ISHA 71 Islamic LIFE

ISHA 71     Islamic LIFE তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়।
- হযরত আলী (রাঃ)

ক্যাটাগরি যাই হোক না কেনো পারফরম্যান্স যেনো হাই ক্যাটাগরির হয়,  এটুকুই চাওয়া সাব্বির থেকে। Best of luck Sabbir Rahman   ...
15/10/2024

ক্যাটাগরি যাই হোক না কেনো পারফরম্যান্স যেনো হাই ক্যাটাগরির হয়, এটুকুই চাওয়া সাব্বির থেকে।

Best of luck Sabbir Rahman 🏏🇧🇩🫶

29/08/2024

সাপোর্ট

https://www.facebook.com/profile.php?id=61565427440761&mibextid=ZbWKwL

আসসালামু আলাইকুম
আমার প্রোফাইল এ আসার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ইউজার সবাই সাপোর্ট করবেন এবং ফুলের ভালোবাসা নিবেন।

ছাত্রলীগের সাথে জড়িত আমার আত্মীয়, বন্ধু-বান্ধব, পাড়াপ্রতিবেশি, সমবয়সী যারা আছেন আপনাদের সাথে ভার্চুয়াল এবং অ্যাকচুয়াল উ...
29/07/2024

ছাত্রলীগের সাথে জড়িত আমার আত্মীয়, বন্ধু-বান্ধব, পাড়াপ্রতিবেশি, সমবয়সী যারা আছেন আপনাদের সাথে ভার্চুয়াল এবং অ্যাকচুয়াল উভয় দিক থেকে বিচ্ছেদ ঘোষণা করলাম। 🚫
নিজ দায়িত্বে আমার ফ্রেন্ডলিস্ট থেকে বের হয়ে যান🙏
এটা আমার নীরব প্রতিবাদ💪

10/07/2024

বনখেকো মুশররাফ এর পুত্র পুলিশ কর্মকর্তা মাসরুফ এর রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে নিয়ে ক**টূক্তি! কমেন্টে দেখুন। এমন জ*গণ্য গোসতাখে রাসুল কীভাবে পুলিশ কর্মকর্তা হয়ে এ দেশে থাকতে পারে?

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালবাসা আমাদের ঈমান। তাঁর একটি চুলের ইজ্জত হেফাজতের জন্য লক্ষ মুসলমান জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সারা দুনিয়ার মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আ*ঘা*তরারী এ কমবখতকে বরখাস্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। অন্যথায় আমরাও রাজপথে নামতে বাধ্য হব।

সবাই যার যার টাইমলাইন থেকে আওয়াজ তুলুন। একজন পুলিশ কর্মকর্তা কীভাবে আমাদের কলিজার টুকরাকে ক*টূক্তি করার সাহস পায়?

সুন্দর একটা পোস্ট,, মাশাআল্লাহ
10/07/2024

সুন্দর একটা পোস্ট,, মাশাআল্লাহ

২০০০ সালের পর থেকে ব্রাজিল এর অর্জন। 🇧🇷 ২০০২ ফিফা বিশ্বকাপ,২০০৪ কোপা আমেরিকা,২০০৭ কোপা আমেরিকা,২০১৯ কোপা আমেরিকা,২০০৫ ফি...
09/07/2024

২০০০ সালের পর থেকে ব্রাজিল এর অর্জন।
🇧🇷 ২০০২ ফিফা বিশ্বকাপ,২০০৪ কোপা আমেরিকা,২০০৭ কোপা আমেরিকা,২০১৯ কোপা আমেরিকা,২০০৫ ফিফা কনফেডারেশনস কাপ,২০০৯ ফিফা কনফেডারেশনস কাপ,২০১৩ ফিফা কনফেডারেশনস কাপ,২০১৬ অলিম্পিক গোল্ড মেডেল,২০২০ অলিম্পিক গোল্ডমেডল।


