Real Focus Bd

Real Focus Bd সভাপতি-চাটমোহর পৌর বিএনপি,
বিএনপি'র মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী ২০২০।

আমার দেখা ছাত্রদলের ছোট্টো  সংগ্রামী জান্নাতুল নাঈম জুঁই। ----------------------------------গতকাল ছিলো ফৌলজানা ইউনিয়ন বি...
05/09/2025

আমার দেখা ছাত্রদলের ছোট্টো সংগ্রামী জান্নাতুল নাঈম জুঁই।
----------------------------------
গতকাল ছিলো ফৌলজানা ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক।
সেই প্রোগ্রাম শেষ করে ফিরতে রাত সাড়ে ৮ টা অথবা ৯ হবে। দলবল নিয়ে শ্লোগানে শ্লোগানে ঢুকলো তুহিন ভায়ের বাসায়। গোল হয়ে ফ্যানের নিচে সবাই বসলো। একটু পরেই তুহিন ভাইয়ের বাসা থেকে নেতাকর্মীদের জন্য নিয়ে আসা হলো বড় বড় ডিসে পায়েস আর টোস্ট বিস্কিট। কাজের ছেলে দুইজন বাটিতে বাটিতে পায়েস উঠাচ্ছে আর টেবিলে রাখছে ঠিক সেইসময় আমি অবাক হলাম জুঁই চেয়ার থেকে উঠে গিয়ে নিজ হাতে মায়ের মমতায় বোনের ভালো বাসা দিয়ে সবার হাতে হাতে পায়েস বিস্কুট তুলে দিচ্ছে।
আমি ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা সেনের জীবনের গল্প পড়েছি রুষ বিপ্লবের তানিয়ার সংগ্রামী জীবনের ইতিহাস পড়েছি তাদের সাথে অতটা মিল না থাকলেও বর্তমান প্রেক্ষাপটে সংগ্রামী জুঁই অসামান্য দৃষ্টান্ত স্থাপন করলো। এখন আরএমনটা দেখা যায় না।

04/09/2025

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -৩ এর অভিভাবক বিএনপি'র মনোনীত ধানের শীষের প্রার্থী দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির অন্যতম সদস্য এড, আরিফা সুলতানা রুমা,সভাপতিত্বে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুর মুজাহিদ স্বপন।
সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব জাফর ইকবাল হীরক।

Shout out to my newest followers! Excited to have you onboard! Mirza Al Mamun, Md Almas, Md Babu, Md Razib Uddin, Md Ruh...
03/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mirza Al Mamun, Md Almas, Md Babu, Md Razib Uddin, Md Ruhul Amin Mohury, Md Zinna Ali, Md Jahidul Islam, Md Ariful, Pk Manik, Md Hamidul, Alom Hossain Alo

পাবনা -৩ চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতি...
03/09/2025

পাবনা -৩
চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার গর্বিত সন্তান পাবনা -৩ এর বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক,ঢাকা উত্তর বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা,ড্যাবের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ মোস্তাফা নোমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান আরশেদ।
সভাপতি চাটমোহর পৌর বিএনপি।

01/09/2025
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের  উদ্যোগে বালুচর ঐতিহাসিক খেলার মাঠে ৩...
30/08/2025

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বালুচর ঐতিহাসিক খেলার মাঠে ৩ সেপ্টেম্বর সকাল দশটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা -৩ এর ধানের শীষের মনোনীত প্রার্থী দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন।

পাবনা -৩ এর নেতাকর্মী ও জনগণ কৃষিবিদ হাসান জাফরির তুহিন ভাইকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে নিয়েছে।
30/08/2025

পাবনা -৩ এর নেতাকর্মী ও জনগণ কৃষিবিদ হাসান জাফরির তুহিন ভাইকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে নিয়েছে।

হয়তোবা আজ নির্বাচনী  রোড ম্যাপ ঘোষণা হতে পারে।
28/08/2025

হয়তোবা আজ নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা হতে পারে।

পাবনা,চাটমোহর  উপজেলায় জুলাই আন্দোলনে ও মাইলস্টোনে বিমান  দুর্ঘটনায়  নিহতদের স্মরণে স্মরণ সভায় উপস্থিত ছিলেন পাবনা ৩-...
25/08/2025

পাবনা,চাটমোহর উপজেলায় জুলাই আন্দোলনে ও মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে স্মরণ সভায় উপস্থিত ছিলেন পাবনা ৩-এর ধানের শীষের কান্ডারী হাসান জাফির তুহিন।

Address

Pabna
Pabna
CHATMOHAR.NATUNBAZARPOSTECODE-6630

Alerts

Be the first to know and let us send you an email when Real Focus Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Real Focus Bd:

Share