02/08/2025
লোহাগাড়ার সর্বজন শ্রদ্ধেয় বিজ্ঞ আলেম, সুফী ফতেহ আলী ওয়াইসী মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সিকদার দিঘী জামে মসজিদের ইমাম ও সাবেক খতিব,প্রিয় শাহ মাওলানা শামসুদ্দিন (রহঃ) সাহেব আজ ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন।
إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
হে আল্লাহ! আপনি তাঁর সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, তাঁকে রহম করুন এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদার মেহমান বানিয়ে নিন।
আমিন।
শোকার্তে Padua master para-পদুয়া মাস্টার পাড়া এলাকাবাসী