Paikgacha News

Paikgacha News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Paikgacha News, Media/News Company, Paikgacha.

পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ________________________________________________________________________________...
30/01/2024

পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
_____________________________________________________________________________________
পাইকগাছায় ১০০ টি ইয়াবা বড়ি সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালি মোড়স্থ শাহাজুদ্দীন সরদারের চাল কলের সামনে থেকে তাকে আটক করা হয়। থানায় মাদক মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ দর্শক অমিত দেব নাথ জানান, গোপন সংবাদে আমি সহ সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশ হোসেন সোমবার বেলা ৩ টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয় মোড়স্থ শাহাজুদ্দীন সরদারের চাউলের মিলের থেকে হারুনর রশিদ (৬০) আটক করা হয়। সে খুলনা জেলা রুপসা থানার আইচগাতী গ্রামোর মৃত্যু সামছুল আলমের ছেলে। তার স্বীকারোক্তি মতে তার নিকট থেকে ১০০ টি ইয়াবা বড়ি পাওয়া যায়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ইয়াবা সহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদক মামলা হয়েছে। ওই দিনই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ব খড়িয়া গ্রামটি পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শিবসা নদীর শাখা কড়ুলিয়া কোলঘেঁষে অবস্থিত । উক্ত গ্রা...
20/10/2022

পূর্ব খড়িয়া গ্রামটি পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শিবসা নদীর শাখা কড়ুলিয়া কোলঘেঁষে অবস্থিত । উক্ত গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও একটি সার্বজনীন মন্দির রয়েছে। উক্ত গ্রামটি সনাতন ধর্মাবলম্বী অধ্যুসিত । কিন্তু একটি মানসম্মত শ্মশানের অভাবে অপরিকল্পিত ভাবে রাস্তার পাশে গ্রামবাসী যত্রতত্র মৃতদেহ সৎকার করে থাকে ।

মানবিক চেয়ারম্যান হিসাবে পরিচিত ৬নং লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কে এম আরিফুজ্জামান (তুহিন) ইউনিয়নের অভিভাবক হিসাবে বিষয়টি তাকে ভাবিয়ে তুলেছে । যার ফলশ্রুতিতে গ্রামবাসীকে তিনি নিজ উদ্যোগে ডেকে ইতিপূর্বে একটি মহা শ্মশান নির্মানের পরিকল্পনা ব্যক্ত করেছিলেন এবং তার মহৎ এ পরিকল্পনা বাস্তবায়নে শ্মশান নির্মানের জন্য স্থানীয় টুটুল ঢালী ও মাষ্টার রবীন্দ্রনাথ হালদার জমি দান করতে সম্মত হয়েছেন । জানাগেছে উক্ত জমি আগামী বৃহস্পতিবার রেজিস্ট্রি হবে।

সর্ব সম্মত সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব খড়িয়া সার্বজননীর মন্দির সংলগ্ন স্থানে শ্মশানটি নির্মিত হবে । সম্প্রতি গ্রামবাসীকে ডেকে লস্কর ইউনিয়নের মানবিক চেয়ারম্যান উক্ত মহা শ্মশান নির্মানের জন্য তিন টন চাউল বরাদ্দ দেওয়ার ঘোষনা দিয়েছেন। চেয়ারম্যান মহোদয়ের মহৎ এ উদ্যোগকে তাৎক্ষণিকভাবে গ্রামবাসী স্বাগত জানিয়েছেন । আজ ১৯শে অক্টোবর রোজ বুধবার সন্ধ্যায় গ্রামবাসীর উপস্থিতিতে এবং চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে আবারো সভা অনুষ্ঠিত হয়েছে । আজকের সভায় জানানো হয়েছে মহা শ্মশান নির্মানের কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে। বৈঠকে চেয়ারম্যান মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য অরবিন্দ কুমার মন্ডল সহ পূর্ব খড়িয়া গ্রামের সর্বস্তরের মানুষ । বৈঠক শেষে উপস্থিত গ্রামবাসীর মাঝে মানবিক চেয়ারম্যান তুহিন কাগজী নিজে খাবার বিতরণ করেন।

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবুধবার (১২ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তো...
12/10/2022

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বুধবার (১২ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আল-আমিনের জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল।

এদিন আল-আমিন আদালতে উপস্থিত হতে পারেননি। তবে দুই সন্তান নিয়ে আদালতে উপস্থিত হন তার স্ত্রী ইসরাত জাহান। আল-আমিনের পক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। অপরদিকে আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী শামসুজ্জামান গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানান।

