09/07/2025
📢 শিববাড়ি টোল এখনই বন্ধ করো — টোলমুক্ত পাইকগাছা চাই!
খুলনার পাইকগাছা উপজেলার শিবাড়ি টোল চলছে ২০২৫ সালের জুন পর্যন্ত, যা সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতকে ভোগান্তিতে ফেলেছে।
🗣️ সচেতন পাইকগাছা ও কয়রাবাসী প্রধান উপদেষ্টার কাছে দাবী জানাচ্ছে—
🚫 টোল আদায় স্থায়ীভাবে বন্ধ করো!
✅ জনস্বার্থে
✅ স্বচ্ছ যাতায়াতে
✅ ন্যায্যতার জন্য
শিবাড়ি টোল বাতিল একমাত্র সমাধান।
পাইকগাছার হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তায় চলাচল করে—
রোগী, ছাত্র, কৃষক, শ্রমিক সবাই।
এই পথেই তাদের জীবন ও ভবিষ্যত।
❌ টোল দিয়ে চলার অন্যায় আর আমরা মেনে নেব না!
🛑 শিবাড়ি টোল অবিলম্বে বন্ধ করো!
আমাদের রক্তের এই রাস্তা টোলের জন্য নয়, আমাদের অধিকার।
✊ আমরা চাই—
টোলমুক্ত পাইকগাছা, স্বচ্ছ ও ন্যায্য যাতায়াত,
পরিবর্তনের পথে এগিয়ে চলা।
📢 পাইকগাছার মানুষ জেগে উঠেছে,
এখন আর টোল নয়, অধিকার চাই!
#শিববাড়িটোলবন্ধকরো #টোলনয়অধিকারচাই #পাইকগাছারপ্রতিবাদ #কয়রারমানুষ
#প্রিয়পাইকগাছা #আমি_টোলমুক্ত_পক্ষে #টোলমুক্তপাইকগাছা