Pk.Hafiz

Pk.Hafiz Wel come to my page

19/06/2025

আসসালামু আলাইকুম শুভ রাত্রি বন্ধুরা সবাই কেমন আছেন আজকের মতন আপনাদের মাঝে আমি নতুন সবাই আমার জন্য একটু ছোট্ট করে দোয়া করবেন

15/06/2025

পৃথিবীতে বেঁচে থাকতে গেলে টাকার খুবই প্রয়োজন টাকা ছাড়া ভালোবাসা মেলে না
তুমি ছিলে হৃদয়ের সুর, আজ হলে নীরবতা,
ভালোবাসা রইলো শুধু স্মৃতির করুণ গল্পতা।
চোখে ছিলো স্বপ্নভরা রঙিন এক জোছনা রাত,
আজ সেখানে অশ্রুবিন্দু, নিঃশব্দতা আর আঘাত।

তোমার নামে লিখেছি যত গান, সব আজ বেদনাহত,
চোখের পাতায় জমানো প্রেম, হয়ে গেছে দুঃখছাওয়া রাত।
হারানো সেই সময়গুলো ফিরে কি আসে আর?
ভালোবাসা আজ শুধুই এক ফাঁকা দীর্ঘশ্বাসের ভার। জীবন আমার????????? SMHB

তুমি থাকো সুখে, আমার শুধু দুঃখই সাথি,
ভালোবাসা পুড়ে যায়, তবু থেকে যায় তার রাশি।

15/06/2025

How are you All my friends

04/06/2025

মিস নুসরাত জাহান আনিসা আমার আম্মু
আমার মায়ের কোলে আছে শান্তির বাসা,
তাঁর হাসি যেন ভোরের রোদে ভেজা কাশা।
অল্প কথায় বুঝে নেন আমার সব চাওয়া,
মায়ের দোয়ায় কাটে আমার জীবনের ছায়া।

রাঁধেন যখন, ঘ্রাণে ভরে যায় সারা ঘর,
ভালোবাসা তাঁর — অশেষ, অবিচল, অমর।
থাকুক যত ঝড়, তিনিই আমার ঢাল,
মায়ের ছায়াতেই মেলে জীবন স্নিগ্ধ কাল।

আমার দুনিয়া, আমার প্রথম প্রেম — মা,
তাঁর জন্যই এই পৃথিবী এত ভালো লাগে যা।

হাফিজুল ইসলাম হাফিজশুভরাত্রি বৃষ্টি ভেজাবৃষ্টির শব্দে ঘুম ঘুম চোখে,ভিজে পথের গল্প বলে সুখে।জোনাকির আলো জানালার পাশে,রাত ...
29/05/2025

হাফিজুল ইসলাম হাফিজ
শুভরাত্রি বৃষ্টি ভেজা
বৃষ্টির শব্দে ঘুম ঘুম চোখে,
ভিজে পথের গল্প বলে সুখে।
জোনাকির আলো জানালার পাশে,
রাত জেগে বসি চুপচাপ হাসে।

ফোঁটার ছোঁয়ায় বাজে এক সুর,
ভেজা বাতাসে মন হয় বিভোর।
চাঁদের আলো লুকায় মেঘে,
স্বপ্নেরা নামে ধীরে ধীরে।
তুমি আমি আর বৃষ্টির গান,
শুভরাত্রি, রইলো মায়ার টান

26/05/2025

আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন সুস্থ আছেন চলে আসলাম

26/05/2025

আসসালামু আলাইকুম ইসলামী সঙ্গীত উপহার দিচ্ছেন মো: ফারুক হোসেন ইলিয়াস হোসেন বুলবুল মোঃ বিল্লাল হোসেন

ডিজিটাল মেশিন টিকিট কাউন্টার মেট্রো রেল অসাধারণ
26/05/2025

ডিজিটাল মেশিন টিকিট কাউন্টার মেট্রো রেল অসাধারণ

শুভ দুপুর বেলা প্রচন্ড গরমের হিমেল হওয়ার সে বাতাস  #স্মৃতি সহজে ভোলে না মনকারো স্মৃতি সহজে ভোলা যায় না,রাতের নিস্তব্ধত...
26/05/2025

শুভ দুপুর বেলা প্রচন্ড গরমের
হিমেল হওয়ার সে বাতাস
#স্মৃতি সহজে ভোলে না মন
কারো স্মৃতি সহজে ভোলা যায় না,
রাতের নিস্তব্ধতায় সে আবার ফিরে আসে।
হৃদয়ে বাজে তার কথা নিরব ধ্বনি,
অশ্রু ঝরে যখন তাকে খুব মনে পড়ে।

হাসি-মাখা সেই মুখ চাঁদের মত জ্বলে,
স্মৃতির পাতায় তার ছায়া আঁকা চলে।
শূন্য চোখে খুঁজি তাকে হাজার জনে,
পাওয়া যায় না, সে হারায় কালের স্রোতে।

ভোলা যায় না, যতই চাও ভুলে যেতে,
স্মৃতি থাকে, হৃদয় জুড়ে নিঃশব্দ ব্যথাতে।SMHB

এই কথাটা খুবই হৃদয়ছোঁয়া। কারো সাথে কাটানো সময় যখন মিস করি, তখন মনে হয় যেন সেই মুহূর্তগুলোতে ফিরে যেতে পারলে ভালো হতো। তু...
26/05/2025

এই কথাটা খুবই হৃদয়ছোঁয়া। কারো সাথে কাটানো সময় যখন মিস করি, তখন মনে হয় যেন সেই মুহূর্তগুলোতে ফিরে যেতে পারলে ভালো হতো। তুমি চাইলে আমি শুনতে পারি, তোমার স্মৃতিগুলো কেমন ছিল—যেভাবে তুমি মনে রাখতে চাও।SMHB

হ্যাঁ, একেবারেই সত্য কথা। কিছু মানুষ জীবনে এমন প্রভাব ফেলে যায়, যাদের স্মৃতি আমাদের মনের গভীরে গেঁথে থাকে। তারা পাশে না...
25/05/2025

হ্যাঁ, একেবারেই সত্য কথা। কিছু মানুষ জীবনে এমন প্রভাব ফেলে যায়, যাদের স্মৃতি আমাদের মনের গভীরে গেঁথে থাকে। তারা পাশে না থাকলেও, তাদের কথা, আচরণ, ভালোবাসা—সব কিছুই আমাদের জীবনের অংশ হয়ে যায়। সেই স্মৃতিগুলো কখনো আনন্দ দেয়, কখনো কষ্ট—but ultimately, তারা আমাদের মানুষ করে তোলে। হাফিজুল ইসলাম হাফিজ

Address

Paikgacha

Telephone

+8801977457076

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pk.Hafiz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pk.Hafiz:

Share