এর আগে গত ৬ অক্টোবর আদালতে উপস্থিত হন আসামি আল-আমিন। এরপর আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব দাখিল করেন। সেখানে উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। তবে এ সংক্রান্ত কোনো কাগজ পাননি বলে জানান স্ত্রী ইসরাত। সেই সঙ্গে ন্যায়বিচার কামনা করেন তিনি।

২৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আল-আমিন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

৭ সেপ্টেম্বর একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবি করে একই আদালতে মামলা করেন আল-আমিনের স্ত্রী ইসরাত। মামলাটি আমলে নিয়ে ক্রিকেটারকে হাজির হতে সমন জারি করেন আদালত।

মামলায় বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসলামী শরিয়াহ মোতাবেক ইসরাত ও আল-আমিন বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে। বড় ছেলে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি ভার্সনে কেজিতে পড়াশোনা করছে। বেশ কিছুদিন ধরে স্ত্রী ও সন্তানদের ভরণ-পোষণ দেন না এবং খোঁজ না নিয়ে এড়িয়ে চলছেন আল-আমিন। যোগাযোগও করেন না তিনি।

মহামান্য রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ।মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ইন্...
29/09/2022

মহামান্য রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ।

মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

আজ সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে বিদায়ী আইজিপি দায়িত্ব পালনে দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সফলভাবে দায়িত্ব পালনের জন্য বিদায়ী পুলিশ প্রধানকে ধন্যবাদ জানান মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদপ্রার্থী মোঃ সালমান শেখ।পাইকগাছা (খুলনা) থেকে।____________________________________...
23/09/2022

জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদপ্রার্থী মোঃ সালমান শেখ।

পাইকগাছা (খুলনা) থেকে।
______________________________________________________________

তারুণ্যের প্রতীক,
যুব সমাজের অহংকার
এসো হে তরুণ-এসো হে যুবা,
চল সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পাইকগাছা কে নতুন
রূপে গড়ে তুলি।
আগামী ১৭ অক্টোবর ২০২২ রোজ সোমবার খুলনা জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদপ্রার্থী মোঃ সালমান শেখ, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী, পাইকগাছার সোলাদানা ইউনিয়নের কৃতি সন্তান, কেন্দ্রীয় দলিল লেখক খুলনা সদর সাবরেজিষ্ট্রী অফিসের ক্রীয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খুলনা জেলা দলিল লেখক সমিতি। খুলনা মহানগর ২৮ নং ওয়ার্ডের ত্যাগী, পরিশ্রমী, কর্মীবান্ধব, বেতবুনিয়া বাইতুল জামে মসজিদ নির্মাণ কালীন কমিটির সেক্রেটারি। বেতবুনিয়া গ্রামের মোঃ কেরামত আলী শেখ এর পুত্র মোঃ সালমান শেখ, খুলনা জেলা পরিষধ নির্বাচনে, জেলা পরিষধ সদস্য হিসাবে পাইকগাছা উপজেলার ১০ নম্বর ইউনিয়ন বাসীর সাধারণ জনগণ ও উপজেলা বাসীর পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যেতে পারি। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে ভোট প্রার্থনা করে নির্বাচনী কাজ শুরু করছি। বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের সকলের কাছে দোয়া, সহযোগীতা চেয়ে ভোট প্রার্থনা করেন সাধারণ সদস্য পদপ্রার্থী মোঃ সালমান শেখ। পাইকগাছা উপজেলা বাসীর হয়ে নিরলস ভাবে কাজ করতে পারি আপনারা সকলে আমার জন্য দূয়াও আর্শীবাদ করবেন।

তাং-২৩/৯/২০২২
শুক্রবার।

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাইকগাছা বা...
19/09/2022

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাইকগাছা বাসীর পক্ষ থেকে।

সোমবার সকালে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী ...
12/09/2022

সোমবার সকালে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ নির্দেশনা মেতাবেক ৩ দিনের অর্ধদিবস কর্মবিরতি ১ম দিনে সকালে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নেতৃত্বে কলম বিরতি কর্মসূচি পালিত হয়।

বিপাকে কৃষকের স্বপ্ন____________________________________________খুলনার পাইকগাছায় বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয...
10/09/2022

বিপাকে কৃষকের স্বপ্ন
____________________________________________
খুলনার পাইকগাছায় বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আমন ক্ষেত নিয়ে রীতিমত বিপাকে রয়েছেন উপজেলার প্রায় সর্বোস্তরের কৃষকরা। বর্ষার মৌসুম শেষ হলেও আমন চাষের উপযোগী বৃষ্টিপাত না হওয়ায় বহু জমি এখনও অনাবাদি পড়ে রয়েছে।

