
05/09/2025
আমার দেখা ছাত্রদলের ছোট্টো সংগ্রামী জান্নাতুল নাঈম জুঁই।
----------------------------------
গতকাল ছিলো ফৌলজানা ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক।
সেই প্রোগ্রাম শেষ করে ফিরতে রাত সাড়ে ৮ টা অথবা ৯ হবে। দলবল নিয়ে শ্লোগানে শ্লোগানে ঢুকলো তুহিন ভায়ের বাসায়। গোল হয়ে ফ্যানের নিচে সবাই বসলো। একটু পরেই তুহিন ভাইয়ের বাসা থেকে নেতাকর্মীদের জন্য নিয়ে আসা হলো বড় বড় ডিসে পায়েস আর টোস্ট বিস্কিট। কাজের ছেলে দুইজন বাটিতে বাটিতে পায়েস উঠাচ্ছে আর টেবিলে রাখছে ঠিক সেইসময় আমি অবাক হলাম জুঁই চেয়ার থেকে উঠে গিয়ে নিজ হাতে মায়ের মমতায় বোনের ভালো বাসা দিয়ে সবার হাতে হাতে পায়েস বিস্কুট তুলে দিচ্ছে।
আমি ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা সেনের জীবনের গল্প পড়েছি রুষ বিপ্লবের তানিয়ার সংগ্রামী জীবনের ইতিহাস পড়েছি তাদের সাথে অতটা মিল না থাকলেও বর্তমান প্রেক্ষাপটে সংগ্রামী জুঁই অসামান্য দৃষ্টান্ত স্থাপন করলো। এখন আরএমনটা দেখা যায় না।