি_হয় #ইমান

27/07/2025
26/07/2025
25/07/2025
24/07/2025
সেহরির সময় বিশেষ একটি আমলরাসূল ﷺ বলেছেন: সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। (বুখারি ১৯২৩, মুসলিম ১০৯৫)সেহরির সময় বি...
02/03/2025

সেহরির সময় বিশেষ একটি আমল

রাসূল ﷺ বলেছেন: সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। (বুখারি ১৯২৩, মুসলিম ১০৯৫)

সেহরির সময় বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা এবং ইস্তিগফার করা অত্যন্ত ফজিলতপূর্ণ।

কুরআনে এসেছে:
"আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভুক্ত।" (সূরা আলে ইমরান: ১৭)

✅ বিশেষ আমল:
১️⃣ ইস্তিগফার: "আস্তাগফিরুল্লাহ" বারবার বলা।
২️⃣ দোয়া: নিজের ও সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা।
৩️⃣ দরুদ শরিফ: বেশি বেশি দরুদ পাঠ করা।
৪️⃣ তাহাজ্জুদ নামাজ: সেহরির আগে দুই রাকাত হলেও পড়ার চেষ্টা করা।

আল্লাহ আমাদের সকলকে এই বরকতময় সময়ের ফজিলত লাভ করার তাওফিক দান করুন। আমিন!

#সেহরি #বিশেষ_আমল #রমজান #ইস্তিগফার #দোয়া

🌙 রমজানুল মোবারক: ইবাদতে সাজাই জীবন 🕌الحمد لله الذي بلغنا رمضان، والصلاة والسلام على رسول الله ﷺআলহামদুলিল্লাহ! রহমত, মা...
01/03/2025

🌙 রমজানুল মোবারক: ইবাদতে সাজাই জীবন 🕌

الحمد لله الذي بلغنا رمضان، والصلاة والسلام على رسول الله ﷺ

আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান আমাদের মাঝে আবার ফিরে এসেছে। এটি শুধু উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য, দয়া ও আল্লাহর সান্নিধ্য লাভের এক অপূর্ব সুযোগ।

🔹 রমজানের ফজিলত ও গুরুত্ব

✨ রোযা আমাদের তাকওয়া অর্জনে সহায়তা করে।
➡️ আল্লাহ তাআলা বলেন:
"হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোযা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের ওপর; যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।" (সূরা আল-বাকারা: ১৮৩)

✨ শয়তানদের শৃঙ্খলিত করা হয়।
➡️ নবী ﷺ বলেছেন:
"যখন রমজান আসে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়।" (সহিহ বুখারি: ১৮৯৯)

✨ রাতের তারাবিহ ও কিয়ামুল লাইলের মাধ্যমে গুনাহ মাফ হয়।
➡️ রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোযা রাখবে ও রাতে সালাত আদায় করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।" (সহিহ বুখারি: ৩৮)

🔹 কিভাবে কাটাবো এই বরকতময় মাস?

✅ পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করুন।
✅ রোজা রাখার পাশাপাশি কুরআন তিলাওয়াত করুন।
✅ গীবত, মিথ্যা, অহংকার ও অনর্থক কাজ থেকে বিরত থাকুন।
✅ তারাবিহ ও তাহাজ্জুদ সালাতের মাধ্যমে রাতকে আলোকিত করুন।
✅ দোয়া ও ইস্তেগফারে মনোযোগী হোন, আল্লাহর কাছে ক্ষমা চান।
✅ গরীব-দুঃখীদের সাহায্য করুন, সদকা-যাকাত দিন।
✅ লাইলাতুল কদরের রাতগুলোর ইবাদতে মনোনিবেশ করুন।

🔹 উপসংহার

রমজান আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষার মাস। আসুন, আমরা এই মাসকে আত্মশুদ্ধির মাধ্যম হিসেবে গ্রহণ করি এবং পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করি।

📿 اللهم بلغنا رمضان وأعنا على صيامه وقيامه، آمين

🌙 সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা! رمضان مبارك!

জুমার দিনের ফজিলতজুমার দিন সপ্তাহের সেরা দিন। এই দিনে এক বিশেষ মুহূর্ত রয়েছে, যেখানে বান্দা দোয়া করলে আল্লাহ কবুল করেন।▪...
28/02/2025

জুমার দিনের ফজিলত

জুমার দিন সপ্তাহের সেরা দিন। এই দিনে এক বিশেষ মুহূর্ত রয়েছে, যেখানে বান্দা দোয়া করলে আল্লাহ কবুল করেন।

▪️ রাসূল ﷺ বলেছেন:
সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনে আদম (আ.) সৃষ্টি হয়েছিলেন, এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছিল। (মুসলিম, ৮৫৪)

➡️ চলুন, জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ি, কুরআন তিলাওয়াত করি ও দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে জুমার বরকত দান করুন। আমিন!

ডক্টর মোহাম্মদ মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই
05/08/2024

ডক্টর মোহাম্মদ মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 🖤🥰
11/03/2024

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 🖤🥰

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when আমি আমার মত Islamic Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমি আমার মত Islamic Life:

Share

Category

FAVORITE QUOTES

The holy Quran & Sunnah

Our way to Jannah