প্রতিবেদনকালে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বর্ষার মৌসুমেও বৃষ্টিপাত না হওয়ায় বাধ্য হয়ে কৃষকরা স্যালো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে আমন ধানের চারা রোপণ করেছেন।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, তারা ধারণা করেছিলেন কিছুদিন পর বৃষ্টি হবে। তবে সেচ দিয়ে যেসব জমিতে চারা রোপণ করেছে বর্তমানে ওই সকল জমিতে পানি সেচ দিয়ে চারা বাঁচিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন তারা।

কৃষকরা জানান, আমনের চারা রোপণের সময় ফুরিয়ে এলেও পানির অভাবে এখন পর্যন্ত চারা রোপন করতে পারেননি অধিকাংশ তারা। অনেকে সেচ দিয়ে চারা রোপণ করলেও পানির অভাবে রোপণকৃত চারা হলুদ হয়ে যাচ্ছে, চারা মরে যাচ্ছে।

কয়েক হাজার হেক্টর জমি অনাবাদি অবস্থায় পড়ে রয়েছে। অনেকের আবার বীজতলায় চারার বয়স বাড়লেও পানির অভাবে জমি চাষই করতে পারছেন না।

তারা জানায়,যে সকল কৃষকরা সেচ দিয়ে জমি চাষ করে চারা রোপণ করেছিলেন বর্তমানে তাদের নিয়মিত সেচ দিয়ে চারা বাঁচিয়ে রাখতে হচ্ছে। এ কারণে বাড়তি খরচ গুণতে হচ্ছে কৃষকদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে এ বছর ১৭ হাজার ২৫৩ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বীজতলার জন্য কৃষক বীজধান ক্রয় করেছে তবে পানির অভাবে জমি আবাদ করতে পারেনি।

এ ব্যাপারে উপজেলার গদাইপুর, কপিলমুনি, হরিঢালী, রাডুলীসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা জানান,বীজ ধান কিনেছিলেন তারা সকলেই। তবে বৃষ্টির অভাবে বীজতলা প্রস্তুত করতে পারেননি। আমন চাষের সময়ও পার হয়ে যাচ্ছে।গত বছর এসময় আমন ধানের চারা লাগানো শেষ হয়েছিল আর চলতি মৌসুমে এখনও আবাদই শুরু করতে পারেননি।

উপজেলা কৃষি অফিস ও কৃষকদের ধারণা করছেন কয়েক দিনের মধ্যে বৃষ্টি না হলে উঁচু জমিতে এ বছর আর আমন চাষ করা সম্ভাব হবে না। অনাবাদি থেকে যাবে ঐ সকল জমি। তবে মাছ চাষের লীজ ঘেরে নাবী জাতের আমনের চারা লাগানো যাবে।

এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমনের আবাদ হয় বর্ষাকালে। বৃষ্টি নির্ভর আমনের চাষাবাদ। কমপক্ষে ৪০০ মিলিমিটার বৃষ্টির প্রয়োজন হয় আমনের চারা রোপণ করতে। তবে গত এক মাসে থেমে থেমে বৃষ্টি হয়েছে মাত্র ১৫০ মিলিমিটারের মতো। আর সে কারণেই উপজেলার বহু জমি পতিত রয়েছে।

তবে বৃষ্টির সময় এখনও রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, কৃষকদের সেচ দিয়ে জমিতে ধানের চারা রোপনের পরামর্শ দেয়া হচ্ছে।তবে সেচ দিয়ে চাষ করতে কৃষকদের একটু খরচ বাড়বে। বৃষ্টি হলে তাদের জন্য কাজটি অনেক সহজ হতো। আর অনাবৃষ্টির কারণে অনেক জায়গায় বীজতলা নষ্ট হয়েছে।

পাইকগাছায় হাতুড়ি দিয়ে মাথা ফাঠানো রেনুর পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের চক্কাওয়ালী গ্রামের  হাতুড়ি দিয়ে মাথা ফাঠিয়ে দেয়া স...
10/09/2022

