Shafiq Nohor

Shafiq Nohor You are emotion, a dewdrop, or half of my soul. Shafiq Nohor is a Writer and content creator in Bangladesh.
(12)

Poem Lyrics Writer, vlogger, content writer, and Voice artist. Digital Creator He is making videos in online and pages. He started his career in content creation from his Shafiq Nohor YouTube channel. Also, he was a Media and Newspaper fiction Writer, page & websites.

নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভো...
25/05/2025

নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতা দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল! মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন, এই জাতি দুইশত বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই।

একটি মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুঁড়ত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো। আরো চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় ১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক এবং অসংখ্য কামান, গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা । কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যসংখ্যা ছিলো মাত্র ৩ হাজার, যার মধ্যে ৯ শত জনই ছিল হাতেপায়ে ধরে নিয়ে আসা সৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না, এরা কোনোদিন যুদ্ধও করেনি।
এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন। কারণ, তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তিস্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই, বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো। যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন? এছাড়াও, মীরজাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে, সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই। ইতিহাস সাক্ষ্য দেয়, মীরজাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘষেটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে।

রবার্ট ক্লাইভ মীরজাফরের বেঈমানির উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি। তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে। তিনি জানতন, যুদ্ধশেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে কিংবা হা করে চেয়ে চেয়ে দেখবে। তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায়, বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ!

সংগৃহীত 📓

অতিথি পাখির মতো আমার কোন পিছুটান নেই, কোনো মায়া নেই, অভিমান নেই, অভিযোগ নেই। মানুষ দুরত্ব বাড়িয়ে দিলে আমি অতিথি পাখি হয়ে...
24/05/2025

অতিথি পাখির মতো আমার কোন পিছুটান নেই, কোনো মায়া নেই, অভিমান নেই, অভিযোগ নেই। মানুষ দুরত্ব বাড়িয়ে দিলে আমি অতিথি পাখি হয়ে উঠি।
আলোকচিত্র : বাপ্পা রাজ

22/05/2025

গ্রামে শেষরাতে ভালোই শীত পড়ে।

The easiest way to see yourself without a mirror is by closing your eyes.— Shafiq Nohor
17/05/2025

The easiest way to see yourself without a mirror is by closing your eyes.
— Shafiq Nohor

সে বসে আছে ঝর্ণার ধারে,জল ঢালছে নিঃশব্দে…আমি শুধু তাকিয়ে তাকে দেখি,ভেবেই পাই না,সে স্বপ্ন, নাকি ভালোবাসার রঙে মেশানো কাল...
14/05/2025

সে বসে আছে ঝর্ণার ধারে,
জল ঢালছে নিঃশব্দে…
আমি শুধু তাকিয়ে তাকে দেখি,
ভেবেই পাই না,
সে স্বপ্ন, নাকি ভালোবাসার রঙে মেশানো কাল্পচিত্র।

ছবি: এআই জেনারেটড

14/05/2025

শুভ দুপর বন্ধুরা
দুটি কথা মনে রাখবেন,
মিথ্যা পরিহার করতে পারলে জীবন সুন্দর ।
কখনো মানুষের বিরক্তির কারণ হতে যাবেন না।

12/05/2025

এই জীবনে চরম বিপদের কোনো বন্ধু পেলাম না।

09/05/2025

পুরুষ ভুলে যাওয়ার অজুহাতে জীবন থেকে কাউকে মুছে দেয় না। সে তাকে লালন করে হৃদয়ের গভীরে, নিঃশব্দে। এই লালন ও ভালোবাসা দেখে অনেক নারীর মাঝে জন্ম নেয় ঈর্ষা, অবিশ্বাস ও অপমানের অভিযোগ। অথচ পুরুষ তো কাউকে ঠকায় না—সে শুধু একজন মানুষকে নিজের প্রাণে আগলে রাখে।

নারীর এই সংকীর্ণতা কখনো কখনো পুরুষকে মানুষ হয়ে ওঠার পথে এক অদৃশ্য শক্তি জোগায়। কারণ, যে পুরুষ ভালোবাসতে জানে, সে ত্যাগ করতেও জানে।

পুরুষ যা ত্যাগ করে, সেই ত্যাগই পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগ।

03/05/2025

প্রিয় মানুষ কখনো হারিয়ে যায় না। সে শুধু সময়ের সঙ্গে বদলে যায়, হয়তো কারো নতুন ভালোবাসায় ঠাঁই পেয়ে তোমাকে ভুলে গেছে। কিন্তু তার স্মৃতিগুলো এখনো নিঃশব্দে তোমার হৃদয়ে বেঁচে আছে।

Address

Sujanagar
Pabna
6660

Telephone

+8801711142601

Website

https://www.youtube.com/@shafiqnohor, https://www.rokomari.com/book/author/82113/sha

Alerts

Be the first to know and let us send you an email when Shafiq Nohor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shafiq Nohor:

Share