যারা 7up মারাও এটা তাদের জন্য,,,

25/06/2024

আলহামদুলিল্লাহ
11:30 am
কন্যা সন্তানের বাবা হলাম,,,
সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন.!!😭😭আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসক'কে হারালাম।😰😰যিনি কখনো পশ্চিমা অপশক্ত...
20/05/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন.!!😭😭
আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসক'কে হারালাম।😰😰যিনি কখনো পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করেননি। আজকের দিনটা মুসলমানদের জন্য একটা মর্মান্তিক দিন মুসলিম বিশ্ব আরেক বীরযোদ্ধাকে হারিয়েছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমীন। 🤲

বিজ্ঞানের দৃষ্টিতে অনাবৃষ্টি বা তীব্র তাপপ্রবাহের বিভিন্ন কারণ রয়েছে। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ...
29/04/2024

বিজ্ঞানের দৃষ্টিতে অনাবৃষ্টি বা তীব্র তাপপ্রবাহের বিভিন্ন কারণ রয়েছে। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাবৃষ্টির কারণ হিসেবে মানুষের একটি পাপাচার ও আল্লাহর বিধান পালনে অবহেলাকে চিহ্নিত করেছেন। এক হাদিসে এ বিষয়ে বর্ণিত হয়েছে—
ইবনে ওমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,যে জাতিই তার মালের যাকাত দেওয়া বন্ধ করবে, সে জাতির জন্যই আকাশ হতে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। যদি অন্যান্য প্রাণীকুল না থাকত, তাহলে তাদের জন্য আদৌ বৃষ্টি হত না।
(ইবনে মাজাহ, হাদিস : ৪০১৯)

জীবনের একটি স্বরণীয়। যেদিন সেরাটা দিয়ে রাজহাঁস জিতেছিলাম,,,,হঠাৎ ছবিটা পেলাম পুরাতন এলবাম থেকে 🏏🏏🏏💯💯💯 01-11-2022
14/04/2024

জীবনের একটি স্বরণীয়। যেদিন সেরাটা দিয়ে রাজহাঁস জিতেছিলাম,,,,হঠাৎ ছবিটা পেলাম পুরাতন এলবাম থেকে 🏏🏏🏏💯💯💯

01-11-2022

আসসালামু আলাইকুম𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 🌙❝তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম❞সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ভাই ব্রাদারদের জানাচ্ছি ...
11/04/2024

আসসালামু আলাইকুম
𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 🌙
❝তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম❞সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ভাই ব্রাদারদের জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা.

সবাইকে খুব মিস করছি,,🫂🫂🫂

হে মুসলমান বাসি তোমরা ব্যাস্ত ঈদ নিয়ে,,,, খুব আনন্দ করছো,,, করো সমস্যা নাই,,,, কিন্তু আমাদের প্রথম কিবলার কথা একটু ভাবো❤...
10/04/2024

হে মুসলমান বাসি তোমরা ব্যাস্ত ঈদ নিয়ে,,,, খুব আনন্দ করছো,,, করো সমস্যা নাই,,,, কিন্তু আমাদের প্রথম কিবলার কথা একটু ভাবো❤️
তোমরা কি একবারও ভেবেছো ফিলিস্তিন গাজায় ওদের কি অবস্থা 😭😭 ওদের কি ইচ্ছে করে না ঈদ করতে,,,ইচ্ছে করে না বাবা মায়ের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে,,, আজ আমাদের মত লোকদের কারনে,,,জুলুম কারীদের কারনে ওরা কত নির্যাতিত,, কত জুলুম ওদের উপর,,,
সময় থাকতে জাগো হে মুসলমান,,, নয়তো তোমরাও নির্যাতিত হবে,,,অপমানিত হবে😭😭😭
ওদের হয়ে যুদ্ধ না করতে পারো,,,দোয়াতো করতে পারো,,,
কাল ঈদ আমরা সবাই,, ফিলিস্তিন গাজার মুসলমান,, আমাদের প্রথম কেবলা,, আল আকসার জন্য দোয়া করবো ""ইনশাআল্লাহ""

Address

Moukhali Street
Paikgacha

Alerts

Be the first to know and let us send you an email when ISHA 71 Islamic LIFE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ISHA 71 Islamic LIFE:

Share