পাইকগাছায় হাতুড়ি দিয়ে মাথা ফাঠানো রেনুর

পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের চক্কাওয়ালী গ্রামের হাতুড়ি দিয়ে মাথা ফাঠিয়ে দেয়া সেই মহিলা অবশেষে মারা গেলেন। শুকুর আলী গাইন হাতুড়ি দিয়ে একই গ্রামের আয়ুব আলী সরদারের স্ত্রী রেনু বেগমকে মাথা ফাটিয়ে দেয়,মাথা প্রায় দুই ইঞ্চি ডীপ হয়ে যায়। খুলনা গাজী মেডিক্যাল কলেজ এ্যাণ্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১০/০৯/২০২২ তারিখ বিকেলে ইন্তেকাল করেন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাইকগাছায়  এলপি গ‍্যাসের গাড়ি চালক নাটক করে গ্যাস বিক্রয়ের টাকা আত্মসাৎ অতঃপর টাকা উদ্ধার।পাইকগাছায় এলপি গ্যাসের সাপ্লায...
10/09/2022

পাইকগাছায় এলপি গ‍্যাসের গাড়ি চালক নাটক করে গ্যাস বিক্রয়ের টাকা আত্মসাৎ অতঃপর টাকা উদ্ধার।

পাইকগাছায় এলপি গ্যাসের সাপ্লায়ার গাড়ী চালক গ্যাস বিক্রয়ের টাকা আত্মসাৎ করার জন্য পরিকল্পিত মারপিট ও টাকা ছিনতাইয়ের নাটক সাজানোর ঘটনা ঘটিয়েছে। পুলিশ চালকের মায়ের নিকট থেকে টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় চালক সহ ৩ জনের নামে মামলা হয়েছে।
জানাগেছে, কপিলমুনি ইউনিয়নের বিশ্বনাথ সাধুর ছেলে বিপ্লব সাধু বসুন্ধরা এলপি গ্যসের সাপ্লায়ার। গত বৃহষ্পতিবার রাতে চাদখালী ইউনিয়নের কাঁটাখালী বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে গ্যাস ভর্তি ট্রাকটি দাড়িয়ে ছিল। এ সময় আঃ বারিক গাজী ও বিশ্বজিৎ দফাদার চালক রাস্তার উপর দাঁড় করিয়ে রাস্তায় যানজট সৃষ্টি করা যাবেনা এ কথা বল্লে এক পর্যায় চালক, হেলপারের ও পথচারীর মধ্য ঝগড়া বাঁধে। এ ঘটনায় চালক শেখ শাহআলম পরিকল্পিত ভাবে গাড়ীর গ্লাস ভাংচুর ৪ লাখ ছিনতাইয়ের নাটক সৃষ্টি করে। সে স্থানীয় চাঁদখালীর দেবদুয়ার গ্রামের মৃতঃ শেখ রহিদুল ইসলামের ছেলে। পরবর্তীতে পুলিশী তৎপরতায় চালক ও হেলপারের স্বীকারোক্তি মতে রাত দেড় টার দিকে ড্রাইভার শাহআলমের বাড়ি থেকে ১ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার হলে টাকা ছিনতাই নাটকের অবসান ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত চালক শাহআলম,গাড়ীর হেলপার হরিঢালী'র দরগাহমহলের শেখ নাঈম (১৯) ও দেবদুয়ারর শেখ আলী হোসেন খোকনের ছেলে ভ্যান চালক শেখ রাশেদ (২৬)কে গ্রেপ্তার করেছেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, গাড়ীর চালক, হেলফার, ও ভ্যান চালকে শুক্রবার বিকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এমপি বাবু'র উদ্যোগে পাইকগাছায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন।খুলনার পাইকগাছায় মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ...
09/09/2022

এমপি বাবু'র উদ্যোগে পাইকগাছায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন।

খুলনার পাইকগাছায় মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে খুলনা-৬আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু'র নিজস্ব উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটি ম্যুরাল নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৯সেপ্টেম্বর)দুপুরে পাইকগাছা পৌরসভাধীন জিরোপয়েন্টে এ ম্যুরাল নির্মাণকাজের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ও সহকারি অধ্যাপক মাইনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ আকরামুল ইসলাম,পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক রায়হান পারভেজ রনি সহ স্থানীয় আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্হিত বক্তারা বলেন, পাইকগাছা পৌরসভাধীন জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরালের মাধ্যমে জনসাধারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস জানতে পারবে। এ বিষয়ে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন,বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ম্যুরাল রয়েছে। কিন্তু আমার নির্বাচনী এলাকা কয়রা-পাইকগাছায় ইতিপূর্বে কোন ম্যুরাল ছিল না। আজকে বঙ্গবন্ধুর ম্যুরালের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে এবং অচিরেই এ ম্যুরালের নির্মাণকাজ শেষ করা হবে।আর এ ম্যুরালটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

Address

Paikgacha
9280

Alerts

Be the first to know and let us send you an email when Paikgacha News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Paikgacha News:

Share